২০২২ ফিফা বিশ্বকাপ চূড়ান্ত সূচি: বাংলাদেশ সময় অনুযায়ী এক নজরে I FIFA World Cup 2022 Fixture

২০২২ ফিফা বিশ্বকাপ চূড়ান্ত সূচি: বাংলাদেশ সময় অনুযায়ী এক নজরে I FIFA World Cup 2022 Fixture-বাংলাদেশ সময় অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২২ ফিক্সচার-সামনে ফিফা বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে আমরা যারা ফুটবল প্রিয় মানুষ রয়েছি তাদের অনেক ধরনের জল্পনা-কল্পনা।২০২২ ফিফা বিশ্বকাপ চূড়ান্ত সূচি

এজন্য আমি আপনাদেরকে 2022 ফিফা কাতার বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী সবকিছু আপনাদেরকে জানিয়ে দিবো ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে।

মোবাইল দিয়ে টাকা আয় পেমেন্ট নগদ এবং বিকাশে

তবে তার আগেই কাতারের মহা বিশ্বকাপ ফুটবল ঘিরে কাতার বিশ্বকাপে ফুটবলের জন্য কি কি বিষয় রেখেছে। সে সকল বিষয়ে খুব কম সময়ে আমরা একটু জেনে আসি, তাহলে এই বিশ্বকাপ জুড়ে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আজকের এই পোস্ট থেকে সম্পূর্ণভাবে মিলে যাবে ইনশাল্লাহ।

২০২২ ফিফা বিশ্বকাপ কাতার কতটা প্রস্তুত?

মিশরের জামালেক এবং সৌদি আরবের আল-আহলি ক্লাবের মধ্যে একটি প্রীতি ম্যাচ দিয়ে 80,000 দর্শক ধারণক্ষমতার লুসাইল স্টেডিয়াম উদ্বোধন করা হয়। ১৮ ডিসেম্বর এই মাঠেই হবে বিশ্বকাপের ফাইনাল। লুসিল সহ সাতটি স্টেডিয়ামই বিশ্বকাপের জন্য প্রস্তুত।

আল-বায়ত এবং আল-জানুব স্টেডিয়ামগুলি আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। দুটি ভেন্যুই সুন্দর মুক্তার আদলে তৈরি করা হয়েছে। ভক্তদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াতের জন্য পাঁচ লেনের হাইওয়ে ও মেট্রোরেল নির্মাণ করা হয়েছে। যার মাধ্যমে আপনি এক ঘণ্টার মধ্যে আল জানুব স্টেডিয়াম থেকে কাতারের সবচেয়ে দক্ষিণের আল-বাইত স্টেডিয়ামে যেতে পারবেন।

২০২২ ফিফা বিশ্বকাপ কোথায় থাকবেন দর্শকরা?

বিশ্বকাপ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1.3 মিলিয়ন দর্শক কাতারে জড়ো হবে। যা কাতারের বর্তমান জনসংখ্যার অর্ধেকের সমান। তাই আবাসন নিয়ে চিন্তা করতে হয় দর্শনার্থী ও আয়োজকদের।

বিশ্বকাপ ভক্তরা দোহা থেকে 20 মিনিটের বোট যাত্রায় কলা দ্বীপের স্লিপিং পোডে থাকতে পারেন। যেখানে তারা প্রতি রাতে 80 ডলারে থাকতে পারবেন। কিন্তু দুঃসংবাদ হল সেই ঘুমের পোদের বেশিরভাগই ফ্রান্স ও ইংল্যান্ড দলের পরিবারের সদস্যরা বুক করে রেখেছেন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

দোহার বেশিরভাগ আবাসিক হোটেল আয়োজক কমিটি, ফিফার কর্মকর্তাদের জন্য সংরক্ষিত থাকবে। যদিও কাতার টুর্নামেন্টের আগে 20,000 ঘর বন্দোবস্ত করবে; যা চাহিদার বিপরীতে অপর্যাপ্ত বলা যায়। তবে সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠবেন বলে আশা করছেন আয়োজকরা।

২০২২ ফিফা বিশ্বকাপ পরিবহন সুবিধা কেমন?

দর্শনার্থীরা সহজেই মেট্রোরেলে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন। যদিও বর্তমানে এর দাম মাত্র 6 রিয়াল, ম্যাচের টিকিটধারীরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়া রাইড শেয়ারিং সার্ভিস ‘উবার’ ব্যবহারের সুযোগ রয়েছে।

২০২২ ফিফা বিশ্বকাপ এয়ার কন্ডিশনিং স্টেডিয়াম

স্টেডিয়াম 974 বাদে, অন্য সব ভেন্যুতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। কাতারে নভেম্বর-ডিসেম্বরের প্রত্যাশিত তাপমাত্রা 30 ডিগ্রি। গ্যালারির তাপমাত্রা 21-12 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হবে বিশেষ ভেন্টের মাধ্যমে বাতাসকে ঠান্ডা করে।

ঘাসের নিচে 350টি স্বয়ংক্রিয় সেন্সর মাঠের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। সেন্সর ফুটবলারদের শরীরের তাপমাত্রা পরিমাপ করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। বাতাসের আর্দ্রতা গণনা করুন। ধুলাবালি অপসারণের জন্য নিয়মিত বিরতিতে একটি এয়ার ফিল্টার সিস্টেমও রয়েছে।

২০২২ ফিফা বিশ্বকাপ চূড়ান্ত সূচি

২০২২ ফিফা বিশ্বকাপ চূড়ান্ত সূচি

আরও পড়ুন-

এন্ড্রয়েড নতুন ফোন কিনার পর যেসব বিষয় চেক করবেন?

সহজে এন্ড্রয়েড ফোন আপডেট করুন

স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ টিপস জেনে নিন

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

 

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই ফেসবুক পেজটি লাইক করে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।