২০২৩ সালে ১৩ হাজার টাকার মধ্যে সেরা তিন স্মার্টফোন

২০২৩ সালে ১৩ হাজার টাকার মধ্যে সেরা তিন স্মার্টফোন-আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন, আমি অর্নিলা মিম,বরাবরের মতো অপডেট মোবাইলফোন সম্পর্কিত পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা কম দামের মধ্যে সর্বোচ্চ ভালো কনফিগারেশনের মোবাইল ফোন করা কিনার কথা চিন্তা করছেন আজকের এই পোস্টটি শুধু তারা তাদের জন্য।

Oppo A54s: দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল-India & BD

নতুন বছরে অনেকেই নতুন স্মার্টফোন কিনতে চায়। এজন্য  সবাই কম দামের মধ্যে স্মার্টফোন খুঁজে থাকেন। বিষয়টি মাথায় রেখে স্মার্টফোন নির্মাতা স্থান দেশের বাজারে ১৩ হাজার টাকার নিচে  ভালো মানের স্মার্টফোন বাজারজাত করেছে। তুলনামূলকভাবে দাম কম হলেও অ্যান্ড্রয়েড  অপারেটিং সিস্টেমে স্মার্ট ফোন গুলোর মাধ্যমে প্রয়োজনীয় সকল কাজই করা যায়।

১৩ হাজার টাকার নিচে তিনটে স্মার্টফোনের খোঁজ দেখে নেওয়া যাক

রেডমি ১০ ২০২৩ সালে ১৩ হাজার টাকার মধ্যে সেরা তিন স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা ৬.৫৩ ইঞ্চি পর্দার ফোনটিতে অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। র‍্যাম ৪  গিগাবাইট  ধারণক্ষমতা ৬৪ গিগাবাইট ফোনটির পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে সেলফি তোলার জন্য। ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি থাকায় চার্জ নিয়ে চিন্তা করতে হবে না। আঙ্গুলের ছাপ  শনাক্তকরণ সেন্সর সুবিধা ও রয়েছে। ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এ০৪

২০২৩ সালে ১৩ হাজার টাকার মধ্যে সেরা তিন স্মার্টফোন
স্যামসাং গ্যালাক্সি এ০৪

স্যামসাং গ্যালাক্সি  সিরিজের অল্প বাজেটের ফোন হচ্ছে  এ০৪।অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা ৬.৫ ইঞ্চির ফোনটিতে অক্টাকোর প্রসেসর ব্যাবহার করা হয়েছে। ৩২ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। সামনে ও পিছনে রয়েছে ৫০ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সুবিধা রয়েছে। ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

রিয়েলমি সি৩৩

২০২৩ সালে ১৩ হাজার টাকার মধ্যে সেরা তিন স্মার্টফোন
রিয়েলমি সি৩৩

অ্যান্ড্রয়েড  ১২ অপারেটিং সিস্টেমে চলা ৫.৬ ইঞ্চি পর্দাপর্দার ফোনটিতে অক্টাকোর পর্দা ব্যাবহার করা হয়েছে। ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা। ফোনটির সামনে ও পিছনে রয়েছে ৫০ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

শেষকথা -আশা করছি উপরের এই তিনটি মডেলের ফোন আপনি ১৩০০০ টাকার নিচে আপনি কিনতে পারবেন এবং  আপনি ব্যবহার করতে পারবেন।

এছাড়া সব ধরনের নতুন আপডেট মোবাইল ফোনের আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন

পোস্ট ট্যাগ-

১৩ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২১,13 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2022,১২ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন,১৩ হাজার টাকার ভালো গেমিং ফোন,14 হাজার টাকার ফোন,১৩ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২২,বারো হাজার টাকার ফোন,20 হাজার টাকার মধ্যে সেরা গেমিং ফোন।
আপনার জন্য-

Oppo A56: 5G পাওয়ার ফুল ব্যাটারি, দাম 20 হাজার টাকার কম

TVS Radeon: মধ্যবিত্তের প্রিয় এই বাইক, পাওয়া যাবে মোট ১১টি কালারে

50MP ক্যামেরার সাথে মোটোরোলার নতুন ফোনে মিলবে নোট লেখা ও আঁকার বিশেষ সুবিধা

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :< strong>এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।