2022 Honda CBR650R:হোন্ডা বাইক সম্পর্কে নুতন করে বলার কিছু নাই,যারা আমারা বাইক পাগল,তারা সবাই হোন্ডা বাইকের সার্ভিস সম্পর্কে যানি,হোন্ডা world এর নাম্বার ওয়ান বাইক,তাই আজ জানবো Honda CBR650R এই মডেলে কি এমন এক্সট্রা অ্যাড করেছে হোন্ডা কোম্পানি এবং দাম সহ বিস্থারিত।
Honda-এর নতুন রেসিং বাইক ভারতে এবং বাংলাদেশে পা রেখেছে। কোম্পানি আজ নতুন 2022 CBR650R মিডলওয়েট মোটরসাইকেল লঞ্চ করার ঘোষণা দিয়েছে। পূর্ণাঙ্গ বাইকটি ভারতে এবং বাংলাদেশে আনা হয়েছে (CKD ইউনিট)। 2022 Honda CBR650R দেশে কোম্পানির Bigwing ডিলারশিপে পাওয়া যাবে।
2022 Honda CBR650R-এর আপডেট আগের মডেলের থেকে একটু কম। আপডেট হওয়া মডেলটি ম্যাট গানপাউডার কালো ধাতব এবং স্পোর্টি গ্রাফিক্সের সাথে পাওয়া যাবে। 2022 Honda CBR650R-এর এক্স-শোরুম মূল্য 9.35 লক্ষ টাকা৷ অর্থাৎ গ্রাহকদের আগের মডেলের থেকে 50,000 টাকা বেশি দিতে হবে।
২০২২ সালের 250cc সব চাইতে শক্তিশালী নতুন ভার্সন বাজারে আসলো 2022 Kawasaki ZX-25R । দেখুন বিস্তারিত
হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিভ অফিসার আতসুশি ওগাতা বলেছেন, 2022 Honda CBR650R-এর মাধ্যমে বাইকপ্রেমীরা একটি মধ্যম ওজনের মোটরসাইকেলের সত্যিকারের রাইডিং থ্রিল অনুভব করতে পারবেন। ”
ড্যামন হাইপার ফাইটার:ইলেকট্রিক বাইকের জগতে নতুন নক্ষত্র 273 কিমি টপ স্পিড নিয়ে বাজার এ আসছে
আগের মতই, 2022 Honda CBR650R একটি 649cc 16-ভালভ ফোর-সিলিন্ডার ইঞ্জিনে চলবে। এটি 12,000 rpm-এ 8 bhp এবং 8,500 rpm-এ 56.5 Nm টর্ক উৎপন্ন করে৷ গিয়ারবক্স ছয়. বাইকটির ওজন 211 কেজি এবং সিটের উচ্চতা 635 মিমি। অর্থাৎ উচ্চতা কম হলেও রাইড করতে অসুবিধা হবে না।
মধ্যবিত্তের প্রিয় এই বাইক, পাওয়া যাবে মোট ১১টি কালারে
বাংলাদেশের 2022 সালের সবচাইতে সেরা বাইক।
একটি নতুন TVS বাইক সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কী?
সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!
”
SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম