খুব সহজে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৩

ড্রাইভিং লাইসেন্স চেক-ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর তা প্রিন্টিকের কোন পর্যায়ে আছে সেটা জানার জন্য আগে আবেদনকারী কে সংশ্লিষ্ট অফিসে এসে জানতে হতো এর ফলে গ্রাহকের সময় যাতায়াত খরচের অপচয় হতো। বি আর টি এই সমস্যা নিরসনের লক্ষ্যে মোবাইল মেসেজ এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতির স্ট্যাটাস জানার প্রক্রিয়া চালু করে।অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

এর ফলে আবেদনকারীরা বর্তমানে ঘরে বসে তার মোবাইল মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স এর প্রস্তুত এর স্ট্যাটাস জানতে পারে এছাড়াও অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট থেকেও ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং এর কোন পর্যায়ে আছে তা চেক করা যায়।

লাল সবুজ পরিবহনের অনলাইন টিকিট কাটার নিয়ম

বন্ধুরা যারা ড্রাইভিং লাইসেন্স কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে চেক করতে হয় কিংবা মেসেজের মাধ্যমে চেক করতে হয় সেই সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। আর্টিকেলটি মন দিয়ে শেষ পর্যন্ত পড়বেন এতে করে আপনি ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আজকের আর্টিকেল শুরু করা যাক।

ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি

আপনার আবেদনকৃত ড্রাইভিং লাইসেন্সটি হয়েছে নাকি তার চেক করার জন্য সাধারণত তিনটি পদ্ধতি রয়েছে প্রথমত হচ্ছে এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি বা রেফারেন্স নম্বর দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক এবং দ্বিতীয়টি হচ্ছে সফটওয়্যার এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক। এবং তৃতীয়টি হচ্ছে অনলাইনের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক। এই তিনটি পদ্ধতির সম্পর্কে আজকে আলোচনা করব।

মোবাইল এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক

ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL<space> reference number লিখে সেন্ড করুন 26969 এই নাম্বারে। পরবর্তীতে রিপ্লে মেসেজের মাধ্যমে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান অবস্থা জানিয়ে দেওয়া হবে।

সফটওয়্যার এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক

Driving Licence Checker-সফটওয়্যার এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার পর আপনার হুবহু প্রিন্ট কপি দেখতে পারবেন যেমনটা ভবিষ্যতে আপনি হাতে পেলে দেখতে পারবেন। Driving Licence Checker‌ সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজে ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট কপি দেখতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট করার নতুন নিয়ম

প্রিন্ট কপিতে ফন্ট পেজ এবং ব্যাক পেইজ দুইটি দেখতে পারবেন। সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কোন অবস্থানে আছে অর্থাৎ তৈরি হয়ে গেছে কিনা সেটি দেখতে পারবেন। সেটা দেখার জন্য বাম পাশে লেখা দেখতে পারবেন pending or success।

*প্রথমে Driving Licence Checker app টি আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন।

*এরপর সফটওয়্যার এ প্রবেশ করে date of birth এই অপশনটিতে আপনার জন্ম তারিখ লিখবেন।

*এরপর দুইটি অপশন পাবেন DL Number or Reference Number এই দুই অপশন এর মধ্য থেকে দুই নাম্বার অপশন টি বাছাই করে নিবেন।

*এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন।

অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক

ড্রাইভিং লাইসেন্স চেক করার আরেকটি পদ্ধতি হচ্ছে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সটি কোন পর্যায়ে আছে তা চেক করা যায়। তবে এই অনলাইন পদ্ধতি টি সব সময় সচল থাকে না। মাঝে মাঝে ড্রাইভিং লাইসেন্স চেক করার অনলাইন প্রক্রিয়া বন্ধ থাকায় BRTA ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার এবং এসএমএস পদ্ধতি চালু করেছে।

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করুন ঘরে বসে ২ মিনিটে

অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে হলে আপনার যে কোন স্মার্ট ডিভাইস থেকে chorme ব্রাউজার অথবা google ব্রাউজারের মাধ্যমে my.brta.gov.bd/DL status.php এই ওয়েবসাইট ওপেন করে আপনার ড্রাইভিং লাইসেন্স টি চেক করতে পারবেন।যদি কেউ সফটওয়্যারের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে না চান তাহলে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং অবস্থা চেক করতে পারেন।

ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য দরকার

যেকোনো পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্যে আপনার ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার দরকার পড়বে।আপনি যখন ড্রাইভিং লাইসেন্স চেক করার পূর্বে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন তখন আপনাকে একটি ছাড়পত্র দেওয়া হবে অথবা ফরম দেওয়া হবে সেই ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য সহ রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে।

ড্রাইভিং লাইসেন্সের নবায়ন পদ্ধতি

(অপেশাদার)

গ্রাহককে প্রথমে নির্ধারিত ফি (মেয়াদ উত্তীনের ১৫ দিনের মধ্য হলে ২৪২৭ টাকা ও মেয়াদোত্তিনের ১৫ দিন পরে প্রতি বছর ২৩০ টাকা জরিমানা সহ)জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে আবেদনপত্র সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে একই দিনে গ্রাহকের বায়োমেট্রিক্স( ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের ছাপ)গ্রহণ করা হবে স্মার্ট কার্ড wপ্রিন্টিং সম্পূর্ণ হলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

(পেশাদার)

পেশাদার ড্রাইভিং লাইসেন্স ধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত (মেয়াদ উত্তীর্ণ এর ১৫ দিনের মধ্যে হলে ১৫৬৫ টাকা ও মেয়াদোত্তিনের পরে প্রতি বছর ২৩০ টাকা জরিমানা সহ)জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেলে অফিসে আবেদন করতে হবে গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহকে নির্দিষ্ট সার্কেল অফিস থেকে উপস্থিত হতে হবে স্মার্ট কার্ড w প্রিন্টিং এর সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে গ্রাহক এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র

*নির্ধারিত ফর্মে আবেদন

*রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে প্রযোজ্য)

*ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি

*নির্ধারিত ফি জমাদানের রশিদের বি আর টি এ কপি

*সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি

ডুব্লিকেটস লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া

*নির্ধারিত ফরমে আবেদন।

*জিডি কম্পিউটার ট্রাফিক ক্লিয়ারেন্স।

*নির্ধারিত ফি (হাই সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫টাকা)বিআরটিএ নির্ধারিত ব্যাংকে জমা দানের রশিদ।

*সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি।

ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পূর্ব শর্ত

*ড্রাইভিং লাইসেন্সের পূর্ব শর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স।

*ড্রাইভিং লাইসেন্স এর আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস।

*অপেশাদারের জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।

*মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

ড্রাইভিং লাইসেন্স এখন মটর বাইক বা গাড়ি চালানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় কার্ড।দিন দিন গাড়ি ও মোটর বাইক বাড়ছে তাই আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বা অন্যের লাইসেন্স যাচাই করা আপনার নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিরাপদ থাকার জন্য একজন ড্রাইভার নিয়োগ করুন বা আপনার নিরাপত্তার জন্য ড্রাইভিং লাইসেন্স নিন।

প্রশ্ন:রেফারেন্স নাম্বার কোথায় পাবো?

উত্তর:ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য রেফারেন্স নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার ড্রাইভিং লাইসেন্সকমপ্লিট হয়েছে কিনা বা   পেন্ডিং রয়েছে কিনা সেটি জানার জন্য বিআরটিএ প্রদত্ত রেফারেন্স নাম্বারটি দরকার পড়বে। আর রেফারেন্স নাম্বারটি আপনি যখন ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন তখন আপনাকে ফরম দেওয়া হবে সেই ফর্মে রেফারেন্স নাম্বারটি উল্লেখ থাকবে।

প্রশ্ন:রেফারেন্স নাম্বার হারিয়ে গেলে করণীয় কি?

উত্তর:রেফারেন্স নাম্বার হারিয়ে গেলে আপনি নিকটস্থ বিআরটিএ অফিসে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে ড্রাইভিং লাইসেন্স এর রেফারেন্স নাম্বার পাওয়ার বিকল্প ব্যবস্থা সম্পর্কে জানাতে পারবে।

প্রশ্ন:ড্রাইভিং লাইসেন্স আবেদনের কতদিন পর পাওয়া যাবে?

উত্তর:ড্রাইভিং লাইসেন্স আবেদন করার সময় আপনাকে একটি নির্দিষ্ট তারিখ বলে দেওয়া হয় সেই নির্দিষ্ট তারিখের ভেতরে আপনার ড্রাইভিং লাইসেন্স টি সম্পূর্ণভাবে প্রিন্ট হয় এবং উক্ত তারিখে আপনি ড্রাইভিং লাইসেন্স টি আপনার হাতে পেয়ে যেতে পারেন।মাঝে মাঝে সাময়িক অসুবিধা ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে সময় লাগে তাই ধৈর্য ধরতে হবে।

শেষ কথা-

বন্ধুরা যারা আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়েছেন তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স চেক করার প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। যদি কেউ বুঝতে না পারেনতাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করার। এছাড়া আরো এমন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত। আজকের মত এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

পোস্ট ট্যাগ

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম,রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক,নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক,ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার,ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোড,brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক,ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড চেক,ড্রাইভিং লাইসেন্স চেক অনলাইন বাংলাদেশ,লার্নার ড্রাইভিং লাইসেন্স চেক।

স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে ভিজিট করুন -www.usitbari.com

অনলাইনে স্বপ্নপূরণ এবং টাকা আয় করতে ভিজিট করুন –www.workupplace.com

ব্লগিং থেকে আর্নিং সম্পর্কিত টিপস পেতে ভিজিট করুন-https://www.youtube.com/@ssitbari2832

আরও আপনার জন্য

শ্যামলী পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম। ২ মিনিটে

জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার সঠিক নিয়ম।২ মিনিটে

অনলাইনে ট্রেনের টিকিট করার সহজ নিয়ম 

ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম ২০২২।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করুন ৫ মিনিটে

নতুন উপায়ে অনলাইনে ট্রেনের টিকিট করার সহজ নিয়ম

সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর শাখা সমূহ।

বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

SS It BARI JOB NEWS

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম