বিধবা ভাতা আবেদন ফরম পিডিএফ (pdf) ডাউনলোড এবং পূরণ করার নিয়ম

বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা মঞ্জরী আবেদন পত্রটি ডাউনলোড করতে এই আর্টিকেলটি পড়ুন। এছাড়াও বিধবা ভাতা আবেদন ফরম pdf ডাউনলোড করার পর কিভাবে তা পূরণ করবেন সে বিষয়ে আপনারা সকল বিষয় জানতে পারবেন।

অনেকেরই অজানা সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে ১৯৯৮ সালে বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা মঞ্জরী করেন বাংলাদেশ সরকার। তারি ধারাবাহিকতায় বিধবা ভাতা আবেদন অনলাইনের মাধ্যমে বর্তমানে পরিচালিত হচ্ছে।বিধবা ভাতা আবেদন ফরম পিডিএফ ডাউনলোড

এছাড়াও বিধবা ভাতা অনলাইনের মাধ্যমে পেমেন্ট পাওয়া থেকে শুরু করে বিধবা ভাতা সংক্রান্ত সকল বিষয়গুলি এখনো অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কার্যক্রম হচ্ছে।তাই আজকে আমি আপনাদেরকে বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলা ভাতা মঞ্জরী আবেদন ফরমটি কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে তা পূরণ করবেন কিভাবে সাবমিট করবেন সকল বিষয়টি আপনাদেরকে জানাবো।

বিধবা ভাতা আবেদন ফরম পিডিএফ ডাউনলোড

বিধবা ভাতা আবেদন ফরম পিডিএফ ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসে প্রবেশ করবেন।

এরপর অবশ্যই আপনি চেক করে নিবেন আপনার ডিভাইস ইন্টারনেট সংযোগ চালু আছে কিনা।

এরপর আমাদের দেওয়া নিচে এই লিংক থেকে সরাসরি দুই পাতার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদানকৃত বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা মনজুর আবেদন পত্রটি ডাউনলোড করে নিবেন।

……………………………………………    ডাউনলোড   ………………………………….

এখন আবেদন পত্রটি আপনি যেকোন প্রিন্টার থেকে অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি থেকে আপনি প্রিন্ট আউট দিয়ে নিবেন। এখন আবেদন পত্রটি কিভাবে আপনারা পূরণ করবেন সে বিষয়টি নিচে দেওয়া হচ্ছে।

বিধবা স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা মঞ্জরীর আবেদন পত্র পূরণ করার নিয়ম

আবেদন পত্রটির ফরম নাম্বার ১ দেওয়া থাকবে। আবেদন পত্রটি অবশ্যই ফরম নাম্বার মিলিয়ে নিবেন।

এরপর নিচের দিকে আসলে আপনার উপজেলা/ শহর সমাজসেবা কার্যালয়……। এই ফাঁকা অংশে আপনি যে সমাজসেবা কার্যালয় আবেদনটি করতে চাচ্ছেন আপনার উপজেলা অথবা শহরের সে ঠিকানাটি দিয়ে দিবেন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

নিচের দিকে আসলে।

বরাবর,

সমাজসেবা কর্মকর্তা।

উপজেলা /শহর সমাজসেবা

কার্যালয়………….. (আপনার কার্যালয় সমাজসেবা অধিদপ্তরের নাম লিখে দিবেন)

জেলা…………….. (আপনি আপনার জেলা নাম লিখে দিবেন)

নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন-

বিনীত নিবেদন এই যে আমার বর্তমান বয়স…………….. (এখানে আপনার বর্তমান বয়স বছর উল্লেখ করে দিবেন)।

এর পরবর্তী লাইনে আপনারা সরকার কার্তিক ঘোষিত……. (বর্তমানে বিধবা ভাতা কত টাকা তা উল্লেখ করে দিবেন)।

এখন নিচে আপনার প্রয়োজনে সকল তথ্য গুলি আপনাকে দিতে হবে, নামের ঘরে আপনার নাম দিয়ে দিবেন। পিতা-মাতার নামের ঘরে আপনার পিতা মাতার নাম। মাতার নামের ঘরে আপনার মাতার নাম।

এর পরবর্তী অপশনে মৃত তালাকপ্রাপ্ত নিরুদ্দেশ পরিত্যাক্তকারী স্বামীর নাম…… (এখানে আপনি কিভাবে বিধবা হয়েছেন সে বর্ণনা লিখে দিবেন)

নিচে থেকে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্পূর্ণভাবে ভোটার আইডি কার্ডে থাকা ইনফরমেশন গুলো দিয়ে দিবেন।

আবেদনকারী বার্ষিক গড়া আয় এখানে আপনার প্রতি বছরে কত টাকা আয় হয় সেটি আপনাকে লিখে দিতে হবে।

এরপর নিচে থাকা আপনার স্বাস্থ্যগত অবস্থার উপরে টিক মার্ক দিবেন অর্থ সামাজিক অবস্থা এটি কোনটি আপনি তার উপরে ট্রিক মার্ক দিয়ে দিবেন।

এরপর আপনার জন্ম তারিখ আনুমানিক বয়সের ঘরে বয়স দিয়ে দিবেন। সনাক্তকরণ চিহ্ন, মুক্তিযোদ্ধা কিনা, সনাক্তকারী এই সকল ইনফরমেশনগুলি দিয়ে দিবেন।

উপরের সকল অংশগুলো আপনার প্রথম অংশের কাজ। সকল ইনফরমেশন গুলো সঠিকভাবে দেওয়া হয়ে গেলে। নিচের দিকে আপনারা দেখতে পাবেন ওয়ার্ড সদস্য/ সদস্য কাউন্সিলর /ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এখানে তার সিগনেচার নিবেন।

এরপর আবেদন ফরমের দ্বিতীয় অংশে। আরো কিছু প্রয়োজনে ইনফরমেশন রয়েছে – সবকিছুই সমাজসেবা অধিদপ্তরের কাজ এর পরে কয়েকটি বিষয় আছে সেগুলি আপনারা তথ্য দিয়ে ফিলাপ করে নিবেন। সকল আবেদন পত্রটি আপনার পূরণ করা হয়ে গেলে।

ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক পৌর মেয়র কর্তৃক সিগনেচার করে আবেদন ফরমটি নিকটস্থ সমাজসেবা অধিদপ্তর কার্যালয় জমা দিবেন।

আপনার আবেদন পত্রটি জমা হয়ে গেলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক যাচাই-বাছাই শেষ হয়ে আপনাকে বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা মঞ্জুর করা হবে।

আশা করছি উপরে নিয়ম অনুসরণ করলে খুব সহজে আপনারা বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা মনজুর আবেদন পত্রটি ডাউনলোড করতে পারবেন, পূরণ করতে পারবেন এবং জমা দিতে পারবেন।

অনলাইনে বিধবা ভাতা আবেদন

বর্তমানে অনলাইনে ঘরে বসে বিধবা ভাতা আবেদন ফরমটি পূরণ করা এবং আবেদন করার সকল নিয়ম জানতেই লিংকটি দেখুন।

বিধবা ভাতা কত টাকা?

২০২৩ -২০২৪ অর্থবছরে একজন বিধবা মহিলার ভাতার পরিমাণ বর্তমান বাংলাদেশ সরকার নির্ধারণ করেছে প্রতি মাসে ৫৫০ টাকা।

বিধবা ভাতার টাকা চেক?

বর্তমানে অনলাইন ডিজিটাল বাংলাদেশ হওয়ার ফলে বিরহ ভাতার টাকা অনলাইন মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ রকেট এর মাধ্যমে দিয়ে থাকে।

বিধবা ভাতা টাকা কিভাবে চেক করবেন এটি দেখার জন্য লিংকটি ভিজিট করুন।

বিধবা ভাতা চালু হয় কত সালে?

বিধবা ভাতা চালু হয় ১৯৯৮ সালে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন।

শেষ কথা – এই পোস্টের সকল ইনফরমেশন গুলো অনলাইন থেকে সংগৃহীত। এখনো ধরনের কোনো পরিবর্তন পরিবরতন আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এছাড়াও বিধবা ভাতা সম্পর্কিত সকল বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।

আরও জানুন-

প্রতিবন্ধী ভাতার আবেদন ফরম পূরণ করার সহজ নিয়ম

প্রতিবন্ধী ভাতা কবে দিবে? প্রতিবন্ধী ভাতা কত টাকা? প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম কি?

মোবাইল দিয়ে টাকা আয় করার নতুন মাধ্যম (প্রমাণসহ)

গেম খেলে টাকা আয় পেমেন্ট বিকাশে –নগদে -রকেটে

আপনার জন্য আরো 

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন

ওয়েবসাইটের সকল পোস্টগুলি সবার আগে আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers