IMO তে কথা বলার আগে অবশ্য এই সেটিংসটি অন করে নিন

IMO তে কথা বলার আগে অবশ্য এই সেটিংস টি অন করে নিন-আমরা যারা স্মার্ট ফোন ব্যাবহার করে থাকি। কমবেশি সবাই আমরা ইমু একাউন্টের মাধ্যমে দেশ-বিদেশ ভিডিও কল এবং অডিও কলে কথা বলে থাকি। তাই ইমুর মাধ্যমে ভিডিও কলে কথা বলার সময় কিছু সতর্কতাঃ আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে।

IMO তে কথা বলার আগে অবশ্য এই সেটিংস টি অন করে নিন
IMO তে কথা বলার আগে অবশ্য এই সেটিংস টি অন করে নিন

আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব কিভাবে ইমু একাউন্ট থেকে আপনি ভিডিও কলে কথা বললে প্রতিপক্ষ আপনার ভিডিও রেকর্ড এবং ভিডিও স্ক্রিনশট দিতে পারবে না সেই সেটিং সম্পর্কে।

এটি ইমু একাউন্ট এর খুবই সিক্রেট একটি বিষয়। কারণ আপনার অগোচরে আপনার প্রতিপক্ষ যদি আপনার ভিডিও স্কিন রেকর্ড নিয়ে নেয় তাহলে আপনাকে হয়তো বিপদ গ্রস্থ অবস্থায় ফেলতে পারে।সেজন্য আমরা কমবেশি যারা ইমু অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি তাদের জন্য এই সেটিংস টা অন করে দাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

IMO তে ভিডিও কলে স্ক্রিনশট বন্ধ করার উপায়

আপনি যখন আপনার স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে অর্থাৎ ইমু এপস এর মাধ্যমে ভিডিও কলে দেশ অথবা বিদেশের যে কারো সঙ্গে কথা বলছেন তখন আপনার ভিডিও কলের স্ক্রিনশট কেউ উঠিয়ে নিচ্ছে কিনা সেই বিষয়টি নিয়েই আজকের এই পোস্ট।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

আমাদের মধ্যে অনেকেই উজার রয়েছে,যাদের পার্সোনাল এবং ব্যক্তিগত কথা বলার প্রয়োজন পড়ে থাকে ভিডিও কলে এই অ্যাপস এর মাধ্যমে।

এজন্য ভিডিও কলে কথা বলার পূর্বে এই সেটিংস টি অন করে নিন সেটিংস অন করার নিয়ম নিম্নে আলোচনা করা হল –

  • প্রথমে আপনি আপনার ইমু অ্যাপসে আপনার আইডি দিয়ে লগইন করে নিন।
  • এরপর আপনার প্রোফাইলের উপরে একটি ক্লিক করে আপনার প্রোফাইলটি ওপেন করে নিন।
  • এখন আপনি নিচের দিকে আসলে “সেটিংস” বলে একটি অপশন দেখতে পাবেন সেই সেটিংস এর উপরে ক্লিক করুন।IMO তে কথা বলার আগে অবশ্য এই সেটিংস টি অন করে নিন
  • এরপর আপনার সামনেই ইমুতে যতগুলি সেটিংস অপশন এর আন্ডারে সেটিংস গুলি রয়েছে। সবগুলোই আপনার সামনে চলে আসবে লিস্ট আকারে।
  • সেখান থেকে আপনি প্রাইভেসি বলে একটি অপশন দেখতে পারবেন সেই প্রাইভেসি অপশনটির উপরে ক্লিক করে দিন।
  • এরপর আপনার সামনে প্রাইভেসি আন্ডারে যতগুলি অপশন রয়েছে সবগুলি আপনার সামনে লিস্ট আকারে চলে আসবে।IMO তে কথা বলার আগে অবশ্য এই সেটিংস টি অন করে নিন
  • সেখান থেকে আপনি Croll করে নিচের দিকে আসলে দেখতে পাবেন “Block screenshot for calls ” এই অপশনটির উপর একটি ক্লিক করে ওপেন করে নিন।
  • এই সেটিংস টির মধ্যে আপনি ঢুকলেই বাইডিফল্ট আকারে এই অপশনটি অফ করা দেখতে পাবেন।
  • সেখান থেকে আপনি এই অপশনটি অন করে দিয়ে দিবেন।IMO তে কথা বলার আগে অবশ্য এই সেটিংস টি অন করে নিন

তাহলেই আপনার ভিডিও কলে কথা বলার সময় আপনার ভিডিও চলাকালীন অবস্থায় কেউ স্ক্রিনশট বা ভিডিও রেকর্ডিং করতে পারবেনা।

আপনার জন্য-বিকাশে গেম খেলে ২০০০ টাকা পুরস্কার

আশা করছি উপরের এই নিয়ম অনুসরণ করলে। আপনি আপনার ইমু একাউন্টে ভিডিও কলে কথা বলার পূর্বে এই সেটিংস টি অন করে রাখলে। আপনার ভিডিওতে কেউ স্ক্রিনশট বা ভিডিও রেকর্ড করতে পারবে না।

এছাড়াও আপনার এই মাধ্যমটি অনুসরণ করে এই সেটিংস টি অন করতে অসুবিধা মনে হয়। তাহলে নীচের এই ভিডিও লিংক থেকে সম্পূর্ণভাবে এই ভিডিওটি দেখে নিন।

ভিডিও লিংক- https://fb.watch/gsrck2ztpj/

আরও পড়ুন-

মোবাইল দিয়ে টাকা আয় পেমেন্ট নগদ এবং বিকাশে

ফ্রিল্যান্সার ডটকম থেকে আয়ের উপায়

ফ্রিল্যান্সিং কাকে বলে?

কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো?

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

ফোন ব্যবহার করে ঘরে বসেই ইনকাম করুন

অনলাইনে টাকা আয় করার অ্যাপ

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই ফেসবুক পেজটি লাইক করে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।