আইটেল মোবাইলের বাংলাদেশ প্রাইস ২০২৩ (iTel mobile 2023 price in Bangladesh)

আইটেল মোবাইলের বাংলাদেশ প্রাইস-আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।SS IT BARI-ভালোবাসার টেট ব্লগ ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা ইতোমধ্যেই আমাদের আজকের আর্টিকেলের বিষয়বস্তু সম্পর্কে হেডলাইন দেখেই জানতে পেরেছেন। যারা ইদানিং কালে কম মূল্য ভালো স্মার্টফোন কিনতে চান তাদের জন্য বলবো আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।আমাদের আজকের আর্টিকেল আলোচনা করা হবে আইটেল মোবাইল প্রাইস ২০২৩ সম্পর্কে। আইটেল মোবাইলের বিভিন্ন মডেলের দাম কিরকম হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানতে সাথে থাকুন।আইটেল মোবাইলের বাংলাদেশ প্রাইস

আইটেল মোবাইল

স্বল্প বাজেটের মধ্যেও আইটেল মোবাইল গুলো বাংলাদেশের মধ্যেও একটি জনপ্রিয় মোবাইল হিসেবে পরিচিত। যাদের স্মার্টফোন কেনার ইচ্ছে আছে কিন্তু বাজেট বেশি হওয়ার কারণে কিনতে পারছেন না তাদের জন্য স্বল্প বাজেটের মধ্য আইটেল মোবাইল ফোন বেস্ট চয়েজ। আপনি ১০ হাজার টাকার নিচে বাজেটে itel এর মোবাইল কিনতে পারবেন। তবে লো বাজেট হিসেবে কেউ যদি মনে করে এই মোবাইলের ফিচার ভালো না পারফরম্যান্স ভালো হবে না সেটি অত্যন্ত ভুল ধারণা কারণ আইটেল মোবাইলে কম বাজেটের মধ্য ভালো ফিচার দেওয়া হয়েছে।

মোবাইল ফোনের দাম ২০২৩ (নতুন আপডেট)

বাজারে আইটেল মোবাইলের খুব বেশি চাহিদা রয়েছে বর্তমানে। এর মূল কারণ হচ্ছে কম বাজেটের মধ্যেও আইটেল মোবাইল গুলোতে যে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে তা গ্রাহকদের মনোরঞ্জন পেয়েছে। লো কোয়ালিটির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি এবং চাহিদা মূলক ফোন হচ্ছে আইটেল মোবাইল গুলো।

আইটেল মোবাইলের বাংলাদেশ প্রাইস ২০২৩

আইটেল মোবাইল বাংলাদেশের স্বল্প বাজেটের একটি জনপ্রিয় মোবাইল কোম্পানি। আইটেল এর দাম কম হলেও এর ফিচার ভালো থাকায় এর পারফরম্যান্স ভালো। তবে আইটেল মোবাইলের লো বাজেটের মধ্যেও মডেল অনুযায়ী দামে পার্থক্য রয়েছে। আইটেল মোবাইলের বিভিন্ন মডেল অনুযায়ী এর দাম গুলো আলোচনা করা হলো:

আইটেল ৪৯/itel a49

বর্তমান বাজারে এই ফোনটি স্বল্প মূল্যের স্মার্টফোন দুনিয়ায় একটি অন্যতম ফোন। ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ৪০০০মিলি এম্প ব্যাটারি নিয়ে তৈরি করা হয়েছে। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ডুয়েল এ আই ক্যামেরা। 6.6 ইঞ্চির বিশাল ডিসপ্লেও রয়েছে এই মোবাইলটিতে। মোবাইলটি দেখতে খুবই আকর্ষণীয় এবং আধুনিক।

আইটেল এ৪৯ এর স্পিসিফিকেশন:

*৬.৬ ইঞ্চি ডিসপ্লে।

* 2 GB ram, 32 জিবি স্টোরেজ।

*১.৩ গিগাহার্জ কোয়াটডকর প্রসেসর।

*৫ মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা।

*দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*৪০০০ মিলিএম্প ব্যাটারি।

*আইটেল এ৪৯ মোবাইলটির দাম হচ্ছে ৮২৯০ টাকা।

আইটেল এ৪৯ প্লে/itel a49 play

আইটেল a49 play বর্তমান বাজারের একটি আকর্ষণীয় স্মার্টফোন যার রয়েছে ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং এর ডিসপ্লে রয়েছে ৬.৩ ইঞ্চি। এই মোবাইলটিতে ২ জিবি রেম এবং ৩২ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এছাড়াও 4000 মিলিএম্পের ব্যাটারি ব্যবহৃত হয়েছে।

আইটেল ৪৯ প্লে এর স্পেসিফিকেশন:

*৬.৩ ইঞ্চি ডিসপ্লে।

*১.৩ গিগাহার্জ কোয়াডকর প্রসেসর।

*২ জিবি রেম এবং ৩২ জিবি স্টোরেজ।

*৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*৪০০০ মিলিএম্প‌ ব্যাটারি।

*আইটেল এ৪৯ প্লে এর দাম হচ্ছে ৭৯৯০ টাকা।

আইটেল এ৪৮/Itel a48

আইটেল এ ৪৮ এই মোবাইলটিতে অসাধারণ ফিচার ব্যবহার করা হয়েছে। যাদের বাজেট দশ হাজার টাকার নিচে এবং ভালো পারফরম্যান্স দেওয়ার স্মার্টফোন যাদের চাহিদা তাদের জন্য এই ফোনটি ব্যবহারযোগ্য। এই মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে ২ জিবি রেম ৩২ জিবি স্টোরেজ। এই মোবাইলটিতে ৩০০০ মিলি এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সবমিলিয়ে এই ফোনটি কম বাজেটের মধ্যেও একটি অসাধারণ মোবাইল।

Itel a48 এর স্পেসিফিকেশন:

*৬.১ ইঞ্চি ডিসপ্লে।

*২ জিবি র্্যাম, ৩২ জিবি স্টোরেজ।

*১.৪ গিগাহার্জ কোয়াডকর প্রসেসর।

*৫ মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা।

*৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*৩০০০ মিলিএম্প ব্যাটারি।

*আইটেল এ৪৮ মোবাইলটির দাম হচ্ছে ৭৬৯০ টাকা।

আইটেল এ৪৭/itel a47

আইটেল কোম্পানির ভালো সার্ভিস দেওয়া মোবাইল গুলোর মধ্য এই মোবাইল একটি।এই মোবাইলটিতে অত্যন্ত ভালো মানের ফিচার যুক্ত করা হয়েছে যা অন্যান্য মোবাইলে এই দামের মধ্যে পাওয়া যাবে না। এই মোবাইলটিতে ৫ মেগাপিক্সেলের ডুয়েল ব্যাক ক্যামেরা সহ ৩০২০ মিলিএম্পের ব্যাটারি যুক্ত করা হয়েছে।

Itel a47 এর স্পেসিফিকেশন:

*৫.৫ ইঞ্চি ডিসপ্লে।

*স্প্রেডট্রাম এসসি ৭৭৩১ ই প্রসেসর।

* 2 GB রেম এবং ৩২ জিবি স্টোরেজ।

*৫মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা।

*৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*৩০২০ মিলিএম্প ব্যাটারি।

*itel a47 মোবাইলটির দাম হচ্ছে ৭০০০ টাকা।

Itel a25 pro

আইটেল কোম্পানির মধ্য ভালো মানের একটি মোবাইল হচ্ছে itel a25 pro এই মোবাইলটি। এই মোবাইলটিতে রয়েছে 2gb ram ১৬ জিবি স্টোরেজ এর পাশাপাশি ৩০২০ মিলিএম্পের একটি ব্যাটারি যুক্ত করা হয়েছে। এত স্বল্প বাজেটে এইরকম ফিচার যুক্ত মোবাইল পাওয়া খুবই দুঃসহ। ৫ থেকে ৬ হাজার টাকা বাজেটে যাদের স্মার্টফোন দরকার তারা এই মোবাইলটি কিনতে পারে।

Itel a25 pro এর স্পেসিফিকেশন:

*৫ ইঞ্চি ডিসপ্লে।

* 2 GB রেম এবং 16 GB স্টোরেজ।

*২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*৫ মেগাপিক্সেল মেইন ক্যামেরা।

*১.৪ গিগাহার্জ কোয়াডকর প্রসেসর।

*৩০২০ মিলিএম্প‌ battery।

*মোবাইলটির দাম হচ্ছে ৫৪৯০ টাকা।

Itel a26

কোন বাজেটের মধ্যে itel a26 একটি অন্যতম ফোন হলেও এই মোবাইলটি রিলিজ হওয়ার পর তেমন বেশি সাড়া ফেলতে পারেনি এর কারণ হচ্ছে এর কোয়ালিফিকেশন খুব একটা ভালো ছিল না। অন্যান্য মোবাইল গুলোর তুলনায় এই মোবাইলটির ফিচারগুলো ছিল একটু দুর্বল যার কারণে এটি বেশি মার্কেট পায়নি।

আইটেল এ২৬ এর স্পেসিফিকেশন:

*৫.৭ ইঞ্চি ডিসপ্লে।

*ইউনিস্ক এসসি ৯৮৩২ই প্রসেসর।

* 2 GB ram।

*৩২ জিবি স্টোরেজ।

*৫ মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা।

*২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*৩০০০ মিলিএম্প ব্যাটারি।

*আইটেল এ২৬ এর দাম হচ্ছে ৬৯৯০ টাকা।

Itel a36

আইটেল এ৩৬ আইটেল কোম্পানির একটি ৬০০০ টাকা বাজেটের মধ্য একটি স্বল্প মূল্যের মোবাইল। এই মোবাইলটিতে সব ধরনের প্রয়োজনীয় ফিচার ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটিতে ১ জিবি রেম ও ১৬ জিবি স্টোরেজের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও ৩০২০ মিলিয়ন ব্যাটারি রয়েছে এই ফোনটিতে সাথে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

Itel a th36 এর স্পেসিফিকেশন:

*৫.৫ ইঞ্চি ডিসপ্লে।

*১.৩ গিগাহার্জ কোয়াডকর প্রসেসর।

*১ জিবি র্্যাম।

*১৬ জিবি স্টোরেজ।

*৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*৩০২০ মিলিএম্প ব্যাটারি।

*আইটেল এ ৩৬ এর দাম হচ্ছে ৫২৯০ টাকা।

আইটেল ভিশন প্রো/Itell vision 1 Pro

আইটেল কোম্পানির জনপ্রিয়তার পেছনে আইটেল ভিশন মডেলের ফোনগুলোর কৃতিত্ব রয়েছে।আইটেল বিষন ওয়ান প্রো তে ব্যবহার করা হয়েছে 4 হাজার মিলিয়ন এর ব্যাটারি যা অনেক সময় ধরে ব্যাকআপ দিতে পারে। এছাড়াও এই ফোনটিতে ৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটি একটি কোয়ালিটিফুল ডিজাইনে করা যার কারণে দেখতে খুবই আকর্ষণীয়। লো বাজেটের মধ্যেও এই মোবাইলটি অসম্ভব সুন্দর একটি মোবাইল।

আইটেল ভিশন প্রো এর স্পেসিফিকেশন:

*৬.৫ ইঞ্চি ডিসপ্লে।

*২ জিবি র্্যাম।

*৩২ জিবি স্টোরেজ।

*৮ মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা।

*৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*৪০০০ মিলিএম্প ব্যাটারি।

*আইটেল ভিশন ১ প্রো এর দাম ৭৯৯০ টাকা।

আইটেল ভিশন টু এস/Itell vision 2S

আইটেল কোম্পানির ভালো সার্ভিস দেওয়া মোবাইল গুলোর মধ্যে আইটেল ভিশন টু এস মোবাইলটি একটি অন্যতম মোবাইল। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার এর ব্যাটারি যা দীর্ঘ সময় ব্যাকআপ দেবে এছাড়াও এই মোবাইলটিতে রয়েছে ৩২ জিবি স্টোরেজ এবং 2gb ram। এই মোবাইলটিতে ৮ মেগাপিক্সেলের ডুয়েল ব্যাক ক্যামেরা সেটআপ করা রয়েছে।

আইটেল ভিশন এর স্পেসিফিকেশন:

*৬.৫২ ইঞ্চি ডিসপ্লে।

*১.৬ গিগাহার্জ‌‌ কোয়াডকর প্রসেসর।

* 2 GB ram।

*৩২ জিবি স্টোরেজ।

*৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*৮মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা।

*৫০০০ মিলিএম্প ব্যাটারি।

*আইটেল ভিশন টু এস এর মূল্য হচ্ছে ৮৬৯০ টাকা।

আইটেল ভিশন প্লাস/I tell vision 2 plus

আইটেল ভিশন ২ প্লাস বাজারে এসেছে দুই ধরনের। একটিতে পাওয়া যাবে ২ জিবি রেম ও 32gb storage এবং অপরটিতে পাওয়া যাবে 3gb ram ও 64gb storage। দুইটি ফোনেই ব্যবহার করা হয়েছে ৫ হাজার মিলি এম্পিয়ার বিশাল ব্যাটারি যা ভালো সময় ধরে ব্যাকআপ দেবে। ১০ হাজার টাকা বাজেটের মধ্যেও এই মোবাইলটি পাওয়া যাবে।

আইটেল ভিশন প্লাস এর স্পেসিফিকেশন:

*৬.৮ ইঞ্চি ডিসপ্লে।

*১.৬ গিগাহার্জ অক্টাকর প্রসেসর।

* 2 GB ram/3GB ram।

*১৩ মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা।

*৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি।

*মোবাইলটির দাম হচ্ছে ৯৯৯০ টাকা (3gb ram 64gb storage)/৮৯৯০ টাকা (2gb ram 32gb স্টোরেজ)।

আইটেল ভিশন ২/Itell vision 2

আইটেল ভিশন টু বাংলাদেশের বাজারে ভিশন ওয়ান এরপরে মার্কেটপ্লেসে ব্যাপক সাড়া ফেলেছে। আইটেল ভিশন ২ মোবাইল টি তে এক্সক্লুসিভ ডিজাইন করা হয়েছে যা দেখতে খুবই আকর্ষণীয় এবং নজরকারা। মোবাইলটিতে ত্রিপল ব্যাক ক্যামেরা রয়েছে ছাড়াও ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

আইটেল ভিশন টু এর স্পেসিফিকেশন:

*৬.৬ ইঞ্চি বিশাল ডিসপ্লে।

*১.৬ গিগা হার্জের অক্টাকর প্রসেসর।

* 2 GB ram।

*৩২ জিবি স্টোরেজ।

*১৩ মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা।

*৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*৪০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি।

*আইটেল ভিশন টু এর মূল্য হচ্ছে ৮৪৯০ টাকা।

আইটেল আলফা‌ লাইট/Itel alpha lite

আইটেল এর স্মার্ট ফোন গুলোর মধ্যে সর্বনিম্ন দামে যেই মোবাইলটি পাওয়া যাচ্ছে সেটি হল আইটেল alpha‌ light। এই মোবাইলটিতে ৮ জিবি রম এবং ১ জিবি রেম সাথে ৫ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেট করা হয়েছে। এই মোবাইলটির ডিজাইন যদিও পুরনো তবে দাম বিবেচনায় মোবাইলটি ঠিক আছে।

আইটেল আলফা লাইটের স্পেসিফিকেশন:

*৫ ইঞ্চি ডিসপ্লে।

*১.৩ গিগাহার্জ কোয়াডকর প্রসেসর।

*১ জিবি ram।

*৮ জিবি স্টোরেজ।

*৫ মেগাপিক্সেল  ব্যাক ক্যামেরা।

*২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*২০৫০ মিলিএম্পিয়ার ব্যাটারি।

*itel alpha light এর মূল্য হচ্ছে ৫০০০ টাকা।

আইটেল কোম্পানির আরো কিছু মোবাইলের দাম

আইটেল মোবাইলের দাম কত এবং নতুন আইটেল কোম্পানি যে মডেলগুলো রিলিজ করেছে সেগুলোর দাম সম্পর্কে জেনে নিন-

*আইটেল a23 pro মোবাইল টির দাম হচ্ছে ৪৯৯০ টাকা।

*আইটেল ভিশন ৩ মোবাইলটির দাম হচ্ছে ৮২৯০ টাকা/ ৯ হাজার ১৯০ টাকা/ ১০ হাজার ৪৯০ টাকা।

*আইটেল এ ৪৯ মোবাইলটির দাম হচ্ছে ৭৩৯০ টাকা।

*আইটেল ভিশন টু এস এই মোবাইলটির দাম হচ্ছে ৮৬৯০ টাকা।

*আইটেল ভিশন টু প্লাস মোবাইলটির দাম হচ্ছে ৮৯৯০ টাকা/ ৯৯৯০ টাকা।

আইটেল মোবাইল হচ্ছে বাংলাদেশের কম বাজেটের মোবাইল গুলোর মধ্য অন্যতম। আইটেল মোবাইলের ফিচার এর বাজেটের অনুযায়ী মানানসই হওয়ায় এই মোবাইল গুলো কম বাজেটের ক্রেতারা খুবই পছন্দ করে থাকে।বাজেট তুলনায় পারফরম্যান্স ভালো দেয় বলে বাজারে এই মোবাইলের চাহিদা অনেক বেশি।

মোবাইল ঘড়ির দাম ২০২৩ (সেরা স্মার্টওয়াচ)

১০ হাজার টাকা বাজেটের মধ্যে আইটেল কোম্পানির সর্বোচ্চ উন্নত ফিচার যুক্ত মোবাইল গুলো পাওয়া যায়। অনেক সময় দেখা যায় কম বাজেট থাকার কারণে স্মার্টফোন অনেকে কিনতে পারে না বা কেনার সাহস করে না তাদের জন্য আইটেল কোম্পানির মোবাইল গুলো ব্যবহারযোগ্য হবে।

সচরাচর জিজ্ঞাসা

Itel vision 1 Pro মোবাইলটিতে কত হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি রয়েছে?

উত্তর: আইটেল ভিশন ওয়ান প্রো মোবাইলটিতে ৪ হাজার মিলিএম্পিয়ার ব্যাটারী যুক্ত করা হয়েছে।

I tel vision 2S এই মোবাইলটিতে কত মেগাপিক্সেল ক্যামেরা?

উত্তর: আইটেল ভিশন টু এস মোবাইল টিতে ৮ মেগাপিক্সেল ডুয়েল মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Itel vision 2 এর বাজার মূল্য কত?

উত্তর: আই টেল ভিশন টু এর বাজার মূল্য ৮ হাজার ৬৯০ টাকা।

শেষ কথা-

সুপ্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা ইতোমধ্যেই আপনারা আইটেল মোবাইল গুলোর বিভিন্ন মডেল এবং এর মডেল অনুযায়ী দাম সম্পর্কে জানতে পেরেছেন।আইটেল মোবাইলের দাম সম্পর্কে এবং এর ফিচার সম্পর্কে আপনাদের তথ্য প্রদান করাই ছিল আমাদের আজকের আরজিকেলের মূল উদ্দেশ্য।আমাদের আজকের আর্টিকেলটি যারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েছেন তারা অবশ্যই জানতে পেরেছেন। যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

আমাদের আর্টিকেলটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে সেখানে আমাদের সার্থকতা। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও নতুন নতুন কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন।

আজকের মত বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

পোস্ট ট্যাগ-

আইটেল মোবাইল দাম বাংলাদেশ ২০২৩, আইটেল এস 15 দাম কত, Itel L6502 দাম কত, আইটেল এ 25 দাম কত, আইটেল স্মার্টফোন, Itel l6502 দাম বাংলাদেশে, আইটেল ভিশন মোবাইলের দাম কত, আইটেল বাটন মোবাইল দাম বাংলাদেশ ২০২২।

আপনার জন্য আরো 

আপনার জন্য-

ভিভো মোবাইল এর দাম ২০২৩

Samsung মোবাইলের বাংলাদেশ প্রাইস ২০২৩

বাংলাদেশে ওয়ালটন মোবাইলের বর্তমান দাম

২০২৩ সালের সেরা ক্যামেরার ফোন সমূহ

টেকনো মোবাইলের দাম ২০২৩

২০২৩ সালে ১৩ হাজার টাকার মধ্যে সেরা তিন স্মার্টফোন

২০২৩ সালের ৩০০০ টাকার মধ্যে সেরা কিছু স্মার্ট মোবাইল ফোন

১০০০ টাকার মধ্যে মোবাইল ফোন ২০২৩

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন-

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

 

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।