নতুন মোবাইল কতক্ষণ চার্জ দিতে হয় । Mobile Charge

ডিজিটালজগতের আরেকটি নাম হচ্ছে মোবাইল ফোন  প্রতিদিনই নতুন নতুন মোবাইল তৈরি হচ্ছে প্রসেসর র্যাম ব্যাটারি এর ব্যাকআপ ক্ষমতা সবকিছুই উন্নত করে চলছে প্রযুক্তিবিদরা একটি নতুন মোবাইল ফোন কেনার পর, ফোনটি কতক্ষণ চার্জ দিতে হবে বা চার্জ না দিলে কোনো ক্ষতি হবে কিনা ধরনের অনেক চিন্তাই আামাদের মাথায় কাজ করে   নতুন মোবাইল ফোন আপনি  কতক্ষণ  চার্জ দিবেন বিষয়ে আজকে কথা বলব  


অন্য পোস্ট:Bank Asia Customer Care Number 

mobile charge 498084794

Mobile Charge

নতুন মোবাইলফোনকতক্ষণচার্জদিতেহয়:-

নতুনমোবাইল কেনার পর 7 থেকে 8 ঘন্টা  চার্জ  দিব কিনা বা চার্জ না দিলে কোন সমস্যা হবে কিনা, আপনার এমন প্রশ্ন থাকতে পারে ! 

এখনকারমোবাইলের ব্যাটারি  গুলো মূলত তৈরি হয়ে থাকে লিথিয়ামের দ্বারা  যাকে আমরা Li-lon অথবা  Li-Po বলে থাকি  এই ব্যাটারি গুলোর কোন ধরনের মেমোরি ইনফেক্ট নেই

আগেরদিনে মোবাইলের জন্য  যে সমস্ত ব্যাটারি তৈরি করা হতো সেগুলো ছিল Nickel Cadmium   ধরনের ব্যাটারিতে মেমোরি ইনফেক্ট বেশি থাকতো যার কারণে চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারতো না  যার জন্য 60 পার্সেন্ট চার্জ থাকাকালীন সময়ে দেখা যেত যে আবার চার্জে দেওয়ার প্রয়োজন হতো

 

এখনকারযে লিথিয়াম দিয়ে ব্যাটারি গুলো তৈরি সেগুলো যখন চার্জ 100% থাকবে তখন চার্জার থেকে মোবাইলটি খুলে নেবেন  দেখা যায় যে 20% থেকে 10% চার্জ থাকাকালীন অবস্থায় পুনরায় চার্জ লাগিয়ে ফোনটি ব্যবহার করতে পারেন  যদি নতুন অবস্থায় আপনার ফোনে দেখা যায় 60% চার্জ  থাকে তাহলে আপনি চার্জ ছাড়াই আপনার মোবাইল ব্যবহার করতে পারেন, এতে কোন ধরনের কোন সমস্যা নেই

 

আপনারমোবাইল ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করবেন না যখন ফোনের চার্জ 100% হয়ে যাবে তখন চার্জার থেকে খুলে ফোনটি ব্যবহার করবেন  তা না হলে দেখা গেল যে আপনার ফোনের চার্জ থাকাকালীন অবস্থায় যদি আপনি চার্জ দেন তেজস্ক্রিয় হয়ে  দুর্ঘটনা ঘটতে পারে   এজন্য মোবাইল ফোন যখন 90 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যাবে তখন চার্জার খুলে তারপর ফোনটি ব্যবহার করবেন

অন্য পোস্ট:টি ক্যাশ মোবাইল ব্যাংকিং

প্রশ্নোত্তর:-

নতুন মোবাইল কেনার পর চার্জ দিতে কত সময় লাগবে?

100%পর্যন্ত চার্জ করুন।

এবং তারপর চার্জ শেষ না হওয়া পর্যন্ত চার্জ করবেন না এবং যখনই আপনি চার্জ করবেন, 100%পরিশোধ করুন। এর কারণ হল, অল্প পরিমাণ চার্জ এবং বারবার চার্জ করার পর ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়।

 

একটি নতুন ফোন কেনার পর, ব্যাটারিটি চার্জ করে রাখুন -8- hours ঘন্টা যাতে এটি সম্পূর্ণ কার্যকরী হয়। অর্থাৎ, ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা প্রয়োজন। এই সময়ে মোবাইল বন্ধ রাখাই ভালো। এবং যখন ব্যাটারি চার্জ 20%হয়ে যায়, এটি আবার চার্জ করুন।

নতুন মোবাইল ফোনটি পড়ুন, 100% চার্জ করুন এবং চার্জ 20% এর কম হলেই আবার চার্জ করুন, এটি ব্যাটারিকে ভাল রাখে। চার্জ করার সময় মোবাইল বন্ধ বা চালু করুন। ধন্যবাদ



 

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *