বিকাশ ইসলামী সেভিংস একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানুন

বিকাশ ইসলামী সেভিংস একাউন্ট -বর্তমানে বিকাশ ইসলামী সেভিং একাউন্ট বলে একটি ফিচার চালু করেছে।আজকের এই পোস্ট থেকে আমরা সম্পূর্ন ভাবে জানবো বিকাশ ইসলামী সেভিংস একাউন্ট সম্পর্কে বিস্তারিত এবং কিভাবে সেভিংস করবেন? কিভাবে টাকা উইথড্র করবেন এ সম্পর্কিত সকল বিষয়।

সিটি ব্যাংক লিমিটেডের শরিয়াভিত্তিক ইসলামী সেভিংস স্কিম এই বিকাশ এই সঞ্চয় ফিচারটি চালুর মাধ্যমে, এখন ঘরে বসেই বিকাশের যেকোনো ইউজার কোন কাগজপত্রে ঝামেলা ছাড়াই সঞ্চয় করতে পারবে ইসলামিক নিয়ম অনুসারে। বিকাশ ইসলামী সেভিং একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানুন

আপনার এই স্কিমা বা  ডিপিএস অনুসারে আপনি প্রতিমাসে যে এমাউন্ট সেভিংস করবেন, সে এমাউন্টি আপনার বিকাশ একাউন্ট থেকে প্রতিমাসে কেটে নেওয়া হবে।এবং  তা সিটি ব্যাংকের সিটি ইসলামিক একাউন্টে যোগ হবে। যার মেয়াদ শেষ হলে বিকাশ একাউন্টের লাভ সহ যোগ হয়ে যাবে।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

সবচাইতে লাভের বিষয় হলো আপনার যখন এই টাকাটি উইথড্র করার সময় হয়ে যাবে। তখন আপনি বিকাশ একাউন্ট থেকে টাকা ডেবিট দূর করতে কোন ধরনের কোন ক্যাশ আউট চার্জ দিতে হবে না।

বিকাশ ইসলামী সেভিংস স্কিম এর লাভ লস

বিকাশ সেভিং সে আপনি ডিপোজিট অর্থাৎ প্রতি মাসে টাকা রাখতে পারবেন 500 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত সর্বোচ্চ।

বিকাশ ইসলামী স্কিমা সেভিং এটার মেয়াদ হচ্ছে 2 /3 এবং 4 বৎসর পর্যন্ত।

সিটি ব্যাংক লিমিটেডের এই বিকাশ ইসলামী সেভিংস স্কিমার লাভ সংস পাবেন প্রতিমাসে সিটি ব্যাংক লিমিটেড তারা এটি নির্ধারণ করে আপনাকে জানানো হবে।

২০২২ ফিফা বিশ্বকাপ চূড়ান্ত সূচি

এই বিকাশ ইসলামী সেভিংস স্কিম আর উপরে দেশের প্রচলিত আইন অনুযায়ী এআইটি ও আবগারী শুল্ক প্রযোজ্য হবে।

সিটি ব্যাংক লিমিট কর্তৃত্ব বিকাশ ইসলামী সেভিং স্কিম চালু করার নিয়ম

  • প্রথমে আপনি আপনার বিকাশ এপস এর মধ্যে লগইন করবেন এবং নিচের দিকে আসলে সেভিংস বলে একটি আইকন এবং লেখা দেখতে পাবেন তার উপরে ট্যাপ করুন।
  • এরপর আপনার সামনে নতুন সেভিংস স্কিম একাউন্ট বলে একটি অপশন চলে আসবে সেটি সিলেক্ট করুন।
  • এরপর আপনার সামনে নতুন সেভিংস স্কিম একাউন্ট বলে একটি অপশন চলে আসবে সেটি সিলেক্ট করুন।
  • এরপরে আপনি সেভিং স্কিম এর মেয়াদ দুই/ তিন/ চার বছর সিলেক্ট করুন ও জমার ধরন মাসিক নির্বাচন করুন।
  • সাজেস্টেড স্কিম এর তালিকা থেকে স্কিম বেছে নিন।
  • এরপরে আপনার নমিনি সংক্রান্ত সকল তথ্য অপশন আসবে। সেখান থেকে আপনি নবনী সংক্রান্ত সকল তথ্য দিয়ে এগিয়ে যান।
  • এরপরে আপনার সেভিংস এর উদ্দেশ্য বলে একটি অপশন আসবে আপনি সেটিংস টি কি উদ্দেশ্যে করছেন তা লিখে এগিয়ে যান।
  • এরপরে আপনার কাজ শেষ আপনি সেভিংস এর সকল তথ্য একবার পুনরায় পড়ে দেখে আপনি সঠিক আছে কিনা তা নির্ধারণ করুন।
  • উপরের সবকিছু ঠিকঠাক থাকলে ট্রামস এবং কন্ডিশনের সাথে  সম্মত হয়ে পরবর্তী ধাপে এগিয়ে চলুন।
  • এখন আপনি আপনার বিকাশ একাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নম্বরটি প্রদান করুন।
  • এবার সকল সেটিং সেভ করে টেপ করে ধরে রাখুন।পরবর্তী স্কিনে রিকুয়েস্ট সাবমিশন কনফার্মেশন দেখতে পাবেন।

উপরের দেখায় নিয়ম অনুসরণ করলে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে বিকাশের এই নতুন ফিচার ইসলামিক সেভিংস স্কিম আপনি খুলে ফেলতে পারবেন। মনে রাখবেন প্রতিমাসে যে পরিমাণ আপনি ডিপিএস করেছেন সে পরিমাণ টাকা আপনার বিকাশ একাউন্টে থাকতে হবে।

বিকাশ সেভিংস স্কিমা খোলার পূর্বে বিষয়গুলো জেনে নিন

  • বিকাশ সেভিং স্কিম খোলার সময় যদি আপনার নমিনির কোন তথ্য পরিবর্তন করতে চান। সে ক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারবেন।
  • বিকাশের এই সিটি ব্যাংক ইসলামী সেভিংস স্কিম এ কোন ধরনের গোপন কোনো চার্জ নেই।
  • বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে প্রাপ্ত মুনাফার উপর ট্যাক্স প্রযোজ্য হবে। আপনি যদি ভ্যালিড ই-টিন তথ্য প্রদান করতে পারেন, তবে আপনার ট্যাক্স এর পরিমাণ কমানো যেতে পা…
  • সেভিংস স্কিম শুরুর প্রথম তিন মাসের মধ্যে স্কিম বাতিল করা যাবেনা। তবে একাউন্ট খোলার প্রথম তিন মাস পর একাউন্ট কেন্সেল করে আপনার টাকা ফেরত পেতে পারেন।
  • আপনি যদি উল্লেখিত সময়ের আগে সেভিংস স্কিম একাউন্ট বন্ধ করে ফেলেন তবে উক্ত স্কিম থেকে আশানুরূপ লাভ পাবেন না।
  • স্কিমের টাকা কেটে নেওয়ার সময় বিকাশ একাউন্টে যথেষ্ট অর্থ না থাকলে সেক্ষেত্রে পরবর্তী ৭দি…আবার চেষ্টা করবে বিকাশ, এর মধ্যেও টাকা ডিপোজিট করা সম্ভব না হলে মিসড ইন্সটলমেন্ট এর লাভ পাওয়া যাবেনা।
  • উল্লেখিত যেকোনো শর্ত যেকোনো সময় পরিবর্তন এর অধিকার রাখে বিকাশ।

আরও পড়ুন-

মোবাইল দিয়ে টাকা আয় পেমেন্ট নগদ এবং বিকাশে

এন্ড্রয়েড নতুন ফোন কিনার পর যেসব বিষয় চেক করবেন?

সহজে এন্ড্রয়েড ফোন আপডেট করুন

স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ টিপস জেনে নিন

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

 

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই ফেসবুক পেজটি লাইক করে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।