গুগল এডসেন্স অ্যাপ্রুভ না পাওয়ার কারণ

আজকের পোস্টটি বরাবরের মতো  ব্লগিং নিয়ে,আজকে যে বিষয় গুলো নিয়ে আলোচনা থাকছে, Blogging Tipsগুগল এডসেন্স অ্যাপ্রুভ না পাওয়ার কারণ, best niches for bloggingসঠিক নিস নিয়ে কাজ করার ধারণা, blogging tutorialপেজ অথরিটি ডোমেইন অথরিটি, পেজ ইস্পিরিড, ডিএ, পিএ, Backlinkব্যাকলিংক কি ব্যাকলিংক এর উপকারিতাএসব সকল বিষয় নিয়ে আজকের পোষ্ট এজন্য আমি অনুরোধ করব আপনি যদি ব্লগিং করতে চান তাহলে আমার এই পোস্ট টি মনোযোগ সহকারে step-by-step পড়ুন এবং এই নিয়ম অনুসারে আপনিও আপনার ব্লগিং কাজ শুরু করুন

অন্য পোস্ট:সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর শাখা সমূহ।

Blogging Tips গুগল এডসেন্স অ্যাপ্রুভাল না পাওয়ার কারণ

আপনারা জানেন আমি ব্লগিং নিয়ে কখনো যদি কোনো পোস্ট দিয়ে থাকি, তাহলে সেটা অবশ্যই আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখার এবং জানানোর চেষ্টা করি কারণ আমি কখনোই চাইনা এই পোস্ট থেকে আমার কোন ট্রাফিক জেনারেট করতে বা আমার গুগল এডসেন্স এর প্রয়োজনে

কারণ আমার অন্যান্য ব্লগঃ সাইডে আমি নিয়মিত বিভিন্ন ইনফর্মেশন রিলেটিভ পোস্ট করে থাকি আর ব্লগিং নিয়ে যখন কোন কিছু লিখি সেটির  উদ্দেশ্য থাকে, যে আমি ব্লগিং শুরু করার আগে যে ধরনের ভুল গুলো করেছি, একজন নতুন ব্লগার যাতে এই ভুলগুলো না করে এবং সময় ব্যয় না করে এজন্যই আমি খুব চেষ্টা করে মাঝে মধ্যেই ব্লগিং নিয়ে দু একটি পোস্ট করে থাকি

আশা করছি আগের মতো ব্লগিং নিয়ে আজকের পোস্টটি আপনার খুব উপকারে আসবে

সঠিকভাবে এসইও না করা Blogging SEO

আপনার সাইটটি গুগলের রেংক না করার এবং গুগলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ না হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আপনার সাইটটি এবং আপনার পোস্টটি সঠিকভাবে এসইও না করা

এজন্য আপনি আপনার সাইটটি একদম সঠিক ভাবে এসইও করে নেবেন ,আপনার পোস্টে সঠিকভাবে অন পেজ এবং অফ পেজ এসইও করে নিবেন

যদি আপনার সঠিক এসইও করার ধারণা না থাকে, তাহলে আমাদের দেওয়া এই লিঙ্ক থেকে আপনি সহজে কিভাবে আপনার ওয়েবসাইটটি গুগলে রেংক করাবেন এসইও করে, সে বিষয়ে সঠিক ধারণা দেওয়া রয়েছে দেখে নিতে পারেন

সঠিক ব্লগিং টুলস ব্যবহার না করাBlogging Tools

ব্লগিং করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের টুলসের ব্যবহার প্রয়োজন হয়ে থাকে আর আপনার যদি এই Blogging Tools সম্পর্কে কোন ধারনা না থাকেতাহলে আপনি কোন দিনই আপনার ওয়েবসাইটটি গুগল এডসেন্স করাতে পারবেন না

আপনি চাইলে আমাদের দেওয়া লিঙ্ক থেকে ব্লগিং টুলস এর সঠিক ব্যবহার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটি জানার পর আপনার অনেক উপকারে আসবে

অন্য পোস্ট:এসইও টুলস এর সঠিক ব্যবহার এবং গুগল অ্যাডসেন্স পাওয়ার উপায়

বারবার সাইটের নিস পরিবর্তন করাBest Niches For Blogging

আসলে আমরা অনেকেই নিস সম্পর্কে জানি না, আপনার সাইটটি যে বিষয়ের উপরে আপনি তৈরি করবেন সে বিষয়কে নিস বলে

উদাহরণস্বরূপ বলা যায়, মনে করেন আমি টেক ব্লগ নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেছি, তাহলে আমার ওয়েবসাইটে সবসময় টেক ব্লগ রিলেটিভ পোস্টগুলি থাকলেই সেটা টেক ব্লগ নিস সাইট বলে

তো অনেক ক্ষেত্রে যারা নতুন ব্লগিং শুরু করে, তারা বারবার তাদের সাইটের নিস গুলো বা বিষয়টা পরিবর্তন করে কখনো টেলিকম নিয়ে লেখালেখি করে, কখনো ইংলিশে লেখালেখি করে, কখনো বাংলায় লিখা লিখি করে, কখনো আবার টেক ব্লগ নিয়ে লেখালেখি করে, কখনো নিউজ নিয়ে লেখালেখি করে, কখনো টেকনোলজি নিয়ে লেখালেখি করে, কখনো মোবাইল রিভিউ নিয়ে লেখালেখি করে, ল্যাপটপ রিভিউ নিয়ে লেখালেখি করে, তো আপনি যখন বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাইটে মাঝেমধ্যেই নিস পরিবর্তন করবেন তখন গুগল রোবট আপনার সাইটটিকে রিজেক্ট করবে বা আপনার সাইটটি আর রেংকিং করাবে না

এজন্য নিস পরিবর্তন করলেও গুগল অ্যাডসেন্স পাওয়া অসম্ভব হয়ে যায়এজন্য আপনি পারতপক্ষে চেষ্টা করবেন একটি ব্লগ সাইট একটি নিস উপরেই তৈরি করতে

আর যদি বলেন যে সবচাইতে ভালো নিস কোনটি তাহলে আমি বলব সবগুলো বিষয়ই খুব ভালো নিস যদি আপনার লেখাটা ভাল হয় যদি আপনার এসইও গুলো ভালো হয়

পেজ অথরিটি ভালো না থাকাBlogging Tutorial

পেজ অথরিটি যদি আপনার ভালোমানের না হয়, তাহলেও আপনার সাইটে ট্রাফিক জেনারেট হবেনা আর ট্রাফিক জেনারেট ছারা গুগোল আ্যাডসেন্স পেয়েও কোন লাভ নেই, তাই আগে আপনার পেজ এর অথরিটি স্কোর ভালো মানের একটা লেভেল নিয়ে আসতে হবেগুগোল পেজ অথরিটিকে স্কোরে দেখায় ১০০ পর্যন্ত ,যার স্কোর যত ভালো তার সাইট ততই  ভালো মানের আপনি এই লিংক থেকে আপনার পেজ অথরিটি চেক করে নিতে পারেন

Page authority checker

ডোমেইন অথরিটি ভালো না থাকাBlogging Site

ডোমেইন অথরিটি পেজ অথরিটির মতই গুগোল স্কোর মাধ্যমে সো করে থাকে ১০০ স্কোর থাকে, যার ডোমেইন অথরিটি যতো ভালো তার সাইট গুগোল এর কাছে ততো ভালো আপনর ডোমেইন অথরিটি চেক করতে এই লিংকে ক্লিক করুন এবং ক্লিক করার পর আপনার একটা পেজ ওপেন হবে সেখানে আপনি আপনার ডোমেইন URL দিয়ে ,সহজেই আপনার সাইটেট ডোমেইন স্কোর চেক করে নিতে পারে ডোমেইন অথরিটি বারাতে বড় বড় সাইটে আপনার ডোমেইন ব্যাকলিংক তৈরি করার কোন বিকল্প নেই

সাইটে ব্যাকলিংক না থাকাBacklink Generator Tools

ব্যাকলিংক হচ্ছে আপনার সাইটের ইউআরএল লিংক দিয়ে অন্য কোন হাই ডোমেইন ওয়েবসাইটে আপনার লিঙ্ক কে এড করা

ব্যাকলিংক এর উপকারিতা হচ্ছে আপনি বড় বড় ডোমেইন অথরাইজ ওয়েবসাইটের যত বেশি আপনার ডোমেইন এর ইউ আর এল এড করবেন আপনার সাইটটি ততবেশি ডোমেইন অথরাইজ পাবে এবং গুগলের কাছে আপনার সাইটটি ততবেশি অথরিটি পাবে আর আপনার সাইট যত বেশি গুগলের কাছে অথরিটি পাবে ততবেশি আপনার সাইটটি গুগোল খুব ভালো ভালো পজিশনে ব্যাংক করার সম্ভাবনা বাড়বে

আপনার সাইটে যদি পর্যাপ্ত ব্যাকলিংক না থাকে তাহলে আপনি কোনোভাবেই গুগলের এডসেন্স থেকে অ্যাপ্রভাল পাবেন না এবং আপনার ইনকাম হবে না এজন্য অবশ্যই আপনার সাইটটি ইউ আর এল বড় বড় ডোমেইন অথরিটি কোম্পানি বা ওয়েবসাইটের কাছে আপনার ব্যাকলিংক তৈরী করতে হবে

তবে সব ব্লগারেরই একটি প্রশ্ন থেকে থাকে যে এই ব্যাকলিংক কোন কোন ওয়েবসাইটে ফ্রী আমরা তৈরি করতে পারব এবং সকল ওয়েবসাইট এর ভ্যালু বা ডোমেইন অথরিটি কেমন? এইটা নিয়ে আমার ওয়েবসাইটে খুব দ্রুত একটি পোস্ট করা হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন

এবং সেই পোস্টে আমি ব্যাকলিংক তৈরি করার হাই ডোমেইন অথরিটি ফ্রি কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে দিব এবং বিস্তারিত আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক তৈরী করবেন সেই সকল ওয়েবসাইট থেকে তার ডিটেলস জানাবো

Best Backlink checker link

আশা করছি আমার উপরের দেওয়া এই নিয়মগুলো যদি একজন ব্লগার সঠিকভাবে পালন করে তাহলে খুব দ্রুত তার ব্লগ সাইট বা ওয়েবসাইটে গুগল এডসেন্স পেয়ে যাবেন ইনশাল্লাহ

এছাড়াও যদি এই ব্লগিং বিষয়ে কোন কিছু আপনার প্রয়োজন বা জানার দরকার হয়ে থাকে তাহলে আপনি আমাদের ব্লগিং নিয়ে পোস্ট থেকে যেকোন একটি পোস্টে কমেন্টস করুন এবং ক্লিয়ারলি আপনার সমস্যাটি বলুন তাহলে আমাদের টিম খুব দ্রুত আপনাকে লাইফ সাপোর্ট দিবে

Leave a Comment