উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম I মোবাইল ব্যাংকিং টিপস

উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম-উপায় মোবাইল ব্যাংকিং অন্য সব মোবাইল ব্যাংকিং এর থেকে তুলনামূলক বেশি নিরাপত্তাশীল হওয়ায় অনেকেই চায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে। উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে উপায় প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে। বর্তমানে দেখা যায় মোবাইল ব্যাংকিং সেবা বেশি বিস্তার লাভ করায় বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় উপায় প্রতিনিধি বা ডিসটিব্রিটর থাকে।

উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

উপায় প্রতিনিধির সাথে কথা বলতে আপনি আপনার পারিপার্শ্বিক যে উপায় এজেন্ট রয়েছে তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। প্রতিটি এজেন্টের কাছেই উপায় প্রতিনিধির যোগাযোগ নাম্বার দেওয়া থাকে যদি সংগ্রহ করতে আপনি অক্ষম হন তাহলে ফেসবুক পেজ বা হটমেইল এর মাধ্যমে উপায় প্রতিনিধির সাথে কথা বলতে পারেন এবং জানতে পারবেন কিভাবে তাদের এজেন্ট হতে পারবেন। এর সাথে উপায় প্রতিনিধিরা আপনাকে তাদের অফিসের লোকেশন বলে দিবে।

উপায় অ্যাকাউন্ট খোলার সহজ পদ্ধতি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ এর সম্মানিত সকল পাঠক পাঠিকা বন্ধুদের জানাচ্ছি আজকের আর্টিকেলে স্বাগতম।বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে কমবেশি সবাই জানেন।

মোবাইল ব্যাংকিং সেবা একটি জনপ্রিয় সেবায় পরিণত হয়েছে এবং এই মোবাইল ব্যাংকিং সেবা গুলোর মধ্যে উপায় মোবাইল ব্যাংকিং সেবা অন্যতম এবং নিরাপদ। তাই অনেকেই উপায় মোবাইল ব্যাংকিং এর এজেন্ট হতে চান এবং কিভাবে এজেন্ট হওয়া যায় এই সম্পর্কে জানতে চান। তাই আজকে আমাদের আর্টিকেলে এই সম্পর্কে বিস্তারিত লিখা হয়েছে।শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ে আশা করি সাথেই থাকবেন।

উপায় মোবাইল ব্যাংকিং

২০২১ সালের ১৭ ই মার্চ যাত্রা শুরু করে উপায় মোবাইল ব্যাংকিং। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই অনেক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের(UCB) একটি ডিজিটাল অর্থনৈতিক সেবা উপায়।ইউসিবি ব্যাংকের আদি মোবাইল ব্যাংকিং সেবা ইউ ক্যাশ ছিল বাংলাদেশের সবচেয়ে পুরনো মোবাইল ব্যাংকিং সেবার একটি। সরকারি নানা বিল প্রদান থেকে শুরু করে এটিএম বুথের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে আপনিও খুলতে পারেন নির্দ্বিধায় একটি উপায় অ্যাকাউন্ট।

উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে কি কি প্রয়োজন

উপায় মোবাইল ব্যাংকিং agent হতে হলে আপনাকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র যোগাড় করতে হবে যেগুলো আপনাকে অবশ্যই এজেন্ট হওয়ার জন্য সাবমিট করতে হবে। কি কি কাগজপত্র দরকার সেগুলো জেনে নিন-

১) প্রথমে উপায় এজেন্ট হতে হলে একটি ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান থাকতে হবে

২) দ্বিতীয়ত দোকানের ট্রেড লাইসেন্স থাকতে হবে।

৩) উপায় এজেন্ট হতে হলে ব্যক্তির নিজের নামে রেজিস্ট্রেশন করা একটি সিম ও তার জাতীয় পরিচয় পত্র লাগবে

৪) ব্যক্তির একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ‌

৫)আপনি যে ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসা করবেন সেই প্রতিষ্ঠানে বসে একটি ছবি তুলতে হবে।

উপায় এজেন্ট হতে হলে টাকা থাকতে হবে

উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে ব্যক্তিকে নগদ টাকা ইনভেস্ট করতে হবে। ওপার মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে হলে তাকে লক্ষ লক্ষ টাকার লেনদেন করতে হবে। তাই অবশ্যই একজন এজেন্টের নগদ টাকা থাকতে হবে না থাকলে সে এজেন্ট হতে পারবেনা। এবং এজেন্টের আয়কর সার্টিফিকেট বাটটিং সার্টিফিকেট থাকতে হবে যা প্রতিনিধিকে দেখাতে হবে যে আপনি এজেন্ট হওয়ার জন্য উপযুক্ত।

উপায় মোবাইল ব্যাংকিং সেবার এজেন্টদের কমিশন বা লাভ কি

একটি ব্যবসা করার ক্ষেত্রে সেই ব্যবসার লাভ কত সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক তেমনি উপায় মোবাইল একাউন্ট এজেন্ট হতে হলে আপনি কি পরিমাণ কমিশন বা লাভ পাবেন তা আপনাকে বিবেচনা করতে হবে। অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মত উপায়েও ভালো অংকের কমিশনের সুযোগ রয়েছে।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

মোবাইল ব্যাংকিং সেবা এর মাধ্যমে একজন এজেন্ট ক্যাশ আউট ও ক্যাশ ইন এ প্রতি হাজারের ৪.১০ পয়সা করে পাবেন।অর্থাৎ প্রতিটি ক্যাশ আউটের ৪.১০ পয়সা এবং ক্যাশ ইন এ ৪.১০ পয়সা করে পাবেন আর ১ লাখ লেনদেনে পাবেন ৪১০ টাকা এই টাকা সাথে সাথে আপনার এজেন্ট একাউন্টে যোগ করে দেওয়া হবে। আর কাস্টমারের টাকা তুলতে হবে বিকাশ ডিস্ট্রিবিউটর এর অফিস কর্মকর্তা ডি এস ও এর কাছ থেকে। এতে কোন চার্জ প্রযোজ্য হবে না। আবার নতুন কোন কাস্টমারের একাউন্ট খুলে দিলে একটি টাকা আপনার একাউন্টে যুক্ত হয়ে যাবে। এর পরিমাণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে।

অনলাইনে এজেন্ট একাউন্ট খোলা যাবে কিনা

যদি কেউ বলে উপায় এজেন্ট অ্যাকাউন্ট অনলাইনে খুলে দেওয়া যাবে তাহলে সেটা নিছকি প্রতারণা ছাড়া কিছুই নয়। কারণ অনলাইনে উপায় এজেন্ট অ্যাকাউন্ট খোলা কখনোই সম্ভব নয় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আপনাকে কিভাবে উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট করে দেবে? অর্থাৎ এমন কথা যদি কেউ আপনাকে বলে বা আশ্বাস দেয় তাহলে কখনোই তার ফাঁদে পা দেবেন না।

বাংলাদেশের পর প্রতিটি জেলায় উপায় প্রতিনিধি রয়েছে আপনি এজেন্ট হতে চাইলে সেই প্রতিনিধির নাম্বার সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে উপায় এজেন্ট হিসেবে যুক্ত হতে পারেন।

উপায় একাউন্ট এর সাহায্যে মোবাইল ব্যাংকিং এর সকল ধরনের সুবিধা আপনি ভোগ করতে পারবেন।সেন্ট মানি এন্ড মানি পে বিল ইত্যাদি সাধারণ সেবা যেমন আপনি পাবেন তেমনি ট্রাফিক মামলার বিল প্রদান ই পরচার ফি পরিশোধ ইন্ডিয়ান ভিসার বিল প্রধানসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়াও ইউসিবি ব্যাংকের গ্রাহকরা চাইলে এটিএম বুথ থেকে তাদের উপায় অ্যাকাউন্ট এর টাকা তুলতে পারবে।

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন: উপায় মোবাইল ব্যাংকিং সেবা এর যাত্রা শুরু কবে?

উত্তর: বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা উপায় মোবাইল ব্যাংকিং এর যাত্রা শুরু হয় ২০২১ সালের ১৭ ই মার্চ।

প্রশ্ন: উপায় মোবাইল ব্যাংকিং কোড কত?

উত্তর: উপায় মোবাইল ব্যাংকিং কোড হচ্ছে*২৬৮#।

প্রশ্ন: উপায়এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউটে  চার্জ কত?

উত্তর: এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট করলে উপায় মোবাইল ব্যাংকিংয়ে চার্জ কাটবে হাজারে ১৪ টাকা।

শেষ কথা-

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা উপায়ের একাউন্ট খোলা সম্পর্কে আজকে আমাদের এই আর্টিকেলেটি শেষ পর্যন্ত পড়ে আশা করছি উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হওয়ার পদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন।

আমাদের আর্টিকেলটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মত বিদায় নিচ্ছি।

পোস্ট ট্যাগ-

উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম,উপায় এজেন্ট কমিশন,উপায় একাউন্ট দেখার নিয়ম,উপায় একাউন্ট কোড,উপায় app এর সুবিধা,বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম,উপায় একাউন্ট খোলার অফার,উপায় একাউন্ট নাম্বার,উপায় একাউন্ট দেখার কোড।

আপনার জন্য-

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩

উপায় ক্যাশ আউট ও সেন্ড মানি খরচ কত

নতুন আপডেট নগদ একাউন্টের অবিশ্বাস্য কিছু সুবিধা

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার জেলা ভিত্তিক আপডেট নাম্বার

বিকাশ ইসলামী সেভিংস একাউন্ট 

মোবাইল দিয়ে টাকা আয় পেমেন্ট নগদ এবং বিকাশে

এন্ড্রয়েড নতুন ফোন কিনার পর যেসব বিষয় চেক করবেন?

সহজে এন্ড্রয়েড ফোন আপডেট করুন

স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ টিপস জেনে নিন

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

123