বিধবা ভাতার টাকা চেক ২০২৪ | ভাতার টাকা দেখার নিয়ম

বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বর্তমানে সরকারিভাবে ভাতা প্রদান করা হয় যেমন-শিশু ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে বিধবা ভাতার টাকা কিভাবে চেক দিবেন এ বিষয়ে সম্পর্কে আজকে পোস্টে জানতে পারবেন।

বর্তমানে আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হওয়ার ফলে বিভিন্ন ধরনের ভাতা কার্যক্রম গুলো অনলাইনে পরিচালিত হচ্ছে। অনলাইনের মাধ্যমে সকল কার্যক্রমগুলির মধ্যে এখন বিভিন্ন ধরনের ভাতা টাকাও বাংলাদেশ সরকার অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে আসছে। তাই আমরা অনেকেই জানিনা এই নতুন নিয়মে ভাতার টাকাগুলি অর্থাৎ বিধবা ভাতা টাকা চেক কিভাবে আমরা করব? এজন্য অনেক সময় আমরা অনেক বিভ্রান্ত কর অবস্থায় পড়ে যাই।বিধবা ভাতার টাকা চেক

তাই আজকে খুবই সহজে আপনাদেরকে দেখাবো কিভাবে বিধবা ভাতা টাকা চেক করবেন ঘরে বসে হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন অথবা মেনুয়াল মোবাইল ফোন দিয়ে। দুটি মাধ্যমে আপনাদেরকে জানাবো দেখাবো। আশা করছি আপনারা যারা বিধবা ভাতার টাকা চেক করার কথা ভাবছেন তারা খুব সহজেই এই ধাপ গুলো অনুসরণ করে আপনারা এই কাজটি করতে পারবেন। আর বেশি কথা বাড়াবো না খুব সহজেই যাতে কাজটি আপনার সংক্ষেপে করতে পারেন সে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি।

বিধবা ভাতার টাকা কি মাধ্যমে দেওয়া হয়?

প্রথমে আমরা জানব যে বর্তমান ডিজিটাল যুগ হওয়ার পরে ডিজিটাল কোন মাধ্যমে বিধবা ভাতা টাকা প্রদান করে থাকে বাংলাদেশ সরকার?

বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র বিধবা ভাতা না, সব ধরনের ভাতার টাকা অনলাইন মোবাইল ব্যাংকিং নগদ-বিকাশ- রকেট বেশিরভাগ এই তিনটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করে থাকে।

তাই আমরা বলতে পারি বিধবা ভাতা টাকা নগদ –রকেট- বিকাশের মাধ্যমে প্রদান করে থাকে।

বিধবা ভাতা টাকা চেক দেওয়ার নিয়ম

যেহেতু বিধবা ভাতা টাকা বাংলাদেশের মোবাইল ব্যাংকিং নগদ-বিকাশ-রকেট প্রদান করে থাকে তাই আমরা এই তিনটি মাধ্যমিক কিভাবে বিধবা ভাতা টাকা চেক করব সে বিষয়টি জানবো।

বিকাশের মাধ্যমে বিধবা ভাতা টাকা চেক

বিকাশের মাধ্যমে বিধবা ভাতার টাকা চেক দেওয়ার জন্য শুরুতেই আপনার যে বিকাশ একাউন্টটি আপনি বিধবা ভাতা একাউন্ট করার সময় ব্যবহার করেছেন। সেই একাউন্টটি আপনার যেকোন মেনুয়াল মোবাইল থেকে চেক করার জন্য ডায়াল এ গিয়ে *247# লিখে ডায়াল করুন।

  • আপনার সামনে লম্বা একটি বিকাশের লিস্ট চলে আসবে এখান থেকে আপনি বিধবা ভাতা টাকা দেখার জন্য নিচে থেকে সিলেক্ট করে “Send” অপশনের উপরে ক্লিক করে দিন।বিধবা ভাতার টাকা চেক
  • পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে এখন ব্যালেন্স চেক করার জন্য আপনি ১নির্বাচন করে “send” করুন।বিধবা ভাতার টাকা চেক
  • এ পর্যায়ে আপনার সামনে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার” দেওয়ার অপশন আসবে। আপনার পিন নাম্বারটি নির্বাচন করুন এবং “Send “অপশনে প্রেস করুন।বিধবা ভাতার টাকা চেক
  • এখন আপনার সামনে আপনার বর্তমান বিকাশে যে টাকা রয়েছে সে টাকাটি শো করবে।
  • এখন আপনি পূর্বের এমাউন্ট কত ছিল এবং বর্তমানে এমাউন্ট কত আপনার বিধবা ভাতা টাকা ঢুকেছে কিনা সেটি নিজে থেকেই বুঝতে পারবেন।বিধবা ভাতার টাকা চেক

আশা করছি উপরের এই ধাপগুলো অনুসরণ করে খুব সহজে ম্যানুয়াল মোবাইল ফোন দিয়ে বিকাশের ব্যালেন্স আপনি চেক করতে পারবেন।

এছাড়াও যারা আপনার স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করছেন তারা বিকাশ মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনের সাহায্যেও খুব সহজে আপনার বিধবা ভাতার টাকা চেক করতে পারবেন।

  • এ কাজটি করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে বিকাশ লিখে সার্চ করুন।
  • বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইন্সটল করে নিন।
  • এরপর এপ্লিকেশন টিতে আপনার একাউন্ট নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য এবং পিন নাম্বার দিয়ে লগইন করে নিন।
  • এরপর উপরে থাকা ব্যালেন্সের যে অপশন রয়েছে সেখানে আলতো করে প্রেস করলে আপনার ব্যালেন্সটি আপনি দেখতে পাবেন।
  • এছাড়াও আপনারা পাশে থাকা স্টেটমেন্ট অপশন থেকে বিধবা ভাতার কত টাকা এসেছে সেই স্টেটমেন্টটিও দেখতে পাবেন।

আশা করছি উপরে নিয়ম অনুসরণ করে খুব সহজে বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিধবা ভাতার টাকা আপনি সহজে দেখতে পাবেন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি বিধবা ভাতা অ্যাকাউন্ট করার সময় আপনার বিকাশ নাম্বারটি দিয়ে থাকেন সে ক্ষেত্রে শুধুমাত্র উপরের এই প্রসেসটি অনুসরণ করে বিধবা ভাতা টাকা দেখতে পাবেন।

নগদের মাধ্যমে বিধবা ভাতা টাকা চেক

আরেকটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ। আপনি যদি বিধবা ভাতা অ্যাকাউন্ট তৈরি করার সময় নগদ একাউন্ট নাম্বারটি ব্যবহার করে থাকেন তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

নগদ কোড ব্যবহার করে বিধবা ভাতার টাকা দেখার উপায়-

  • প্রথমে আপনি যে একাউন্টের মাধ্যমে বিধবা ভাতার অ্যাকাউন্ট করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনার যে কোন মোবাইল ফোনে প্রবেশ করান।
  • এরপর মোবাইলে ডায়াল গিয়ে ডায়াল করুন *১৬৭# এখন আপনার সামনে নতুন একটি নগদ একাউন্ট দেখার উইন্ডোজ চলে আসবে।
  • এখান থেকে আপনি নগদ একাউন্ট দেখার ইন্সট্রাকশন পেয়ে যাবেন এখান থেকে নাম্বার অপশনটি নির্বাচন করে নিচে থেকে “send” এই অপশনে ক্লিক করুন।বিধবা ভাতার টাকা চেক
  • পরবর্তী ধাপে আপনি প্রেস করে নগদ ব্যালেন্স চেক করতে পারবেন। এখান থেকে ১প্রেস করে সেন্ড অপশনে ক্লিক করুন।বিধবা ভাতার টাকা চেক
  • এখন আপনাকে পিন নাম্বার দেওয়ার কথা বলা হবে আপনি আপনার নগদ একাউন্টের ৪ সংখ্যার পিন নাম্বারটি প্রবেশ করুন।বিধবা ভাতার টাকা চেক
  • ব্যাস আপনার সামনে আপনার নগদে বিধবা ভাতার কত টাকা জমা হয়েছে সেটি আপনি দেখতে পাবেন।বিধবা ভাতার টাকা চেক
  • আপনি স্টেটমেন্ট অপশন থেকেও খুব সহজে আপনার কত টাকা বিধবা ভাতা আপনার একাউন্টে প্রবেশ করেছি সেটি চাইলে দেখতে পাবেন।

এভাবে উপরের এই নিয়ম অনুসরণ করে ম্যানুয়াল মোবাইল নাম্বারের মাধ্যমে এ কাজটি আপনারা করতে পারবেন।

যারা স্মার্ট মোবাইল ফোন ইউজার রয়েছে তারা খুব সহজে নগদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিধবা ভাতা টাকা চেক করতে পারবেন।

  • এই কাজটি করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন সেখান থেকে নগদ লিখে নগদের মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে ইন্সটল করে নিবেন।
  • এরপর উপরে থাকা ব্যালেন্স প্রেস করে দিবেন প্রেস করে দিলেই আপনার নগদ একাউন্টে কত টাকা আছে সেটি আপনি দেখতে পাবেন।

এভাবেই দুটি মাধ্যমে বিধবা ভাতা টাকা আপনি নগদ মোবাইল ব্যাংকিং এ দেখতে পাবেন।[এবং মোবাইল এপ্লিকেশন একাউন্ট লগইন করার পর স্টেটমেন্ট থেকেও আপনারা বিধবা ভাতার টাকাটি দেখতে পাবেন এবং স্টেটমেন্ট দেখতে পাবেন।

আশা করছি খুব সহজে আপনারা এই মাধ্যমটি ব্যবহার করে নগদ একাউন্ট যারা আপনারা বিধবা ভাতা টাকা পাওয়ার জন্য ব্যবহার করেছিলেন তারাই মাধ্যমগুলি অবলম্বন করতে পারবেন।

রকেট কোড ব্যবহার করে বিধবা ভাতার টাকা চেক

  • প্রথমে আপনি যে একাউন্টটি দিয়ে বিধবা ভাতাএকাউন্ট করেছেন সেই মোবাইল নাম্বারটা আপনার যে কোন মোবাইলে প্রবেশ করাবেন।
  • এরপর আপনার মোবাইলের ডায়াল এগিয়ে “322# ডায়াল করুন ।
  • অনেকগুলি অপশন চলে আসবে এখান থেকে আপনি নাম্বার অপশনটি সিলেক্ট করুন।বিধবা ভাতার টাকা চেক
  • এরপরে আপনি ব্যালেন্স দেখার জন্য নাম্বার অপশনটি সিলেক্ট করুন।বিধবা ভাতার টাকা চেক
  • এরপর আপনি আপনার রকেট মোবাইল ব্যাংকিং এর পিন নাম্বার প্রবেশ করুন।বিধবা ভাতার টাকা চেক
  • ব্যাস আপনার কাজ শেষ আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এখান থেকে আপনি দেখতে পাবেন।বিধবা ভাতার টাকা চেক

আশা করছি যারা কোড এর মাধ্যমে রকেট ব্যালেন্স দেখতে চাচ্ছেন এখান থেকে আপনার খুব সহজে রকেটে বিধবা ভাতার টাকা আসছে কিনা সেটি দেখতে পাবেন।

রকেট মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে বিধবা ভাতা টাকা চেক

রকেট মোবাইল ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক এর একটি প্রতিষ্ঠান।

  • মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রকেটে আপনি ভাত আর টাকা দেখার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন।
  • সেখান থেকে “Nexus “লিখে নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং রকেট এপ্লিকেশনটি আপনার ফোনে ইন্সটল করে নিন।
  • প্রয়োজনে সকল তথ্য দিয়ে আপনার একাউন্ট নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনার একাউন্টে এক্টিভ করুন।
  • ব্যালেন্সে প্রেস করে আপনার একাউন্ট ব্যালেন্স চেক করুন।
  • এছাড়াও স্টেটমেন্ট অপশন থেকে বিধবা ভাতা টাকা ঢুকেছে কিনা সেটি চেক করুন।

এ দুটি মাধ্যমে যেকোনো একটি মাধ্যমকে ব্যবহার করে খুব সহজেই রকেটের মাধ্যমে বিধবা ভাতা টাকা চেক করতে পারবেন।

বিধবা ভাতা সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

বিধবা ভাতা কত টাকা?

২৩-২৪ অর্থবছরে একজন বিধবা ব্যক্তিকে ৫৫০ টাকা করে প্রতি মাসে বিধবা হাতে নির্ধারণ করেছে বাংলায় সরকার।

বিধবা ভাতার টাকা কবে দিবে?

বর্তমানে অনলাইন মোবাইল ব্যাঙ্কিং রকেট-বিকাশ এবং নগদ এর মাধ্যমে বিধবা ভাতার টাকা প্রদান করে থাকে । তাই বিধবা ভাতা পাওয়ার যোগ্য হয়ে থাকলে পরে মাস থেকে আপনি আপনার মোবাইল ব্যাংকিং এ টাকাটি পেয়ে যাবেন।

বিধবা ভাতা কারা পায়?

যে সকল নারীর স্বামী মারা যাওয়ার পর পারিবারিকভাবে পরিবার চালাতে হিমশিম খায় এবং ঋণগ্রস্ত অবস্থায় থাকে।

বিধবা ভাতা কিভাবে আবেদন করতে হয়?

বিধবা ভাতা অনলাইনের মাধ্যমে খুব সহজে ঘরে বসে আবেদন করা সম্ভব।

এখান থেকে আবেদন করুন –

শেষ কথা – আশা করছি আপনারা যারা বিধবা ভাতার টাকা চেক ভাবি দেওয়া ভাতার টাকা কিভাবে দেখবেন এই বিষয়টা নিয়ে ভাবনায় ছিলেন। তারা উপরে দেখার নিয়ম অনুসরণ করে খুব সহজেই আপনাদের প্রশ্নের উত্তরটি আপনারা বের করতে পারবেন।

আপনাদের এই পোস্ট থেকে বিন্দু পরিমান কোন উপকৃত হয়ে থাকলে পোস্টের কমেন্টসে জানিয়ে দিবেন।

আরও জানুন-

প্রতিবন্ধী ভাতার আবেদন ফরম পূরণ করার সহজ নিয়ম

প্রতিবন্ধী ভাতা কবে দিবে? প্রতিবন্ধী ভাতা কত টাকা? প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম কি?

মোবাইল দিয়ে টাকা আয় করার নতুন মাধ্যম (প্রমাণসহ)

গেম খেলে টাকা আয় পেমেন্ট বিকাশে –নগদে -রকেটে

আপনার জন্য আরো 

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন

ওয়েবসাইটের সকল পোস্টগুলি সবার আগে আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers