বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল-2022 । ক্যান্সার এর লক্ষণ

বাংলাদেশ ক্যান্সার হাসপাতাল:ক্যান্সার হচ্ছে বর্তমানে একটি মরণব্যাধি রোগ এই ক্যান্সার শব্দটি শুনলেই মানুষের ভিতরটা কেঁপে ওঠে কারণ ক্যান্সারের রোগী এখনো পর্যন্ত ফিফটি পার্সেন্ট বেঁচে থাকে না

    অন্য পোস্ট:ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম ২০২২

    বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল

    বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল

    আমাদের বাংলাদেশের বাহিরে অন্যান্য বড় বড় রাষ্ট্রের এখনো ক্যান্সারের কোন পরিপূর্ণ চিকিৎসা করে সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার পদ্ধতি এর বিশেষজ্ঞরা বের করতে পারেনিতবে এই বর্তমানেই ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং সব দেশে এই রোগের চিকিৎসা করা সম্ভব হয়না, মানুষ ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক রকম অর্থ সম্পদ নষ্ট করে বড় বড় দেশে গিয়ে চিকিৎসা করতেছে

    কিন্তু অনেক সময় তারা সুষ্ঠু হচ্ছে না তবে এখন বাংলাদেশ সরকারের উদ্যোগে আমাদের বাংলাদেশী বড় বড় ক্যান্সার হসপিটাল তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন রকম থেরাপি এগুলোর মাধ্যমে রোগী অনেকটাই সুস্থ হয়ে আসতেছে

    তবে প্রথমে জানতে হবে আমাদের ক্যান্সার হলে করনীয় কিআপনি যদি নিশ্চিত হন যে আপনার ক্যান্সার হয়েছে ,তাহলে আমাদের নিম্নে দেওয়া এই হসপিটাল গুলোর মধ্যে যেকোনো একটি হসপিটালে আছে ভর্তি হয়ে বিভিন্ন রকম ক্যান্সারের চিকিৎসা নিতে পারবেন


    বাংলাদেশের সেরা ক্যান্সার হসপিটাল

    অন্য পোস্ট:বাংলাদেশের 2022 সালের সবচাইতে সেরা বাইক।

    ক্যান্সার রোগ কাকে বলে? বিজ্ঞানের পরিভাষায় মাইটোসিস কোষ বিভাজনের অনিয়মিত পর্যায় কোষের যে অসহায় বৃদ্ধি হয় তাই ক্যান্সার নামে পরিচিত

    ক্যান্সার মূলত চার প্রকারের হয়ে থাকে এক নাম্বারকার্সিনোমাসারকোমানিউ কেনিয়ানিশোফোমা এবং মেলোমা

    জাতীয় ক্যান্সার হাসপাতাল মহাখালী

    বাংলাদেশের জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট হাসপাতাল টি সর্বপ্রথম বাংলাদেশে অবস্থিত হয় এই হসপিটাল টিতে বিভিন্ন রকম গবেষণা হয় এবং ক্যান্সারের বিভিন্ন বিষয়ে থেরাপি এবং ভালো মানের রেডিওথেরাপি সহ সবকিছু এখানে দেওয়া হয় এটি ক্যান্সার নিরাময়ের জন্য বাংলাদেশের প্রথম জনপ্রিয় একটি হাসপাতাল

    এই হাসপাতালটিকে বাংলাদেশের সর্বোচ্চ সেরা ক্যান্সার হসপিটাল বলা হয় হাজার 982 সালে এই হাসপাতালটি ক্যান্সার রোগের নিরাময় করার জন্য চালু করা হয় এটিই বাংলাদেশের একমাত্র সরকারি ক্যান্সার হসপিটাল

    এই হাসপাতালের সার্ভিস সমূহ

    • ·       ক্যান্সার সনাক্ত করুন
    • ·       সমস্ত ডায়াগনস্টিক
    • ·       সার্জারি
    • ·       রেডিওথেরাপি
    • ·       কেমোথেরাপি
    • ·       সহ আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে

     

    এই হাসপাতালে সরকারি হাসপাতাল হিসেবে সেবার মান অনেক ভালো এবং বাংলাদেশের সেরা হাসপাতাল হিসেবে ধরে নেওয়া যায় চিকিৎসা খরচ এই হাসপাতালে কম এবং চিকিৎসার মান ভালো এখানে দক্ষ নার্স এবং ডাক্তার ঘর বিভিন্ন রকম গবেষণা করে থাকেন এবং ক্যান্সার রোগের চিকিৎসা দিয়ে থাকেন

    মহাখালী ক্যান্সার হাসপাতাল কোথায়?

    যোগাযোগের ঠিকানাঃ মহাখালী, টিভি গেট  রোড  ঢাকা -1212

    টেলিফোন নাম্বারঃ ০২৯৮৮০০৭৮

    Website: www.Nicrh.gov.bd

    আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল

    এই ক্যান্সার হসপিটাল টি এখন বর্তমান সময়ে উন্নত চিকিৎসার জন্য খুবই জনপ্রিয় হয়ে পড়েছে ,এখানে অনেক ধরনের ক্যান্সারের রোগীর পাশাপাশি বিভিন্ন রকম রোগ নিরাময়ের জন্য আধুনিক সব যন্ত্রপাতি রয়েছে এখানে রয়েছে উন্নত নার্স এবং ডাক্তার এখানে ক্যান্সারের জন্য কেমোথেরাপি রেডিও থেরাপি সহকারে প্রদান করা হয়

    হাসপাতালে সুবিধাসমূহ

    • ·       ক্যান্সার সনাক্তকরণ
    • ·       আধুনিক চিকিৎসা চিকিৎসা
    • ·       কেমোথেরাপি
    • ·       অন্যান্য সার্জারি এবং চিকিৎসা

    যোগাযোগের ঠিকানা:বাড়ি নাম্বার #19, রোড নাম্বার 12, ধানমন্ডি আর / , ঢাকা -1209 বাংলাদেশ

    যোগাযোগের নাম্বার 🙁 8802) 9127943

    Website: www.ahsaniacancer.org.bd

     

    ডেল্টা হসপিটাল লিমিটেড

    এই হসপিটালটি উন্নত মানের একটি বেসরকারি আধুনিক হসপিটাল এখানে রয়েছে দক্ষ ডাক্তার নার্স অন্যান্য চিকিৎসার পাশাপাশি এখানে ক্যান্সারের জন্যও রয়েছে যথা উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা এখানে ক্যান্সার নিরাময়ের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দেওয়া হয়

    হাসপাতালে যেসব সুবিধা রয়েছে

    • ·       ক্যান্সার সনাক্তকরণ এবং পরিচালনা
    • ·       রেডিওথেরাপি
    • ·       কেমোথেরাপি
    • ·       ক্যান্সার সার্জারি
    • ·       ক্যান্সার পরামর্শ

    রেডিওথেরাপি দেওয়ার জন্য অ্যাডভান্স টেকনোলজি

    যেমনথ্রিডি সিআরটি লিনার ইকুয়েশন মেশিন cobalt-60 মেশিনস্টিমুলেটর সিটি স্টিমুলেটর

     

    যোগাযোগের নাম্বার :+88 01787661376

    Website:[email protected]

    স্কয়ার হসপিটাল

    স্কয়ার হসপিটাল চেনেনা বাংলাদেশে এরকম লোকের সংখ্যা খুব কমই রয়েছে স্কয়ার হসপিটালের প্রতিটি জেলায় অবস্থিত তবে ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য স্কয়ার শুধু ঢাকায় অবস্থিত হয়েছে, এখানে উন্নত চিকিৎসা করা হয় এবং উন্নত যন্ত্রাংশের মাধ্যমে বিভিন্ন রকম ডাক্তারগণ ক্যান্সার রোগ নিরাময় করে থাকেন

     হাসপাতলে যেসব সুবিধা রয়েছে

    • ·       আধুনিক প্রযুক্তির সাথে ক্যান্সার সনাক্তকরণ
    • ·       কেমোথেরাপিরেডিও থেরাপি
    • ·       ডেকেয়ার পরিবেশনা

    যোগাযোগের ঠিকানা ১৮/F,বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক, পান্থপথ, ঢাকা 1205

    যোগাযোগের নাম্বার: 10616 (24 hours)

    Website: www.squarehospital.com

     

    ল্যাবএইড হসপিটাল

    বাংলাদেশ খুব জনপ্রিয় একটি হসপিটাল এটা প্রাইভেট কোম্পানির একটি হসপিটালএই  হসপিটালে উন্নত চিকিৎসা প্রদান করা হয়অন্যান্য চিকিৎসার পাশাপাশি এই হসপিটালে ক্যান্সার রোগের চিকিৎসা প্রদান করা হয় তবে এইটা প্রাইভেট হসপিটাল হওয়ার ফলে অন্যান্য সরকারি হসপিটালের চাইতে খরচ ব্যয় বহুল

    এই হাসপাতালে যেসব সুবিধা রয়েছে

    • ·     ওপিডি
    • ·       কেমোথেরাপি এবং ডে কেয়ার
    • ·       ডায়াগনস্টিক সেবা
    • ·       রেডিওথেরাপি
    • ·       নিউক্লিয়ার মেডিসিন

    যোগাযোগের ঠিকানাঃ 26 গ্রীন রোড ঢাকা 1205 পান্থপথ থেকে একটু সামনের দিকে ধানমন্ডি রোড

    নাম্বারঃ০৯৬৬৬৭১০০০১

    Website: labaid.com.bd


    স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল

    এই হসপিটাল সকল ধরনের চিকিৎসা হয়ে থাকে একটি খুব ভালো মানের জনপ্রিয় একটি হাসপাতাল এটি ঢাকার মিটফোর্ড অবস্থিত এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে অনেকেই হয়তো জানেন না, যে এখানে ক্যান্সারের চিকিৎসা রয়েছে এখানে স্বল্প খরচে ক্যান্সারের চিকিৎসা করে থাকেন

    ক্যান্সার হোম

    ক্যান্সার হুম এই হসপিটালে চিকিৎসার অনেক ভালো এবং ক্যান্সারের জন্য বিশেষভাবে চিকিৎসা করা হয় এটি একটি প্রাইভেট ক্যান্সার ট্রিটমেন্ট সেন্টার

    হাসপাতালের প্রধান দুটি কাজ হলোক্যান্সারের চিকিৎসা এবং ক্যান্সার সচেতনতা

    হাসপাতালে যেসব সুবিধা রয়েছে

    • ·       কেমোথেরাপি
    • ·       রেডিও থেরাপি
    • ·       ক্যান্সার সার্জারি
    • ·       ক্যান্সার নির্ণয়

     

    যোগাযোগের ঠিকানা:53 ,মহাখালী টিভি গেট ,ওয়াটার ট্যাঙ্ক, ঢাকা 1212

    নাম্বার:02-9861111

    Website: Canserhomebd.com


    শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজ

    এই হসপিটালটি উন্নত চিকিৎসার প্রতিশ্রুতিবদ্ধ একটি হাসপাতাল এখানে ক্যান্সারের যাবতীয় রোগ নিরাময়ের জন্য আধুনিক যন্ত্রপাতি সহ বিভিন্ন রকম উন্নত মানের নার্স এবং ডাক্তার গন এখানে যে ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকেন এই হসপিটালটি অবস্থিত শেরেবাংলা নগর ঢাকা

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

    বাংলাদেশে বসবাসরত এমন কোন প্রাপ্তবয়স্ক মানুষ নাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কথা শোনেনিএই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অনেকগুলো বিভাগ রয়েছে এর মধ্যে অনকোলজি বিভাগে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয় এটি খুবই ভালো মানের একটি হাসপাতাল যেখানে স্বল্প খরচে ক্যান্সার নিরাময়ের চিকিৎসা এবং বিভিন্ন থেরাপি দিয়ে থাকা হয়

    যোগাযোগের ঠিকানা :ঢাকা মেডিকেল কলেজ রোড ঢাকা বাংলাদেশ

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    এই হসপিটালটি বাংলাদেশের একটি উন্নত হসপিটাল এর মধ্যে ,এখানেও ক্যান্সার নিরাময়ের জন্য যাবতীয় সব ডিজিটাল যন্ত্রপাতির সমন্বয় রয়েছে এখানে উন্নত মানের ক্যান্সারের চিকিৎসা করা হয় এটি ঢাকার শাহবাগে অবস্থিত এবং এই হসপিটাল টিতে বাছাইকৃত খুব উন্নতমানের ডক্টর এরা চিকিৎসা দিয়ে থাকেন

     

    ক্যান্সার এর লক্ষণ

    ঘন ঘন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যও কোলন ক্যান্সারের একটি লক্ষণ অন্ত্রে ব্যথা বা প্রস্রাবের সময় রক্তপাত মূত্রাশয় ক্যান্সারের লক্ষণ কাশির সময় রক্তপাত ক্যান্সারের লক্ষণ হতে পারে যৌনাঙ্গ বা মলদ্বার থেকে রক্তপাত সহ অন্যান্য অস্বাভাবিকতাও ক্যান্সারের লক্ষণ

     

    ব্লাড ক্যান্সারের লক্ষণ

    দীর্ঘস্থায়ী জ্বর বা ঘন ঘন জ্বর অস্বাভাবিক রক্তপাত (শরীরে ফুসকুড়ি, দাঁতের ক্ষয়প্রস্রাবপায়খানাকাশি সহ রক্তপাত, ঋতুস্রাব বেড়ে যাওয়া ইত্যাদি) * ফুলে যাওয়া গ্রন্থি, বর্ধিত লিভারপ্লীহা * হাড়ের ব্যথা

     

    ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ

    স্তন বা বগলে পিণ্ড বা পিণ্ড অনুভব করা। অনেক মহিলাই মাসিক চক্রের সময় এই লক্ষণগুলি অনুভব করেন এবং এটি মাসিক চক্রের পরে চলে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই, তবে এই লক্ষণগুলি অব্যাহত আছে কিনা তা পরীক্ষা করা প্রয়োজন।

    জরায়ু ক্যান্সার

    সার্ভিকাল ক্যান্সার হল এক ধরনের ক্যান্সার যা যোনি এবং জরায়ুর সংযোগস্থলে কোষে ঘটে। জরায়ু হল শরীরের নীচের অংশ যা যোনিকে জরায়ুর প্রধান শরীরের সাথে সংযুক্ত করে। কিছু স্ট্রেন বা হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি), যা প্রাথমিকভাবে যৌন যোগাযোগের মাধ্যমে ছড়ায়, জরায়ুর ক্যান্সারে ভূমিকা পালন করে।

     ফুসফুসে ক্যান্সারের লক্ষণ

    ফুসফুসের ক্যান্সারের সাধারণ লক্ষণ: 1. কাশি: দুই-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে কাশিকে ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হয়। শুকনো কাশি বা ঘন ঘন কাশি, কাশির সঙ্গে অতিরিক্ত কাশি বা রাতে তীব্র কাশি হতে পারে।

    অন্য পোস্ট:অনলাইন থেকে টাকা ইনকাম। ১০০% প্রমান সহ নিজের অভিজ্ঞতা

    SANAUL BARI

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
    বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

    1 Comment

    1. Unknown Reply

      আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পোস্ট। আপনাদের এই পেইজ থেকে অনেক ভালো ভালো নিউজ পাওয়া যায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *