সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য

সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড –ক্রেডিট কার্ড বর্তমানে লেনদেনের মাধ্যম কে সহজ করেছে যার কারণে দিন দিন ক্রেডিট কার্ড ব্যবহারের সংখ্যা বাড়ছে। ক্রেডিট কার্ড সকলের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ ক্রেডিট কার্ডের বেশ কিছু সুবিধা রয়েছে। বাংলাদেশের যেসব ব্যাংক ক্রেডিট কার্ড প্রদান করে তাদের মধ্যে সোনালী ব্যাংক অন্তর্ভুক্ত রয়েছে। সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ডেও বেশ কিছু সুবিধা গ্রাহকরা ভোগ করতে পারবে।

তবে কিভাবে কোন উপায়ে কি কি ডকুমেন্ট দ্বারা সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে পারবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন আমাদের আজকের আর্টিকেলে। এছাড়াও সোনালী ব্যাংক ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করব আজকের আর্টিকেলে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিবেন।সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড

সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড কত প্রকার

সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড ৩ প্রকার। সোনালী ব্যাংক তিন ধরনের ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে। যেমন:

  1. Visa credit platinum card
  2. Visa credit gold card
  3. Visa credit silver card

১) ভিসা ক্রেডিট প্লাটিনাম কার্ড

ভিসা ক্রেডিট প্ল্যাটিনাম কার্ডের হোল্ডারদের ক্রেডিট লিমিট ৮ লক্ষ টাকা বা তারও বেশি।

২) ভিসা ক্রেডিট গোল্ড কার্ড

ভিসা ক্রেডিট গোল্ড কার্ড হোল্ডারদের ক্রেডিট লিমিট চার লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত।

৩) ভিসা ক্রেডিট সিলভার কার্ড

বিষাক ক্রেডিট সিলভার কার্ড হোল্ডারদের ক্রেডিট লিমিট চার লক্ষ টাকা পর্যন্ত।

সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা

বাংলাদেশে অনেক স্বনামধন্য ব্যাংক রয়েছে যারা ক্রেডিট কার্ড ব্যবহারের ওপর বিভিন্ন অফার দিয়ে থাকে। এত ব্যাংক থাকতেও কেন আপনি সোনালী ব্যাংকের থেকে ক্রেডিট কার্ড নিবেন তা জানতে হলে অবশ্যই সোনালী ব্যাংকের সুবিধা গুলো দেখে নিন:

*২৪/৭ ঘন্টা সার্ভিস দেয়।

*সোনালী ব্যাংক ক্রেডিট কার্ডে হিডেন চার্জ নেই।

*সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড সুরক্ষিত এবং নিরাপদ।

*ক্রেডিট কার্ডব্যবহার করে কেনাকাটা করলে সর্বোচ্চ ৫০ দিন পর্যন্ত কোনো প্রকার সুদ আরোপ করা হয় না।

ব্যাংক এশিয়া ক্রেডিট কার্ড পাওয়ার নিয়ম ২০২৪

*বাংলাদেশের যেকোনো ব্যাংকের তুলনায় সোনালী ব্যাংক ক্রেডিট কার্ডের সর্বনিম্ন সুদ প্রদান করতে হয়।

*অনলাইনে ভ্যাট,ট্যাক্স প্রদান করা যায়।

*ডুয়েল কারেন্সি সুবিধা।

*সোনালী ব্যাংক ক্রেডিট কার্ডে পাচ্ছেন ইএমআই সুবিধা।

*মোবাইল ফোন রিচার্জ সুবিধা।

*বাংলাদেশের যেকোনো এটিএম বুথ থেকে আপনার লিমিট এর মধ্য ৫০% নগদ উত্তোলনের সুবিধা।

*ক্রেডিট লিমিট এর মধ্যে ১০০ পার্সেন্ট POS লেনদেন সুবিধা।

*POS লেনদেনের সুবিধা সম্বলিত শপিং আউটলেট, ডিপার্টমেন্টাল স্টোর, রেস্টুরেন্ট সবকিছুতেই ব্যবহার করা যাবে।

*সোনালী ব্যাংক NPSB এবং Visa এর সদস্য হওয়ায় সকল ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন ও POS এ কেনাকাটা করার সুযোগ।

*সাপ্লিমেন্টারি কার্ড ইস্যু করা হয়।

*সোনালী ব্যাংকের এটিএম বুথ থেকে হিসাব বিবরণী এবং মিনি স্টেটমেন্ট পাওয়া যাবে।

*পিন নম্বর পরিবর্তন করা যাবে।

*আপনি সোনালী ব্যাংকের একজন ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকলে একদিনে সর্বোচ্চ চারবার কার্ড ব্যবহার করতে পারবেন।

সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস

*ঋণের আবেদনপত্র।

*ক্রেডিট কার্ড আবেদনকারীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি।

*শাখা /প্রতিষ্ঠান /বিভাগীয় প্রধানের সুপারিশসহ এনওসি।

*জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট এর সত্যায়িত কপি।

*বৈধ ই-টিন সার্টিফিকেট এর সত্যায়িত কপি।

*বেতনের সার্টিফিকেট।

*লেটার অফ অথরিটি।

*লেটার অফ গ্যারান্টি।

*গৃহীত ঋণ সম্পর্কে আবেদনকারীর ঘোষণা পত্র।

*ব্যাংকের নিকট গ্রহণযোগ্য দুইজন ব্যক্তির (আবেদনকারীর ঊর্ধ্বতন) রেফারেন্স এবং ঋণের ঘোষণা পত্র।

*সিআইবি রিপোর্ট সংগ্রহ করনের লক্ষ্যে প্রয়োজনীয় ফরম।

*ঋণ মনজুরের জন্য শাখার সুপারিশসহ ফরওয়ার্ডিং।

*পেনশনারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীর পেনশন প্রদানকারী শাখা প্রদান কতৃক প্রত্যয়ন পত্র।

*নমিনি গ্যারান্টর হিসেবে থাকবেন মর্মে অঙ্গীকারনামা।

*ডিপোজিট স্কিম এর ক্ষেত্রে শাখা ব্যবস্থাপক কর্তৃক লিয়েন মার্কের প্রত্যয়ন পত্র, লেটার অফ লিয়েন, এফ- ১৯৮, এফ-১৯৫।

*ব্যবসায়ীদের ক্ষেত্রে ভ্যালিড ট্রেড লাইসেন্স, ভ্যাট সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকের প্রিন্সিপাল অফিসার বা তদূর পদমর্যাদার কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ব্যক্তিগত গ্যারান্টি, একটি চেকের পাতা, লেটার অফ আন্ডার টেকিং ও অন্যান্য প্রযোজ্য ডকুমেন্টস।

সোনালী ব্যাংক ক্রেডিট লিমিট কত

সরকারি স্কুল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং সরকারি বাধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা অথবা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে চাকরি রত বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা, কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত নির্বাহী বা কর্মকর্তা, পেনশনভোগীদের সর্বোচ্চ ছয় মাসের মূল বেতন/ছয় মাসের মাসিক পেনশনের সমপরিমাণ টাকা তাদের লিমিট হিসেবে গণ্য করা হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ২.২৫ লক্ষ টাকা লিমিট হিসেবে গণ্য হবে।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

এছাড়াও ইআরকিউ হিসাবের ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবে স্থিতি লিলেন করা সাপেক্ষ তাৎক্ষণিক স্থিতি সর্বোচ্চ ৮০% যা সর্বোচ্চ ২৫.০০ লক্ষ টাকার বেশি নয় এবং সোনালী ব্যাংকের ডিপোজিট স্কিম সমূহ/এফ ডি আর/ওয়েফ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডধারীদের স্থিতি লিওন করে তাৎক্ষণিক স্থিতির সর্বোচ্চ 80 পার্সেন্ট পর্যন্ত। এখানে একটি বিষয় উল্লেখ্য যে, উল্লেখিত সকল ক্ষেত্রেই বৈদেশিক মুদ্রা ইনডোরস করার সুবিধা রয়েছে।

সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ড আবেদনকারীর বয়সসীমা কত?

সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ড আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর, বেতনভুক্তদের ক্ষেত্রে ৫৯ বছর, বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ৬৫ বছর (সরকার নির্ধারিত বয়সসীমা) । উল্লেখিত বয়সসীমা উত্তীর্ণ হয়ে গেলে তার ক্রেডিট কার্ডটি বাতিলের ঘোষিত হবে।

সোনালী ব্যাংক ক্রেডিট কার্ডের মেয়াদ কতদিন?

সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ঋণের মেয়াদ ৫ বছর।তবে সন্তোষজনক লেনদেন, চাকরির মেয়াদ ও গ্যারানান্তরের চাকরির মেয়াদ বিবেচনা করে ক্রেডিট কার্ড নবায়ন করা যাবে।

সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা

সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার হতে হলে অবশ্যই সোনালী ব্যাংক লিমিটেড এর সঞ্চয়/চলতি হিসাব থাকা সাপেক্ষে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের চাকরি রত বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মরত ব্যবসায়ী বৃন্দ, সরকারি স্কুল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা এবং সরকারি বাধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা যাদের বেতন ভাতা সোনালী ব্যাংক লিমিটেডের শাখা থেকে বিতরণ করা হয় এবং যাদের বেতন ভাতা থেকে ক্রেডিট কার্ডের টাকা আদায় করা সম্ভব এবং সোনালী ব্যাংকের ডিপোজিট স্কিম সমূহ /এফডিআর/ ওয়েস আর্নারস ডেভেলপমেন্ট বন্ডধারী,

এই ব্যাংকের সঞ্চয়/চলতি হিসাবে থাকা সাপেক্ষ কর্পোরেট প্রতিষ্ঠান শাখায় পরিচালিত রপ্তানি কারকের এক্সপোর্টার রিটেনশন Quota (ERQ) হিসাবে স্থিতির বিপরীতে, এই ব্যাংকে অবসর গ্রহণকারী নির্বাহী কর্মকর্তা এবং সরকারি স্কুল/ কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে অবসরপ্রাপ্ত (যাদের পেনশন এই ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে) কর্মকর্তা বৃন্দ এই ঋণ (ক্রেডিট কার্ড) নেওয়ার জন্য বিবেচিত হতে পারেন।

তবে এসব ব্যক্তিবর্গ ছাড়াও বিশেষ বিবেচনায় কোন ব্যক্তিকে ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষমতা দেওয়া হয়ে থাকে তবে সেটা অবশ্যই বিবেচনা সাপেক্ষ ব্যাংকের এমডি সিদ্ধান্ত নিবেন।

সচরাচর জিজ্ঞাসা

সোনালী ব্যাংকের কি ক্রেডিট কার্ড আছে?

সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ড আছে। সরকারি আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারাও সোনালী ক্রেডিট কার্ড পাওয়ার অধিকারী যাদের বেতন সোনালী ব্যাংক লিমিটেডের ইস্যু করা শাখা থেকে বিতরণ করা হয়।

সোনালী ব্যাংক লোন কত?

সোনালী ব্যাংক স্যালারি লোনের একটা সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করে দেওয়া আছে। একজন চাকুরীজীবী সর্বনিম্ন বিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।

সোনালী ব্যাংক বুথ থেকে কত টাকা তোলা যায়?

সোনালী ব্যাংক বুথ থেকে ৫০০ টাকা এবং ১ হাজার টাকার নোট থাকে অন্য কোন ভাংতি নোট থাকে না।তাই আপনারা এটিএম বুথ থেকে সর্বনিম্ন ৫০০ টাকা তুলতে পারবেন এবং কার্ডের ধরন অনুযায়ী প্রতিবার বিশ হাজার টাকা করে একদিনে সর্বোচ্চ ৫০ হাজার ১ লক্ষ ও 2 লক্ষ টাকাও তুলতে পারবেন।

আমাদের শেষ কথা-

আমাদের আজকের আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত। ইতোমধ্যেই আপনারা আজকের আর্টিকেলটি পড়ে বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে কারো কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

আপনাদের যদি আমাদের ওয়েবসাইটের আর্টিকেল গুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের ওয়েবসাইটের কথা। আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

পোস্ট ট্যাগ-

সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড চার্জ,সোনালী ব্যাংক ডেবিট কার্ড,সোনালী ব্যাংক ডেবিট কার্ড চার্জ,মিডল্যান্ড ব্যাংক ক্রেডিট কার্ড,সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার,সোনালী ব্যাংক ডেবিট কার্ড ফরম,সোনালী ব্যাংক কার্ড হেল্পলাইন নম্বর,সোনালী ব্যাংকের সেবা সমূহ।

আপনার জন্য আরো 

ইংলিশে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

ব্লগিং,ইউটিউবিং,ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে – এখানে ভিজিট করুন

বাংলায় টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য পেতে – এখানে ভিজিট করুন

ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত সকল ভিডিও পেতে –এখানে ভিজিট করুন

আপনার জন্য-

ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম ২০২৪

বাংলাদেশে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড সবচেয়ে ভালো?

ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়মাবলী

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

 

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।