ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা সমূহ |one bank credit card facilities

বর্তমানে বেশিরভাগ মানুষই কারো কাছে হাত পেতে টাকা ধার না চেয়ে ব্যাংক থেকে তার যোগ্যতা অনুযায়ী ক্রেডিট কার্ড নিয়ে থাকে। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের ইচ্ছামত খরচ করতে পারে। ক্রেডিট কার্ডের এত বেশি সুবিধার কারণে বাংলাদেশের প্রায় সকল ব্যাংকেই গ্রাহকদের লেনদেন সুবিধার্থে ক্রেডিট কার্ড প্রদান করে। বাংলাদেশের স্বনামধন্য ব্যাংক প্রতিষ্ঠান গুলোর মধ্যে ওয়ান ব্যাংক অন্যতম। ওয়ান ব্যাংকে ও গ্রাহকদের লেনদেন সুবিধার্থে ক্রেডিট কার্ড প্রদান করা হয়। ব্যাংক ব্যাংকের গ্রাহকদের ও ক্রেডিট কার্ডের ওপর বিশেষ সুবিধা দেওয়া হয়।

ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড সুবিধা গুলো সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আর্টিকেলে আলোচনা করব ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড ফ্যাসিলিটিস সম্পর্কে। আপনি যদি ওয়ান ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড বিশাল সুবিধা নিয়ে আসতে পারে। তাই ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কে আপনার জানা জরুরী।ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা

ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা সমূহ

*সর্বনিম্ন ইন্টারেস্ট রেট ১.৬৭%।

*ক্রেডিট কার্ড ইস্যু করার প্রথম বছরের কার্ড চার্জ সম্পূর্ণ ফ্রি।

*কেনাকাটায় বিশাল ছাড়।

ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড

*সাপ্লিমেন্টারি কার্ড ১০০% ফ্রি।

*সহজে ইএমআই ফ্যাসিলিটিস।

*কেনাকাটায় পাচ্ছেন ইন্টারেস্ট ছাড়াও ৪৫ দিনে বিল পেমেন্ট এর সুবিধা।

*দেশের মধ্যে বারোশো তিরো বেশি আউটলেটে অন্য কিনলে সর্বোচ্চ ২৪ কিস্তি পর্যন্ত বিল পরিষদের সুবিধা কোন অতিরিক্ত চার্জ ছাড়াই।

*বলাকা লাউঞ্জ বাংলাদেশ এয়ারপোর্টে ফ্রি।

*১৮ ট্রানজেকশন কার্ড চার্জ সম্পূর্ণ ফ্রি এবং সাথে পাচ্ছেন রিওয়ার্ড বোনাস।

*ভিসা ডুয়েল কারেন্সি কার্ড সারা বিশ্বে ব্যবহারের সুযোগ।

*বিকাশ নগদে অ্যাড মানিতে সম্পূর্ণ ফ্রি।

*ওয়ান ব্যাংকের প্লাটিনাম কার্ডে হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন সারাবছর বা ইওয়ান গেট থ্রি অফার।

*প্লাটিনাম কার্ডে প্রায়োরিটি পাস এর মাধ্যমে বিশ্বের ১২০০ এয়ারপোর্টে বছরে চারবার ভিআইপি লাউন্স সুবিধা।

*প্লাটিনাম কার্ডের মিট এন্ড গ্রিট সুবিধা।

*লেট পেমেন্টের জন্য কোন বাড়তি ফি দিতে হবে না।

*সহজে বিল পেমেন্ট এর সুবিধা ( ব্রাঞ্চ, বিকাশ, নগদ, এনএসপি)।

*কোনরকম হিডেন চার্জ নেই।

* যাদের স্যালারি মাত্র ২৫ হাজার টাকার ওপরে ব্যাংকে যায় তারাই আবেদন করতে পারবেন।

ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড কারা পাবেন?

*সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীরা।

*অন্যান্য বেতনভোগী নির্বাহী (ওএসই) গনক ক্রেডিট কার্ড পেতে পারেন।

*পেশাদার বা পেশাজীবীরা যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবং চাটার্ড একাউন্টটেড, তালিকাভুক্ত স্কুল /কলেজ/ বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষক গণ ক্রেডিট কার্ড পেতে পারে।

*ভূমির মালিক, সাধারণ গ্রাহক (জিইএন,) ব্যবসায়িক ব্যক্তি, অন্যান্য সাধারণ গ্রাহকরাও ক্রেডিট কার্ড পেতে পারেন।

ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট

*রঙিন ছবি।

*এন আই ডি কার্ড বা স্মার্ট কার্ড।

*ন্যূনতম ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।

*বেতনভোগী এক্সিকিউটিভদের জন্য নিয়োগ কর্তার কাছ থেকে পরিচয় পত্র অথবা পে স্লিপ/ বেতনের প্রশংসা পত্র (বৃদ্ধি/ প্রমোশন পত্রের কপি)।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

*পেশাদারদের জন্য উপযুক্ত হিসেবে পেশাদার সার্টিফিকেট।

*ব্যবসায়িকদের জন্য ট্রেড লাইসেন্স এর কপি, মেমোরেন্ডাম এবং অ্যাসোসিয়েশন এর নিবন্ধনের অনলিপি।

*বাড়িওয়ালা/ভূমির মালিক মহিলাদের জন্য বাড়ির মালিকানার কপি এবং অন্যান্য সহায়ক নথি (প্রয়োজন অনুসারে)-অফিস আইডি/ বিজনেস কার্ড /ইউটিলিটি বিল/ প্রিপেইড কার্ডের কপি/ ই টি আইএন/আয়কর স্বীকৃত অনুলিপি ইত্যাদি।

ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড আবেদনকারীর বয়স

ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড আবেদন করতে হলে ন্যূনতম ১৮ বছর বয়স্ক হতে হবে। পরিপূরক আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম 18 বছর থেকে ৭০ বছর হতে হবে। প্রিন্সিপাল কার্ড হোল্ডারের বয়সসীমা (সুরক্ষিত) ন্যূনতম ১৮ বছর হতে হবেএবং পরিপূরক আবেদনকারীর বয়সের সীমা (অনিরাপদ): সর্বনিম্ন ১৮ বছর-সুরক্ষিত কার্ডের জন্য সর্বোচ্চ বয়সের সীমা নেই।

ওয়ান ব্যাংক হেল্পলাইন

আপনার যে কোন প্রয়োজনে ওয়ান ব্যাংকের প্রতিনিধিদের সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে- ১৬২৬৯,+০৮৮০৯৬৬৬৭১৬২৬৯

এছাড়াও আপনি ওয়ান ব্যাংকের কোন পরিষে বা পণ্য নিয়ে অসন্তুষ্ট হলে অনলাইনে অভিযোগ উদযাপন করার জন্য মেইল করতে পারেন ওয়ান লাইনের ইমেইল এড্রেস এ [email protected]

এছাড়াও আপনার প্রয়োজনে ০১৭৩০৭৯৯৯৯০ এই নাম্বারে কল করেও অভিযোগটি করতে পারেন।

আমাদের শেষ কথা-

আমাদের আজকের আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড ফেসিলিটি সম্পর্কে। ইতোমধ্যেই আপনারা আজকের আর্টিকেলটি পড়ে বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে কারো কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের যদি আমাদের ওয়েবসাইটের আর্টিকেল গুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের ওয়েবসাইটের কথা।

আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

আপনার জন্য আরো 

আপনার জন্য-

ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম ২০২৪

বাংলাদেশে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড সবচেয়ে ভালো?

ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়মাবলী

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

 

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।