Bajaj Twinner: বাজাজ কি এবার টুইন সিলিন্ডার ইঞ্জিন সহ একটি নতুন পালসার লঞ্চ করবে? শীর্ষ জল্পনা এবার কি নতুন বাইক নিয়ে ভাবছে বাজাজ?
বাজাজ পালসার নামটি তরুণ-তরুণীদের কানে পৌঁছলেই উন্মাদনার বহিঃপ্রকাশ যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। নামটি ভারতীয় বাজারে টু-হুইলার চলাচলের একটি নতুন সংজ্ঞা দিয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে নতুন অবতারে হাজির হয়েছে পালসার। কিন্তু এবার কি আর এক নতুন অবতার আসছে? সংগঠনের কার্যক্রম দেখে এমনটাই অনুমান করা হচ্ছে।
বাজাজ সম্প্রতি ‘টুইনার’ নামে একটি নতুন ট্রেডমার্কের জন্য আবেদন করেছে। যা এই জল্পনার আগুন জ্বালিয়েছে। টুইনার নামটি একটি টুইন-সিলিন্ডার মোটরসাইকেলকে নির্দেশ করে বলে মনে করা হয়। বিশেষ করে নতুন প্রজন্মের পালসার মডেল ৭
ইতিমধ্যে, বাজাজ অটো প্রিমিয়াম মিড-ডিসপ্লেসমেন্ট বাইক তৈরি করতে ব্রিটিশ মোটরসাইকেল নির্মাতা ট্রায়াম্ফের সাথে যৌথভাবে কাজ করেছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করছে। তাই এটি হতে পারে যে আসন্ন মধ্য-ক্ষমতা প্রিমিয়াম টুইন-সিলিন্ডার মোটরবাইকের জন্য ট্রেডমার্ক নাম, দুটি কোম্পানির মধ্যে একটি যৌথ উদ্যোগ৷
২০২২ সালের 250cc সব চাইতে শক্তিশালী নতুন ভার্সন বাজারে
ট্রেডমার্ক সার্টিফিকেট অনুযায়ী মোটরসাইকেল ও স্কুটারের জন্য টুইনার নামের আবেদন করা হয়েছে। পদ ছাড়ার পর তিনি কী করবেন তা এই মুহূর্তে জানা যায়নি।
বলাই বাহুল্য, কেটিএম-এর সাথে বাজাজের অংশীদারিত্ব এদেশে বেশ সফল হয়েছে। এখন বাজাজ চায় ট্রায়াম্ফের সাথে যৌথ উদ্যোগকে জনপ্রিয় করতে। তারা যৌথভাবে রয়্যাল এনফিল্ড, কাওয়াসাকির পণ্যগুলির সাথে প্রতিযোগিতা করতে ভারতীয় বাজারে মাঝারি আকারের বাইক আনবে।
ইলেকট্রিক বাইকের জগতে নতুন নক্ষত্র 273 কিমি টপ স্পিড
আবার, এই ট্রেডমার্কের জন্য বাজাজের আবেদন দেখে নিশ্চিত করে বলা যায় না যে এই নামের কোন মোটরবাইক বাজারে আসবে। কারণ, এর আগেও বাজাজ ফ্লুর, ফ্লুইর এবং নিউরন নামের ট্রেডমার্ক দাখিল করেছিল। প্রসঙ্গত, Bajaj-Triumph যৌথভাবে 2023 সালের মধ্যে বাজারে নতুন বাইকের মডেল আনবে, যেগুলো হতে পারে Triumph Bonneville-এর মতো নিও-রেট্রো ডিজাইনের।
SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
বাংলাদেশের 2022 সালের সবচাইতে সেরা বাইক।
Honda X Blade ABS specification: Last Update New Honda X Blade
একটি নতুন TVS বাইক সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কী?
ইয়ামাহা এমটি-১৫ নতুন ভার্সনে কানেক্ট হবে স্মার্টফোন ।যেনে নিন কি কি থাকছে

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম