রোজা থাকা অবস্থায় ঘুমের মতো স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা?

ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষের রোজা ভঙ্গ হবে কি-আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভিজিটর ভাই বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন।আমরা অনেকেই জানিনা ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা? এবং অনেক সময় লজ্জায় এই বিষয়টি কারো সাথে শেয়ার করতে পারে না অনেকেই।

ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষের রোজা ভঙ্গ হবে কি

তাই আজকে আপনাদের জন্য এই আর্টিকেলটি নিয়ে এসেছি। এই আর্টিকেলে ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়বেন এবং এই সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করতে পারবেন।

কি কি করলে রোজা ভাঙ্গে না

মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের জানা উচিত কি কি ভ্রান্ত ধারণার আমাদের মধ্যে আছে যার কারণে আমরা মনে করি যে এগুলো করলে রোজা ভেঙে যাবে অথচ এগুলো কোন রোজা ভাঙার কারণ এর মধ্য পড়ে না।

রোজা ভাঙ্গার অনেকগুলো কারণ রয়েছে। তবে অনেক সময় দেখা যায় কেউ কেউ রোজা ভাঙার আসল কারণ না জেনে ভ্রান্ত ধারণা নিয়ে পানাহার করে ফেলে অথচ দেখা যায় সেসব কারণে রোজা ভঙ্গ হয় না।

১। বমি বমি ভাব হওয়া।

২। অনিচ্ছাকৃতভাবে শরীরের অভ্যন্তরে ধুলাবালি অথবা পোকামাকড় প্রবেশ করলে।

৩। ইনজেকশন শরীরে পুশ করালে।

৪। চোখে ওষুধ কিংবা সুরমা ব্যবহার করলে।

৫। ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে।

৬। ভুলক্রমে আহার গ্রহণ করলে।

৭। মেয়েদের দিকে তাকানোর কারণে কোন কসরত ছাড়া বীর্যপাত হলে।

ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা

যদি কোন ব্যক্তির সিয়ামরত অবস্থায় স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না যেহেতু এটি তার অনিচ্ছায় ঘটেছে। কিন্তু এক্ষেত্রে ব্যক্তির গোসল ফরজ।

আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে,নবী করিম সাঃ বলেছেন তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়। বমি, শিঙ্গা লাগানো, স্বপ্নদোষ। (বায়হাকী হাদিস ৪/২৬৪)

মহরমের রোজা আমল ও ফজিলত

অপর একটি হাদিসে উম্মুল মুমিনীন উম্মে সালমা রাদিয়াল্লাহু তা’আলা বলেন, আবু তালহার রাদিয়াল্লাহু এর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর নিকট এসে জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসূল, আল্লাহ তায়ালা সত্যের বিষয় নিয়ে সংকোচ। আমার জিজ্ঞাসা এই যে, কোন নারীর স্বপ্নদোষ হলে কি তার ওপর গোসল ফরজ?

উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন, হ্যাঁ যদি সে পানি (ভেজা) দেখতে পায়।( সহীহ বুখারী  ১/৪২)

এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে, স্বপ্নদোষ আসলে মানুষের ইচ্ছাকৃত কোন ত্রুটি নয় তাই এর কারণে রোজা ভঙ্গ হবে না যদি সে ঘুমন্ত অবস্থায় থাকে। এবং আরো একটি বিষয় প্রমাণিত, ছেলে মেয়ে উভয়েই স্বপ্নদোষ হলে গোসল ফরজ।

স্বপ্নদোষ হলে ফরজ গোসল না করলে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে

স্বপ্নদোষ হওয়ার পর ফরজ গোসল না করা ব্যক্তিকে পবিত্রতা থেকে দূরে রাখে। তাই এই সময় ব্যক্তির চাইলেও অনেক কিছু থেকেই নিজেকে বিরত রাখতে হবে।

১। নামাজ পড়া যাবে না।

২। মসজিদে প্রবেশ করা যাবে না।

৩। কুরআন স্পর্শ করা কিংবা পাঠ করা থেকে বিরত থাকতে হবে।

৪। তাওয়াফ থেকে বিরত থাকতে হবে।

স্বপ্নদোষ হলে ফরজ গোসল না করলেও কি কি কাজ করা যাবে

পবিত্রতা ঈমানের অঙ্গ। অপবিত্র হয়ে পবিত্র কাজগুলো করা যাবে না। কিন্তু অতিরিক্ত জরুরি প্রয়োজনে অপবিত্র অবস্থায় যে কাজগুলো করা যাবে তাহলো;

১। দোয়া দুরুদ অজিফা পাঠ করা যাবে।

২। মনে মনে জিকির আজগার করলে ক্ষতি হবে না।

৩। ঘরের কাজ করা যাবে।

৪। খাওয়া দাওয়া করা যাবে।

স্বপ্নদোষ হলে কোন নিয়মে ফরজ গোসল করতে হবে

ফরজ গোসলের ক্ষেত্রে কোন আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করা বেদায়াত। তাই এই সময় মনে মনে নিয়ত করে নিতে হবে।দুই হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে। তারপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধৌত করতে হবে শরীরের অন্যান্য জায়গায় অপবিত্র থাকলে তা ধুয়ে ফেলতে হবে। এবং বাম হাত ভালো করে ধুয়ে নিতে হবে।

শবে বরাতের আমল ফজিলত ও করণীয়

এরপর অজু করতে হবে তবে দুই পা ধৌত করা যাবে না ওযু শেষ হলে মাথায় তিনবার পানি ঢালতে হবে।সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমের ডানে তিনবার তারপর বামে তিনবার পানি ঢেলে এমন ভাবে ধুয়ে নিতে হবে যেন শরীরের সামান্য অংশ বা লোম পর্যন্ত পানি পৌঁছায়। সবশেষে দুই পা তিনবার ভালোভাবে ওজুর মত করে ধুয়ে নিতে হবে।

অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যেন পুরুষদের দাঁড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভেজানো হয়।

স্বপ্নদোষ হলে কোন ক্ষেত্রে ফরজ গোসল করতে হবে না

এমন অনেক সময় হয় যে ব্যক্তির ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হয়েছে এরপর তিনি ঘুম থেকে জাগার পর কোন বীজের আলামত দেখতে পাইনি। এমন সময় তার ওপর গোসল ফরজ নয়।

ইবনে কুদামা আল মুগ্নি গ্রন্থে বলেন, যে ব্যক্তির স্বপ্নদোষ হওয়াটা সে জেনেছে কিন্তু পোশাকে বীর্য পায়নি তার ওপর গোসল ফরজ নয়। ইবনুল মঞ্জির বলেন, যতজন আলেমের অভিমত আমার মুখস্ত আছে তারা সকলেই এই মতের উপর ইজমা করেছেন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

কোন ব্যক্তি যদি সিয়ামরত অবস্থায় কিংবা হজে গিয়ে স্বপ্নদোষ হয় তাহলে তার কোন গুনাহ নেই তার ওপর কাফফারা নেই।এটি তার রোজার ওপর কিংবা হজের ওপর কোন বিরূপ প্রভাব ফেলবে না তার ওপর ফরজ হলো জানাবাতের গোসল করা যদি সে বীর্যপাত করে থাকে। তাই আমরা বলতে পারি যে আমাদের ভ্রান্ত ধারণা দূর করা উচিত এবং সঠিক হাদিস মেনে চলা উচিত।

উপসংহার

সুপ্রিয় ভিজিটর ভাই বন্ধুরা যারা আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েছেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা এই বিষয়ে নিয়ে জানার আগ্রহ নিয়ে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের আর্টিকেল থেকে পেয়েছেন। আজকের পোস্টটি যদি আপনাদের সামান্য তম উপকারে আসে তবে অবশ্যই বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করতে ভুলবেন না।এবং আপনাদের যদি কোন জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ এর সাথেই থাকবেন।

পোস্ট ট্যাগ-

ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষের রোজা ভঙ্গ হবে কি,স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ,রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে গোসলের নিয়ম,স্বপ্নদোষ হলে কি ক্ষতি হয়,স্বপ্নদোষ কি।

আরও পড়ুন –

আ দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা

ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম এবং নামের অর্থ

প দিয়ে মেয়েদের ইসলামিক নামের অর্থসহ তালিকা ২০২৩

দুই অক্ষরের ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা দেখুন

আ দিয়ে মেয়েদের অর্থসহ ইসলামিক নামের তালিকা দেখুন

ক দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

ল দিয়ে মেয়েদের সুন্দর অর্থসহ ইসলামিক নাম ২০২৩

ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম এবং অর্থ

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইলটি সাবস্ক্রাইব করে রাখুন.

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।