ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট করার প্রক্রিয়া ২০২৩

বিদেশ ভ্রমণের ইচ্ছা আমাদের সবারই থাকে। অনেকেই নিজের গাড়ি নিয়ে বিদেশ ভ্রমণ করতে ইচ্ছুক থাকে। নিজের গাড়ি নিয়ে বিদেশে ভ্রমণ করার জন্য একজন চালকের অবশ্যই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ব্যতীত দেশের বাইরে নিজের মোটরযান চালনা করা কখনই সম্ভব নয়। তবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আপনি তখনই করতে পারবেন যখন আপনার স্থানীয় ড্রাইভিং লাইসেন্স থাকবে।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট করার প্রক্রিয়া

প্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার কথা ভাবছেন এবং বিভিন্ন ওয়েবসাইট খুঁজে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে চেষ্টা করছেন তাদের জন্য আজকে আমার এই আর্টিকেলটি লেখা। এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য। তাই আশা করছি শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়বেন।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স

বিদেশ ভ্রমণের ইচ্ছা কমবেশি সকলেরই থাকে আর যদি কেউ নিজের মোটরযান নিয়ে বিদেশে ভ্রমণ করতে চাই সে ক্ষেত্রে তাকে ড্রাইভিং লাইসেন্স এর ইন্টারন্যাশনাল পারমিট করতে হবে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি পৃথিবীর কোন দেশে অবিলম্বে গাড়ি চালাতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্স না থাকালে জরিমানা কত ২০২৩

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে অবশ্যই ব্যক্তির বাংলাদেশি বা স্থানীয় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যদি মোটরযান চালানোর ক্ষেত্রে বাস্তব জ্ঞান থাকে তাহলে তাকে কোন পরীক্ষা দিতে হবে না ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী সংস্থা

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রদান কারি একমাত্র সংস্থা হচ্ছে অটোমোবাইল এসোসিয়েশন অফ বাংলাদেশ। সাধারণত বাংলাদেশের সব ধরনের ড্রাইভিং বা ট্রাফিক ইস্যু সংক্রান্ত কাজগুলো করে থাকে বিআরটিএ সংস্থাটি। কিন্তু বিআরটিএ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট বা ইস্যু করে না।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর জন্য যোগাযোগ

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে যোগাযোগের ঠিকানা;

অটোমোবাইল এসোসিয়েশন অফ বাংলাদেশ,

৩বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা- ১২১৭

ফোন:৯৩৬১০৫৪,৯৩৪১৩৪২

মোবাইল:০১৭১১৮১৯৯৫৮,০১৬১১৮১৯৯৫৯,০১৯৭৯২৯৯৭৮৬

ওয়েবসাইট- www.aabangladesh.com

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার পূর্ব শর্ত

১) স্থানীয় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

২) দা অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে সরাসরি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট এর জন্য আবেদন পত্র সংগ্রহ করতে হবে।

অথবা

৩) বিআরটিএ ওয়েবসাইট থেকে এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১) ব্যক্তির ৩ কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি।

২) বিআরটি কর্তৃক ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত কপি।

৩) পাসপোর্টের ফটোকপি।

৪) আবেদন ফ্রি হিসেবে ২৫০০ টাকা।

আবেদন ফরমটি পূরণ করা হয়ে গেলে আবেদনকারীকে সবকিছু নিয়ে সকাল ১০:৩০ থেকে বিকাল ৩:৩০ এর মধ্যে যেতে হবে বাংলাদেশ অটোমোবাইল এসোসিয়েশন এর অফিসে।

বাংলাদেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নবায়ন

IDA-এর অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাবে। I IDA দ্বারা ব্যক্তির International Driving Permit (IDP) ১-৩ বছরের জন্য নবায়ন করা যেতে পারে। এক বছরের জন্য বৈধ IDP করতে সম্ভাব্য $49 লাগবে।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার জন্য স্থানীয় ড্রাইভিং লাইসেন্স করা বাধ্যতামূলক

বিদেশে বৈধভাবে গাড়ি চালানোর জন্য একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট প্রয়োজন হয়। তবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে স্থানীয় ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। স্থানীয় ড্রাইভিং লাইসেন্স যদিও বিদেশে বৈধ কোন নথি নয় কিন্তু এটি স্থানীয়ভাবে গাড়ি চালানোর জন্য একটি আইনগত নথি। স্থানীয় পর্যায় ড্রাইভিং করার ক্ষেত্রে স্থানীয় ড্রাইভিং লাইসেন্স না থাকলে ব্যক্তিকে শাস্তির মুখোমুখি হতে হবে।

কোন ব্যক্তি IDP আবেদন করতে পারে

গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ বাংলাদেশের মধ্য দিয়ে ড্রাইভিং করতে ইচ্ছুক যেকোনো ব্যক্তি IDP এর জন্য আবেদন করতে পারবেন। IDP আবেদন করার জন্য ব্যক্তির বয়স হতে হবে ১৮ বছর কিংবা তদূর্ধ্ব। যেকোনো সময় বাংলাদেশের আন্তর্জাতিক ড্রাইভারস পারমিট এর জন্য আবেদন করতে পারবে।

দেশের বাইরে IDP ব্যবহার

দেশের বাইরে বিদেশে IDP ব্যবহার করে গাড়ি চালানো বৈধ। যদি  IDP মেয়াদ উত্তীর্ণ না হয় সে ক্ষেত্রে আপনি দেশের বাইরে এটি তারা গাড়ি চালাতে পারবেন। শুধুমাত্র একটি আইডিপি দ্বারা আপনার পক্ষে-বিদেশে গাড়ি চালানো যথেষ্ট হবে না যদি আপনার স্থানীয় ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। স্থানীয় ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকাকালীন সময়ে IDP   দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন।

IDP এর ব্যবহারকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলো

বিশ্বব্যাপী ১৫০ টিরও বেশি দেশে IDP ব্যবহারকে স্বীকৃতি প্রদান করে। এই দেশগুলো হলো;

  • আমেরিকা
  • অস্ট্রেলিয়া
  • কানাডা
  • জাপান
  • আর্মেনিয়া
  • আয়ারল্যান্ড
  • ফিনল্যান্ড
  • সিঙ্গাপুর
  • থাইল্যান্ড
  • পাকিস্তান ইত্যাদি

প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন

রাস্তায় চেক পয়েন্ট  যেকোনো সময় যেকোন স্থানে বসতে পারে তাই আপনার উচিত আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুলো গাড়িতে রাখা যাতে কোন দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়। আইনানুগ যেসব কাগজপত্র গুলো আপনার সঙ্গে রাখা উচিত সেগুলো হলো:

১) স্থানীয় ড্রাইভিং লাইসেন্স।

২) আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট।

৩) চালকের পাসপোর্ট এবং অন্যান্য গাড়ি সম্পর্কিত নথি।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পৃথিবীর যেকোনো দেশে গাড়ি চালানো জন্য একটি বৈধ ডকুমেন্ট। অনেকেই আছেন দেশের বাইরে মটর জল সঙ্গে নিয়ে সমান করতে চান কিন্তু তারা যদি বাংলাদেশের  ড্রাইভিং লাইসেন্স না পেয়ে থাকে তাহলে অন্য দেশের ড্রাইভিং লাইসেন্স পাবে না। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট করার প্রথম শর্ত হচ্ছে ড্রাইভারকে অবশ্যই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স করতে হবে।

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন: বাংলাদেশে‌ IDP প্রদানকারী সংস্থা কোনটি?

উত্তর: বাংলাদেশে IDP প্রদানকারী একমাত্র সংস্থা হচ্ছে বাংলাদেশ অটো মোবাইল এসোসিয়েশন।

প্রশ্ন: বাংলাদেশ অটো মোবাইল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট কোনটি?

উত্তর: বাংলাদেশ অটোমোবাইল এসোসিয়েশনের ওয়েবসাইট www.aabangladesh.com

প্রশ্ন: ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আবেদন ফি কত?

উত্তর: ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আবেদন ফি ২৫০০ টাকা।

শেষ কথা-

প্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আজকের আর্টিকেলটিতে তুলে ধরার চেষ্টা করেছি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য গুলো। তাই যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাতে চাচ্ছেন কিংবা এই সম্পর্কে জানতে আগ্রহী তার অবশ্যই আজকের পোস্টটি পড়ে বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছেন।

যদি এ সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আরো জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইলো। আজকের মতো বিদায় নিচ্ছি।

পোস্ট ট্যাগ-

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট,ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ফরম,ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ কতদিন,ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোন কোন দেশে গাড়ি চালানো যাবে,ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম,ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে,ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ,ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবে,আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স কি।

স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে ভিজিট করুন –  www.usitbari.com

অনলাইনে স্বপ্নপূরণ এবং টাকা আয় করতে ভিজিট করুন –  www.workupplace.com

ব্লগিং থেকে আর্নিং সম্পর্কিত টিপস পেতে ভিজিট করুন  https://www.youtube.com/@ssitbari283

আরও আপনার জন্য

ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে করণীয়

পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ভিন্নতা

মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম

ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রে BRTA এর লিখিত পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর

লার্নার ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২৩

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

লাল সবুজ পরিবহনের অনলাইন টিকিট কাটার নিয়ম

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করুন ঘরে বসে ২ মিনিটে

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :< strong>এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।