Keyword Research কি? কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ?

কিওয়ার্ড রিসার্চ -একটি পোস্টকে গুগলের রেংকিং এ নিয়ে যাওয়ার জন্য, সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ করে পোস্ট এর ভীতর বা কনটেন্ট এর ভিতরে সুন্দরভাবে নিয়মতান্ত্রিক ভাবে বসানোকে।

আজকে আমরা আপনাদেরকে দেখাবো, কিভাবে আমরা একটি ব্লগ পোষ্ট এর কিওয়ার্ড রিসার্চ করে থাকি এবং কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ? তার ছবি সহ বিস্তারিত।কিওয়ার্ড রিসার্চ কি

বাংলা কিওয়ার্ড কি?

বাংলা কিওয়ার্ড হলো একটি শব্দ। Bengali keywords research কি? এই শব্দের মাধ্যমে যেকোনো জিনিস কে চিনতে পারি বা জানতে পারি। তাই যে কোন আর্টিকেল লেখার আগে ভালো করে কীওয়ার্ড রিসার্চ করলে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চিনতে পারবে এবং জানতে পারবো।

Keyword Research কি?

গুগোল কেবলমাত্র আমাদের ঐ সকল পোস্টগুলি কে গুগল রেংকিং এ নিয়ে যায়, যেই সকল পোষ্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড রয়েছে। এজন্য কিওয়ার্ড রিসার্চ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

গুগল সার্চ ইঞ্জিন যেহেতু রোবট এর মাধ্যমে কাজ করে থাকে ,সেহেতু অবশ্যই আমরা যদি গুগলের নিয়ম-নীতি মেনে পোস্ট করি তাহলে আমাদের পোস্টে 100% গুগলের Rank করবে।

কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ?

কিওয়ার্ড রিসার্চ এত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে, একটি পোষ্টের কিওয়ার্ডের উপরেই লুকিয়ে থাকে সেই পোষ্টের সকল বিষয়বস্তু। গুগল সার্চ ইঞ্জিন আপনার কিওয়ার্ডের উপরে নির্ভর করে, আপনার পোস্টটি গুগলের রেংকিং এ নিয়ে যায়। কারণ গুগোল সবসময় চেষ্টা করে আপনার কিওয়ার্ডটি আসলেই গুগোল এ কি পরিমান মানুষ প্রতিনিয়ত সার্চ করে থাকেন। আর ভিজিটর যখন কোন কিছুর প্রয়োজন পড়ে তখন গুগলে গিয়ে সেই বিষয়ের  কিওয়ার্ড লিখে সার্চ করে।

?? গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন ??

উদাহরণস্বরূপ আমরা এই পোস্টকে নিয়েই উদাহরণ দিতে পারি, এই পোস্টের মূল কিওয়ার্ড হচ্ছে “কিওয়ার্ড রিসার্চ”। এই পোস্টের এটি মূল কি ওয়ার্ড কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে প্রতিনিয়ত গুগলে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেখেছি “কিওয়ার্ড রিসার্চ” এই শব্দটি লিখে, প্রতিনিয়ত অসংখ্য মানুষ গুগলে সার্চ করছেন এবং সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য নিয়ে তাদের চাহিদা মেটাতছেন।

কিওয়ার্ড রিসার্চ ছাড়া আপনি যদি অনেক সুন্দর আর্টিকেল লিখেন, লিখে পোস্ট করেন, তাহলে আপনার পোস্টটি গুগলের রেংক করবে না। আর যদি আপনার পোস্টটি গুগলের রেংক না করে, সে ক্ষেত্রে আপনার পোস্টে কোন ভিজিটর আসবেনা। আর যদি আপনার পোস্টে কোন ভিজিটর না আসে, তাহলে আপনি কষ্ট করে যে পোস্টটি সবাইকে জানানোর বা উপকারের তাগিদে করেছেন, সেটি আপনার আর বহাল থাকবে না এবং অর্থনৈতিক ভাবেও আপনার ভিজিটর না আসলে আপনি কোন ইনকাম করতে পারবেন না। সেজন্য কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।

কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম।how to keyword research

আমরা যেহেতু এই সাইটের যারা কনটেন্ট রাইটার আছে, আমাদের সাইটে প্রতিনিয়ত পোস্ট করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই পোস্টটি,সেহেতু একটি কনটেন্ট লেখার বিভিন্ন রকম উপসংহার বিষয়গুলি বাদ দিয়ে,সরাসরি কিভাবে একটি পোষ্ট লেখার আগে কীওয়ার্ড রিসার্চ করবেন? সে বিষয়টি নিয়ে আমাদের বাস্তব অভিজ্ঞতা এবং আমরা কিভাবে কী-ওয়ার্ড রিসার্চ করি সেই বিষয়টি জানানো হচ্ছে।

তাই অনুরোধ করবো আমাদের এই পোষ্টের কন্টেন্টের দিকে বা এই পোষ্টের বিভিন্ন রকম পোস্ট লেখার বিষয়ের উপরে লক্ষ্য না করে, আমাদের পোস্টের মূল বিষয়টি কিওয়ার্ড রিসার্চ “কিভাবে করবেন এবং কিওয়ার্ড রিসার্চ করার সঠিক নিয়ম, এই বিষয়ের উপর লক্ষ্য করুন।

ব্লগিং কি? ব্লগিং থেকে প্রতি মাসে কত টাকা আয় করা যায়?

তাহলে আপনিও খুব সহজে আমাদের সাইটে অথবা আপনার ব্যক্তিগত সাইটে এই উপায় অবলম্বন করে খুব সহজে আপনার পোস্টটিকে গুগলের এক থেকে দশ নম্বর রেংকিং এ নিয়ে যেতে পারবেন।

প্রথমে আমরা একটি পোষ্ট লিখার আগে আমরা আগে থেকেই কি নিস নিয়ে লেখালেখি করব সে বিষয়টি নিশ্চিত হয়ে নিই।

নিস শব্দের অর্থ হচ্ছে “বিষয় আপনি কি বিষয় নিয়ে লেখালেখি করবেন সেটি কে বুঝানো হয়।

উদাহরণস্বরূপ আমাদের এই পোষ্টের বিষয় বা নিস  হচ্ছে “ব্লগিং” আর ব্লগিং রিলেটিভ কিওয়ার্ড হচ্ছে আমাদের “কিওয়ার্ড রিসার্চ

আরও সহজভাবে বলা যেতে পারে,আপনি “কিওয়ার্ড রিসার্চ” এই কিওয়ার্ডটি নিয়ে কেন লেখালেখি করবেন? তার কারণ হচ্ছে -আপনি “কিওয়ার্ড রিসার্চ তখনই করবেন, যখন আপনি একটি ব্লগে ব্লগিং করবেন অথবা ব্লগ পোস্ট তৈরী করবেন অথবা আপনি ব্লগে পোষ্ট পাবলিশ করবেন। অতএব আপনার কিওয়ার্ডের নিস বা বিষয় হচ্ছে” ব্লগিং” আশা করি বোঝাতে পেরেছি নিস বা বিষয়বস্তু কি?

আপনার নিস বা বিষয় বাছাই করা হয়ে গেলে। আপনি একটি কিওয়ার্ড পছন্দ করুন যে কিওয়ার্ডটি নিয়ে আপনি লেখালেখি করতে চাচ্ছেন।

উদাহরণস্বরূপ আমরা “কিওয়ার্ড রিসার্চএই কিওয়ার্ড টিকে মুল কিওয়ার্ড হিসাবে নির্বাচন করলাম।

এখন আপনি এই কি-ওয়ার্ড টিকে টুলস এর মাধ্যমে রিচার্জ করে নিন, দেখুন এই কিওয়ার্ড এর উপরে গুগোলে কি পরিমান ভিজিটর সার্চ করে থাকেন।

টুলস এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়

কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমরা যে সকল টুলস ব্যবহার করে থাকি, তা নিচে লিংক সহকারে দেওয়া হলো। আপনি চাইলে ডিরেক্টলি এই লিঙ্ক থেকে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন।

Blogging A TO Z।শুধুমাত্র নতুন ব্লগারদের জন্য।

তবে বলে রাখা ভালো যে,অসংখ্য টুলস রয়েছে যেগুলো পেড সার্ভিসে অনেক এসইও এক্সপার্টরা ব্যবহার করে থাকেন, তবে আমরা মূলত ফ্রী টুলস গুলি ব্যবহার করে থাকি এবং মেনুয়ালি কিওয়ার্ড রিসার্চ করে আমাদের সাইটের সব ধরনের পোস্ট করে থাকি।

কিওয়ার্ড রিসার্চ টুলস।Keyword research Tools

উপরের দেওয়া যেকোনো একটি টুলস থেকে আপনার মূল কিওয়ার্ডটি দিয়ে  রিসার্চ  করবেন।সার্চ করার পরে আপনি আপনার এই কিওয়ার্ডটির সার্চ ভলিউম সহকারে সবকিছু ডিটেলস সেখানে দেখতে পাবেন।

উদাহরণস্বরূপ আমাদের কি-ওয়ার্ডটি দিয়ে, আমরা যেকোন একটি টুলসছে সার্চ করে দেখলাম নিচের ছবির সঙ্গে মিলিয়ে নিন।কিওয়ার্ড রিসার্চ কি

এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল কিওয়ার্ড দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে, নিচের দিকে আমাদেরকে আরো কিছু কিওয়ার্ড সাজেশন করছে এই টুলসটি।

কিওয়ার্ড রিসার্চ কি

সাজেশনকৃত কিওয়ার্ড থেকে কম ভলিয়মের চার-পাঁচটি কিওয়ার্ড আপনি কপি করে আপনার নোটপ্যাডে ঐ মুল কি ওয়ার্ডের সঙ্গে রেখে দিন।প্রাথমিকভাবে আপনার প্রথম কিওয়ার্ড রিসার্চ করার কাজ সম্পন্ন হয়েছে।

গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়

পরবর্তী ধাপে কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আপনার সেম কিওয়ার্ড টি(কিওয়ার্ড রিচার্স) কপি করে,আপনি গুগল ক্রোম ব্রাউজারের গুগল সার্চ অপশন এ পেস্ট করুন।আপনার কিওয়ার্ডটির গুগল ক্রোম ব্রাউজারের সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিছু কি ওয়ার্ড সাজেশন আকারে চলে আসবে, নিচের ছবির মত আপনি সেখান থেকেও কিছু কিওয়ার্ড এই কিওয়ার্ড রিলেটিভ। আপনি কপি করে সে নোটপ্যাডে পেস্ট করে রাখুন এখানের সাজেশন কিওয়ার্ড গুলো।কিওয়ার্ড রিসার্চ কি

মনে রাখবেন, এখানে গুগোল এ আপনি যে কিওয়ার্ডটি লিখেছেন এবং নিচের দিকে অন্য যে কীওয়ার্ডগুলি সাজেশন আকারে আসতেছে, এগুলোই হচ্ছে বিভিন্ন রকম ভিজিটর এই কি-ওয়ার্ড নামে গুগলের সার্চ করে থাকে, এজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনার পছন্দের কিছু আপনার কিওয়ার্ড রিলেটেড কিছু ৩/৪ টি কিওয়ার্ড কপি করে নোটপ্যাড এ রেখে দিন।

গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়

পরবর্তী ধাপে আপনার সেই সেম কিওয়ার্ডটি দিয়ে গুগলে সরাসরি সার্চ করুন। সার্চ করার পরে প্রথম একটি পেজ সেই কীওয়ার্ড রিলেটেড google-এ চলে আসবে এবং সেখানে দেখতে পাবেন বিভিন্ন ওয়েবসাইটের লেখালেখি গুলো গুগলের প্রথম পেজে রেংক করে রয়েছে।

আপনি শেখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের ছবিতে থাকা ঐ কি-ওয়ার্ড রিলেটিভ বা কিছু কিওয়ার্ড সাজেশন আকারে দেওয়া আছে, সেখান থেকেও আপনি তিন-চারটি কিওয়ার্ড আবার কপি করে নিয়ে নোটবুকে রাখুন।এই ধাপের কিওয়ার্ড রিসার্চ করার কাজ শেষ।কিওয়ার্ড রিসার্চ কি

অন্য ওয়েবসাইটের পোস্টগুলি থেকে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়

শেষ ধাপে কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম। আবার আপনার সেম কি-ওয়ার্ডটি গুগলের সার্চ করুন, করলে প্রথম পেজে যে ব্লগ বা ওয়েবসাইটের পোস্টগুলি আসবে, সেখান থেকে প্রথম 1/2/3 এর মধ্যে যেকোনো একটি পোস্ট ওপেন করুন এবং এই পোস্টের ভিতরে থাকা, তারা যে কি-ওয়ার্ড নিয়ে তাদের এই পোস্টে h1, h2, h3 এবং টাইটেল লিখেছে, সেখান থেকে কিছু কিওয়ার্ড কপি করে নিয়ে আপনার নোটপ্যাডে রেখে দিন।কিওয়ার্ড রিসার্চ কি

এভাবে উপরের দেওয়া এই চারটি নিয়মে আপনার কিওয়ার্ডটি দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে নোটপ্যাডে ১০ থেকে ১২ টি কিওয়ার্ড আপনি কিওয়ার্ড রিচার্স করে নিন।ম্যানুয়ালি ভাবে কিওয়ার্ড রিসার্চ করার কাজটি সম্পন্ন হয়েছে।

কিওয়ার্ড রিসার্চ কি
,

আপনি এই নিয়ম অনুসরণ করে যেকোনো একটি পোস্টে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে আপনার পোস্টটি লেখালেখি করেন, তাহলে অবশ্যই আপনার পোস্টটি গুগলের এক থেকে দশের মধ্যে প্রথম পেজেই Rank করবে ইনশাল্লাহ।

কিওয়ার্ড রিসার্চ করার কাজ সম্পন্ন হয়ে গেলে, আপনি এই কীওয়ার্ডগুলি দিয়ে আপনার আর্টিকেল লেখা শুরু করবেন।মূল কিওয়ার্ডটি অবশ্যই আপনার আর্টিকেলের টাইটেলে রাখবেন এবং আপনার আর যেগুলো কিওয়ার্ড রয়েছে, সেই কীওয়ার্ডগুলি আপনার পোষ্টের h1, h2, h3, h4 এভাবে আপনি আপনার পোস্টের ভিতরে হেড ট্যাগ আকারে রেখে বিস্তারিত আপনি প্যারাগ্রাফ আকারে লিখবেন সেই হেড লাইন অনুসারে।

আবার সেম রিসার্চকৃত কীওয়ার্ডগুলি দিয়ে, আপনি আপনার পোস্টের ভিতরে যে সকল ইমেজ ব্যবহার করবেন সেই সকল ইমেজের এসইও করে নিবেন।

কিভাবে আপনি আপনার পোষ্টের ইমেজ গুলোকে সহজেই এসইও করবেন এবং ইমেজ এসইও করার মাধ্যমে গুগলে আপনার পোষ্টের ইমেজটি র‍্যাংক করাবেন এবং আপনার ইমেজ এর মাধ্যমে ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসবেন? সে বিষয়ে ইতিপূর্বে আমাদের ওয়েবসাইটে পোস্ট করা রয়েছে, আপনি চাইলে নিচের দেওয়া লিংক থেকে পড়ে আসতে পারেন।

Image এসইও: সহজ ভাবে Image Optimization করার নিয়ম

তবে বলে রাখা ভালো যে, ইমেজ এসইও আমাদের পোস্টকে গুগলের Rank করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এখন কথা হচ্ছে, কিওয়ার্ড রিসার্চ করা হলো, সেম কীওয়ার্ডগুলি দিয়ে ইমেজ এসইও করা হলো, এখন এই কিওয়ার্ড দিয়ে কিভাবে আর্টিকেলের মধ্যে কীওয়ার্ডগুলি ব্যবহার করব এবং h1, h2, h, h4 ট্যাগ হিসাবে এই কীওয়ার্ডগুলি বসাবো সে বিষয়টি জানা আমাদের খুবই জরুরী?এই বিষয়টি যানার জন্য আমাদের সঙ্গে থাকুন।

বিশেষ দ্রষ্টব্যঃআমাদের ওয়েবসাইটে ব্লগ সাইট ওয়েব সাইট সম্পর্কিত সকল সিক্রেট তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা যে কেউ চাইলে আমাদের ওয়েবসাইটে একজন কনটেন্ট রাইটার হিসেবে যুক্ত থাকতে পারবেন এবং আপনার ব্লগ সাইটের ব্যাক লিংক করতে পারবেন আমাদের সাইটে পোস্ট করে।

আরও পরুন-

গুগল এডসেন্স থেকে টাকা উত্তোলন করার জন্য বাংলাদেশের কোন ব্যাংক ব্যবহার করা দরকার?

আপনার ব্লগে ভিজিটর বাড়ানোর 100% কার্যকরী উপায়।প্রমাণ সহ বিস্তারিত

Blogging Tips । গুগল এডসেন্স অ্যাপ্রুভ না পাওয়ার কারণ-2022

Blogging Tips। এসইও টুলস এর সঠিক ব্যবহার এবং গুগল অ্যাডসেন্স পাওয়ার উপায়-2022

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

এছাড়াও আমাদের প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে

স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ইংলিশে সকল সঠিক তথ্য জানতে আমাদের SS IT BARI- ভালোবাসার টেক ব্লকের আরেকটি সংস্করণ, US IT BARI- All About Healthy Foods ওয়েব সাইট টি ভিজিট করতে পারেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন –www.usitbari.com

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *