উপায় মোবাইল ব্যাংকিং এখন বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবা। উপায় ইউসিবি ব্যাংকের একটি প্রতিষ্ঠান।উপায় মোবাইল ব্যাংকিং সেবা চালু করলে আপনি পেয়ে যাবেন 50 থেকে 100 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট বোনাস।
অন্য পোস্ট:বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম
![]() |
Table of Contents How To Open Upay Account |
উপায় মোবাইল একাউন্ট খুলতে আপনি নিচের দেওয়া নিয়মগুলো অনুসরণ করুন।এছাড়াও আপনারা জানতে পারবেন উপায় মোবাইল ব্যাংকিংয়ের চার্জ ও ফি,উপায় একাউন্ট দেখার নিয়ম, উপায় এর হেল্পলাইন নাম্বার, সহকারে উপায় সম্পর্কিত সব ধরনের তথ্য জানতে পারবেন।
উপায় একাউন্ট খোলার নিয়ম – How To Open Upay Account
প্রথমে আপনি আপনার স্মার্ট ফোন থেকে গুগল প্লে স্টোরে উপায় এর অফিশিয়াল অ্যাপসটি ইন্সটল করে নিন।Apps Link
1.এরপরে আপনার ফোনে উপায় অ্যাপস টি ইন্সটল করা হয়ে গেলে, রেজিস্টার বলে একটা অপশন রয়েছে এই রেজিস্টার এ ক্লিক।
2.এরপরে আপনি আপনার মোবাইল নাম্বার এর Optionএ আপনার মোবাইল নাম্বারটি নির্বাচন করুন এবং আপনি কোন অপারেটরে আছেন, অপারেটর বলতে এখানে আমরা বুঝিয়েছি, আপনি গ্রামীণ সিম ব্যবহার করেন? বাংলালিংক ব্যবহার করেন? রবি ব্যবহার করেন? আপনি যে সিমটি ব্যবহার করেন সেই সিম টি সিলেক্ট করুন।
3.এর পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করলেই ফোনে আপনার 4 সংখ্যার একটি ওটিপি (OTP) সক্রিয়ভাবে সিলেক্ট হয়ে যাবে।
4.তারপরে আপনি আপনার (Nid) এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের দুপাশের ছবি তুলুন। প্রথমে আপনি আপনার Nid Card ফন্ট সাইড এর এনআইডি কার্ডের ছবি উঠাবেন এবং পরে পিছনের সাইটের আপনি ছবি উঠাবেন নিচে নমুনা দেওয়া রয়েছে।
5.এবার পুনরায় আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের থাকা তথ্যগুলো যাচাই বাছাই করুন এবং সঠিক হলে কনফার্ম বাটনে চাপ দিন।
6.এর পরে আপনি আপনার ফোনের সামনের ক্যামেরা দিয়ে একটি ছবি উঠান, আপনি যে অবস্থায় রয়েছেন ঠিক সেই অবস্থায় একটি ছবি উঠাবেন।
7.এর পরে আপনি আপনার চার ডিজিটের একটি সক্রিয় পাসওয়ার্ড দিয়ে বা পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে চাপ দিন।
8.সঠিক ভাবে আপনার উপায় অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি ওয়েলকাম টু উপায় একাউন্ট বলে একটি এসএমএস প্রদর্শিত হবে।
উপায় অ্যাকাউন্ট লগইন করার নিয়ম:How To Login Upay Account
উপায় অ্যাকাউন্টটি আপনার মোবাইল ফোনে লগইন করার জন্য, প্রথমে আপনি আপনার স্মার্ট মোবাইল ফোন থেকে উপায় অ্যাপসটিতে চাপ দিন। উপায় আপস এ চাপ দিলেই আপনার উপায় একাউন্টের অ্যাপসটি ওপেন হয়ে যাবে।
সেখানে 4-digit পিন নাম্বার দিন একটা অপশন আসবে। ঐখানে আপনি আপনার চার ডিজিটের পিন নাম্বারটি প্রদান করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন,তাহলেই আপনার আপ্যাসে আপনার উপায় একাউন্ট ওপেন হয়ে যাবে।
উপায় অ্যাকাউন্ট নিবন্ধন করুন এবং 50-100 টাকা বোনাস পান – Register Upay Account & Get TK 50-100 Bonus
নতুন উপায় একাউন্ট খুললেই আপনি পেয়ে যাবেন 50 থেকে 100 টাকা বোনাস।
ঘরে বসে আপনি নিজেই উপায় অ্যাপস এর মাধ্যমে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি ইনস্ট্যান্ট 25 টাকা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে এবং পরবর্তী সাত দিনের মধ্যে আপনার লেনদেনের উপরে ভিত্তি করে ব্যালেন্স টাকাটি বোনাস আকারে আপনার একাউন্টে যোগ হয়ে যাবে।
উপায় একাউন্ট চার্জ– Upay Account Charge
আপনারা জানেন উপায় একাউন্ট এর চার্জ সবচাইতে কম।
উপায় একাউন্ট এর ক্যাশ আউট চার্জ মাত্র 14 টাকা এবং সেন্ড মানি আপাতত সব উপায়ে ফ্রি করা রয়েছে।
আপনি উপায় অ্যাপস এর মাধ্যমে পেমেন্ট করলেও আপনার চার্জ সম্পূর্ণ ফ্রি।
মোবাইল রিচার্স সম্পূর্ণ ফ্রি
ইউটিলিটি বিল পেমেন্ট সম্পূর্ণ ফ্রি
উপায় অ্যাপস এর মাধ্যমে আপনি অ্যাড মানি করলে আপনার লিঙ্ক করা অ্যাকাউন্ট থেকে অথবা আপনার লিঙ্ক করা কার্ড থেকে অথবা আপনার লিঙ্ক করা ভিসা কার্ড থেকে তাহলে সম্পূর্ণ চার্জ ফ্রি।
উপায় এজেন্টের মাধ্যমে মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম:Upay Account Open
উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট এর মাধ্যমে খোলার জন্য প্রথমে আপনি আপনার নিকটস্থ উপায় সার্ভিসের পয়েন্টে যাবেন অথবা যে দোকানে উপায় সার্ভিস দিয়ে থাকেন আমি দোকানে আপনি আপনার এনআইডি অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্রের এক কপি ফটোকপি নিয়ে যাবেন।
এর পরে আপনি আপনার উপায় এজেন্টের সঙ্গে কথা বলে আপনি আপনার মোবাইল নাম্বারটি বলুন, যে মোবাইল নাম্বারের এগেনস্টে আপনি উপায় একাউন্টটি ওপেন করতে যাচ্ছেন।আপনি আপনার এন আইডি কার্ডটি ওই এজেন্টের লোকের কাছে হস্তান্তর করুন।
প্রথমে আপনার মোবাইলে দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার মোবাইল ফোনে একটি ওটিপি কোড চলে আসবে। সেই কোডটি দিয়ে প্রথমে আপনার অ্যাকাউন্টটি তৈরি করবে এবং আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার সকল ইনফরমেশন পূরণ করবে।
এর পরে আপনার একটি ইমেজ তুলবে ইমেজটি তুলেছে সম্পূর্ণভাবে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নেবে।
এরপরে আপনার ওই সিমে অতএব আপনার মোবাইলে একটি টেম্পোরারি 4 সংখ্যার পিন নাম্বার পাঠানো হবে। আপনি সেটি দিয়ে নতুন করে আপনার ইচ্ছামত একটি পিন সেট করে নিন।
উপায় মোবাইল ব্যাংকিং ডায়াল কোড।Upay Accounts Dial Code
উপায় মোবাইল ব্যাংকিং ডায়াল কোড*268# লিখে আপনি আপনার মোবাইল থেকে ডায়াল করলেই উপায় এর সব ধরনের সার্ভিস দেখতে পাবেন।সেখান থেকে খুব সহজেই আপনি আপনার পছন্দের সার্ভিসটি বেছে নিয়ে কাজ করুন।
উপায় অ্যাপ এ একাউন্ট খোলার সুবিধা।Upay Account
উপায় মোবাইল ব্যাংকিং সেবা নিলে অনেক ধরনের সুবিধা রয়েছে এরমধ্যে আমি উল্লেখযোগ্য কিছু সুবিধা আপনাদের নিচে তুলে ধরার চেষ্টা করলাম।
সেন্ড মানি: দেশের যেকোনো প্রান্ত থেকে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা যেতে পারে।
মোবাইল রিচার্জ:অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যবহার করে মোবাইল রিচার্জ করা যায়।
ক্যাশ ইন: আপনি মোবাইল ব্যাঙ্কিং এ এজেন্ট পয়েন্টে গিয়ে সহজেই ক্যাশ ইন করতে পারেন।
ক্যাশ আউট: ওয়ে এজেন্ট পয়েন্ট থেকে যে কোনো সময় ওয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।
পেমেন্ট: মার্চেন্ট টাচপয়েন্টে সহজেই পেমেন্ট করা যায়, এটি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার একটি উপায়।
বিল পরিশোধ করুন: উপায় অ্যাকাউন্টের মাধ্যমে গ্যাস এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যেতে পারে।
তহবিল স্থানান্তর: এমনকি ব্যাঙ্ক বন্ধের দিনেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওয়ে অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যেতে পারে।
উপায় অ্যাপ ডাউনলোড – Upay App Download
বর্তমানে যেভাবে অ্যাপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিদ্যমান। iOS ডিভাইস অর্থাৎ আইফোনের জন্য ওয়ে অ্যাপ এখনও চালু হয়নি। গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য ওয়ে অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
উপায় কাস্টমার কেয়ার নাম্বার।Upay Helpline Number
আপনি উপায় মোবাইল ব্যাংকিং এর কাস্টমার কেয়ার থেকে সহযোগিতা পেতে কল করুন 16 419 নাম্বারে। আমাদের ২৪/৭ যেকোনো সময় কল করলে আপনি আপনার সেবাটি পেয়ে যাবেন।
এছাড়াও আপনি আমাদেরকে ইমেইলের মাধ্যমে আপনার সমস্যাটি মেইল করতে পারেন মেইল করার জন্য নিচের এই মেইল এড্রেস টি ব্যবহার করুন। Mail: [email protected]
আশা করছি উপরে উপায় মোবাইল ব্যাংকিং সম্পর্কে সব ধরনের information- আপনার জন্য খুবই কার্যকর হিসাবে বিবেচিত হবে
এজন্য আমাদের এই পোস্ট থেকে আপনার যদি বিন্দু পরিমান কোন উপকারে এসে থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন।
আপনার জন্য আরোঃ
সব সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক।
সব সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড-২০২২ ।
সব সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড-২০২২
ভালোবাসার বাংলা ব্লগ(ssitbari) ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
ভালোবাসার বাংলা ব্লগ(ssitbari) ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
ভালোবাসার বাংলা ব্লগ(ssitbari) ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
প্রযুক্তির & অনান্য সব তথ্য জানতে ভিজিট করুন www.ssitbari.com সাইট।

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম