উপায় অ্যাকাউন্ট খোলার সহজ পদ্ধতি এবং ইনস্ট্যান্ট ৫০ টাকা বোনাস নিন

উপায় অ্যাকাউন্ট খোলার সহজ পদ্ধতি -বাংলাদেশের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং সেবা হচ্ছে উপায়। বাংলাদেশের এই অন্যতম ব্যাংকিং সেবার মধ্যেও আপনি বিভিন্ন সুবিধা পাচ্ছেন। উপায় অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। বর্তমান সময়ে ঘরে বসে নিজের স্মার্টফোন দিয়ে আপনি উপায় অ্যাপস ডাউনলোড করে উপায় একাউন্ট খুলতে পারেন। আর দশটি মোবাইল ব্যাংকিং সেবার মতোই উপায় মোবাইল ব্যাংকিংও বিশেষ সেবা দিয়ে থাকে।

উপায় অ্যাকাউন্ট খুলবেন কিভাবে জেনে নিন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় SS IT BARI-ভালোবাসার টিক ব্লগ এর পাঠক পাঠিকা বন্ধুরা আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। অনেকেই উপায় মোবাইল ব্যাংকিং সেবা পেতে এর একাউন্ট খোলার সহজ পদ্ধতি সম্পর্কে অবগত নন।

আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন এবং উপায় একাউন্ট খোলার নিয়ম জেনে নিন।

উপায় মোবাইল ব্যাংকিং

২০২১ সালের ১৭ ই মার্চ যাত্রা শুরু করে উপায় মোবাইল ব্যাংকিং। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই অনেক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের(UCB) একটি ডিজিটাল অর্থনৈতিক সেবা উপায়।ইউসিবি ব্যাংকের আদি মোবাইল ব্যাংকিং সেবা ইউ ক্যাশ ছিল বাংলাদেশের সবচেয়ে পুরনো মোবাইল ব্যাংকিং সেবার একটি।

সরকারি নানা বিল প্রদান থেকে শুরু করে এটিএম বুথের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে আপনিও খুলতে পারেন নির্দ্বিধায় একটি উপায় অ্যাকাউন্ট।

উপায় অ্যাকাউন্ট খোলার পদ্ধতি

খুব সহজে ঘরে বসেই উপায় একাউন্ট খোলা যাবে যদি আপনার হাতে থাকে একটি স্মার্টফোন।খুব সহজে কিভাবে উপায় অ্যাকাউন্ট খুলবেন তার নিয়ম গুলো জেনে নিন-

ধাপ-১: প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন উপায় অ্যাপ।

ধাস-২: অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।

ধাপ-৩: আপনি যেই মোবাইল নাম্বারে  উপায় অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি লিখুন। নিচের দিকে আপনার অপারেটর সিলেক্ট করতে হবে। Verify Number এই বাটনে ক্লিক করুন।

ধাপ-৪:Verify Number এই বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে। আপনার মোবাইলের উপায় অ্যাপটি অটোমেটিকলি সেই কোডটি নিয়ে নেবে। যদি কোন পারমিশন চাই সেটি দিয়ে দিবেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩

ধাপ-৫: এই পর্যায়ে আপনাকে জাতীয় পরিচয় পত্রের উপরের ও নিচের অংশের ছবি তুলে দিতে হবে এবং Done বাটনে ক্লিক করতে হবে। তাহলে Upay Smart app আপনার আইডির সকল তথ্য স্ক্যান করে নিবে।

ধাপ-৬: এই পর্যায়ে আপনার সকল ইনফরমেশন নিশ্চিত হওয়ার জন্য আপনার নিজের একটি ছবি তুলতে হবে। সেলফি স্টাইলে আপনার মোবাইলে একটি ছবি তুলুন। আপনার ছবি তোলার পর আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্যগুলো ভেরিফাই করা হবে।

ধাপ-৭: পরবর্তীতে আপনার পেশা ও লিঙ্গ সিলেক্ট করতে হবে এবং আপনার ইমেইল এড্রেস থাকলে দিতে পারবেন। না থাকলেও চলবে।

ধাপ-৮: এরপর আপনি মোবাইল স্ক্রিনে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্যগুলো দেখতে পাবেন। সেগুলো ঠিক আছে কিনা যাচাই করে নিন। কোন কিছু ভুল থাকলে এডিট করে ঠিক করে দিতে পারবেন।

ধাপ-৯: আপনার উপায় অ্যাপের জন্য ৪ ডিজিটের strong পিন কোড সেট করে নিন। দ্বিতীয় বক্সে একই পিন কোড লিখে কনফার্ম করুন।

ধাপ-১১: অ্যাকাউন্ট পিন কনফার্ম করে সেট করার পর আপনি সফলভাবে উপায় account খোলার জন্য আপনার মোবাইল নাম্বারে একটি কনফারমেশন এসএমএস পাবেন সেখানে নিচের দিকে Get Started বাটনে ক্লিক করুন।

ধাপ-১২: আপনার ফোন নম্বর এবং উপায় পিন কোড দিয়ে অ্যাপ লগইন করুন। আর উপভোগ করুন উপায় মোবাইল ব্যাংকিং এর সকল সুবিধা।

উপায় মোবাইল ব্যাংকিং একাউন্টে কি সেবা পাওয়া যায়

উপায় মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা পেতে উপায় অ্যাপস এর মাধ্যমে এই সেবাটি ব্যবহার করা উত্তম। উপায় অ্যাপসের মাধ্যমে উপায় মোবাইল ব্যাংকিং এর সুবিধা গুলো হলো;

*দেশের যে কোন প্রান্ত থেকে উপায় account হতে অন্য উপায়মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারীর একাউন্টে আপনি সেন্ট মানি করতে পারবেন অর্থাৎ টাকা পাঠাতে পারবেন।

*উপায় একাউন্ট এর মাধ্যমে আপনার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন।

*উপায় অ্যাপসের মাধ্যমে ক্যাশ ইন করতে পারবেন। আপনি উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে খুব সহজেই এই ক্যাশ ইন সেবাটি পেতে পারেন উপায় মোবাইল ব্যাংকিংয়ে।

*উপায় এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করে আপনি আপনার উপায় অ্যাকাউন্ট হতে টাকা তুলতে পারবেন।

*দেশের বিভিন্ন স্থানে উপায়ে মার্চেন্ট টাচ পয়েন্টে পেমেন্ট করতে পারবেন উপায় মোবাইল ব্যাংকিং সেবা এর মাধ্যমে।

*উপায় একাউন্ট এর মাধ্যমে ক্রেডিট কার্ড ও গ্যাসের বিল আপনি খুব সহজেই পে করতে পারবেন।

*সরকারিভাবে ব্যাংক বন্ধের দিনেও ব্যাংক একাউন্ট থেকে উপায় একাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন।

উপায় মোবাইল ব্যাংকিং সেবা এর কোড কোনটি

উপায় মোবাইল ব্যাংকিং সেবা এর কোড হচ্ছে *268#। উপায় মোবাইল ব্যাংকিং সেবা এর কোড দিয়ে উপায় মোবাইল একাউন্টের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। একই সাথে উপায় অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন।

উপায় এর ওয়েবসাইট

উপায় মোবাইল ব্যাংকিং এর অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে  Upaybd.com।উপায় মোবাইল ব্যাংকিং এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে উপায় ব্যাংকিং সেবা এর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আরো জানতে পারবেন।

উপায় ক্যাশ আউট ফি

উপায় দিচ্ছে এটিএম বুথ থেকে হাজারে আট টাকা ক্যাশ আউট সুবিধা দেশের ৫০০ এর অধিক UCB ATM Booth থেকে হাজারে মাত্র ৮ টাকা খরচে আপনি ক্যাশ আউট করতে পারবেন। তবে সেন্ট মানি বিনামূল্যে করা যাবে। সেন্ড মানি করার ক্ষেত্রে কোন প্রকার ফি প্রযোজ্য নয়। কিন্তু এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করতে হলে গুনতে হবে হাজারে ১৪ টাকা।

উপায় একাউন্ট এর সাহায্যে মোবাইল ব্যাংকিং এর সকল ধরনের সুবিধা আপনি ভোগ করতে পারবেন।সেন্ট মানি এন্ড মানি পে বিল ইত্যাদি সাধারণ সেবা যেমন আপনি পাবেন তেমনি ট্রাফিক মামলার বিল প্রদান ই পরচার ফি পরিশোধ ইন্ডিয়ান ভিসার বিল প্রধানসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়াও ইউসিবি ব্যাংকের গ্রাহকরা চাইলে এটিএম বুথ থেকে তাদের উপায় অ্যাকাউন্ট এর টাকা তুলতে পারবে।

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন: উপায় মোবাইল ব্যাংকিং সেবা এর যাত্রা শুরু কবে?

উত্তর: বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা উপায় মোবাইল ব্যাংকিং এর যাত্রা শুরু হয় ২০২১ সালের ১৭ ই মার্চ।

প্রশ্ন: উপায় মোবাইল ব্যাংকিং কোড কত?

উত্তর: উপায় মোবাইল ব্যাংকিং কোড হচ্ছে*২৬৮#।

প্রশ্ন: উপায়এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউটে  চার্জ কত?

উত্তর: এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট করলে উপায় মোবাইল ব্যাংকিংয়ে চার্জ কাটবে হাজারে ১৪ টাকা।

শেষ কথা-

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা উপায়ের একাউন্ট খোলা সম্পর্কে আজকে আমাদের এই আর্টিকেলেটি শেষ পর্যন্ত পড়ে আশা করছি ঘরে বসে সহজেই আপনারা উপায় মোবাইল ব্যাংকিং এর সেবা পাবেন এর একাউন্ট খোলার মাধ্যমে।

আমাদের আর্টিকেলটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মত বিদায় নিচ্ছি।

পোস্ট ট্যাগ-

উপায় অ্যাকাউন্ট খুলবেন কিভাবে জেনে নিন,উপায় একাউন্ট কোড,উপায় একাউন্ট রেফার অফার ২০২২,উপায় একাউন্ট দেখার নিয়ম,বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম,উপায় এজেন্ট রেজিস্ট্রেশন,উপায় একাউন্ট রেফার বোনাস,উপায় একাউন্ট খোলার অফার,উপায় app এর সুবিধা।

আপনার জন্য-

উপায় ক্যাশ আউট ও সেন্ড মানি খরচ কত

নতুন আপডেট নগদ একাউন্টের অবিশ্বাস্য কিছু সুবিধা

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার জেলা ভিত্তিক আপডেট নাম্বার

বিকাশ ইসলামী সেভিংস একাউন্ট 

মোবাইল দিয়ে টাকা আয় পেমেন্ট নগদ এবং বিকাশে

এন্ড্রয়েড নতুন ফোন কিনার পর যেসব বিষয় চেক করবেন?

সহজে এন্ড্রয়েড ফোন আপডেট করুন

স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ টিপস জেনে নিন

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers