Google adsense ad limit-গুগল এডসেন্স এড লিমিট এই সমস্যাটি সবারই কম বেশি হয়ে থাকে। এই সমস্যাটি সম্পর্কে যারা ব্লগিং করে থাকে তারা সবচাইতে বেশি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে।
আজকের পোষ্টে আপনাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দিব নিজের অভিজ্ঞতা থেকে গুগল এডসেন্স এড লিমিট কেন আপনার ওয়েবসাইটে আসে এবং কিভাবে আপনি এর সমাধান পাবেন সে সম্পর্কে বিস্তারিত।
ব্লগে পোস্ট করার সঠিক নিয়ম 2022
আমরা যারা ব্লগিং করে থাকি তাদের জন্য এই সমস্যাটি অনেক ক্ষেত্রেই গুগল এডসেন্স থেকে চলে আসে। আমাদের ওয়েবসাইটে অ্যাড লিমিট দেওয়া হয়ে থাকে। সে ক্ষেত্রে আমাদের আর্নিং কমে যায় এবং আমাদের ওয়েবসাইটে অ্যাড গুলি শো করার সংখ্যায় একদমই কমে আসে।

এবং যারা নতুন ব্লগার তারা অনেকেই এই অ্যাড লিমিট সমস্যার কারণে পুরো ওয়েবসাইটটি বন্ধ করে দেয় অথবা অন্যকোন থার্ড পার্টির মাধ্যমে সমস্যাটির সমাধান করে নেয় এবং এই সমস্যার কারণে অনেক সময় ওয়েবসাইটটি সেল করে দেওয়ার উপক্রম হয়ে যায়।
তবে আপনি যদি আজকের এই পোষ্ট টি সম্পূর্ণভাবে পড়েন। তাহলে আপনার ওয়েবসাইটে বা গুগোল অ্যাডসেন্সে এড লিমিট যে সমস্যাটি আপনার ওয়েবসাইটে চলে আসছে সেই সমস্যাটি আপনি খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন নিজেই নিজের মাধ্যমে।তো চলুন মূল বিষয়টি সম্পর্কে শুরু করা যাক
গুগল এডসেন্স কি
প্রথমে আপনাদেরকে জানিয়ে দি গুগল এডসেন্স একাউন্ট কি? গুগল এডসেন্স একাউন্টের মাধ্যমে আমরা কিভাবে পেমেন্ট নিই এবং এই অ্যাকাউন্টটি কিভাবে কাজ করে সে বিষয়ে বিস্তারিত।
আমরা যেহেতু ব্লগিং নিয়েই কথা বলছি। তাহলে ব্লগিং সম্পর্কে গুগল এডসেন্স একাউন্ট এর কিছু উদাহরণ সহ আপনাদেরকে এই গুগল এডসেন্স একাউন্ট সম্পর্কে বুঝিয়ে দেই।
এককথায় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে- আমরা যারা ব্লগিং করে থাকি সেই ব্লগিংয়ের গুগোল এড শো করানোর জন্য যে একাউন্ট এবং যে অ্যাকাউন্টের মাধ্যমে গুগোল অ্যাডসেন্সে যে ধরনের আর্নিং হয়ে থাকে সে আর্নিং উঠানোর একটি মাধ্যম বা একাউন্ট।
অর্থাৎ ব্লক ওয়েবসাইটে এড শো করানো এবং সেখান থেকে আরনিং করার মূল মাধ্যমে হচ্ছে এই গুগল এডসেন্স একাউন্ট।
গুগল এডসেন্স একাউন্ট ছাড়া কখনো আপনি ব্লগিং করে সেখানে এড শো করা এবং আর্নিং উইথড্র করতে পারবেন না।
তাহলে আপনি নিজেই চিন্তা করুন গুগল এডসেন্স একাউন্টে যদি এডমিট এসে যায়। তাহলে আপনার পরিশ্রম ব্লগিং ক্যারিয়ার সবকিছুই বন্ধ হয়ে যাবে।
সেজন্য আমরা যারা ব্লগিং করে থাকে এই গুগল এডসেন্স একাউন্ট কে আমরা ব্লগিংয়ের প্রাণ বলে থাকি।
আশা করছি গুগল এডসেন্স একাউন্ট সম্পর্কে আপনার ধারণা চলে এসেছে।
Video-Google Adsense Account খোলার নিয়ম
গুগল এডসেন্স এড লিমিট কেন আসে
এই প্রশ্নের অ্যানসার অনেকগুলি তারমধ্যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার ওয়েবসাইটে এড লিমিট কেন এসেছিল এবং এই এডলিমিট পলেসি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেবো।
- অ্যাড লিমিট আসার প্রধান কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে ইনভ্যালিড ট্রাফিক চলে আসা।
- সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এই সকল সাইট থেকে আপনার ওয়েবসাইটে যখন প্রচুর পরিমাণে ভিজিটর আসবে তখন আপনার ওয়েবসাইটটি এডমিট করে দিতে পারে।
- নিজেই নিজের ওয়েবসাইট ভিজিট করা এবং এড এর উপরে ক্লিক করার ক্ষেত্রেও এর লিমিট চলে আসতে পারে।
- এক আইপি থেকে বিভিন্নজনের ডিভাইস থেকে আপনার ওয়েবসাইট ভিজিট করানো এবং এড এর উপরে ক্লিক করে আরনিং করার ক্ষেত্রেও এর লিমিট আসতে পারে।
- কপি করা কনটেন্ট, ট্রান্সলেট করা কন্টাক্ট এ আই দিয়ে কনটেন্ট লিখার ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে এডমিট আসতে পারে।
- আপনি যদি আপনার ওয়েবসাইটে পোস্ট গুলি প্রপার ভাবে এসইও এবং ইমেজ এসইও থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ করা এই সকল বিষয় না মেনে আপনার ওয়েবসাইটে পোস্ট পাবলিস্ট করার ক্ষেত্রেও এড লিমিট আসতে পারে।
অর্থাৎ উপরের এই সকল বিষয় যদি আপনি না মেনে কাজ করেন তাহলে আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি এড লিমিট চলে আসবে।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
এছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে আপনি আপনার সাইটের গুগল এডসেন্স যখনই আপনি পেয়ে যাবেন। তার এক থেকে দুই মাসের মাথায় আপনার লিমিট অটোমেটিকলি আপনার সাইটে চলে আসতে পারে।
Google adsense ad limit সমাধান করার উপায়
উপরে আমরা জেনেছি গুগল এডসেন্স এড লিমিট কেন আমাদের ওয়েবসাইটে আসে। এখন আমরা জানবো গুগল এডসেন্স এড লিমিট কিভাবে রিমুভ করবেন আপনার ওয়েবসাইটে কোন third-party মাধ্যম ছাড়াই নিজেই নিজে।
- গুগল এডসেন্স এড লিমিট সমস্যা সমাধান করার জন্য উপরের যেই সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনি এই সকল বিষয় থেকে হানডেট পারসেন আপনার ওয়েবসাইটকে বিরত রাখবেন।
- অ্যাড লিমিট আসার পরে আপনি আপনার গুগল এডসেন্স একাউন্ট থেকে মেনুয়াল এড অন করা রয়েছে সেটি অফ করে দিবেন এবং অটো এড শুধুমাত্র অন করে রাখবেন।
- একটানা এক মাস পর্যন্ত কোনো কপি কনটেন্ট আপনি লিখবেন না এবং হানডেট পারসেন ইমেজ এসইও করে আপনার ওয়েবসাইটে কন্টিনিউ প্রতিদিন মিনিমাম একটি করে হলেও সেম সময় পোস্ট করবেন।
- আপনার সাইটে পোস্ট করা পোস্টগুলি ইন্ডেক্স হচ্ছে কিনা সেটি চেক করবেন।
- গুগল সার্চ কনসোল থেকে আপনি আপনার কোনো ইস্যু ক্রিয়েট হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটি রিমুভ করবেন।
আপনি যদি উপরের এই নিয়মগুলো অনুসরণ করেন। তাহলে দেখবেন আপনি 20 থেকে 25 দিনের মাথায় অটোমেটিকলি আপনার সাইটের গুগল এডসেন্স এড লিমিটের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে।
অনেকের এই কথাগুলি শুনে বিশ্বাস হচ্ছে না আমি আপনাদেরকে উদাহরণ স্বরূপ আরো কিছু বিষয় বুঝিয়ে দিই।
আমি আমার সাইটে যখন গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পেয়েছিলাম তার দুই দিনের মাথায় আমার গুগল এডসেন্স একাউন্টে এড লিমিটেড সে যাই।
আমি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন রকম ভিডিও টিউটোরিয়ালগুলো দেখা শুরু করি এবং সেখান থেকেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি।
Keyword Research কি? কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ?
এবং ইউটিউব ভিডিওতে আরো অবাক করা যে বিষয়গুলি জানতে পারি তা হচ্ছে, বিভিন্ন রকম অ্যাড বন্ধ করে দেওয়া, বিভিন্ন রকম কোড চেঞ্জ করা, বিভিন্ন রকম পোস্ট রিমুভ করে দেওয়া, বিভিন্ন রকম সাইটের চেঞ্জ করা এই সকল বিভিন্ন বিষয়ে জানতে পারি কিন্তু এগুলি একটাও কাজ করে না ।এই সকল কাজ এডমিট আসার পরে আপনি ভুলেও করবেন না।
এরপরে আমি ব্লগিং করে এমন এক এসইও এক্সপার্ট এর সঙ্গে ফোনে ডিরেক্টলি সরাসরি কথা বললাম।
সে আমাকে উপরের এই বিষয়গুলি পরামর্শ দিল এবং ডিরেক্টলি বলে দিলো আপনি যেভাবে সাইটে কাজ করছেন এবং যেভাবে ইউনিক আর্টিকেল পোস্ট করছেন এবং আপনার সাইটে কে রান কারার জন্য যে কাজগুলি বা ব্যাকলিংক করছেন সেম ভাবে আপনি কাজ চালিয়ে যান অটোমেটিকলি 20 থেকে 25 দিনের মাথায় আপনার এই এড লিমিট চলে যাবে।
পরে আমি ওনার কথা শুনে উপরের এই সকল নিয়ম মেনে সাইডে কাজ করা শুরু করি এবং খুব দ্রুত আমার এডমিট অটোমেটিকলি সাইট থেকে চলে যায়।
এরপর গুগল এডসেন্স একাউন্টের সেই সাইটটিতে আর কখনো গুগোল এর লিমিট আসে নাই।
পরবর্তীতে আমার নতুন দু’টি সাইট এ গুগল এ্যাডসেন্স এপ্লাই করার পর গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার পর। আমার সেই সাইটগুলিতে ও সেম গুগল এডসেন্স এড লিমিট দিয়ে দেয়।
এবং পরবর্তীতে আমি সেই সাইটটিতেও সেম ভাবে কাজ করা শুরু করি অর্গানিক মেথডে আমি পোস্ট করি এবং অটোমেটিকলি 10 থেকে 15 দিনের মাথায় সাইটগুলি থেকে আনলিমিট চলে যায়।
সেজন্য আমি আপনাদেরকে বলবো আমি আশা করি এবং হান্ডেট পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি। আপনি যদি গুগল এডসেন্স এড লিমিট আপনার ওয়েবসাইটে চলে আসে তাহলে উপরের এই নিয়ম অনুসরণ করে আপনার সাইটে যদি কাজ করেন। তাহলে আমি সিওর আপনার এডমিট অটোমেটিকলি চলে যাবে আপনার কোন third-party কারো পরামর্শ পেইড সার্ভিস নেওয়ার প্রয়োজন হবে না।
Image এসইও: সহজ ভাবে Image Optimization করার নিয়ম
যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন আশা করছি এই পোস্ট থেকে আপনারা উপকৃত হবেন।
এছাড়াও ব্লগিং সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান পেতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করে থাকিস এই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের এই ওয়েবসাইটটিও মেইল সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
গুগল এডসেন্স এড লিমিট কেন আসে?
আপনি আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্সের পলিসিগুলি না মানার জন্য গুগল এডসেন্স এড লিমিট আছে।
গুগল এডসেন্স এড লিমিট এর কি কোন সমাধান আছে?
জি ১০০% সমাধান আছে। সঠিক নিয়ম মেনে আপনি গুগলে কাজ করে যান গুগল আপনার এড লিমিট অটোমেটিক উইথড্র করে দিবে।
কতদিন পরে গুগোল এডমিট চলে যায়?
নির্দিষ্ট কোন সময় নেই তবে আইডিয়া করা যায় 20 থেকে 25 দিনের মধ্যেই গুগোল এড লিমিট চলে যায়।
আপনার জন্য আরও পোস্ট
গুগল এডসেন্স অ্যাপ্রুভ না পাওয়ার কারণ-2022
এসইও টুলস এর সঠিক ব্যবহার এবং গুগল অ্যাডসেন্স পাওয়ার উপায়
শুধুমাত্র নতুন ব্লগারদের জন্য।Blogging Mistakes for Beginners
আমাদের সাইটে পোস্ট লেখার নিয়ম- এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখার নিয়ম
SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।
সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!
”
SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম