মোবাইল ফোনের দাম ২০২৩ (নতুন আপডেট)

মোবাইল ফোনের দাম – বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে সবার হাতে একটি স্মার্ট ফোন থাকা খুবই স্বাভাবিক বিষয়। মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন কোম্পানিগুলো বছর বছর তাদের মোবাইল ফোনে নতুনত্ব যোগ করে গ্রাহকের মনোরঞ্জন পাওয়ার চেষ্টা করে। বিভিন্ন কোম্পানির এই মোবাইল গুলোতে আপগ্রেড করে এদের দামের মধ্যেও পরিবর্তন আনা হয়। যেকোনো কোম্পানি তাদের নতুন ভার্সনের জন্য দাম বাড়াতে থাকে। অর্থাৎ বিভিন্ন কোম্পানির মোবাইল গুলোতে যত বেশি নতুন ফিচার যুক্ত করা হবে তত বেশি এর দামে পরিবর্তন হবে।

মোবাইল ফোনের দাম

সুপ্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি নিশ্চয়ই ভালো আছেন সবাই। আমাদের আজকের আর্টিকেলে জানাছি আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আবারো চলে এসেছি আপনাদের জন্য একটি তথ্যবহুল আর্টিকেল নিয়ে। আমাদের আজকের আর্টিকেলের বিষয় হচ্ছে symphony মোবাইল এর বাংলাদেশ দাম ২০২৩।

অনেকেই রয়েছে যারা বিভিন্ন কোম্পানির নতুন আপগ্রেড মোবাইল গুলো কিনতে আগ্রহী থাকে মূলত আজকের আর্টিকেলটি তাদের জন্য। আমাদের আজকের আর্টিকেলে নতুন  মোবাইলের দাম ২০২৩ সম্পর্কে আলোচনা করা হবে। তাই আশা করব অবশ্যই শেষ পর্যন্ত আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন এবং বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবেন।

নতুন মোবাইলের দাম ২০২৩

নতুন মোবাইলের প্রতি যাদের যোগ রয়েছে অর্থাৎ যারা আপগ্রেড ভার্সনের মোবাইল ফোন কিনতে চায় তারা অবশ্যই এর মোবাইলের দাম গুলো সম্পর্কে অবগত হতে আগ্রহী থাকে।বিভিন্ন কোম্পানির আপগ্রেড মোবাইল গুলোর দাম ২০২৩ সালে কেমন সেই সম্পর্কে আলোচনা করা হলো;

I phone এর দাম ২০২৩

বর্তমানে সারা বিশ্বে আলোচিত একটি কোম্পানি হচ্ছে অ্যাপেল। অনেকেরই স্বপ্ন থাকে আইফোন কেনা। তাই প্রথমেই আপনাদেরকে জানাবো এই আইফোনের বিভিন্ন মডেলের দামগুলো ২০২৩ সালে কেমন। এর দাম জানতে নিচে লক্ষ্য করুন:মোবাইল ফোনের দাম

*iphone 4 এর বর্তমান দাম ১৮৯৯৯ টাকা।

.*iphone 10 এর বর্তমান প্রাইস ৮৯ হাজার ৯৯৯ টাকা।

*phone 11 এর বর্তমান দাম ৯৩ হাজার ৯৯৯ টাকা।

*iphone 12 pro এর বর্তমান দাম ১ লক্ষ ১৪ হাজার ৯৯৯ টাকা।

*IPhone X এর বর্তমান দাম ৮৯ হাজার ৯৯৯ টাকা।

*iPhone 13 এর বর্তমান দাম ১ লক্ষ ১৮ হাজার ৯৯৯ টাকা।

*iPhone 12 এর বর্তমান দাম ৭৭ হাজার টাকা।

*iphone 13 pro max এর বর্তমান দাম ১ লক্ষ ৬২ হাজার ৯৯৯ টাকা।

*iphone 14 এর দাম ১ লক্ষ ১৮ হাজার ৯৯৯ টাকা।

Realme মোবাইলের দাম ২০২৩

বর্তমানে আলোচিত একটি মোবাইল কোম্পানি হচ্ছে realme। অত্যন্ত ভালো পারফর্মেন্স দেওয়ার রিয়েলমি কোম্পানির মোবাইল গুলোর চাহিদার উপর ভিত্তি করে এই কোম্পানি নতুন মোবাইল রিলিজ করে থাকে বাজারে। ২০২৩ সালের realme কোম্পানির মোবাইলের দাম গুলো নিচে দেখে নিন-মোবাইল ফোনের দাম

*realme GT Neo2 মোবাইলটির বর্তমান দাম ৩৯ হাজার ৯৯০ টাকা।

*Realme 9i মোবাইলটির বর্তমান দাম ১৭৪৯০ টাকা/১৯৪৯০ টাকা।

*realme Narzo50 মোবাইলটির বর্তমান দাম ১৬ হাজার ৪৯৯ টাকা।

*realme c31 মোবাইলটির বর্তমান মূল্য ১২৯৯০ টাকা।

*realme Narzo 50i মোবাইলটির বর্তমান মূল্য ১০৯৯০ টাকা।

Samsung মোবাইলের দাম ২০২৩

samsung একটি সুপরিচিত কোম্পানি। শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত স্যামসাং মোবাইলের অনেক বেশি চাহিদা থাকায় এই মোবাইলের গ্রাহকরা এর নতুন নতুন ভার্সন নিতে আগ্রহী থাকে। যার কারণে samsung মোবাইলের ভার্সন আপগ্রেড করা হয় এবং দামেরও পরিবর্তন আনা হয়। samsung মোবাইলের দাম ২০২৩ সম্পর্কে জানতে নিচে দেখুন;মোবাইল ফোনের দাম

*samsung galaxy s22+ মোবাইলটির বর্তমান মূল্য ১ লক্ষ ১৪ হাজার ৯৯৯ টাকা।

*samsung galaxy s22 ultra মোবাইলটির বর্তমান মূল্য হচ্ছে ১ লক্ষ ৪৩ হাজার ৯৯৯ টাকা।

*samsung galaxy s21 fe 5g মোবাইলটির বর্তমান মূল্য হচ্ছে ৬৯ হাজার ৯৯৯ টাকা।

*samsung galaxy a33 5g মোবাইলটির মূল্য হচ্ছে ৪০ হাজার টাকা।

Symphony মোবাইলের দাম ২০২৩

*samsung galaxy a03 মোবাইলটির বর্তমান মূল্য হচ্ছে ১১৯৯৯ টাকা।

*samsung galaxy a53 5g মোবাইলটির বর্তমান মূল্য হচ্ছে ৪৩ হাজার ৯৯৯ টাকা।

*samsung galaxy a13 মোবাইলটির মূল্য হচ্ছে ১৬৯৯৯ টাকা /১৯৯৯৯ টাকা।

*samsung galaxy a03 core মোবাইলটির মূল্য হচ্ছে ৯ হাজার ৬৯৯ টাকা।

নোকিয়া মোবাইলের দাম ২০২৩

নোকিয়া অত্যন্ত পুরাতন একটি কোম্পানি। যখন মোবাইল খুব বেশি অ্যাভেলেবেল ছিল না তখনই বাজারে আসে নোকিয়ার বাটন মোবাইল গুলো। বর্তমান সময়েও নোকিয়া মোবাইলের অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে স্মার্টফোনের জগতে নোকিয়ার বিভিন্ন মডেলের স্মার্টফোন রয়েছে যেগুলোর দামও ভিন্ন ভিন্ন। নোকিয়া মোবাইলের দাম সম্পর্কে জানতে নিচে লক্ষ্য করুন-মোবাইল ফোনের দাম

*nokia 6.2 মোবাইলের প্রাইস হচ্ছে ২০৯৯৯ টাকা।

*নোকিয়া টু এর দাম ৬৯০০ টাকা।

*নোকিয়া ৩৩১০ এর দাম ৬৪৫০ টাকা।

*নোকিয়া ২৩০ এর দাম ৫০০০ টাকা।

*নোকিয়া ২২০ এর দাম ৩৯৯৯ টাকা।

হাওয়াই মোবাইলের দাম ২০২৩

Huawei মোবাইল স্মার্টফোন জগতে অনেক বেশি সুনাম অর্জন করেছে। Huawei মোবাইলের ফিচার এবং পারফরম্যান্স ক্যামেরা সবকিছু মিলিয়ে অত্যন্ত ভালো সার্ভিস দিয়ে থাকে। Huawei মোবাইলের দাম ২০২৩ সম্পর্কে নিচে দেখুন-মোবাইল ফোনের দাম

*হাওয়াই মোবাইল p30 এর দাম ৬২ হাজার ৯৯৯ টাকা।

*হাওয়াই মোবাইল পি থার্টি লাইট এর বর্তমান মূল্য ২৩৪৯০ টাকা।

*Huawei p40 এর বর্তমান মূল্য ১ লক্ষ ৯৯৯ টাকা।

*Huawei y6p এর দাম ১৬ হাজার ৯৯৯ টাকা।

*Huawei y7-এ এর দাম ১৮ হাজার টাকা।

*Huawei p30 এর দাম ৫৪৯৯০ টাকা।

*Huawei y9s এর দাম ২৯ হাজার ৯৯৯ টাকা।

*Huawei y6 এর দাম ১৩৯৯০ টাকা।

*Huawei y5 এর দাম ১০ হাজার ৯৯০ টাকা।

*হাওয়াই ওয়াই নাইন এর দাম 19999 টাকা।

Oppo মোবাইলের দাম ২০২৩

যারা ভাল ক্যামেরার স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য অপ্পো মোবাইল একটি বেস্ট চয়েস। Oppo মোবাইল ও বর্তমানে বহুল ব্যবহৃত একটি মোবাইল। Oppo মোবাইলের বিভিন্ন মডেলের দাম বিভিন্ন রকম। Oppo মোবাইলের দাম জানতে নিচের লক্ষ্য করুন;মোবাইল ফোনের দাম

*Oppo f21 pro এর দাম ২৭৯৯০ টাকা।

*Oppo a76 এর দাম ১৯৯৯০ টাকা।

*Oppo a95 এর দাম ২২ হাজার ৯৯০ টাকা।

*Oppo Reno 6 এর দাম ৩২ হাজার ৯৯০ টাকা।

*Oppo a54 এর দাম ১৭৯৯০ টাকা।

ইনফিনিক্স কোম্পানির মোবাইলের দাম ২০২৩

ইনফিনিক্স কোম্পানির নতুন বাজারে যেসব মোবাইল গুলো রিলিজ করেছে সেগুলোর দাম জানতে লক্ষ্য করুন-মোবাইল ফোনের দাম

*Infinix hot 11 play মোবাইলটির মূল্য হচ্ছে ১১৯৯০ টাকা/ ১২৪৯০ টাকা।

*Infinix smart 6 মোবাইলটির দাম হচ্ছে ৯০৯০ টাকা/ ১০ হাজার ৬৯০ টাকা।

*Infinix note 11 Pro মোবাইলটির দাম হচ্ছে ২১ হাজার ৪৯০ টাকা।

*Infinix hot 11 s মোবাইলটির দাম হচ্ছে ১৪৯৯০ টাকা/ ১৫১৯০ টাকা।

*Infinix note 10 মোবাইলটির বর্তমান দাম হচ্ছে ১৫৯৯০ টাকা।

*Infinix note 8i মোবাইলটির বর্তমান দাম হচ্ছে ১৪৯৯০ টাকা।

*Infinix hot 10s মোবাইলটির বর্তমান দাম হচ্ছে ১৩৯৯০/ ১৪৯৯০ টাকা।

মটোরোলা মোবাইলের মূল্য ২০২৩

মটোরোলা মোবাইলগুলো বাংলাদেশের মধ্যেও যেসব আপগ্রেড মডেল রিলিজ করেছে সেগুলোর দাম সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য নিচে লিস্ট দেওয়া হল;মোবাইল ফোনের দাম

*মটোরোলা মোটো জি ৩১ মোবাইলটির বর্তমান মূল্য হচ্ছে ১৬ হাজার ৯৯৯ টাকা/ ১৯৯৯৯ টাকা।

*মটোরোলা edge20 ফিউশন মোবাইলটির বর্তমান মূল্য হচ্ছে ৩৬ হাজার ৯৯৯ টাকা/ ৩৮৯৯৯ টাকা।

*মটোরোলা মোটো জি ৬০ মোবাইলটির বর্তমান মূল্য হচ্ছে ২৮ হাজার ৯৯৯ টাকা।

*Motorola moto e7 power মোবাইলটির মূল্য হচ্ছে ১৩ হাজার ৯৯৯ টাকা।

*মটোরোলা মোটো e40 মোবাইলটির মূল্য হচ্ছে ১৫৯৯৯ টাকা।

আইটেল মোবাইলের দাম ২০২৩

আইটেল কোম্পানি নতুন বাজারে কি কি মোবাইল রিলিজ করেছে এবং এদের দাম কিরকম সেই সম্পর্কে যেসব গ্রাহকরা বা ক্রেতারা জানতে চান তাদের জন্য নিচে আইটেল মোবাইলের দামের একটি তালিকা দেওয়া হলো-মোবাইল ফোনের দাম

*itel a49 মোবাইলটির দাম হচ্ছে ৭৩৯০ টাকা।

*আইটেল ভিশন থ্রি মোবাইলটির দাম হচ্ছে ৮২৯০ টাকা/ ৯ হাজার ১৯০ টাকা/ ১০৪৯০ টাকা।

*আইটেল a23 pro মোবাইল টির মূল্য হচ্ছে ৪৯৯০ টাকা।

*আইটেল ভিশন ২ প্লাস এর মূল্য হচ্ছে ৮৯৯০ টাকা/ ৯৯৯০ টাকা।

শাওমি মোবাইলের দাম ২০২৩

শাওমি মোবাইল বর্তমানে একটি জনপ্রিয় মোবাইল। বর্তমান বাজারে ভালো পারফরমেন্স দেওয়া এই শাওমি মোবাইলের চাহিদা ও অনেক। যার কারণে অনেকেই এই মোবাইলের দাম এবং কি মডেলের কিরকম দাম হতে পারে সেই সম্পর্কে জানতে চান। তাদের জন্য নিচে একটি লিস্ট দেওয়া হল-মোবাইল ফোনের দাম

*শাওমি রেডমি নোট 11s মোবাইলটির দাম হচ্ছে ২৭ হাজার ৯৯৯ টাকা/ ২৯ হাজার ৯৯৯ টাকা।

*শাওমি এলেভেন আই হাইপারচারজ 5g মোবাইলটির দাম হচ্ছে ৩৯ হাজার ৯৯৯ টাকা/ ৪২ হাজার ৯৯৯ টাকা।

*শাওমি রেডমি 10 ২০২০ মোবাইলটির দাম হচ্ছে ১৪৯৯৯ টাকা/ ১৬৯৯৯ টাকা।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

*শাওমি pocho c31 মোবাইলটির মূল্য হচ্ছে ১২৯৯৯ টাকা।

*শাওমি রেডমি নোট 11 মোবাইল টির দাম হচ্ছে ১৬৪৯৯ টাকা/ ১৭৪৯৯ টাকা/ ১৮৯৯৯ টাকা।

*শাওমি 11 টি মোবাইলটির বর্তমান মূল্য হচ্ছে ৪৯ হাজার ৯৯৯ টাকা /৫৩৯৯৯ টাকা।

*শাওমি রেডমি টেন প্রাইম মোবাইলটির দাম হচ্ছে ১৯ হাজার ৪৯৯ টাকা/ ২১ হাজার ৪৯৯ টাকা।

বর্তমানে স্মার্টফোনের চাহিদা বেশি থাকায় জেনে না জেনে আমরা ভুল দামে স্মার্টফোন কিনে থাকি অনেক সময়। তাই সকলের উচিত জেনে বুঝে কোন মডেলের কোন কোম্পানির স্মার্টফোন আমি কিনতে চাচ্ছি সেটির দাম আসলে কত সেই সম্পর্কে অবগত হয়ে মোবাইল কিনতে যাওয়া। তবে হ্যাঁ সময়ের ব্যবধানে দাম কিছুটা এদিক-সেদিক হতে পারে কিন্তু তা আকাশ-পাতাল তফাৎ হওয়ার কোন সম্ভাবনা নেই।

দিন দিন মোবাইলের চাহিদা বাড়ার সাথে সাথে আপগ্রেড মোবাইল গুলো বাজারে রিলিজ করছে বিশ্বের অন্যতম স্বনামধন্য ব্র্যান্ডগুলো যার কারণে মানুষ সেই নতুন আপগ্রেটেড মোবাইলের দিকেই বেশি ঝুঁকে পড়ছে। তবে যাই হোক সঠিক জিনিসের সঠিক দাম দিয়ে কেনাই উত্তম।

সচারচর জিজ্ঞাসা

I phone 13 এর বর্তমান দাম কত?

উত্তর: iphone 13 এর বর্তমান দাম ১ লক্ষ ১৮ হাজার ৯৯৯ টাকা।

Samsung galaxy a52 এর বাংলাদেশ প্রাইস কত?

উত্তর: samsung galaxy a52 এর বাংলাদেশ প্রাইস হচ্ছে ৩৯ হাজার ৯৯৯ টাকা।

Huawei y9 মোবাইলের বর্তমান প্রাইস কত?

উত্তর huawei y9 মোবাইলের বর্তমান প্রাইস হচ্ছে ১৯৯৯ টাকা।

শেষ কথা-

প্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেলটি আপনারা শেষ পর্যন্ত পড়েছেন ইতোমধ্যেই।আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।আজকের আর্টিকেলটি যদি আপনি শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলের বিষয়বস্তু সম্পর্কে আপনি ধারণা নিতে পেরেছেন। আমাদের আজকের আর্টিকেলের বিষয়বস্তু ছিল  মোবাইলের  দাম ২০২৩ সম্পর্কে।

আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

আজকের মত এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

পোস্ট ট্যাগ-

নতুন মোবাইল ফোন 2023,মোবাইল ফোনের দাম ২০২১,মোবাইল ফোনের দাম বাংলাদেশ,রেডমি ফোনের দাম,নতুন মোবাইল ফোন 2023 vivo,ভিভো মোবাইল দাম,মোবাইল বাজার।

আপনার জন্য আরো

আপনার জন্য-

মোবাইল ঘড়ির দাম ২০২৩ (সেরা স্মার্টওয়াচ)

Samsung মোবাইলের বাংলাদেশ প্রাইস ২০২৩

বাংলাদেশে ওয়ালটন মোবাইলের বর্তমান দাম

২০২৩ সালের সেরা ক্যামেরার ফোন সমূহ

টেকনো মোবাইলের দাম ২০২৩

২০২৩ সালে ১৩ হাজার টাকার মধ্যে সেরা তিন স্মার্টফোন

২০২৩ সালের ৩০০০ টাকার মধ্যে সেরা কিছু স্মার্ট মোবাইল ফোন

১০০০ টাকার মধ্যে মোবাইল ফোন ২০২৩

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন-

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।