বিকাশ ব্যালেন্স চেক কোড-2022 | Bkash Balance Check

বিকাশ ক্রমাগত অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা গুলির সাথে সমান। আপনি যদি একজন বিকাশ গ্রাহক হন তাহলে আপনার জানা উচিত কিভাবে বিকাশ অ্যাকাউন্ট দেখতে বা চেক করতে হয়। আপনি সহজেই আপনার মোবাইল থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের সমস্ত লেনদেন সহ সমস্ত ডিজিটাল লেনদেনের বিবরণ দেখতে পারেন।

Bkash Balance Check

Bkash Balance Check

বিকাশ ব্যালেন্স চেক কোড-2022 | Bkash Balance Check

বিকাশ অ্যাকাউন্ট দেখার জন্য সাধারণত দুটি নিয়ম রয়েছে, একটি বিকাশ ডায়াল কোডের মাধ্যমে এবং অন্যটি বিকাশের নিজস্ব অ্যাপসের মাধ্যমে। এখন আপনি যেভাবে অ্যাকাউন্ট দেখতে চান সেভাবে দেখতে চান আপনার সুবিধার জন্য নিচের দুটি পদ্ধতি।

বিকাশ ব্যালেন্স চেক কোড-2022I Dial Code Use

বিকাশ ডায়াল কোডের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্ট দেখতে প্রথমে আপনার মোবাইল ফোন থেকে *246# ডায়াল করুন।

তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন দেখতে পাবেন, আপনি যদি জানতে চান আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে, তাহলে এখান থেকে সেই নাম্বারটি এখানে লেখা হবে, অর্থাৎ আমার বিকাশ। # টাইপ করুন তারপর send বাটনে ক্লিক করুন।

সেন্ড করার পর আপনার সামনে আবার অনেক অপশন আসবে। এখান থেকে, আপনার অ্যাকাউন্ট চেক করতে, আপনাকে একেবারে উপরে 1 লিখতে হবে, সেখানে চেক ব্যালেন্স আছে, এর জন্য আপনাকে আবার 1 টাইপ করতে হবে এবং সেন্ড বাটনে ক্লিক করতে হবে।

সেন্ড বাটনে ক্লিক করার পর আবার “Enter Menu PIN” লেখা দেখতে পাবেন।

এখানে আপনার বিকাশে গোপন পিন নম্বর আছে সেই পিন নম্বরটি টাইপ করে তারপর আবার পাঠান বোতামে ক্লিক করুন।

আপনি যখনই সেন্ড বাটনে ক্লিক করবেন, আপনার ডেভেলপমেন্ট পিন সঠিক হলে, আপনি দেখতে পাবেন আপনার ডেভেলপমেন্ট ব্যালেন্স কত টাকা আপনার সামনে।

বিকাশ ব্যালেন্স চেক অ্যাপ I Bkash App Balance Check

বিকাশের নিজস্ব অ্যাপ রয়েছে। প্রথমত, আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইল ফোনে সেই অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে, আপনি সেই অ্যাপটি খুলুন।

ওপেন করার পর এখানে দুটি অপশন দেখতে পাবেন। একটি হল আপনি যে মোবাইল নম্বর দিয়ে বিকাশ অ্যাকাউন্ট তৈরি করেছেন সেটি উপরের সেলে রাখুন এবং দ্বিতীয়টি যে ঘরে আপনি আপনার বিকাশের গোপন পিন নম্বরটি টাইপ করেছেন সেখানে জেগে থাকবে এবং তারপরে লগইন করুন।

আপনি যদি আপনার মোবাইল নম্বর এবং বিকাশের পিন নম্বর সঠিকভাবে লিখেন তাহলে আপনার অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে খুলবে। এবং আপনি আপনার নামের নীচে ব্যালেন্স জানতে এই বিকল্পটি ট্যাপ করতে দেখতে পাবেন।

আপনি ব্যালেন্স জানতে ট্যাপ করুন এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার বিকাশ একাউন্টে কত টাকা রয়েছে সেটি দেখতে পাবেন ।

এছাড়াও এই অ্যাপগুলির সাহায্যে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ সহ ডিজিটাল লেনদেনের বিকাশের জন্য উপলব্ধ সমস্ত বিকল্প দেখতে পাবেন। আপনি সহজেই দেখতে পারবেন আপনি আপনার বিকাশ থেকে কত টাকা লেনদেন করেছেন, তাই আমি আপনাকে বিকাশ অ্যাপস ব্যবহার করতে বলব।

Bkash send Money কারার নিয়ম

01. *247# ডায়াল করে মেনুতে যান ।

02. “Send Money” মেনুতে যান ।

03. আপনি যে বিকাশ অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাতে চান সেটি লিখুন।

04. আপনি যে পরিমাণ পাঠাতে চান তা লিখুন।

05. লেনদেন সম্পর্কে একটি রেফারেন্স লিখুন।

06. এখন মোবাইল মেনু পিন Click ।

07.বার্তা পাবেন।

Bkash Send Money প্রিয় নম্বরে টাকা পাঠান চার্জ

প্রিয় নম্বরে 25,000 টাকা পর্যন্ত টাকা পাঠাতে কোনো চার্জ লাগবে না। প্রতি মাসে ক্যালেন্ডার।

৫ টাকা। যদি মাসিক লেনদেন হয় টাকার মধ্যে। 50,000 টাকা থেকে

যদি 10 টাকার মাসিক লেনদেন 50,000 টাকার বেশি হয়, তাহলে প্রিয় নম্বরে টাকা পাঠানোর জন্য চার্জ প্রযোজ্য হবে।

বিকাশ অ্যাপ বা ইউএসএসডি-তে 100 টাকা পর্যন্ত সেন্ড মানি চার্জ করা হবে না। যেকোনো সংখ্যায়।

Send Money to Non Priyo Numbers চার্জ

৫ টাকা। মাসিক লেনদেন 100.01 টাকার মধ্যে হলে প্রিয় নম্বর ছাড়া যেকোনো নম্বরে টাকা পাঠানোর জন্য প্রতি লেনদেনের জন্য চার্জ প্রযোজ্য হবে। 25,000 টাকা থেকে।

10 টাকা মাসিক লেনদেন ২৫,০০০ টাকার বেশি হলে প্রিয় নম্বর ব্যতীত যেকোনো নম্বরে টাকা পাঠাতে প্রতি লেনদেনের জন্য চার্জ প্রযোজ্য হবে।

100 টাকা পর্যন্ত Send Money-এর জন্য বিকাশ অ্যাপ বা USSD-এ কোনো চার্জ প্রযোজ্য হবে না। যেকোনো সংখ্যায়।

Bkash helpline number bd

আরো সহযোগিতা পেতে, যেকোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।

Time:  ৯.০০- ৬.০০, রবিবার-বৃহিস্পতিবার, সরকারি ছুটির দিন ছাড়া।

হেল্পলাইন (২৪ ঘণ্টা কল সেন্টার):16247

লাইভ চ্যাট    :https://webchat.bkash.com/

ফেসবুক        :https://www.facebook.com/bkashlimited

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

২ comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *