EICMA 2021: Royal Enfield-এর নতুন 650 সিসি ক্রুজার আত্মপ্রকাশ করতে পারে

Royal Enfield আসন্ন EICMA 2021 নতুন 650 cc ক্রুজার উন্মোচন করতে পারে। · নতুন রয়্যাল এনফিল্ড ক্রুজারটির নাম সুপার উল্কা হতে পারে। EICMA 2021 Specifications

    অন্য পোস্ট:

    2022 Honda NT1100:সামনে আনল Honda ফিউচারিস্টিক ডিজাইনের ট্যুরিং বাইক

    eicma 2021 royal enfield 650 1398718457


     

    Royal Enfield তাদের ৬৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির নতুন ক্রুজার বাইক খুব শীঘ্রই সামনে আনতে চলেছে। মিলানে ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আয়োজিত হতে চলা EICMA 2021 মোটরসাইকেল প্রদর্শনী অনুষ্ঠানে সেই ক্রুজার মডেলটির আত্মপ্রকাশ ঘটবে বলে মনে করা হচ্ছে।

    নি:সন্দেহে বলা যায়, রয়্যাল এনফিল্ডের সবচেয়ে প্রিমিয়াম মোটরসাইকেল হিসেবে সেটির আবির্ভাব হবে। প্রতিযোগিতা চলবে Kawasaki Vulcan S-এর মতো জনপ্রিয় ক্রুজার মোটরসাইকেলের সাথে। EICMA 2021 রয়্যাল এনফিল্ড আরও কয়েকটি মোটরসাইকেল সামনে আনতে পারে বলেও মনে করা হচ্ছে।

    রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসি ক্রুজার মোটরসাইকেলের অফিসিয়াল নাম কি হবে, তা অজানা। যদিও মনে করা হচ্ছে, এটি Shotgun 660 নামে আসতে পারে। যেহেতু নামটি ভারতে ট্রেডমার্ক করা হয়েছে আবার বাইকওয়ালের রিপোর্টে বলা হয়েছে, ক্রুজারের নাম হবে ‘Super Meteor’ উল্লেখ্য, ৭০এর দশকে রয়্যাল এনফিল্ড এই নাম ব্যবহার করে বাইক বাজারে ছেড়েছিল।

    ওই আর্ন্তজাতিক মোটরসাইকেল প্রদর্শনী অনুষ্ঠানে Scram বলে একটি নতুন মোটরসাইকেল উন্মোচন করা হতে পারে, যা আসলে Himalayan অ্যাডভেঞ্চার বাইকের রোডফোকাসড ভার্সন। পাশাপাশি সেখানে স্ক্র্যাম্বলার স্টাইলের একটি বাইক প্রদর্শিত হতে পারে, যেটি Hunter 350 নামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

     অন্য পোস্ট:Yamaha MT-03 Iron Man এডিশন

    Royal Enfield 650 CC Specifications:

    রয়েল এনফিল্ড ইন্টারসেপ্টর 650 648 সিসি ইঞ্জিন দ্বারা চালিত। এই ইন্টারসেপ্টর 650 ইঞ্জিন 47.65 PS @ 7150 rpm শক্তি এবং 52 Nm @ 5250 টর্ক উৎপন্ন করে।

    ·       ইঞ্জিন ডিসপ্লে: 648 cc

    ·       সর্বোচ্চ টর্ক: 52 Nm @ 5250 rpm

    ·       সর্বোচ্চ শক্তি: 47.65 PS @ 7150 rpm

    ·       নির্গমন প্রকার: BS6

     

    EICMA 2021: Royal Enfield: দাম

    রয়েল এনফিল্ড ক্রুজার 650 এর দাম প্রায় 3.50 লক্ষ টাকা (এক্সশোরুম) হতে পারে একটি স্পোর্টিয়ারসুদর্শন বৈকল্পিকও গুপ্তচরবৃত্তি করা হয়েছে এবং আপনি এখানে এটি সম্পর্কে সব পড়তে পারেন রয়্যাল এনফিল্ড 650cc ক্রুজারটি 2021 সালের শেষের দিকে বাজারে আনার সম্ভাবনা রয়েছে

    RS 350,000.00

    SANAUL BARI

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
    বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *