ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম ২০২২।Online Driving Licence

ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম 2022:যুগের পরিবর্তনে এখন অনেকেরই বিভিন্ন রকম যানবাহন রয়েছে এবং আমরা তার ড্রাইভিং লাইসেন্সের সঠিক নিয়ম না জানার ফলে অনেক সময় অনেক ক্ষেত্রে এই ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে অনেক বিপাকে পড়ি

অন্য পোস্ট:সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর শাখা সমূহ।

ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম ২০২২।Online Driving Licence
ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম ২০২২।Online Driving Licence

আজকে আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে কিভাবে এই ঘরে বসেই আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন সে বিষয়ে জানানোর চেষ্টা করব

ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম,অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম, নবায়ন করার নিয়ম , অনলাইন কপি ডাউনলোড,  চেক  ইত্যাদি নানা বিষয়ে নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে

তবে একটি কথা না বললে না আমার দেওয়া নিচের এই নিয়ম গুলি যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনি খুব দ্রুত এবং খুব কম খরচে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন

অন্য পোস্ট:এসইও টুলস এর সঠিক ব্যবহার এবং গুগল অ্যাডসেন্স পাওয়ার উপায়-2022

ড্রাইভিং লাইসেন্স করার কয়টি পদ্ধতি? bd Driving Licence

ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপাতত আমাদের বাংলাদেশের 2 টি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে একটি হচ্ছেঅনলাইনের মাধ্যমেআরেকটি হচ্ছেঅফলাইনের মাধ্যমে  আমি আপনাদেরকে দুটি পদ্ধতিতেই কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন সহজে তা দেখাবো, এজন্য অবশ্যই আমার পোষ্টটি খুব মনোযোগ সহকারে পড়বেন

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম 2022(Online Driving licence Apply bd)

প্রথমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, কিভাবে আপনি ঘরে বসেই সঠিক নিয়ম এবং 2022 সালের সরকারি নতুন নিয়মে, আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার পদ্ধতি- Brtc Driving Licence

প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার এর ব্রাউজার গিয়ে এই লিঙ্কে প্রবেশ করুন এই লিংকটি হচ্ছে https://bsp.brta.gov.bd/ ওয়েবসাইট পরে আপনি নীচের দেয়াএরকম একটি উইন্ডো পাবেন

উপরে দেওয়া লিংকে প্রবেশ করার পর, আপনি বিআরটিএর ওয়েবসাইট গেলে দেখতে পাবেন, তাদের ওয়েবসাইট এর উপরের দিকেনিবন্ধনবলে একটি অপশন আছে এই নিবন্ধন বাটনটিতে ক্লিক করলেই, আপনার প্রয়োজনীয় কাগজপত্র ওনারা চাইবে  এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন, NID কার্ড এবং আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেটি স্ক্যান কপি জমা দিতে হবে

এবং এই ফরমের সঙ্গে আপনার দুই কপি ছবি দিতে হবে ছবির সাইজ হবে 300 /300অবশ্যই আপনি ছবির সাইজ টি সঠিকভাবে নির্ধারণ করুন এছাড়া আপনার ছবিটি আপলোড নেবেনা

এরপরে আপনাকে বাংলাদেশ সরকারের আওতাধীন মেডিক্যাল যে কোন অফিসার কর্তৃক, মেডিক্যাল সার্টিফিকেট এর একটি স্ক্যান কপি আপনার ফোম যুক্ত করতে হবে তবে মনে রাখবেন অবশ্যই আপনার এই ফাইলের ম্যাক্সিমাম স্পেস 300 কিলোবাইট এর বেশি হওয়া যাবে না

এরপরে আপনি কি ধরনের লাইসেন্স করতে চান, সেটি নির্ধারণ করে দিতে হবে আপনি যে ধরনের গাড়ির লাইসেন্স নিতে চান ঠিক সে ধরনের লাইসেন্স সিলেট করলে তার নির্ধারিত ফি বিআরটিএ নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে

আপনি যে তাদের বিআরটিএ নির্ধারিত ফি বাবদ টাকা দিয়ছেন এর উপরে আপনার টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিয়েছেন তার একটি প্রমাণ স্বরূপ স্ক্যান কপি তাদেরকে জমা দিতে হবে

আপনার সবকিছু সঠিকভাবে পূরণ হলে আপনি আপনার ফাইলটি সাবমিট করবেন

আমার উপরের দেওয়া এই ধাপ গুলি যদি সঠিকভাবে আপনি নিয়ম মেনে আবেদন করেন তাহলে 2022 সালের নতুন বি আর টি আই এর নিয়ম অনুসারে আপনি খুব দ্রুত আপনার লাইসেন্সে পেয়ে যাবেন

অফলাইনে ড্রাইভিং লাইসেন্স করার পদ্ধতি(How to get an offline driving license)

অফলাইনে মাধ্যমেও ড্রাইভিং লাইসেন্স করা যায়, তবে সেটির জন্য একটু সময় ব্যয়বহুল এবং অনেক সময় ঘোরাঘুরি এবং অনেক ক্ষেত্রে দালালের খপ্পরে পড়তে হয়তবে আপনি যদি আমার নিচের দেয়া এই নিয়ম গুলো সঠিক ভাবে মেনে কাজ করেন, তাহলে আপনি সহজেই আপনার কাঙ্খিত ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন

সর্বপ্রথম আপনার চলে যেতে হবে আপনার এলাকার বিআরটিএ কার্যালয়ে বি আর টি আই এর হেড অফিসের ঠিকানা আমি নিচে দিয়ে দিব ,সেখান থেকে আপনারা কথা বলে নিতে পারবেন অথবা সব ধরনের এড্রেস সংগ্রহ করে নিতে পারবেন

অবশ্যই আপনি বিআরটিএ কার্যালয়ে বা অফিসে যাওয়ার সময় আপনার সাথে করেজাতীয় পরিচয় পত্রপাসপোর্টজন্ম নিবন্ধনের কপিসহদুই কপিপাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে

বাংলাদেশ সরকারের আওতাধীন যেকোনো সরকারি মেডিকেল অফিসার কর্তৃক আপনার মেডিকেল সার্টিফিকেট এর একটি কপি প্রিন্ট আউট করে সঙ্গে নিয়ে যেতে হবে

এরপরে আপনাকে বিআরটিএ অফিস থেকে একটি ফর্ম দেওয়া হবেএই ফরমটি হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স এর আবেদন ফরম এই ফরমটি ফিলাপ করার পরে আপনার নির্ধারিত ফি বাবদ টাকা জমা দিতে হবে

এরপরে আপনি যে তিন মাসেরও অধিক ড্রাইভিং শিখেছেন, তার সঙ্গে আপনার একটি লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে হবে

উপরের দেওয়া নিয়ম অনুসারে আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর আপনার জমাকৃত টাকা প্রদান করে যে রশিদ পাবেন সেই রহিদ সহ সকল আবেদনপত্রের কাগজপত্র আপনি বিআরটিএ অফিসে জমা দিবেন

তারা আপনার কাগজপত্রগুলো জমা নেওয়ার পর যাচাইবাছাই করে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উপযুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করে দিবে অথবা আপনি যদি উপযুক্ত না হয় সেটিও তাদের নির্দিষ্ট সময় আপনাকে জানিয়ে দিবে

এছাড়াও যদি আপনাদের এই ড্রাইভিং লাইসেন্স করতে অনলাইনে অথবা অফলাইনে কোন ধরনের সমস্যার সম্মুখীন হন বা সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাদের দেওয়া এই পোস্টে কমেন্টস করুন আমাদের টিম খুব দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার সমস্যাটি সমাধান করে দিবে ইনশাল্লাহ

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার নতুন নিয়ম 2022- Driving Licence

নবায়ন শব্দের বিষয়টি আমরা অনেকেই অপরিচিত, কারণ আমরা নবায়ন কি রিনিউ বলে থাকিসব সময় আপনারা চেষ্টা করবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে,আপনার যখন ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার শেষ মাসের শেষ সপ্তাহের মধ্যে কারন আপনার যদি ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন

আপনারা জানেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ থাকে পাঁচ বছর এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে দশ বৎসর

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে প্রয়োজনীয় কাগজপত্র

  •           নির্ধারিত ফরমে আবেদন
  •     সরকারি মেডিকেল অফিসার দ্বারা আপনার মেডিকেল সার্টিফিকেট
  •     ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এই কপিগুলো সত্যায়িত কপি প্রয়োজন হবে
  •     নির্দিষ্ট ফি প্রদানের রশিদ প্রয়োজন হবে
  •     পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ তদন্ত প্রতিবেদন কাগজটি প্রয়োজন হবে
  •     আরো প্রয়োজন পড়বে আপনার সদ্য তোলা এক কপি পাসপোর্ট এবং এক কপি স্ট্যাম্প সাইজের ছবি

অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম 2022

অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার 15 দিনের মধ্যে আবেদন করতেতাহলে আপনার খরচ আসবে ২৪২৭ টাকা মাত্র

যদি আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের মেয়াদ উত্তীর্ণ হয়ে 15 দিন পার হয়ে যায় তাহলে আপনার প্রতি বছরের জন্য 200 টাকা করে জরিমানা প্রদান করতে হবে বিআরটি কে

আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার উপরে আপনার ব্যাংকে টাকা জমা প্রদান করে ওই স্লিপ নিয়ে আপনার বিআরটিএ অফিসে যেতে হবে

বিআরটিসি অফিস কর্তৃক তাদের চাহিদা অনুযায়ী আপনার কাগজপত্রগুলো জমা দিতে হবে

যদি আপনার সকল কাগজপত্র সঠিক থাকে তাহলে তারা যাচাইবাছাই করে ওই দিনই আপনার আঙ্গুলের ছাপ নিয়ে নিবে

এরপরে আপনার ড্রাইভিং লাইসেন্স এর সকল প্রিন্টের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আপনাকে মোবাইল এসএমএস পাঠাবে কবে এবং কোন দিন কোন সময় এগিয়ে আপনি আপনার নবায়নকৃত ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন

পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম 2022

পেশাদার ড্রাইভিং লাইসেন্স যদি আপনি নবায়ন করতে চান তাহলে প্রথমে আপনাকে একটি ব্যবহারিক পরীক্ষা দিতে হবে এবং ওই ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর যদি আপনার 15 দিনের অধিক আপনার ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আপনাকে প্রতিবছর 200 টাকা করে দিতে হবে

মেয়াদ উত্তীর্ণ হওয়ার 15 দিনের মধ্যে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে 1965 টাকা বিআরটিসিতে দিতে হবে

বিআরটিসি কর্তিক যেসকল কাগজ জমা দিতে বলবে সেগুলি জমা দিতে হবে অলরেডি উপরে কি কাগজপত্র দরকার সে বিষয়ে লেখা আছে

আপনার সকল কাগজপত্র যদি সঠিকভাবে জমা হয়ে থাকে আপনার জমাকৃত কাগজপত্র যাচাইবাছাই করে সেই দিনই আপনার আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য তারা বলবে

এরপরে আপনার নবায়ন কাজ সম্পন্ন হয়ে গেলে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক 2022 Brta Driving Licence Check

একটা সময় ছিল ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পরে, সেই ড্রাইভিং লাইসেন্স এর কার্যক্রম বিআরটি অফিস কোন পর্যায়ে আছে, সেটি জানার জন্য  বারবার বিআরটিসি অফিসে গিয়ে খোঁজ খবর নিতে হতো তাতে আমাদের সময়ে এবং অর্থ দুটি নষ্ট হতো তবে 2022 সালের আপডেট আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে আপনার সকল কার্যক্রমের তথ্য লাইভ আপডেট আকারে দেখতে পাবেন এবং জানতেও পারবেনা

  •  মোবাইল ফোনের মেসেজ অপশনে যান এবং DL  Reference no টাইপ করুন এবং 26969 নম্বরে মেসেজ পাঠান উদাহরণস্বরূপ, যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বরটি DM2P045 হয়, তাহলে নিচের মতো মেসেজে টাইপ করুন: DL DM2P045  তারপর এই নম্বরে একটি বার্তা পাঠান 26969 আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিংয়ের বর্তমান অবস্থা ফেরত বার্তায় জানানো হবে

  •    অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য ডিএল চেকার(DL Cheker) এই মোবাইল অ্যাপস কি গুগল প্লে স্টোরে গিয়ে আপনার মোবাইল ফোনে ইন্সটল করে নিন ইন্সটল করার পরে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ডাইভিং লাইসেন্স নাম্বার প্রদান করলেই, খুব সহজেই লাইভ আপডেট দেখতে পাবেন, যে আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিংয়ের কাজ কি অবস্থায় আছে

ড্রাইভিং লাইসেন্স করার কত খরচ হয়?

  •    স্মার্ট কার্ড পেশাদার এর জন্য 1680 টাকা মেয়াদ পাঁচ বছর
  •    অপেশাদার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর জন্য 2542 টাকা আপনাকে দিতে হবে পাঁচ বছর মেয়াদ থাকবে

বিআরটিএ(BRTA) যোগাযোগ এবং হেল্পলাইন নাম্বার:

Help Line Number: 16107

Phone: 09610990998

রবিবারবৃহস্পতিবার (সকাল .০০ থেকে বিকেল .০০টা)

বিআরটিএ(BRTA) ওয়েবসাইট ইউজার ম্যানুয়াল

আপনারা এরপরেও যদি আমাদের বলা অথবা ওয়েবসাইট কিভাবে লগইন করবেন সে বিষয়ে না বুঝতে পারেন তাহলে নিচের দেওয়া আমাদের এই লিংক থেকে বিআরটিএ ইউজার ম্যানুয়াল দেখে আপনি এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

1 thought on “ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম ২০২২।Online Driving Licence”

Leave a Comment