গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতির জন্য রিজাইন লেটার বাংলা ও ইংলিশে

গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতির জন্য রিজাইন লেটার বাংলা ইংলিশে-যদি কেউ কোন কোম্পানিতে কাজ করে অথবা গার্মেন্টসে চাকরিরত অবস্থায় চাকরি থেকে অব্যাহতি পেতে চায় তাহলে তাকে অবশ্যই চাকরি ছাড়ার জন্য একটি অব্যাহতি পত্র লিখতে হবে। চাকরি ছাড়ার জন্য যে দরখাস্তটি লিখবেন সেটাই হচ্ছে চাকরি থেকে অব্যাহতি পত্র।গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতির জন্য রিজাইন লেটার বাংলা ও ইংলিশে

সাধারণত অনেকেই গার্মেন্টসে চাকরি থেকে অব্যাহতির জন্য দরখাস্ত কিভাবে লিখতে হয় সে বিষয়ে জানেনা। কিন্তু বিভিন্ন কারণে চাকরি ছেড়ে দিতে হয় সেক্ষেত্রে তারা বিপাকে পড়ে যান তাই আজ আমি আপনাদের  কিভাবে চাকরি থেকে অব্যাহতির জন্য দরখাস্ত লিখতে হয় সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি সাথেই থাকবেন।

চাকরি থেকে অব্যাহতির কারণ

অনেক সময় বিভিন্ন কারণে চাকরি থেকে অব্যাহতি নিতে হয় অথবা চাকরি ছেড়ে দিতে হয় এর বিভিন্ন কারণ থাকতে পারে। কেউ হয়তো সরকারি চাকরি পেয়েছে এখন আর কোন কোম্পানিতে চাকরি করবে না কেউ নিজের ব্যবসা করতে চায় কেউ বিদেশে যেতে চায়। অথবা বিভিন্ন কারণেই চাকরি থেকে অব্যাহতি নিতে পারে।

রিজাইন লেটার বাংলা না ইংলিশে লিখতে হবে

চাকরি থেকে অব্যাহতির জন্য রিজাইন লেটার বা অব্যাহতি পত্র বা দরখাস্ত কেউ চাইলে বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই লিখতে পারেন যার যেটা সহজ সে ভাষাতেই দরখাস্তটি দিলে খুব ভালো হয় দরখাস্ত লিখার সাধারণ যে নিয়ম ওই নিয়ম মেনেই দরখাস্ত লিখতে হবে।

রিজাইন লেটারের কয়টি‌ অংশ থাকে

রিজাইন লেটার বা অব্যাহতি পত্রের ছয়টি অংশ থাকে

*তারিখ

*ঠিকানা

*বাচনভঙ্গি

*সম্মোধন

*লিখার ধরন

*সমাপ্তি

তারিখ

সর্বপ্রথম চাকরি হতে অব্যাহতি পত্র লেখার সময় কোন তারিখ হতে ইহা কার্যকর করতে চান তা আবেদনের প্রথম অংশে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।আর এক্ষেত্রে কমপক্ষে মালিকপক্ষকে ন্যূনতম এক মাসের সময় দেওয়া যেতে পারে যাতে মালিকপক্ষ আপনার স্থলে অন্য কোন লোককে পদায়নের সুযোগ দিতে পারে।

গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার অফিসার

আর যদি এক সপ্তাহ বা তার কম সময়ের মধ্যে কোন সরকারি চাকরিতে যোগদানের বাধ্যবাধকতা থাকে তাহলে মালিকপক্ষের সাথে আলোচনা ক্রমে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ও অব্যাহতির জন্য আবেদন করা যাবে।তবে সে ক্ষেত্রে চাকরি ছাড়ার দরখাস্ত লেখার সময় যে বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে উন্নত মানের কাগজ।

ঠিকানা

তারিখের পরবর্তী ধাপে বরাবর লিখে ঠিকানা লেখার বিষয়টি আসে।দরখাস্ত লিখার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ধারা বজায় রেখে ডান দিকে লেখা শুরু করতে হয়। আর তাই ঠিকানা সঠিকভাবে না লিখলে এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বাচনভঙ্গি

বাচনভঙ্গির সহজ ও প্রাঞ্জল হতে হবে। আর এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না যা দেখতে দৃষ্টিকটু দেখায় এতে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

সম্মোধন

সুস্পষ্ট সুন্দর সম্মোধন করে আবেদন পত্রটি লিখতে হবে। এক্ষেত্রে মালিকপক্ষকে সম্মানের সহিত সকল কথা বা বাণী লিখতে হবে।

লেখার ধরন

সংক্ষেপে এবং গুছিয়ে পুরো দরখাস্তটি সুসম্পন্ন করতে হবে।এতে দরখাস্তটি আকর্ষণীয় হবে এবং পড়ার পর এক ধরনের ইতিবাচক ধারণা সৃষ্টি হবে অহেতুক এক ধরনের বাক্য বারবার লেখা থেকে বিরত থাকবেন।এরপর শুরুর দিকে বাক্যটা আকর্ষণীয় রাখার চেষ্টা করবেন। যাতে করে পাঠকেরযেন এক ধরনের আগ্রহ তৈরি হয় পুরো দরখাস্তটি পড়ার।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

সুস্পষ্টভাবে চাকরি থেকে অব্যাহতির কারণ সঠিক ভাবে ব্যাখ্যা করবেন। চাকরি ছাড়ার কারণ ঠিকমত প্রদর্শন করতে না পারলে দরখাস্তটির সঠিক মান বজায় থাকবে না।

সমাপ্তি

শেষটা শরুর মতো গুছিয়ে করবেন। বারবার চেক করে নিবেন যাতে কোন ধরনের ভুল ত্রুটি না থেকে যায়।

চাকরি থেকে অব্যাহতির নমুনা পত্র

তারিখ:…..

বরাবর,

ঠিকানা:……

মাধ্যম:…..

বিষয়: চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র

জনাব/জনাবা

বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী (আপনার পদবীর নাম প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা) কর্মরত অবস্থায় আছি। (আপনি কোন তারিখে কোন সালে এই কোম্পানিতে জয়েন করেছেন ওইটা লিখবেন)। এখন আমার (সমস্যা নাম) সমস্যার কারণে আমি আপনার প্রতিষ্ঠানে আর চাকরিরত অবস্থায় থাকতে পারছি না।

অতএব, জনাব এর কাছে আমার আকুল আবেদন অনুগ্রহপূর্ব (তারিখ) হতে আমার অব্যাহতি পত্র গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।

নিবেদক,

……… (নিজের নাম)

………(পদের নাম)

……….(প্রতিষ্ঠানের নাম)

………(প্রতিষ্ঠানের ঠিকানা)

ইংলিশে রিজাইন লেটার

              (Your name)

            (Your address)

           (City, state,zip)

(Today’s date)

(Company name)

(Your address)

Dear (supervisors name),

Please accept this later as my formal resignation from (posting name) at(company name), effective two weeks from today (current date).

I have been fortunate during my time at (company name) for the opportunity to grow and learn more about (industry). Your guidance and support have equipped me with valuable skills and experience.

I hope that we will have opportunities to collaborate in the future.

Please let me know how I can be off help during the transition period. I wish you and the company the very best going forward.

 

Sincerely

(Your signature)

(Your name)

এভাবে যে কোন কোম্পানিতে কাজ থেকে বিরতি বা অব্যাহতি নিতে চাইলে উক্ত কোম্পানির নিকট রিজাইন লেটার বাংলায় ও ইংলিশে লিখতে পারেন।যার কাছে যে পদ্ধতিতে বা যে ভাষায় লিখতে সহজ মনে হয় সে সেই ভাষায় লিখতে পারেন। এক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই।

রিজাইন লেটারে বাংলায় কয়টি অংশ থাকে?

ছয়টি অংশ থাকে।

চাকরি থেকে অব্যাহতি পত্র মূলত কার উদ্দেশ্যে লেখা হয়?

চাকরি থেকে অব্যাহত পত্র মূলত উক্ত প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তার নিকট লেখা হয়।

শেষ কথা-

যেকোন বিষয় সম্পর্কে তথ্য জানতে বা প্রশ্ন করতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় সম্পর্কে সঠিক তথ্য দিয়ে অবগত করার।আমাদের কনটেন্ট নিয়ে কারো কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

পোস্ট ট্যাগ-

  • গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতির জন্য রিজাইন লেটার বাংলা ও ইংলিশে,
  • চাকরির রিজাইন লেটার বাংলা,
  • চাকরি থেকে রিজাইন লেটার,
  • ইংরেজিতে রিজাইন লেটার লেখার নিয়ম,
  • সরকারি চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন,

আরো তথ্য

বাংলাদেশে গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ বা ট্রেনিং

গার্মেন্টস পদে যোগ্যতা অনুযায়ী চাকরির বেতন

গার্মেন্টস কোয়ালিটি ভাইবা প্রশ্ন ও উত্তর

গার্মেন্টস কোয়ালিটি বই pdf | সম্পূর্ণ বইটি ফ্রীতে ডাউনলোড করুন

গার্মেন্টস কোয়ালিটি ভাইবা প্রশ্ন ও উত্তর

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই ফেসবুক পেজটি লাইক করে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।