বিকাশ থেকে ৫০০ টাকা বোনাস পাওয়ার সহজ নিয়ম।এখুনি আপনিও বোনাস নিন

বিকাশ থেকে ৫০০ টাকা বোনাস-আপনারা ভালো করে  জানেন, বিকাশ বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবা।বিকাশ প্রতিনিয়ত গ্রাহকদের সন্তষ্টির লক্ষ্যে, বিভিন্ন রকম অফার দিয়ে আসছে এবং এখনো দিতেছেন।কিছুদিন আগেও বিকাশ অ্যাড মানি বিভিন্ন রকম অফার এবং বোনাস দিয়েছেন।

বিকাশের আগের অফার ছিল অ্যাড ম্যানি ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ডের মাধ্যমে টাকা যদি আপনি বিকাশে এড করেন, সে ক্ষেত্রে আপনি ভাল মানের বোনাস পাবেন বা পেয়েছেন।

বিকাশ পিন লক খোলার উপায়

আজকে যে বোনাস টি সম্পর্কে জানাবো, সেটি হচ্ছে আপনি কিভাবে ব্যাংক একাউন্টের মাধ্যমে অ্যাড মানি করে 500 টাকা পেয়ে যাবেন।

তবেই বোনাস পাওয়ার জন্য আপনাকে বিকাশের  কিছু শর্ত মানতে হবে।

তাই আমি প্রথমেই আপনাদেরকে এই 500 টাকা বিকাশ থেকে পাওয়ার জন্য যে সকল শর্ত রয়েছে তা নিচে আলোচনা করলাম।

এই বিকাশের বোনাস অফার টি শুরু হবে 4 এ ফেব্রুয়ারি থেকে 4 এ মার্চ 2022 পর্যন্ত।

এই অফার চলাকালীন সময়ে শুধুমাত্র শুক্রবারে আপনি যদি পনেরশো টাকার বেশি অ্যাড মানি করেন কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তাহলে 100 টাকা পেয়ে যাবেন এভাবে দুই কার্য দিনের পরে আপনার এই বোনাস টাকাটি আপনার একাউন্টে যুক্ত হবে।

একজন বিকাশ গ্রাহক ফেব্রুয়ারী মাসের চারটি শুক্রবার এবং মার্চের প্রথম শুক্রবারে মোট 500 টাকায় মোট পাঁচ গুণ বোনাস পাবেন।

 গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

তার মানে হলো একজন গ্রাহক পাঁচটি শুক্রবারে পনেরশো টাকা করে যদি ব্যাংক একাউন্ট থেকে অ্যাড মানি করে, তাহলে প্রতি শুক্রবারে 100 টাকা করে টোটাল 5 শুক্রবারে 500 টাকা বোনাস পেয়ে যাবে।

আপনার মনে রাখার জন্য নিচে পাঁচটি শুক্রবার কোন তারিখ এবং কি বার পড়বে তা আলোচনা করা হলো।

  • ফেব্রুয়ারী 4, 2022;
  • 11 ফেব্রুয়ারি 2022;
  • ফেব্রুয়ারী 18, 2022;
  • 25 ফেব্রুয়ারি, 2022; এবং
  • 4 মার্চ, 2022

বোনাস অফারটি প্রতি শুক্রবার মাত্র 1টি লেনদেনে পাওয়া যাবে। একজন বিকাশ গ্রাহক ক্যাম্পেইন চলাকালীন মোট ৫ বার এই বোনাস অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি শুধুমাত্র অনলাইন ব্যাঙ্কিং বা iBanking-এর জন্য প্রযোজ্য।

“অফারটি শুধুমাত্র iBanking-এর ক্ষেত্রে প্রযোজ্য,” বিকাশ বলেছেন৷ এবং “বিকাশ অ্যাপ এবং API এর মাধ্যমে বিজ্ঞাপনের অর্থের জন্য অফারটি প্রযোজ্য।”

বিকাশ থেকে জামানত ছাড়া লোন নেওয়ার উপায়?

এর মানে হল যে আপনি যদি অফারটি উপভোগ করতে চান তবে আপনি আপনার ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং সাইট বা ব্যাঙ্কের মোবাইল অ্যাপ থেকে আপনার বিকাশ নম্বরে টাকা যোগ করতে পারেন।

এছাড়াও আপনি চাইলে এই অফার সম্পর্কিত যেকোন ধরনের তথ্য বা জিজ্ঞাসা থাকলে, আপনি বিকাশ হেল্পলাইন সেন্টারে কল করে খুব সহজেই আপনার অজানা বিষয়টি জেনে নিতে পারেন । এজন্য আপনার যেটি করতে হবে প্রথমে আপনার মোবাইল ফোনে গিয়ে ওয়ান ১৬২৪৭ এ ডায়াল করলেই বিকাশের কাস্টমার ম্যানেজার আপনার সমস্যাটি শুনে আপনাকে খুব দ্রুত সমাধান দিয়ে দিবে।অথবা বিকাশের অফিসিয়াল ওয়েব পেজ ভিজিট করতে পারেন।

আপনার জন্য আরও-

বিকাশ থেকে জামানত ছাড়া লোন নেওয়ার উপায়?

বিকাশ থেকে 250 টাকায় ইনস্ট্যান্ট বোনাস

বিকাশ থেকে 250 টাকায় ইনস্ট্যান্ট বোনাস

বিকাশ অ্যাপ এ আসলেই 150 টাকা পর্যন্ত বোনাস।

বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা

Leave a Comment