ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের দাম ২০২৩-২০২৪

ওয়ালটন আমাদের দেশীয় পণ্য এবং আমাদের সম্পদ। বর্তমান সময়ে ওয়ালটন বিশ্বের বিভিন্ন দেশেও বাজার তৈরি করেছে। এমনকি সারা বিশ্বে একটি বিশ্বস্ত কোম্পানী হিসেবে ওয়ালটনের সুনাম রয়েছে। ওয়ালটনের বিভিন্ন সেফটির ফ্রিজ রয়েছে। ক্রেতার পছন্দ অনুযায়ী এসব ফ্রিজ গুলো তারা ক্রয় করে থাকে। ওয়ালটনের ১২ সেফটির ফ্রিজের চাহিদা অনেক বেশি। বাংলাদেশের পণ্য ওয়ালটন ১২ সেফটির ফ্রিজ টি কিনতে চেয়ে অনেকেই এর দাম সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে দেখেন।

এর দাম সম্পর্কে আইডিয়া নিয়ে যার যার বাজেট অনুযায়ী ফ্রিজটি নির্বাচন করেন। আর ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব বাংলাদেশের নিজস্ব পণ্য ওয়ালটন কোম্পানির ১২ সেফটির ফ্রিজের দাম ২০২৩ সালের কেমন এই সম্পর্কে।যারা ওয়ালটন ১২ সেফটি ফ্রিজটি কিনতে চাচ্ছেন এবং এর দাম সম্পর্কে যাদের ধারণার প্রয়োজন তারা অবশ্যই আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন।ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের দাম

দেশীয় পণ্য ওয়ালটন

বাজারে বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য রয়েছে যেগুলোর মধ্য ওয়ালটন কোম্পানি অন্যতম। ওয়ালটন বাংলাদেশের গর্ব বাংলাদেশের সম্পদ। walton বাংলাদেশের নিজস্ব পণ্য। বর্তমানে ওয়ালটন কোম্পানির পণ্যগুলো সকলেরই পছন্দের পণ্য। ওয়ালটন ১০০% বিশ্বস্ততার সাথে বিক্রেতার কাছে পৌঁছে দেয়। ওয়ালটনের পণ্য অনেক বেশি টেকসই হয় যার কারণে সকলেই এই কোম্পানির পন্য পছন্দ করেন। বাংলাদেশী ব্র্যান্ড হিসেবে অনেকেই প্রথমদিকে ওয়ালটনের প্রতি তেমন আকৃষ্ট ছিল না কিন্তু ধীরে ধীরে এর গ্রাহক সংখ্যা বাড়ার অন্যতম কারণ হলো ওয়ালটনের পণ্য অত্যন্ত ভালো সার্ভিসিং দেয়।

ওয়ালটন ১২ সেফটির ফ্রিজের দাম ২০২৩

ফ্রিজের চাহিদা বর্তমানে অনেক। এমন কোন বাড়ি নেই যেখানে ফ্রিজ নেই। সবার ঘরেই ফ্রিজ থাকে বর্তমান সময়ে। আর ভালো সার্ভিসিং এর জন্য ক্রেতারা ভালো কোম্পানির পণ্য বাছাই করে থাকেন যার মধ্যে ওয়ালটন একটি। ওয়ালটনের ১২ সেফটি ফ্রিজটির চাহিদা অনেক বেশি বাজারে। বর্তমানে ওয়ালটনের ১২ সেফটির ফ্রিজের দাম ৩০০০০ টাকা বাজেটের মধ্য পেয়ে যাবেন। তবে শোরুমে কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম কিছুটা কম বেশি হতে পারে।

বিভিন্ন মডেলের ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের দাম

ওয়ালটনের ১২ সেফটি ফ্রিজ গুলো বিভিন্ন মডেলের রয়েছে যার দাম গুলো ভিন্ন ভিন্ন। উন্নত মানের ফ্রিজগুলোর দাম রয়েছে ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্য। তবে সবচেয়ে কম দামে ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের মধ্যে রয়েছেন ন্যানো WFD-1B6-GDEL-XX এই মডেলটি যার বাজার মূল্য বর্তমানে ২৫৯৯০ টাকা। এছাড়াও আরো বিভিন্ন মডেলের ওয়ালটন 12 সেফটি ফ্রিজের দাম বিভিন্ন রকম। যেমন:

Model:WFD-1b6-GDEL-XX

Price: 25990

Type: direct call

Gross volume: 132 ltr

Net volume: 129 ltr

Refrigerant: r 600a

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

 

Model: WFD-1b6-GDEL-XX

Price: 26990 Tk

Type: direct cool

Gross volume: 132 ltr

Net volume: R600a

Model: WFD-1D4-GDES-XX

Price: 28990 taka

Type: direct cool

Gross volume: 157 ltr

Neet volume: R 600a

Model: WFD-1F3-RXXX-XX

Price: 29990 taka

Type: direct cool

Gross volume: 176 ltr

Neet volume: 163

উন্নত মানের ওয়ালটন 12 সেফটির ফ্রিজের দাম

সাধারণত ওয়ালটন ১২ সেফটির ফ্রিজ ৩০০০০ টাকা বাজেটের মধ্যেই পাওয়া যায়।তবে মডেল যদি উন্নত মানের হয় সেক্ষেত্রে দাম এর থেকে উপরেও যেতে পারে। উন্নত মানের ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের দাম গুলো জেনে নিন-

Model: WFE- 2n5-CRXX-XX

Price:39490 taka

Type: direct cool

Gross volume :316 ltr

Neet volume: 295 ltr

Refrigerant: R600a

Model: WFC-3A7-GDXX-XX(inverter)

Price: 40990 taka

Type: direct cool

Gross volume: 337 ltr

Neet volume: 317 ltr

Refrigerant: R600a

Widee voltage design (150 v- 260v)

Model: WFC-3X7-NEXX-XX

Price: 41490 taka

Type: direct cool

Gross volume: 307 ltr

Neet volume: 301 ltr

Refrigerant: R 600a

White voltage design (150v- 260v)

Model: WFE-3B0-CRXX

Price: 41490 taka

Type: direct cool

Gross volume: 341 ltr

Neet volume: 320 ltr

Refrigerant: R600 a

ওয়ালটন ফ্রিজ গুলো অন্যান্য যে কোন কোম্পানির ফ্রিজের চেয়ে ভালো মানের বলে এবং দামেও বাজেটের মধ্যেই পাওয়া যায় যার কারণে এর চাহিদাও বাজারে অনেক বেশি। ক্রেতাদের ফ্রিজের কোম্পানি বাছাই এর ক্ষেত্রে ওয়ালটন বাছাই লিস্টে অবশ্যই থাকে। ওয়ালটন ফ্রিজের মডেল এবং আকর্ষণীয় ডিজাইন যেমন ক্রেতাদের নজর কারে তেমনি এর ভালো ফিচারও ক্রেতাদের মুগ্ধ করে।

রিয়েলমি সেরা কয়েকটি মোবাইলের দাম

এছাড়াও ওয়ালটন কোম্পানির সার্ভিসিং খুব ভালো থাকে ইলেকট্রনিক্সপণ্য হওয়ায় যদি কখনো কোন সমস্যা দেখা দেয় তাহলে কোম্পানি থেকে সার্ভিসিং করে দেওয়া হয়। এ সমস্ত সুবিধা গুলো ওয়ালটন কোম্পানি দিয়ে থাকে। তাই প্রত্যেকেই নিজের ঘরের ফ্রিজটি ওয়ালটন কোম্পানির ফ্রিজকেই প্রাধান্য দেয়‌। আপনি যদি ফ্রিজ কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে ওয়ালটন কোম্পানির ফ্রিজটি কিনতে পারেন।

সচরাচর জিজ্ঞাসা

ওয়ালটন ফ্রিজ ২২৩ লিটার দাম কত ২০২৩?

ওয়ালটন ফ্রিজ ১২.৫ সেফটির দাম হলো ২৬ হাজার ৭৫০ টাকা। ক্যাপাসিটি ২২৩ লিটার। ওজন ৫১ কেজি এবং দৈর্ঘ্য ১৫৫ সেন্টিমিটার।

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি কত লিটার?

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি গ্রস ভলিয়ম 337 লিটার এবং নেট ভলিউম ৩১৭ লিটার।

ওয়ালটন ফ্রিজ ১২.৫ সেফটির দাম কত?

ওয়ালটনের ১২ সেফটি ফ্রিজ পাওয়া যাচ্ছে ২৪ হাজার টাকায়।

আমাদের শেষ কথা

আমাদের আজকের আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি এর দাম ২০২৩ সম্পর্কে। ইতোমধ্যেই আপনারা আজকের আর্টিকেলটি পড়ে বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে কারো কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

আপনাদের যদি আমাদের ওয়েবসাইটের আর্টিকেল গুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের ওয়েবসাইটের কথা। আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Post tags –

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত ২০২২, ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম ২০২৩, ওয়ালটন ফ্রিজ ৬ সেফটি দাম ২০২২, ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত 2023, ওয়ালটন ফ্রিজ ১৪ সেফটি দাম ২০২৩, ওয়ালটন ফ্রিজ ১৩ সেফটি দাম ২০২৩, ওয়ালটন ফ্রিজ ১৪ সেফটি দাম কত, ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ২০২৩

আপনার জন্য আরো 

আপনার জন্য-

আইটেল মোবাইলের বাংলাদেশ প্রাইস ২০২৩

মোবাইল ঘড়ির দাম ২০২৩ (সেরা স্মার্টওয়াচ)

মোবাইল ফোনের দাম ২০২৩ (নতুন আপডেট)

ভিভো মোবাইল এর দাম ২০২৩

Samsung মোবাইলের বাংলাদেশ প্রাইস ২০২৩

বাংলাদেশে ওয়ালটন মোবাইলের বর্তমান দাম

২০২৩ সালের সেরা ক্যামেরার ফোন সমূহ

টেকনো মোবাইলের দাম ২০২৩

২০২৩ সালে ১৩ হাজার টাকার মধ্যে সেরা তিন স্মার্টফোন

২০২৩ সালের ৩০০০ টাকার মধ্যে সেরা কিছু স্মার্ট মোবাইল ফোন

১০০০ টাকার মধ্যে মোবাইল ফোন ২০২৩

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

 

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers