আ দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা (কোরআন হাদিসের নাম)

আ দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা -একটি নবজাতক শিশুর পিতা-মাতার বিশেষ দায়িত্ব হল জন্মের সপ্তম দিবসে শ্রুতিমধুর ও সুন্দর অর্থসহ নাম রাখা। সারা বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের মুসলমানদের মধ্যেও ইসলামী সংস্কৃতি সঙ্গে মিল রেখে শিশুর নাম নির্বাচন করার আগ্রহ পরিলক্ষিত হয়।আ দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা

হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে,”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের পিতাদের নামে তাই তোমাদের নামগুলি সুন্দর রাখো।” (আবু দাউদ)

শিশুদের ইসলামিক নামকরণ

একটি শিশুর জন্মের পর তার নাম রাখা নিয়ে তার পরিবার পরিজন আত্মীয়-স্বজনদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা দেয়। বিভিন্ন আত্মীয়-স্বজন শিশুর বিভিন্ন নাম রাখে এবং ডাকে। এক্ষেত্রে শিশুর একটি নির্দিষ্ট নাম নির্বাচন করতে আনন্দঘন পরিবেশে সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে সুন্দর অর্থবহ একটি ইসলামিক নাম রাখাই উত্তম।যদি এক্ষেত্রে মতের ভিন্নতা দেখা দেয় তাহলে শিশুর পিতারি নাম রাখার অগ্রাধিকার পাওয়া উচিত।

ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম এবং নামের অর্থ

আল্লাহ তায়ালা বলেছেন,”তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয় ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায় সঙ্গত।”(সূরা আহযাব আয়াত:৫)

একজন শিশু জন্মগ্রহণ করার পর তার যে নাম রাখা হয় সবাই তাকে সেই নামেই ডাকে এবং চেনে। এমনকি দুধ পান রত অবস্থায় শিশুকে সেই নামে ডাকলেও সে বুঝতে পারে তাকে ডাকা হচ্ছে। আর বড় হবার পর এই নামেই সে পরিচিতি লাভ করে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।SS IT BARI-ভালোবাসার ব্লগ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আজকের আর্টিকেলে স্বাগতম। সুপ্রিয় ভিজিটর বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন।বরাবরের মতো আমি আজকেও নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে ই দিয়ে ছেলেদের ইসলামিক সার্চ করে থাকি।

কিন্তু সঠিক নাম বা অর্থ সংক্রান্ত বিভিন্ন ত্রুটির কারণে নাম বাছাই করতে পারি না। কিন্তু বন্ধুরা এ নিয়ে চিন্তার কোন কারণ নেই আপনাদের সুবিধার জন্য আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম নিয়ে আমি আজকের আর্টিকেলটি লিখছি। তাই আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম বাছাই করতে শেষ পর্যন্ত আর্টিকেলটি আপনাকে পড়তে হবে।

ছেলেদের ইসলামিক নাম

হযরত সাঈদ ইবন মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহুর দাদা হাজন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলে তিনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তিনি বললেন আমার নাম হাজন (শক্ত)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বরং তোমার নাম হওয়া উচিত সাহল (সহজ সরল) তিনি বলেন আমার পিতা যে নাম রেখেছেন তা আমি পরিবর্তন করব না।

সৈয়দ ইবনে মুসাইয়া বলেন এরপর আমাদের পরিবারে পরবর্তীকালে কঠিন অবস্থা ও পেরেশানি লেগে থাকত (বুখারী মিশকাত) ।তাই অর্থ জেনে নাম রাখা জরুরী।

দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা (কোরআন হাদিসের নাম)

আওফ-ইসলামিক নামের অর্থ-একজন সাহাবীর নাম।

আওয়াদ- ইসলামিক নামের অর্থ- ভাগ্য; সিংহ।

আওন- ইসলামিক নামের অর্থ- বাদ্য;বাদক।

আন্দাল- ইসলামিক নামের অর্থ- সাহায্য।

আন্দালিব- ইসলামিক নামের অর্থ- বুলবুল।

আমিম- ইসলামিক নামের অর্থ- ব্যাপক; সম্প্রসারণশীল।

অমিদ- ইসলামিক নামের অর্থ- সর্দার; নেতা।

আম্মার- ইসলামিক নামের অর্থ- দীর্ঘজীবী।

আসাদুজ্জামান- ইসলামিক নামের অর্থ- যুগের সিংহ।

আলমগীর- ইসলামিক নামের অর্থ- বিশ্বজয়ী।

আফাকুজ্জামান- ইসলামিক নামের অর্থ- আকাশের কিনারা।

আনিসুজ্জামান- ইসলামিক নামের অর্থ- জগতের বন্ধু।

আতিক ওয়াদুদ- ইসলামিক নামের অর্থ- সম্মানিত বন্ধু।

আলাওয়াহ- ইসলামিক নামের অর্থ- ছাড়া; ব্যতীত।

আজিব- ইসলামিক নামের অর্থ- আশ্চর্যজনক।

আমর- ইসলামিক নামের অর্থ- জীবন।

প দিয়ে মেয়েদের ইসলামিক নামের অর্থসহ তালিকা ২০২৩

আলা- ইসলামিক নামের অর্থ- উচ্চ।

আল্লাম- ইসলামিক নামের অর্থ- অধিক জ্ঞানী।

আল ওয়ান- ইসলামিক নামের অর্থ- উন্নত।

আলী- ইসলামিক নামের অর্থ- সুমহান।

আকিল- ইসলামিক নামের অর্থ- নিপুন; বুদ্ধিমান।

আকিদ- ইসলামিক নামের অর্থ- চুক্তি।

আফিফ- ইসলামিক নামের অর্থ- সৎ; পূণ্যবান।

আফাফ- ইসলামিক নামের অর্থ- সাধুতা।

আরাফাত- ইসলামিক নামের অর্থ- নেতৃত্ব লাভ করা।

আজিম- ইসলামিক নামের অর্থ- মহান; বিরাট।

আতুফ- ইসলামিক নামের অর্থ- দয়ালু; সহানুভূতিশীল।

আতাউল্লাহ- ইসলামিক নামের অর্থ- আল্লাহ প্রদত্ত।

আতা- ইসলামিক নামের অর্থ- দান।

আত্তার ইসলামিক নামের অর্থ আতর বিক্রেতা।

আজিজ- ইসলামিক নামের অর্থ- শক্তিশালী।

আ দিয়ে ছেলের শিশুর ইসলামিক নাম

আরিফ নামের অর্থ নেতা জ্ঞানী।

আদনান নামের অর্থ রাসুলুল্লাহ সাঃ এর পিতামহের নাম।

আদি নামের অর্থ যোদ্ধা; জাতি।

আদিল নামের অর্থ সাদৃশ্য; ন্যায়বিচার।

আতিক নামের অর্থ সম্মানিত।

আতবান নামের অর্থ উপদেশদাতা।

আব্দুহু নামের অর্থ আল্লাহর বান্দা।

আবির নামের অর্থ সুগন্ধি।

আবদ নামের অর্থ সেবক; প্রার্থনাকারী।

আব্বাস নামের অর্থ সিংহ।

আলী নামের অর্থ উচ্চ; উন্নত।

আলিম নামের অর্থ বুদ্ধিমান।

আকিফ নামের অর্থ উপাসক; সাধক ‌।

আকিব নামের অর্থ অনুগামী।

আতেফ নামের অর্থ সহানুভূতিশীল।

আরিফ নামের অর্থ জ্ঞানী।

আরিজ নামের অর্থ উঙ্খানকারী।

আবিদ নামের অর্থ ভক্ত; ইবাদতকারী।

আমরুদ নামের অর্থ পেয়ার।

আওয়ায়েস নামের অর্থ বিখ্যাত সাহাবীর নাম।

আছরি নামের অর্থ সম্পদশালী।

আমানুল্লাহ নামের অর্থ আল্লাহর প্রদত্ত নিরাপত্তা।

আইয়ুব নামের অর্থ একজন বিখ্যাত নবীর নাম।

আয়মান নামের অর্থ দক্ষিন; সৌভাগ্যবান।

আউয়াল নামের অর্থ প্রথম।

আউলিয়া নামের অর্থ মহাপুরুষগণ।

আওসাফ নামের অর্থ গুণাবলী।

দুই অক্ষরের ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা দেখুন

আনোয়ার নামের অর্থ উজ্জ্বল; জ্যোতিময়।

আনজাম নামের অর্থ সম্পাদন।

আনজুম নামের অর্থ সেতারা; তারকা।

আনিস নামের অর্থ অন্তরঙ্গ বন্ধু।

আমিন নামের অর্থ বিশ্বস্ত; আমানতদার।

আমজাদ নামের অর্থ সম্মানিত।

দিয়ে ছেলেদের পূর্ণাঙ্গ নাম

আনিসুর রহমান- পূর্ণাঙ্গ নামের অর্থ- বন্ধুত্ব করুণাময়।

আহমদ শরীফ- পূর্ণাঙ্গ নামের অর্থ- অতি প্রশংসিত ভদ্র।

আতিক মুর্শিদ- পূর্ণাঙ্গ নামের অর্থ- স্বাধীন পথপ্রদর্শক।

আজরাফ ফাহিম- কোনাঙ্গ নামের অর্থ- সচতুর বুদ্ধিমান।

আরিফ বখতিয়ার- পূর্ণাঙ্গ নামের অর্থ- তত্ত্বজ্ঞানী; সৌভাগ্যবান‌।

আনোয়ার হোসেন- পূর্ণাঙ্গ নামের অর্থ- সুন্দর জ্যোতির সৌভাগ্যবান বান্দা।

আমির ফয়সাল- পূর্ণাঙ্গ নামের অর্থ- মাসকের পিতা।

আসির ফয়সাল- পূর্ণাঙ্গ নামের অ-র্থ সম্মানিত বিচারক।

আতাহার ইশতিয়াক- পূর্ণাঙ্গ নামের অর্থ- অতি পবিত্র অনুরাগ।

আবু হানিফ- পূর্ণাঙ্গ নামের অর্থ- হানিফার পিতা‌।

আরিফ জামাল- পূর্ণাঙ্গ নামের অর্থ- সৌন্দর্যময় তত্ত্ব জ্ঞানী।

আরিফ সাদিক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সত্যবান জ্ঞানী।

আযহারুল ইসলাম- পূর্ণাঙ্গ নামের অর্থ- ইসলামের ফুল।

আতিক হাবিব- পূর্ণাঙ্গ নামের অর্থ- সম্মানিত বন্ধু।

আতিক মোসাদ্দেক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সম্মানিত প্রত্যয়নকারী।

আবিদ উল্লাহ নামের অর্থ আল্লাহর এবাদতকারী।

আহাম্মদ শিহাব- পূর্ণাঙ্গ নামের অর্থ- অতি প্রশংসাকারী তারকা।

আজাহার উদ্দিন -পূর্ণাঙ্গ নামের অর্থ- ধর্মের ফুল সমূহ।

আজিজুল হক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সৃষ্টিকর্তার প্রিয়।

আব্বাস আলী- পূর্ণাঙ্গ নামের অর্থ- শক্তিশালী বীরপুরুষ।

আতাহার আলি- পূর্ণাঙ্গ নামের অর্থ- অতি উন্নত-পবিত্র।

আকবর আলী- পূর্ণাঙ্গ নামের অর্থ- বড় সুন্দর।

আমজাদ হোসাইন- পূর্ণাঙ্গ নামের অর্থ- দৃঢ় সুন্দর।

আহমাদ আলী- পূর্ণাঙ্গ নামের অর্থ- উত্তম প্রশংসা করি।

আলমগীর কবির- পূর্ণাঙ্গ নামের অর্থ- বিশ্বজয়ী; মহৎ।

আব্দুল্লাহ আল মতি‌- পূর্ণাঙ্গ নামের অর্থ- আল্লাহর অনুগত্য বান্দা।

আনওয়ারুল আজিম- পূর্ণাঙ্গ নামের অর্থ- বিরাট জ্যোতি মালা।

আনওয়ারুল হক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সত্যের জ্যোতি মালা।

আদিল আহনাফ‌- পূর্ণাঙ্গ নামের অর্থ- ন্যায়পরায়ণ; ধার্মিক।

আত্বিক হামিদ- পূর্ণাঙ্গ নামের অর্থ- সম্ভ্রান্ত প্রশংসাকারী।

আসিফ মাসউদ- পূর্ণাঙ্গ নামের অর্থ- যোগ্য ব্যক্তি; সৌভাগ্যবান।

আব্বাস উদ্দিন- পূর্ণাঙ্গ নামের অর্থ- দীনের বীরপুরুষ।

দিয়ে ছেলে বাবুর অর্থসহ ইসলামিক নাম

আরিব মাহমুদ নামের অর্থ প্রশংসিত বুদ্ধিমান।

আসগার আলী নামের অর্থ অত্যধিক ছোট; মহৎ।

আব্দুল মুনিম নামের অর্থ ধনাঢ়্য বান্দা।

আজমল ফুয়াদ নামের অর্থ অতি সৌন্দর্যময় অন্তর।

আবরার ফাহাদ নামের অর্থ পুণ্যবান সিংহ।

আবরার ফাহিম নামের অর্থ পুণ্যবান বুদ্ধিমান।

আসাআদ আল আদিল নামের অর্থ ভাগ্যবান ন্যায় বিচারক।

আজম নামের অর্থ শ্রেষ্ঠতম।

আব্দুল হালিম নামের অর্থ মহা ধৈর্যশীল গোলাম।

আব্দুল হামিদ নামের অর্থ মহা প্রসংশাভাজনের গোলাম।

আবাদ নামের অর্থ অনন্তকাল।

আরহাম নামের অর্থ জ্ঞানী।

আহনাফ নামের অর্থ ধর্মবিশ্বাসী।

আখলাক নামের অর্থ চারিত্র।

আসিল নামের অর্থ উত্তম বংশ।

আশহাদ নামের অর্থ অধিক সাক্ষ্যদানকারী।

আশফাক নামের অর্থ অধিক স্নেহশীল।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

আজরফ নামের অর্থ সচতুর; অতি বুদ্ধিমান।

আকমার নামের অর্থ অতি উজ্জ্বল।

আকতাব নামের অর্থ দিকপাল; মেরু।

আফলাহ নামের অর্থ সাহায্যকারী।

আকদাস নামের অর্থ অত্যন্ত পবিত্র।

আমান নামের অর্থ শান্তি; নিরাপত্তা।

আল- মাউসুআ আলফিকহিয়া কুয়েতিয়া”অর্থাৎ কুয়েতস্থ ফিকহ বিষয়ক বিশ্বকোষ গ্রন্থে বলা হয়েছে-“নাম রাখার মূলনীতি হচ্ছে-

নবজাতকের যেকোনো নাম রাখা জায়েজ যদি না তা শরীয়তের কোন নিষেধাজ্ঞা না থাকে।কিন্তু অনন্ত চিরঞ্জীব মৃত্যু জয় এই অর্থবোধক নাম কোন ভাষাতেই রাখা কোন অবস্থায় জায়েজ নয়। কারণ নশ্বর সৃষ্টি কে অবিনশ্বর সৃষ্টিকর্তা আল্লাহর গুণাবলীতে ভূষিত করা জায়েজ নেই।

শিশু জন্মগ্রহণ করার পর নিজের নাম নিজে রাখতে পারে না। এটা পিতা-মাতা বা অন্যান্য আত্মীয় স্বজনের দায়িত্ব পিতা-মাতা বা যারাই নাম রাখবে তাদের উচিত সুন্দর নাম রাখা। এই প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস ও আবু সাঈদ থেকে বর্ণিত আছে যে,” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সন্তান জন্মগ্রহণ করে সে যেন তার সুন্দর নাম রাখে ও সুশিক্ষা দেয় এবং সাবালক হলে তার বিবাহ দেবে। প্রাপ্তবয়স্ক হলে বিবাহর না দেবার কারণে গুনাহ হলে সেই গুনা তার পিতার উপর বর্তাবে।” (বায়হাকি, হাদীসটি  যঈফ)

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন:আব্দুল বারী নামের অর্থ কি?

উত্তর: আব্দুল বারী নামের অর্থ সৃষ্টিকর্তার গোলাম।

প্রশ্ন: আব্দুল দাইয়ান নামের অর্থ কি?

উত্তর: আব্দুল দাইয়ান নামের অর্থ সুবিচারের দাস।

প্রশ্ন: আব্দুল গাফফার নামের অর্থ কি?

উত্তর: আব্দুল গাফফার নামের অর্থ মহা ক্ষমাশীল এর গোলাম।

শেষ কথা-

প্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আপনি যদি আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম‌ খুঁজতে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই এতক্ষণে আপনি আর্টিকেল থেকে ছেলেদের আ দিয়ে ইসলামিক নামটি বাছাই করতে পেরেছেন। আজকের আর্টিকেলের আ দিয়ে ছেলেদের যে নামগুলো প্রকাশ করা হয়েছে তার সবগুলোই ইসলামিক নাম এবং এর অর্থ গুলো সুন্দর। তাই আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ অনুযায়ী আজকের আর্টিকেল থেকে আপনার শিশুর নাম বাছাই করতে পারেন।

[বিশেষ দ্রষ্টব্য, উল্লেখিত নাম গুলো সম্পূর্ণ ইন্টারনেট থেকে সংগৃহীত তাই কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করবেন]

আজকের আর্টিকেলটি যদি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ওয়েবসাইটটির কথা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।

পোস্ট ট্যাগ-

আ দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা দেখুন,আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২১,আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২২,আ দিয়ে মেয়েদের নামের তালিকা,আ দিয়ে দুই অক্ষরের ছেলেদের ইসলামিক নাম,A দিয়ে ছেলেদের আধুনিক নাম,A দিয়ে ছেলেদের ইসলামিক নাম,আ দিয়ে নাম,A দিয়ে ছেলেদের নাম।

আরও পড়ুন –

আ দিয়ে মেয়েদের অর্থসহ ইসলামিক নামের তালিকা দেখুন

ক দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

ল দিয়ে মেয়েদের সুন্দর অর্থসহ ইসলামিক নাম ২০২৩

ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম এবং অর্থ

স দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা ২০২৩

র দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম অর্থসহ ২০২৩

ম অক্ষর দিয়ে মেয়ে শিশুর ইসলামিক সুন্দর নাম

হ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা (ইসলামিক অর্থসহ)

স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

মেয়েদের ইসলামিক নাম অর্থসহ (আরবি নাম সুন্দর অর্থসহ)

দুই অক্ষরে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ (বিভিন্ন বর্ণ দিয়ে)

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইলটি সাবস্ক্রাইব করে রাখুন.

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :< strong>এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।