গার্মেন্টস কি ও এর প্রকারভেদ I গার্মেন্টস কি কত প্রকার ও কি কি

গার্মেন্টস কি এর প্রকারভেদ –গার্মেন্টস শব্দটি একটি জনপ্রিয় শব্দ। গার্মেন্টস শব্দটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমাদের সমাজে বহু প্রচলিত শব্দগুলোর মধ্য গার্মেন্টস শব্দটি অন্যতম।আমরা প্রতিদিন বা প্রতিনিয়তই গার্মেন্টসের তৈরি প্রোডাক্ট ব্যবহার করে থাকি। কিন্তু আমরা জানি না যে গার্মেন্টস আসলে কি বা এর প্রকারভেদ কত।গার্মেন্টস কি ও এর প্রকারভেদ

আজকে আমরা এই কনটেন্টের মাধ্যমে গার্মেন্টস কি ও এর প্রকারভেদ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিনিয়ত গার্মেন্টসে তৈরি প্রোডাক্ট ব্যবহার করেও গার্মেন্টস সম্পর্কে অনেক কিছুই জানিনা। তাই আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব গার্মেন্টস সম্পর্কে কিছু কথা। আশা করছি পুরো পোস্টটি পড়ে সাথেই থাকবেন।

গার্মেন্টস কি

গার্মেন্টস কি এই প্রশ্নটি খুবই সাধারণ তবে অনেকেরই গার্মেন্টস বিষয়ে পরিষ্কারভাবে ধারণা নেই প্রকৃত অর্থে গার্মেন্টস হল মানুষের শরীরে ব্যবহার করার উদ্দেশ্যে এমন ধরনের পোশাক যা কাপড় বা ফেব্রিক্স বা অন্য কোন টেক্সটাইল ম্যাটেরিয়ালস থেকে উৎপাদিত হয়ে থাকে।এই পোশাকের ওপর নানা ধরনের কারো কাজ নকশা বা প্যাটার্ন যোগ করে গার্মেন্টস পণ্যকে মানুষের কাছে আকর্ষণীয় করে গড়ে তোলা হয়।

কোন সেলাই মেশিনের কেমন দাম

অর্থাৎ গার্মেন্টস হল পোশাক যা বিভিন্ন ধরনের ফেব্রিক দিয়ে তৈরির পর পরিধান করা হয় এজন্য একে রেডিমেড গার্মেন্টস বলেও ধরে নেওয়া যায়। যেমন পুরুষের বহু জনপ্রিয় একটি পোশাক হলো শার্ট যা যাকে নির্দ্বিধায় গার্মেন্টসের পণ্যের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হয়।

গার্মেন্টসের প্রকারভেদ

যদিও গার্মেন্টসের নির্দিষ্ট কোন শ্রেণীবিভাগ হয় না।শ্রেণীবিভাগের কোন আদর্শ মানদন্ড না থাকা সত্ত্বেও কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে গার্মেন্টস এর শ্রেণীবিভাগ তৈরি করা হয়েছে।সাধারণত নারী পুরুষ এবং বিভিন্ন বয়সের শিশু থেকে শুরু করে পূর্ণ বয়স্ক মানুষের জন্য গার্মেন্টসে পোশাক বিভিন্ন ধরনের হয়ে থাকে।

কাপড়ের ধরনের উপর ভিত্তি করে গার্মেন্টস তিন প্রকার। যথা-

১.নিট ফেব্রিক।

২. ওভেন ফেব্রিক।

৩. নন ওভেন ফেব্রিক।

নিট ফেব্রিক

নেট ফেব্রিক দ্বারা সাধারণত টি শার্ট গেঞ্জি সোয়েটার শার্ট ইত্যাদি তৈরি করা হয়।

ওভেন ফেব্রিক

উভেন ফেব্রিক দ্বারা সাধারণত শার্ট‌ সুট ডেনিম প্যান্ট তৈরি করা হয়ে থাকে।

নন ওভেন ফেব্রিক

নন ওম্যান ফেব্রিক দ্বারা সাধারণত মৌজা বাচ্চাদের ডাইভার ইত্যাদি তৈরি হয়ে থাকে।

সময় বা ঋতু কালের উপর ভিত্তি করে পোশাক বা গার্মেন্টস বিভিন্ন প্রকার হয়ে থাকে। মানুষ ঋতু পরিবর্তনের সাথে সাথে তার পোশাক পরিবর্তন করে। যেমন গ্রীষ্মে পাতলা কাপড় টি শার্ট হাফ হাতা শার্ট ইত্যাদি পরিধান করে থাকে। কিন্তু শীতে মোটা কাপড়ের পোশাক পরিধান করে। এভাবে বিভিন্ন ঋতুতে মানুষ বিভিন্ন ধরনের পোশাক পড়ে থাকে।

*শীতকাল (মোটা কাপড়ের পোশাক জ্য্যকেট সোয়েটার ইত্যাদি)

*গ্রীষ্মকাল (পাতলা বা সুতি কাপড়ের পোশাক টিশার্ট হাফ হাতা জামা ট্যাংটপ)

*বসন্তকাল (সিঙ্গলেট)

*শরৎকাল (শার্ট)

*হেমন্ত কাল (শার্ট)

কোন অনুষ্ঠান ঘটনা বা ইভেন্টের উপর ভিত্তি করে পোশাক বা গার্মেন্টস

ঋতুর ওপর ভিত্তি করে যেমন মানুষ তার পোশাকে পরিবর্তন আনে ঠিক তেমনি কোন ইভেন্ট বা ঘটনার ওপর ভিত্তি করেও পোশাক বা গার্মেন্টস পরিধান করে।

কোথাও কোন প্রোগ্রাম ফাংশন থাকলে বা কোথাও কোন ইন্টারভিউ দিতে গেলে সে অনুযায়ী পোশাক পরিধান করতে হয়। যেমন-

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

*পার্টিতে পড়ার জন্য মানুষ পার্টি ড্রেস বা পার্টি পোশাক পরিধান করে থাকে।

*কোথাও চাকরির ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ দেওয়ার জন্য ফরমাল পোশাক পরিধান করে থাকে

*ঈদের সময় পড়ার জন্য মানুষ আলাদা ধরনের পোশাক পরিধান করে থাকে।

*বাৎসরিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য মানুষ সে অনুষ্ঠান অনুযায়ী পোশাক পরিধান করে থাকে।

ব্যবহারের উপর ভিত্তি করে পোশাক বা গার্মেন্টস

*নাইট ড্রেস যা মানুষ রাতে ঘুমানোর জন্য ব্যবহার করে থাকে।

*সুইমিং সুট পানিতে সাঁতার কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

*খেলাধুলা করার সময় প্লেইং স্যুট পরিধান করা হয়ে থাকে।

উৎপাদন পদ্ধতির ওপর ভিত্তি করে পোশাক বা গার্মেন্টস এর প্রকারভেদ

উৎপাদন পদ্ধতির ওপর ভিত্তি করে পোশাক বা গার্মেন্টস বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন-

*তৈরি পোশাক।

*দর্জি দিয়ে তৈরি পোশাক।

*গৃহ সজ্জার জাতীয় পোশাক।

উৎসের ওপর ভিত্তি করে পোশাক বা গার্মেন্টসে প্রকারভেদ

বিভিন্ন উৎস থেকে পোশাক তৈরি হয়ে থাকে। পোশাকের উৎসের বিভিন্নতা রয়েছে। যেমন-

*চামড়া জাত পোশাক

*প্রকৃতি জাত পোশাক

*কৃত্রিম পোশাক

লিঙ্গ এবং বয়স ভেদে পোশাক বা গার্মেন্টস

নারী পুরুষ ভেদে পোশাকের পার্থক্য রয়েছে। এছাড়া ছোট বড় বয়সের তারতম্যের কারণেও পোশাকের ভিন্নতা রয়েছে। যেমন-

*মহিলা (স্কার্ট)

*পুরুষ টুঙ্গো(tongo)

*ছোট বাচ্চা বা শিশু টোগা(Toga)

*Toddler(bibs)

স্টাইল এবং আকৃতির ওপর নির্ভর করে পোশাক বা গার্মেন্টস

*মহিলাদের  শাড়ি

* স্কার্ট(elastic and stitches)

*শার্ট(nick wear)

*সুটস: অফিসিয়াল আউটফিট

পোশাকের দৈর্ঘ্যের উপর নির্ভর করে পোশাক বা গার্মেন্টস এর প্রকারভেদ

*শর্টস

*থ্রি কোয়ার্টার

*ফুল ওয়্যার প্যান্ট

*Bermuda wear: thigh wear

*Pullover: stockings

বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য তৈরির জন্য যে টেক্সটাইল ফাইবার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তার উৎস ভেদের তৈরি পোশাকের গুণগত মানে তারতম্য হতে পারে।

কোন সময় পাতলা পোশাক বা গার্মেন্টস পরিধান করা হয়?

গ্রীষ্মকালে বা গরম কালে মানুষ পাতলা বা সুতি কাপড়ের পোশাক বা গার্মেন্টস পরিধান করতে স্বাচ্ছন্দ বোধ করে।

গার্মেন্টস শব্দটির বাংলা অর্থ কি?

গার্মেন্টস শব্দটির বাংলা অর্থ তৈরি পোশাক।

গার্মেন্টসে কি ধরনের ফেব্রিক্স এর ওপর পোশাক তৈরি হয়ে থাকে?

গার্মেন্টসে বহু ধরনের ফেব্রিক্স ব্যবহার করে পোশাক তৈরি করা হয়।এর নির্দিষ্টতা বলা কঠিন।

শেষ কথা

গার্মেন্টস সম্পর্কিত এই পোস্টে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি জানিনা কতটুকু সার্থক আমার এই চেষ্টা তবে যদি এই সম্পর্কে বা অন্য যেকোনো বিষয় সম্পর্কে কারো কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি কম সুন্দর দৃষ্টিতে দেখবেন।

রিজাইন লেটার বাংলা ও ইংলিশে

আমাদের ওয়েবসাইটে সব সময় আমরা চেষ্টা করি তথ্যমূলক কিছু কনটেন্ট আপনাদের সাথে শেয়ার করার।কোন বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন যাতে আমরা আপনাদের জন্য সে বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করতে পারি।

পোস্ট ট্যাগ-

গার্মেন্টস কি কত প্রকার ও কি কি,গার্মেন্টস মেশিন কত প্রকার,গার্মেন্টস নাম,হোল কত প্রকার ও কি কি,গার্মেন্টস সম্পর্কে কিছু তথ্য,গার্মেন্টস বলতে কি বুঝায়,,গামটেপ কত প্রকার ও কি কি,গার্মেন্টস কোয়ালিটি কত প্রকার,Inspection কত প্রকার ও কি কি।

আরো তথ্য-

গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার অফিসার

বাংলাদেশে গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ বা ট্রেনিং

গার্মেন্টস পদে যোগ্যতা অনুযায়ী চাকরির বেতন

গার্মেন্টস কোয়ালিটি ভাইবা প্রশ্ন ও উত্তর

গার্মেন্টস কোয়ালিটি বই pdf | সম্পূর্ণ বইটি ফ্রীতে ডাউনলোড করুন

গার্মেন্টস কোয়ালিটি ভাইবা প্রশ্ন ও উত্তর

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই ফেসবুক পেজটি লাইক করে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।