নগদ একাউন্টে পিন ভুলে গেলে যা করবেন?Nagad Pin Code Forget-2022

আপনারা জানেন নগদ ডিজিটাল মোবাইল ব্যাংকিং লেনদেনের একটি সেবা প্রতিষ্ঠান এটি ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান।

    আজকে যে বিষয়টি জানতে পারবেন সেটি হচ্ছে নগদ একাউন্টের আপনি পিন নাম্বার যদি ভুলে জান, তাহলে কিভাবে 2022 সালের নতুন নিয়মে এবং সঠিকভাবে আপনি আপনার পিন নাম্বারটি ফেরত পাবেন।

    অন্য পোস্ট:বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

    নগদ একাউন্টে পিন ভুলে গেলে যা করবেন

    নগদ একাউন্টে পিন ভুলে গেলে যা করবেন

    অনেক সময়ই অনেক রকম কর্মব্যস্ততা এবং বিভিন্ন রকম ব্যস্ততা থাকার কারণেআমরা অনেক সময় আমরা আমাদের একাউন্টের পিন নাম্বার ভুলে যায় এটাই স্বাভাবিক। এজন্য আপনি যদি আপনার একটি নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার পিন নাম্বারটি আপনি ভুলে যান তাহলে কিভাবে আপনি সহজেই পিন নাম্বার বের করবেন সেটি আজকে জানাবো।

    নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে এটি পাওয়া খুবই সহজ তবে কিছু মাধ্যম রয়েছে আপাতত আজকে দুটি মাধ্যমে আলোচনা করব যে দুটি মাধ্যম সবচাইতে সহজ।

    ১. ডায়াল কোড ব্যাবহার করে।(*১৬৭#)

    ২. নগদ এর হেল্পলাইন এ কল করে।

    ডায়াল কোড ব্যাবহার করে পিন  রিসেট করার নিয়ম

    1.প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়াল পেডে ডায়াল করুন *১৬৭#

    2. নাম্বার অপসনে যান।(pin reset)

    3.এখন forget pin এ যান।

    4.এবার Nid card প্রবেশ করান।যে Nid দিয়ে একাউন্ট করা।

    5.এখন Nid Card এ দেয়া জন্ম সাল দিন।

    6.একাউন্টের শেষ লেনদেন দিয়ে Yes অথবা NO  তে প্রবেশ করুন।

    7.লেনদেন করে থাকলে তা কোন ধরনের তা নির্বাচন করুন এবং সঠিক এমাউন্ট দিন।

    8.পিন রিসেট হওয়ার একটা ম্যাসেজ পেলে।

    9.আবার নতুন করে *১৬৭# ডায়াল করুন।

    10.নতুন ৪ সংখ্যার পিন দিন। এবং পুনরায় দিন।

    উপরের সকল ধাপ সঠিক ভাবে অনুসরণ করলে আপনার পিন রিসেট হয়ে যাবে।

    হেল্পলাইনে কল করে পিন রিসেট করার নিয়ম

    প্রথমে আপনি নগদ হেল্পলাইন নাম্বারে কল করুন ১৬১৬৭

    তবে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন অবশ্যই আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি একাউন্ট করেছেন সেই নাম্বার থেকে কল করুন।কল রিসিভ হবার পর আপনি আপনার পিন রিসেট বা পিন নাম্বার ভুলে গেছেন তা সুন্দর ভাবে কাস্টমার ম্যানেজার দের বলুন।

    তাহলে উনারা আপনার কিছু তধ্য যাচায় বাচায় করে আপনার পিন নাম্বারটি রিসেট করে দিবেন।

    নগদ কাস্টমার কেয়ার ইমেল ঠিকানা

    এছাড়াও আপনি নগদ কাস্টমার কেয়ার ইমেল করে আপনার পিন নম্বর ভুলে যাওয়ার সমস্যাটি জানাতে পারেন। তাদের ইমেইল ঠিকানা হল [email protected]

     নগদ অ্যাকাউন্ট পিন সুরক্ষিত করার উপায়

    যেহেতু আপনি অর্থ লেনদেনের জন্য নগদ অ্যাকাউন্ট ব্যবহার করছেন, তাই আপনাকে এই অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর অ্যাকাউন্টের নিরাপত্তা নির্ভর করে পাসওয়ার্ডের ওপর। তাই আপনি যা করতে পারেন-

    আপনার নগদ অ্যাকাউন্টের পিন কখনই কারো সাথে শেয়ার করবেন না।

    পিন নম্বর মুখস্ত করে রাখা ভালো।

    আপনার যদি বারবার আপনার পিন নম্বর ভুলে যাওয়ার অভ্যাস থাকে তবে আপনার পিন নম্বরটি একটি নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন।

    আপনি যদি মনে করেন যে কেউ আপনার পিন নম্বর জানে, উপরে দেখানো উপায়ে এটি পুনরায় সেট করুন।

    শুধু নগদ অ্যাকাউন্ট নয়, পাসওয়ার্ড যেকোনো অ্যাকাউন্টে আপনার নিরাপত্তা নিশ্চিত করে। তাই পাসওয়ার্ড দিয়ে উপরের সেরা অনুশীলনগুলি অনুসরণ করার চেষ্টা করুন।

    আপনার জন্য আরোঃ

    সব সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড-২০২২ ।

    সব সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড-২০২২

    একদম নতুন নিয়মে সহজে নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২২

    ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন ফেসবুক ডিসকভার দিয়ে-2022

    ভালোবাসার বাংলা ব্লগ(ssitbari) ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।

    ভালোবাসার বাংলা ব্লগ(ssitbari) ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন

    ভালোবাসার বাংলা ব্লগ(ssitbari) ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
    প্রযুক্তির অনান্য সব তথ্য জানতে ভিজিট করুন www.ssitbari.com সাইট।

     

    SANAUL BARI

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
    বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *