সঠিক নিয়মে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন কিভাবে?

ঘরে বসে সহজে ডাচ বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের কাজগুলো সম্পাদন করা সম্ভব। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের কার্যক্রম সম্পাদন করা একজন গ্রাহকের জন্য একটি সহযোগী পদ্ধতি। ডাচ বাংলা ব্যাংকের সমস্ত সুযোগ সুবিধা গুলো ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একজন গ্রাহক খুব সহজে ঘরে বসে উপভোগ করতে পারে। ব্যাংকে গিয়ে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করার জন্য একজন গ্রাহকের অনেক বেশি কষ্ট করতে হয় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, ভিড়ের মধ্যে দেরি হয়ে যায়। সঠিক নিয়মে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন কিভাবে?

তাই ডান্স বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করার মাধ্যমে গ্রাহকদের উক্ত সমস্যাগুলো থেকে পরিত্রাণ হওয়ার সুযোগ দিয়েছে। ডাচ বাংলা ব্যাংকের সুযোগ সুবিধা গুলো ঘরে বসে পেতে হলে অবশ্যই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হবে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেউ চলে এসেছি নতুন একটি শিক্ষণীয় আর্টিকেল নিয়ে। আপনি যদি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক থাকেন এবং এর পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।

আমার লেখা আজকের আর্টিকেলের আলোচনা করব ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই সম্পর্কে। এই বিষয়ে জানতে আশা করছি আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।

আর দেরি না করে চলুন চলে যাই আলোচনায়।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং কি

২০১১ সালে ডাচ বাংলা মোবাইল ব্যাংকের আওতায় ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়। ২০১৬ সালে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর নাম পরিবর্তন করা হয়। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর নাম পরিবর্তন করে এর নাম রাখা হয় রকেট।ডাচ বাংলা ব্যাংকের কার্যক্রম ঘরে বসে সম্পাদন করতে যে মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করা হয় তাকে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বলা হয়। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের সেবা গ্রাহক ঘরে বসে উপভোগ করতে পারে।

নগদ মোবাইল ব্যাংকিং এর সঞ্চয় হার কত?

বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করার মাধ্যমে যে কোন গ্রাহক ঘরে বসে ব্যাংকিং এর সমস্ত কঠিন বিষয়ের সমাধান করতে পারে। সহজ কথায় ডাচ বাংলা ব্যাংকিং কাজগুলো স্বশরীরে ব্যাংকে না গিয়ে ঘরে বসে সম্পাদন করাই হলো ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবা। আপনি যদি ডাচ বাংলা গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে পারেন। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট রকেট একাউন্ট হিসেবে চিহ্নিত করা হয়।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্টার করার জন্য আপনাকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস জমা দিতে হবে। যেসব কাগজপত্র বা ডকুমেন্টস দরকার সেগুলো হলো;

১) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

২) এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

৩) মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই নাম্বার দিতে হবে।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্টার করার পদ্ধতি

ডান্স বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের একটি শাখা বা ব্রাঞ্চে যেতে হবে।

আপনি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন এ বিষয়টি ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধিদের অবগত করতে হবে। তখন ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ বা শাখা থেকে আপনাকে একটি KYC রেজিস্ট্রেশন ফরম দিবে। এই ফরমটি আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে।

ফরমটি পূরণ করার পর আপনার প্রয়োজনে ডকুমেন্টস গুলো জমা দিতে হবে।

গ্রাহকের নিবন্ধন সম্পূর্ণ করার পর IVR কর্তৃক একটি মোবাইল মেনু আসবে আপনার নম্বরে।

মোবাইল মেনু চেয়ে পাওয়ার পর আপনাকে ৪ ডিজিটের একটি পিন নাম্বার সিলেক্ট করতে হবে। এই পিন নাম্বারটি হবে আপনার মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যা সব সময় মনে রাখতে হবে।

ঘরে বসে কিভাবে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলবেন

তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারের সাথে সাথে বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার সকলের নিকট সহজেই পৌঁছে যাচ্ছে। মোবাইল ব্যাংকিং এর সহজ ব্যবহারের কারণে বর্তমানে কারো শরণাপন্ন না হয়ে ঘরে বসেই নিজের একাউন্ট নিজেই খোলা সম্ভব হচ্ছে।

*প্রথমে রকেট সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।

*রকেট সফটওয়্যারটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

*মোবাইল ব্যাংকিং রকেট এপস টি ওপেন করুন।

*এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পেছনের ছবি আপলোড করুন।

*আপনার নিজের একটি ছবি আপলোড করুন।

*আপনার সকল ইনফরমেশন গুলো চেক করে নিন।

*এরপর আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন।

*আপনার মোবাইলের মেসেজ বা কলের মাধ্যমে যে ওটিপি কোড দেয়া হয়েছে সেটি দ্বারা ভেরিফিকেশন করুন।

*এরপর আপনার পছন্দমত একটি পিন কোড সেট আপ করুন।

ব্যাস আপনার একাউন্ট খোলা হয়ে যাবে এই প্রসেস ফলো করলে।

ডান্স বাংলা মোবাইল ব্যাংকিং এর সেবা সমূহ

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একজন গ্রাহক বাংলাদেশের যে কোন স্থান থেকে ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবে। বর্তমানে স্মার্টফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই স্মার্টফোনের দৌলতে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবা আরো জনপ্রিয়  হয়ে উঠেছে গ্রাহকের কাছে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর সেবা সমূহ-

*ডান্স বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট যেকোনো সময় গ্রাহককে ক্যাশ ইন করার সুবিধা প্রদান করে।

*যে কোন স্থান থেকে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেটের মাধ্যমে একজন গ্রাহক তার টাকা ক্যাশ আউট করতে পারে এজেন্ট পয়েন্টে গিয়ে।

*ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেট গ্রাহককে মার্চেন্ট পেমেন্ট করার সুবিধা প্রদান করে।

*রকেট বা Dutch bangla মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করা যায়।

*রকেট বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চাকুরীজীবীদের বেতন প্রদান করা হয়।

*বিদেশে রেমিটেন্স ট্রান্সফার করার সুবিধা প্রদান করে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং।

*ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেট এর মাধ্যমে মোবাইল ব্যালেন্স রিচার্জ করা যায়।

*ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মোবাইল ব্যাংকিং এর সহায়তায় টাকা ট্রান্সফার করা যায় অন্যজনের একাউন্টে।

*ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেটের মাধ্যমে সরকারি ভাতা প্রদান করা হয়।

*ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এটিএম হতে টাকা উত্তোলন করার সুবিধা প্রদান করে গ্রাহককে।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর সুবিধা

রকেট বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বর্তমানে গ্রাহকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে আসছে। ডাচ বাংলা ব্যাংক এর আওতাভুক্ত রকেট সীমিত পরিসরে শুরুতে সেবা দিলেও বর্তমানে এর সেবা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেটের সুবিধা গুলো হলো;

১) বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় ব্যাংকিং সেবা প্রদান করা হয়।

২) ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেট একটি সুবিধাজনক সহজলভ্য এবং নিরাপদ লেনদেনের মাধ্যম।

৩)ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেট গ্রাহকের টাকা সঞ্চয়ের জন্য মোবাইল ব্যাংকিং সঞ্চয় বৃদ্ধিতে ভূমিকা রাখে।

৪) ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

৫) রকেট বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একটি নিরাপদ ও প্রতারণারোধক লেনদেনের মাধ্যম হিসেবে সকলের নিকট জনপ্রিয়তা লাভ করেছে।

৬) ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেট অনলাইন ব্যাংকিং এর সুবিধা গ্রাহককে প্রদান করে।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং চেক কোড

সাধারণত একজন গ্রাহকের একাউন্টে কত টাকা রয়েছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা এড হয়েছে ইত্যাদি জানার জন্য নিজের একাউন্ট চেক করতে হয়।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেটে গ্রাহকের একাউন্ট চেক করার জন্য ২টি পদ্ধতি রয়েছে। যথা-

১) ম্যানুয়ালি *৩২২# ডায়াল করে একাউন্ট চেক করা যায়।

২) ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেট অ্যাপ ব্যবহার করে একাউন্ট চেক করা যায়।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেট একাউন্টে পিন পরিবর্তন

রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজে নিজের পিন নাম্বার নিজেই পরিবর্তন করা যায়। এই প্রসেসটি সহজ হওয়ায় তা গ্রহদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে। যেকোনো সময় গ্রাহকের পিন সংক্রান্ত কোনো সমস্যা হলে এজেন্টের কাছে দৌড়াদৌড়ি না করে ঘরে বসেই নিজের পিন নিজেই পরিবর্তন করতে পারবে। নিম্ম রকেট একাউন্টে প্রিন্ট পরিবর্তন করার নিয়ম দেওয়া হল-

*প্রথমে, আপনার মোবাইলের ডাইল অপশনে গিয়ে *৩২২#এই নাম্বারটি ডায়াল করে রকেট মেনুতে চলে যান।

*রকেট মেনুর সেভেন অপশন অর্থাৎ চেঞ্জ পিন অপশনে সিলেক্ট করুন।

*আপনার বর্তমান পিন দিয়ে রিপ্লে দিতে হবে।

*আপনার বর্তমান পিন দিয়ে রিপ্লে করার পর আপনি যার সংখ্যার নতুন পিন লিখে দিন।

*নতুন পিন লেখার পর রিপ্লে দিলে আপনার পিন নাম্বার সেট হয়ে যাবে।

বর্তমানে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেট মোবাইল ব্যাংকিং বাংলাদেশের স্বনামধন্য একটি নিরাপদ আর্থিক লেনদেন মাধ্যম। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেট মোবাইল ব্যাংকিং এ USSD অথবা SMS+IVR ব্যবহার করা হয়ে থাকে। পিন প্রযুক্তিতে লেনদেনের জন্য USSD ও IVR এই দুইটি অত্যন্ত নিরাপদ পদ্ধতি।ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট একাউন্টে গ্রাহকরা টাকা রেখে সন্তুষ্ট থাকার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমিক গ্রাহকরা দুই ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে। একটি হলো ব্যাংকিং কার্যক্রম ঘরে বসে সম্পাদন করতে পারে অন্যটি হলো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল রিচার্জ ইউটিলেটিভ বিল ইত্যাদি পরিশোধ করতে পারে। তাই নিরাপদ লেন দিনের জন্য নিশ্চিন্তে আপনি রকেট একাউন্ট তৈরি করতে পারেন।

সচরাচর জিজ্ঞাসা

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর হেল্পলাইন নাম্বার কত?

উত্তর: ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বার রকেট কাস্টমার সার্ভিস হেল্পলাইন নাম্বার হলো ১৬২১৬।

কোন সিম দিয়ে রকেট একাউন্ট খোলা যায়?

উত্তর: রকেট একাউন্ট খোলার জন্য নির্দিষ্ট কোন সিম প্রয়োজন নেই। যে কোন সিম দিয়ে আপনি রকেট একাউন্ট খুলতে পারবেন।

রকেট বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর চেক কোড কত?

উত্তর: রকেট একাউন্ট বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর‌ চেক কোড হলো *৩২২#।

শেষ কথা-

প্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আশা করছি আপনারা আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েছেন। যারা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন সম্পর্কে জানতেন না তারা অবশ্যই আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। আমার আর্টিকেলটি যদি আপনাদের সামান্য উপকারে আসে সেখানেই আমার সার্থকতা।

যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করবেন। যেকোনো প্রয়োজনে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো পোস্ট এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন।

পোস্ট ট্যাগ-

ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনে কিভাবে চেক করব,ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং চার্জ কত,ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং হেল্পলাইন,ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং,ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক,ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার দেখার নিয়ম,ডাচ বাংলা ব্যাংক লোন।

আপনার জন্য আরো –

আপনার জন্য-

নগদের এজেন্টের কমিশন কত?

মোবাইল ব্যাংকিং বলতে কি বুঝ ও মোবাইল ব্যাংকিং এর অসুবিধা

মোবাইল ব্যাংকিং কয়টি ও কি কি

নগদ মোবাইল ব্যাংকিং ডিলার হতে কি লাগে

মোবাইল ব্যাংকিং বলতে কি বুঝ ও মোবাইল ব্যাংকিং এর অসুবিধা

উপায় মোবাইল ব্যাংকিংয়ে কি সুবিধা পাবেন?

উপায় মোবাইল ব্যাংকিং কোড কত

উপায় অ্যাকাউন্ট খোলার সহজ পদ্ধতি

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩

উপায় ক্যাশ আউট ও সেন্ড মানি খরচ কত

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন-

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

 

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।