ঈদ মোবারক এসএমএস স্ট্যাটাস ও ছন্দ ২০২৩

ঈদ মোবারক এসএমএস-আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ এর পক্ষ থেকে আজকের আর্টিকেলে আপনাদের স্বাগতম। অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে ঈদ মোবারক স্ট্যাটাস এসএমএস ও ছন্দ সার্চ করে থাকেন।

তাদের উদ্দেশ্যে আজকের আর্টিকেলে কিছু ঈদ মোবারক এসএমএস স্ট্যাটাস ও ছন্দ লিখা হয়েছে। আশা করছি আজকের আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লাগবে।

ঈদের এসএমএস স্ট্যাটাস ছন্দ ২০২৩

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি১)ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন। তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ। বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দাঁড়িয়ে। ঈদ মোবারক! শুভ হোক ঈদের দিন তোমার।ঈদ মোবারক এসএমএস স্ট্যাটাস

২) রাত পেরোলেই ঈদের দিন। উপভোগ করবে সারাদিন। ঈদ পাবে না প্রতিদিন। দাওয়াত রইল ঈদের দিন। ঈদ মোবারক!

৩) নতুন পোশাক পড়ে নিও। বেশি করে ঈদি নিও। সেমাই খেও পেট ভরে। ঘুরো ফিরো মন ভরে। ঈদ মোবারক বলো প্রাণ খুলে। আনন্দের এই সময় গুলো কাটুক থেমে থেমে। বছরজুড়ে তোমার তরে ঈদ আসুক নেমে। ঈদ মোবারক!

৪) যেমন ছিলাম তেমন আছি। বন্ধু তোমার পাশাপাশি। ভাবছো হয়তো ভুলে গেছি। কেন ভাবছো মিছেমিছি। যদি তোমায় ভুলে যেতাম তাহলে কি এসএমএস করতাম।

ঈদ মোবারক!

৫) ভোর হলো দোর খোলো চোখ মেলে দেখরে। রোজা শেষ রোজা শেষ। ঈদ চলে এলো রে। নতুন জামা পরবো রে, হাসিখুশি থাকবো রে। ঈদ চলে এলো সবার দুয়ারে। শুভেচ্ছা রইল সবাইকে। ঈদ মোবারক!

কোন নিয়মে পড়বেন ঈদের নামাজ

৬) মেঘলা আকাশ মেঘলা দিন। ঈদের বাকি একদিন। কাপড় চোপড় কিনে নিন। গরিব দুঃখীর খবর নিন। দাওয়াত রইলো ঈদের দিন। ঈদ মোবারক!

বাঁকা চাঁদের হাসি

১) বাঁকা চাঁদের হাসিতে। দাওয়াত দিলাম আসিতে। আসতে যদি না পারো, ঈদ মোবারক গ্রহণ করো।

২) সাদা গোলাপ সবুজ পাতা তোমাকে জানাই ঈদের কথা। আসবে আমার বাড়িতে। বসতে দেব পিরিতে। খাবে কিন্তু অল্প। করবো অনেক গল্প। ঈদ মোবারক!

৩) রং লেগেছে মনে মধুর এই ক্ষণে। তোমায় আমি রাঙিয়ে দেবো ঈদের এই দিনে। ঈদ মোবারক!

৪) শুভ রজনী শুভ দিন। রাত পেরুলে ঈদের দিন। উপভোগ করবে সারাদিন। ঈদ পাবে না প্রতিদিন। দাওয়াত রইল ঈদের দিন। ঈদ মোবারক!

৫) আমার বাড়ি আইসো সখি নতুন সাজে সেজে। ঈদের পোশাক দেবো তোমায় বইসো আমার পাশে। পোলাও কোরমার সাথে দেবো সেভেন আপ খেতে। ঈদের দিন করব মাস্তি দুজন মোরা মিলে। ঈদ মোবারক!

৬) বন্ধু তুমি অনেক দূরে। তাই তোমার কথা মনে পড়ে। সুন্দর এই সময় কাটুক খুশিতে। সব কষ্ট ভুলে যেও আপনজনদের হাসিতে। ঈদ মোবারক!

৭) চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয় নতুন চাঁদের আলো এসে পড়লো সবার গায়। ঈদ মোবারক!

ঈদের শুভেচ্ছা মেসেজ

১) কষ্টের আড়ালে সুখের রাশি। প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি। তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় হোক শুভ। সবাইকে জানাই ঈদ মোবারক!

২) বলছি আমি আমার কথা। ঈদে থাকবে নাকো মনের ব্যথা। আমার জীবনে অনেক চাওয়া ঈদ থেকে সব পাওয়া। ঈদের প্রতি তাই এত ভালোবাসা। ঈদ মোবারক!

৩) ঈদ হোক কবিতার মতো। প্রতিটি চরণের শেষে মিলে যাক প্রতিটি ছন্দ, প্রতিটি মাত্রা, তেমনি আশা, শুরু হবে প্রতিটি মিলন। শুভ হবে প্রতিটি যাত্রা।

৪)ফুরিয়ে এলো রমজানেরই মোবারক মাস। আজ বাদে কাল ঈদ। তবু মন করে উদাস। আল্লাহ বলে কাঁদ বারেক রাসূল বলে কাঁদ। সাফ হবে তোর মনের আকাশ। উঠবে ঈদের চাঁদ। ভোগে কেবল দুর্ভোগ সার, বাড়ে দুঃখের বোঝা। ত্যাগ শিখ তুই, সংযম শিখ, সেই তো আসল রোজা। এই রোজার শেষে ঈদ আসবে রইবেনা বিষাদ।

৫)ফুল সুভাষ দেয় দৃষ্টি মন চুরি করে খুশি আমাদের হাসায় দুঃখ আমাদের কাদায়। আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়। ঈদ মোবারক!

৬) সারাদেশে চলছে ঈদের উৎসব। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি। ঈদ মোবারক

ঈদের নতুন স্ট্যাটাস

১) তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি, তুমি পাহাড়ের গায়ে ঝর্ণার পানি, তুমি বর্ষার এক পরশা বৃষ্টি, তুমি মধ্যরাতের পূর্ণিমার চাঁদ। তোমাকে জানাই ঈদ মোবারক!

২)এই এসএমএস যার কাছে যাবি যাকে পাবি তাকে আমার সালাম দিবি। লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি। আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক!

৩)ঈদের দাওয়াত তোমার তরে। আসবে তুমি আমার ঘরে। কবুল করো আমার দাওয়াত। না করলে পাবো আঘাত। তখন কিন্তু দেবো আড়ি। যাব না আর তোমার বাড়ি।

৪)আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব আলো দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে, হৃদয়ের সব অনুভূতি দিয়ে, তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!

৫)পড়েছে আজ চাঁদের নজর। তাইতো পেলাম ঈদের খবর। হাসছে চাঁদ আজ আকাশ জুড়ে। সবাই পেল ঈদের বাতাস।ঈদের দাওয়াত তোমার তরে। আসবে তুমি আমার ঘরে। ঈদ মোবারক!

ঈদ মোবারক ছন্দ

১)ওই দেখা যায় ঈদের চাঁদ, বাড়িয়ে দিলাম দুটি হাত, মিষ্টি মিষ্টি হাসিতে, দাওয়াত দিলাম আসিতে, ঝড় বৃষ্টির রোদ্রের দিন, আসবে কিন্তু ঈদের দিন।

২)আসছে ঈদ, চলছে গাড়ি, আমার দাওয়াত তোমার বাড়ি, ও সরি ,তোমার দাওয়াত আমার বাড়ি। হিমেল হাওয়া শীতের দিন। আসবে কিন্তু ঈদের দিন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

৩)বন্ধু তুমি অনেক দূরে। তাই তোমার কথা মনে পড়ে। সুন্দর এই সময়টুকু কাটুক খুশিতে। সব কষ্ট ভুলে যাও, আপন জনের হাসিতে।

৪) যেদিন দেখব ঈদের চাঁদ, খুশিমনে কাটাবো সারা রাত, নতুন সাজে সাজবো সেদিন, সেদিন হলো ঈদের দিন। আনন্দে কাটাবো সারাদিন। দাওয়াত রইল ঈদের দিন। ঈদ মোবারক!

৫)শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি। আছে একটা বন্ধু আমার।মনে পড়ে সকাল বিকাল তাকে জানাই, ঈদ মোবারক!

৬) নতুন সকাল, নতুন দিন। শুভ হোক ঈদের দিন। নতুন রাত, বাঁকা চাঁদ। রঙিন হোক ঈদের রাত। ঈদ মোবারক!

শেষ কথা

প্রিয় পাঠিকা বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনাদের ঈদের স্ট্যাটাস ছন্দ ও এসএমএস ভালো লেগেছে।

আজকের আর্টিকেলটি যদি‌ আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আজকের মত বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন।

পোস্ট ট্যাগ-

ঈদ মোবারক এসএমএস,বাংলা ঈদ মোবারক sms,ইমোশনাল কষ্টের sms,প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা,ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা,বেদনার এসএমএস,ঈদের এসএমএস ২০২১,মেয়েদের কষ্টের এসএমএস।

আপনার জন্য আরো –

আরও পড়ুন –

লাইলাতুল কদরের আমল ও ফজিলত কি

লাইলাতুল কদরের নামাজের নিয়ম

তারাবির নামাজ ২০ রাকাতের একটি দলিল

তারাবি নামাজ কিভাবে এলো

তারাবীহ নামাজ কোন নিয়মে পড়বো? 

২০২৩ সালের রোজার খাবার তালিকা

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইলটি সাবস্ক্রাইব করে রাখুন.

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।