নগদ মোবাইল ব্যাংকিং হেড অফিস কাস্টমার কেয়ার নগদ হেল্প লাইন নম্বর জানতে চান?

নগদ মোবাইল ব্যাংকিং হেড অফিস কাস্টমার কেয়ার নগদ হেল্প লাইন নম্বর জানতে চান?-বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং ডিজিটাল লেনদেনের বড় একটি প্লাটফর্ম হচ্ছে নগদ মোবাইল ব্যাংকিং পরিষেবা। সহজে এক স্থান থেকে অন্য স্থানে কম খরচে টাকার লেনদেন করতে একটি উত্তম মোবাইল ব্যাংকিং পরিষেবা।দেশের বিভিন্ন স্থানে নগদ এজেন্ট পয়েন্ট থাকায় নগদের গ্রাহক সহজে যেকোন স্থানে থেকে টাকা তুলতে পারে।

তবে অনেক সময় নগদ গ্রাহকদের একাউন্ট সংবলিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যার কারনে নগদ কাস্টমার কেয়ারে কল করতে অথবা সরাসরি সেখানে গিয়ে সমস্যার সমাধান করতে হয়। অনেক সময় নগদ হেল্পলাইন নম্বরে কল করে নগদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার সমাধান করা যায় ঘরে বসেই।নগদ মোবাইল ব্যাংকিং হেড অফিস কাস্টমার কেয়ার নগদ হেল্প লাইন নম্বর জানতে চান?

আপনি কি একজন নগদ গ্রাহক? আপনার কি একটি নগদ একাউন্ট রয়েছে? যদি থেকে থাকে তাহলে নগদ হেল্পলাইন নম্বর কাস্টমার কেয়ার এবং হেড অফিস সম্পর্কে আপনার জানা প্রয়োজন। অনেকেই এই তথ্যগুলো জানার জন্য গুগলে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে থাকেন। আজকে আপনাদের জন্য এই তথ্য নিয়ে একটি আর্টিকেল লিখছি। আশা করি শেষ পর্যন্ত পড়ে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন।

নগদ মোবাইল ব্যাংকিং কি

বাংলাদেশের ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের আরেক নাম নগদ। নগদ মোবাইল ব্যাঙ্কিং সেবা বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং পরিষেবা। যার মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষ টাকা লেনদেন করে থাকে দেশের যে কোন প্রান্ত থেকে যেকোন প্রান্তে। বাংলাদেশে বর্তমানে 15 টি অধিক মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে যার মধ্য তুলনামূলকভাবে নগরদের ক্যাশ আউট চার্জ কম। নগদের ক্যাশ আউট চার্জ কম হওয়ায় এর গ্রাহক সংখ্যা বেশি। নগদের ভালো সুযোগ সুবিধার কারণে ধীরে ধীরে এর গ্রাহক সংখ্যা বাড়ছে।

সহজে টাকা লেনদেন করুন নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপস দিয়ে

নগদ ব্যাংকিং সেবার মাধ্যমে মাত্র অল্প কিছু সময়ের মধ্য দেশের যেকোন প্রান্ত থেকে টাকা পাঠানো সম্ভব হচ্ছে। এবং নগদ বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং পরিষেবা হওয়ায় এর রয়েছে অসংখ্য ক্যাশ আউট পয়েন্ট যেখান থেকে গ্রাহকরা নিজের ইচ্ছামত টাকা তুলতে পারছে।

একজন গ্রাহকের নগদ একাউন্ট খুলতে প্রয়োজন তার জাতীয় পরিচয় পত্র। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে নগদ এপ্লিকেশন থেকে বা নগদ অ্যাপ থেকে আপনি নিজের একাউন্ট নিজেই খুলে নিতে পারবেন। শুধুমাত্র আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে। এবং এজন্য কোন চার্জ প্রযোজ্য নয়।

নগদ বাংলাদেশের এমন একটি মোবাইল ব্যাংকিং পরিষেবা যেখানে টাকা জমা রাখলে গ্রাহককে সেখান থেকে একটি আকর্ষণীয় ইন্টারেস্ট দেওয়া হয়। এই ইন্টারেস্ট পেতে একজন গ্রাহককে তার একাউন্টে মাসের প্রথম থেকে ৩০ দিন পর্যন্ত যে পরিমাণ ব্যালেন্স জমা তিনি রাখবেন তার ওপর ভিত্তি করে নির্ধারিত হারে ইন্টারেস্ট সুবিধা দেওয়া হবে।

নগদ মোবাইল ব্যাংকিং হেড অফিস

নগদ এর অনেক গ্রহকে নগদ মোবাইল ব্যাংকিং হেড অফিসের ঠিকানা জানে না।তবে নগদ মোবাইল ব্যাংকিং হেড অফিসের ঠিকানা জানতে অনেকেই আগ্রহী। নগদ গ্রাহকরা নগদ এর হেড অফিস থেকে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত অনেক সুযোগ সুবিধা পেতে পারে। নগদ মোবাইল ব্যাংকিং হেড অফিসে গিয়ে নগদের সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন। নগদ মোবাইল ব্যাংকিং এর হেড অফিস হল-

Delta Dahlia Tower (Level 13 & 14), 36 Kamal Ataturk Avenues, Banani, Dhaka-1213

এই ঠিকানায় গেলেই আপনি নগদে মোবাইল ব্যাংকিং এর হেড অফিসটি পেয়ে যাবেন। তাই যদি কখনো প্রয়োজন মনে করেন নগদ মোবাইল ব্যাংকিং চলে যাবেন এই ঠিকানায়।

নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নম্বর

একজন নগদ গ্রাহকের একাউন্ট সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার জন্য নগদের রয়েছে হেল্প লাইন নম্বর। নগদ হেল্পলাইন নম্বরে কল করে গ্রাহকরা তাদের সমস্যা গুলো সম্পর্কে নগদ প্রতিনিধিদের অবগত করতে পারে। নগদের প্রতিনিধিরা তাদের সমস্যাগুলো সম্পর্কে জেনে সেই সমস্যার সমাধান করে দেবে। তাই নগদ একাউন্ট রিলেটেড কোন সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই নগদ হেল্পলাইন নাম্বারে কল করবে।

নগদ হেল্পলাইন নম্বর ২ টি

একটি হলো; ১৬১৬৭

অপরটি হলো; ০৯৬ ০৯৬ ১৬১৬৭

এই নাম্বার দুটিতে নগদ গ্রাহকরা ২৪ ঘণ্টা এবং সপ্তাহের সাত দিন কল করে বিভিন্ন সেবা পেতে পারে।

নগদের বিভিন্ন কাস্টমার কেয়ার ঠিকানা

নগদে করে যদি গ্রাহকরা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে সাথে সাথে নগদ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করা উচিত। নগদ কাস্টমার কেয়ারের অফিস বিভিন্ন স্থানে রয়েছে। যার কাছাকাছি যে অফিস রয়েছে সেই কাস্টমার কেয়ার অফিসে গিয়ে নগদে একাউন্টের সমস্যা সমাধান করা যায়।

নগদ কাস্টমার কেয়ার বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা

বঙ্গবন্ধু এভিনিউ ১০০০ (বায়তুল মোকারম মসজিদের পাশে)।

কাউন্টার নম্বর- ২৭।

অফিস টাইম সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার বনানী ঢাকা

বনানী ডাকঘর (বাসস্ট্যান্ডের পাশে) ঢাকা ১২১৩।

অফিস টাইম সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার বউখালি মোড়, খুলনা ডিভিশন

আকিজ উদ্দিন হসপিটাল বউখালী মোড়, খুলনা।

অফিস টাইম সকাল 9 টা থেকে বিকাল ৫ টা।

নগদ কাস্টমার কেয়ার হেট্টাগ্রাম, পটুয়াখালী

বাংলাদেশ ব্যাংক, আব্দুর রহমান রোড,হেট্টাগ্রাম ৪০০০,হেট্টাগ্রাম-পটুয়াখালী।

অফিস টাইম সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

নগদ কাস্টমার কেয়ার লক্ষীপুর- রাজশাহী

লক্ষ্মীপুর গিটার রোড, রাজশাহী।

অফিস টাইম সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত।

নগদ কাস্টমার কেয়ার বরিশাল

ফজলুল হক এভিনিউ বরিশাল।

অফিস টাইম সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত।

রংপুর নগদ কাস্টমার কেয়ার

রংপুর প্রধান ডাকঘর-৫৪০০, মধুবন, রংপুর।

অফিস টাইম সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত।

চট্টগ্রাম নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার

বাংলাদেশ ব্যাংকের নিকটবর্তী আব্দুর রহমান রোড, চট্টগ্রাম- ৪০০০, কোতোয়ালি, চট্টগ্রাম।

ময়মনসিংহ নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার

কাচারি হেড পোস্ট অফিস।

নগদ মোবাইল ব্যাংকিং ইমেইল এড্রেস

যেকোনো সময় ইন্টারনেট সংযোগ দিয়ে যেকোনো স্থান থেকে নগদের ইমেইল এড্রেসেপ্রবেশ করে গ্রাহকের যেকোনো সমস্যার সমাধান হতে পারে। নগদ মোবাইল ব্যাংকিং এর ইমেইল এড্রেস এর মাধ্যমে নগদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা যেতে পারে। নগদ মোবাইল ব্যাংকিং এর ইমেইল এড্রেসটি হলো-

[email protected]

নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট এর পিন কোড ভুলে গেলে করণীয়

নগদ মোবাইল একাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাহকের পিন নাম্বার। কোন কারনে যদি এই পিন নাম্বার গ্রাহক ভুলে যায় বা ভুল পিন নাম্বার বারবার ডায়াল করার কারণে গ্রাহকের একাউন্টে ব্লক হয়ে যায় সে ক্ষেত্রে অবশ্যই তাকে তার নিকটস্থ নগদ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়া নগদ মোবাইল ব্যাংকিং হেল্প লাইনের নম্বরে কল করে তাদের সাহায্য নিতে হবে। নগদ হেল্পলাইন ২৪ ঘন্টা খোলা থাকে তাই যেকোনো সময় নগদ প্রতিনিধিরা আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে।

নগদ একাউন্ট চেক কোড

তবে পিন কোড অতি প্রয়োজনীয় একটি জিনিস যা সর্বদা আপনার কাছে গোপন থাকা উচিত। পিন কোডটি অবশ্যই মনে রাখার জরুরী। যদি আপনার মনে না থাকে আপনি কোন কাগজে লিখে  পিন নাম্বারটি সংরক্ষণ করতে পারেন।

প্রতিটি ভালো কাজেই বাধা বিপত্তি আসতে পারে। তবে তার যে সমাধান নেই এমন নয়।ঠিক তেমনি আপনি আপনার নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে সে সমস্যার সমাধান পাবেন নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন কাস্টমার কেয়ার কিংবা তাদের হেড অফিস এর সাথে যোগাযোগ করার মাধ্যমে।

তাই যদি কোন গ্রাহক নগদে একাউন্ট সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনার নগদ একাউন্ট সংক্রান্ত সমস্যাটি চিহ্নিত হওয়ার সাথে সাথে নগদ প্রতিনিধিতে অবগত করুন। তাদের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন।

সচরাচর জিজ্ঞাসা

নগদের একাউন্ট চেক কোড কত?

উত্তর: নগদ এর অ্যাকাউন্ট চেক কোড *১৬৭#‌।

নগদ কোন বিভাগের অংশ?

উত্তর:বর্তমানে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিষেবার নগদ ডাক বিভাগের একটি ডিজিটাল লেনদেন পরিষেবা।

নগদের অ্যাকাউন্ট দেখার পদ্ধতি কয়টি?

উত্তর: নগদ এর অ্যাকাউন্ট দেখার পদ্ধতি দুইটি;

১) নগদ একাউন্ট চেক কোড এর মাধ্যমে।

২) নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপস এর মাধ্যমে।

শেষ কথা-

প্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আশা করছি আপনারা আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েছেন। যারা নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার, হেল্পলাইন, হেড অফিস  সম্পর্কে জানতেন না তারা অবশ্যই আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। আমার আর্টিকেলটি যদি আপনাদের সামান্য উপকারে আসে সেখানেই আমার সার্থকতা।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করবেন। যেকোনো প্রয়োজনে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো পোস্ট এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন।

পোস্ট ট্যাগ-

নগদ কাস্টমার কেয়ার লোকেশন খুলনা,নগদ কাস্টমার কেয়ার ময়মনসিংহ সদর,নগদ কাস্টমার কেয়ার লোকেশন চট্টগ্রাম,নগদ কাস্টমার কেয়ার অনলাইন,নগদ কাস্টমার কেয়ার লোকেশন রংপুর,নগদ কাস্টমার কেয়ার ফেনী,নগদ কাস্টমার কেয়ার টাঙ্গাইল,নগদ কাস্টমার কেয়ার গাজীপুর।

আপনার জন্য আরো –

আপনার জন্য-

নগদের এজেন্টের কমিশন কত?

মোবাইল ব্যাংকিং বলতে কি বুঝ ও মোবাইল ব্যাংকিং এর অসুবিধা

মোবাইল ব্যাংকিং কয়টি ও কি কি

নগদ মোবাইল ব্যাংকিং ডিলার হতে কি লাগে

মোবাইল ব্যাংকিং বলতে কি বুঝ ও মোবাইল ব্যাংকিং এর অসুবিধা

উপায় মোবাইল ব্যাংকিংয়ে কি সুবিধা পাবেন?

উপায় মোবাইল ব্যাংকিং কোড কত

উপায় অ্যাকাউন্ট খোলার সহজ পদ্ধতি

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩

উপায় ক্যাশ আউট ও সেন্ড মানি খরচ কত

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন-

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers