রকেট মোবাইল ব্যাংকিং এর কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা-নতুন আপডেট

রকেট মোবাইল ব্যাংকিং এর কাস্টমার কেয়ার নাম্বার -বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যাংকিং প্রতিষ্ঠান হল ডাচ বাংলা ব্যাংক।বাংলাদেশের অন্যতম এই ডাচ বাংলা ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং সেবার নাম হচ্ছে রকেট মোবাইল ব্যাংকিং সেবা। রকেট নাম রাখার পেছনে যুক্তি হল আকাশে উড়া  দ্রুত যান চলাচল করে থাকে রকেট। আর এই মোবাইল ব্যাংকিং সেবার রকেট বলতে দ্রুত চলাচল কে বোঝানো হয়েছে। রকেটের নে য় মোবাইল ব্যাংকিং সেবা এখন মানুষের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে এই নামের দ্বারা এটাই বোঝানো হয়েছে। রকেট মোবাইল ব্যাংকিং এর বিশেষ কিছু সুবিধা থাকার কারণে রকেট মোবাইল ব্যাংকিং এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।রকেট মোবাইল ব্যাংকিং এর কাস্টমার কেয়ার নাম্বার

রকেট মোবাইল ব্যাংকিং মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট নেটওয়ার্ক দুই ভাবেই সেবা প্রদান করে। যদি কোন গ্রাহক তার অ্যাকাউন্ট সংক্রান্ত কোন ঝামেলার সম্মুখীন হয় তাহলে অবশ্যই তার সমাধান দিবে রকেট কাস্টমার কেয়ার।রকেট মোবাইল ব্যাংকিংয়ে রয়েছে নিজস্ব হেল্প লাইন নাম্বার এবং কাস্টমার কেয়ার। যদি কোন গ্রাহক প্রয়োজন মনে করে তাহলে তাদের হেল্প লাইন নম্বরে যোগাযোগ করে সমাধান করতে পারে এ ছাড়াই সরাসরি কাস্টমার কেয়ার অফিসে গিয়ে তাদের সমস্যার সমাধান করতে পারে।

রকেট মোবাইল ব্যাংকিং এর সুবিধা গুলো কি কি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেউ চলে এসেছি নতুন একটি শিক্ষণীয় আর্টিকেল নিয়ে। আপনি কি রকেট মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার এবং ঠিকানা জানতে চান? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আমার লেখা আজকের আর্টিকেলের আলোচনা করব রকেট মোবাইল ব্যাংকিং এর কাস্টমার কেয়ার নাম্বার এবং ঠিকানা সম্পর্কে। এই বিষয়ে জানতে আশা করছি আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।আর দেরি না করে চলুন চলে যাই আলোচনায়।

রকেট মোবাইল ব্যাংকিং কি

বাংলাদেশের অন্যতম ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং পরিষেবার নাম হলো রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা। মোবাইলের মাধ্যমে গ্রাহককে ডিজিটাল ব্যাংকিং সেবা সর্বপ্রথম চালু করে ডাচ বাংলা ব্যাংক ২০১১ সালে। ২০১১ সালে মোবাইল ব্যাংকিং সেবা চালু হওয়ার পর এর নাম ছিল ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং পরিষেবা।

২০১৬ সালে এই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং পরিষেবার নাম পরিবর্তন করে রাখা হয় রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা। অন্যান্য মোবাইল ব্যাংকিং পরিষেবার মতো রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবারও বিশেষ কিছু সুবিধা রয়েছে। গ্রাহকের কাছে জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে রকেট ের সুযোগ সুবিধাও‌ দিন দিন বৃদ্ধি করছে।

রকেট মোবাইল ব্যাংকিং এর কাস্টমার কেয়ার ঠিকানা

রকেট মোবাইল ব্যাংকিং এর কাস্টমার কেয়ার এর বিভিন্ন শাখা বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। নিম্নে কাস্টমার কেয়ারের ঠিকানা উল্লেখ করা হলো;

ঢাকা জেলার কাস্টমার কেয়ার অফিস

১) ঢাকা জেলার ডানিয়া উপজেলার অফিস-ডিবিএল মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা ব্যাংক লিমিটেড)। ১০৫০ (দ্বিতীয় তলা) ডানিয়া নয়াপাড়া ঢাকা- ১২৩৬।

২) ঢাকা শহরের এলিফ্যান্ট রোড-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ১১৭/১, বাটা সিগনাল, এলিফ্যান্ট রোড, ঢাকা।

৩) ঢাকা শহরের ফার্মগেট এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ২/খ (প্রথম তলায়) ইন্দিরা রোড, তেজগাঁও।

৪) ঢাকা শহরের মিরপুর এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। প্লট #৯, রোড #২, ব্লক-বি, মিরপুর ১০, ঢাকা।

৫) ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায়-সিনিয়র কমপ্লায়েন্স অফিসার, ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ১১/২৮, আজম রোড, মোহাম্মদপুর ঢাকা-১০০৭।

৬) ঢাকা শহরের পুরান ঢাকায় এলাকায়-ডিবিএল মোবাইল ব্যাংকিং। ৩১ ঝণসন রোড, (তৃতীয় তলা) বংশাল, ঢাকা।

৭) ঢাকা শহরের প্রগতিসরণি এলাকায়-ডিবিএল মোবাইল ব্যাংক লিমিটেড। রোয়েটেক সেন্টার ৮৮/১ (তৃতীয় তলা) উত্তর বাড্ডা, ঢাকা।

৮) ঢাকা শহরের রামপুরা এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ছায়ানের (দ্বিতীয় তলা), ৮৯ মালিবাগ, ডিআইটি রোড, ঢাকা।

৯) ঢাকা শহরের তালতলা এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। প্লট #সি/৫৫৬, হোল্ডিং#৯৩৩/সি, খিলগাঁও (মেইন রোড), ঢাকা- ১২১৯।

১০) ঢাকা শহরের টঙ্গী এলাকায়- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। বাড়ি #৭৮, রোড#২/২ মোল্লা রোড, টঙ্গী, গাজীপুর।

১১) ঢাকা শহরের উত্তর এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। প্লট নম্বর ৭, সেক্টর নম্বর ৪, উত্তরা আবাসিক এলাকা, উত্তরা, ঢাকা ১২০৩।

১২) ঢাকা শহরের সাভার এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। বিসমিল্লা সুপারমার্কেট (দ্বিতীয় তলা) বি-২২/১, বাজার রোড।

বাগেরহাট রকেট কাস্টমার কেয়ার ঠিকানা

বাগেরহাট সদর-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। প্রথম তলা ১১৯/২, কে আলী রোড, বাগেরহাট সদর, বাগেরহাট।

বান্দরবান রকেট কাস্টমার কেয়ার ঠিকানা

বান্দরবান সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। মাস্টার গেস্ট হাউস (প্রথম তলা) মেইন রোড, বান্দরবান।

বরগুনা রকেট কাস্টমার কেয়ার ঠিকানা

বরগুনা সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। মোল্লা জালালুদ্দিন ভবন (দ্বিতীয় তলা) নজরুল ইসলাম রোড, বরগুনা সদর, বরগুনা।

বরিশাল রকেট কাস্টমার কেয়ার ঠিকানা

বরিশাল সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। বীর প্রতীক প্লাজা (প্রথম ফ্লোর) হাসপাতালের রোড, বরিশাল।

ভোলা রকেট কাস্টমার কেয়ার ঠিকানা

ভোলা সদর ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ইউসুফ কমপ্লেক্স (দ্বিতীয় তলা),১৪৩৭৩৭, সদর রোড, ভোলা।

বগুড়া রকেট কাস্টমার কেয়ার ঠিকানা

বগুড়া সদর ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। (দ্বিতীয় তলা)জেরিন টাওয়ার, হোল্ডিং নম্বর ৩৫৫, ওয়ার্ড নম্বর ১০, শেরপুর রোড, রহমান নগর, বগুড়া।

ব্রাহ্মণবাড়িয়া কাস্টমার কেয়ার ঠিকানা

ব্রাহ্মণ বাড়িয়া সদর-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড (প্রথম তলা), সারাক বাজার, ব্রাহ্মণবাড়িয়া।

চাঁদপুর রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা

চাঁদপুর সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। প্রিয়ংগান শপিং সেন্টার (দ্বিতীয় তলা) চাঁদপুর সদর, চাঁদপুর।

চুয়াডাঙ্গা রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা

চুয়াডাঙ্গা সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। জান্নাত প্লাজা (প্রথম তলা), চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।

চট্টগ্রাম কাস্টমার কেয়ার অফিস ঠিকানা

১) বাহাদ্দার হাট-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ইসলাম টাওয়ার (তৃতীয় তলা), ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর, বাহাদরহাট, চট্টগ্রাম।

২) আগ্রাবাদ- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। খান ভবন (তৃতীয় তলা) ৪২৯ মনসুরাবাদ ডি টি রোড, ডাবল মিউরিং, চট্টগ্রাম

কুমিল্লা রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা

কুমিল্লা সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। মিসেস রোকেয়া বেগম ৩৩৩, ঝাউতলা (তৃতীয় ফ্লোর), বদুর তলা, কুমিল্লা।

কক্সবাজার রকেট কাস্টমার কেয়ার অফিস

কক্সবাজার সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। 21 ঝাউতলা (দ্বিতীয় তলা) মেইনরোড, কক্সবাজার সদর, কক্সবাজার।

দিনাজপুর রকেট কাস্টমার কেয়ার অফিস

দিনাজপুর সদর- ডাচবাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। (প্রথম তলা) মালদা পট্টি, দিনাজপুর সদর, দিনাজপুর।

ফরিদপুর রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা

ফরিদপুর সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ৩০ উত্তর ফরিদপুর (প্রথম তলা)।

ফেনী রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা

ফেনী সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ৫৭৭ ভূইয়া প্লাজা (দ্বিতীয় তলা) পোস্ট অফিস রোড, ফেনী।

গাইবান্ধা রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা

গাইবান্ধা সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। (প্রথম তলা) মাস্টার পাড়া, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

গাজীপুর রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা

গাজীপুর সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। এশিয়ান টাওয়ার (দ্বিতীয় তলা), জে-৮০ বাস স্ট্যান্ড বাজার রোড, জয়দেবপুর, গাজীপুর।

গোপালগঞ্জ কাস্টমার কেয়ার ঠিকানা

গোপালগঞ্জ সদর ডাচবাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ৫ মাদ্রাসা রোড (প্রথম ফ্লোর), গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।

হবিগঞ্জ কাস্টমার কেয়ার অফিস ঠিকানা

হবিগঞ্জ সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। শাপলা 99 +প্রথম তলা),#৩৯ টাউন মসজিদ রোড, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ।

জামালপুর রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা

জামালপুর সদর ডাচবাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ওয়াজেদ আলী চৌধুরী মেনশন (প্রথম তলা) সাকাল বাজার, জামালপুর সদর, জেলা: জামালপুর।

রকেট মোবাইল ব্যাংকিং এর সুবিধা

রকেট  মোবাইল ব্যাংকিং বর্তমানে গ্রাহকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে আসছে। ডাচ বাংলা ব্যাংক এর আওতাভুক্ত রকেট সীমিত পরিসরে শুরুতে সেবা দিলেও বর্তমানে এর সেবা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেটের সুবিধা গুলো হলো;

১) বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় ব্যাংকিং সেবা প্রদান করা হয়।

২) রকেট মোবাইল ব্যাংকিং একটি সুবিধাজনক সহজলভ্য এবং নিরাপদ লেনদেনের মাধ্যম।

৩) রকেট মোবাইল ব্যাংকিং গ্রাহকের টাকা সঞ্চয়ের জন্য মোবাইল ব্যাংকিং সঞ্চয় বৃদ্ধিতে ভূমিকা রাখে।

৪) রকেট মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

৫) রকেট মোবাইল ব্যাংকিং একটি নিরাপদ ও প্রতারণারোধক লেনদেনের মাধ্যম হিসেবে সকলের নিকট জনপ্রিয়তা লাভ করেছে।

৬) রকেট মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং এর সুবিধা গ্রাহককে প্রদান করে।

৭) রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করছে রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা।

৮) ব্যাংকিং ও এডভান্স পেমেন্ট ট্রানজেকশন সুবিধা হাতের নাগালে নিয়ে এসেছে রকেট।ডাচ বাংলা ব্যাংকের পরিষেবা রকেটের মাধ্যমে সুলভ মূল্যে দেশের অসংখ্য এজেন্ট পয়েন্টে অ্যাডভান্স পেমেন্ট ট্রানজেকশন সম্ভব হচ্ছে।

৯) নিরাপদ অর্থ লেনদেন করছে রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা। রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবার মধ্য টাকার সুরক্ষা নিয়ে কোন চিন্তার কারণ নেই।

রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ

রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ এর মধ্যে রয়েছে রকেট মোবাইল ব্যাংকিং এর সকল সেবা যা আপনি পাবেন হাতের নাগালে।রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ টি ব্যবহার করে একজন গ্রাহক ক্যাশ আউট থেকে ক্যাশ ইন করা ছাড়াও সমস্ত সেবা ভোগ করতে পারবে।মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, merchant payment ইত্যাদি সকল ধরনের সেবা অ্যাপের মাধ্যমে ঘরে বসে আপনি পেতে পারেন।

এছাড়াও আপনার একাউন্টে চেক করার জন্য যদি আপনি চেক কোড ডায়াল করে ব্যালেন্স চেক করা ঝামেলার মনে করেন তাহলে সহজেই আপনি রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ টি থেকে আপনার ব্যালেন্স দেখতে পারেন।

এছাড়াও রকেট একাউন্টে ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করা কিংবা ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার মত কঠিন কঠিন কাজগুলো বেশ সহজে করা সম্ভব রকেট অ্যাপের মাধ্যমে।ডিবিএল এর কোর ব্যাংকিং এর সকল ফিচার রকেট অ্যাপ এ রয়েছে। রকেট অ্যাপ ব্যবহার করে নিকটস্থ ডিবিএল ব্রাঞ্চ এটিএম এজেন্ট বা মার্জেন্ট খুঁজে পাওয়া সম্ভব।

এই সমস্ত সেবাগুলো রকেট অ্যাপের মাধ্যমে পেতে অবশ্যই আপনি আপনার মোবাইলের অ্যাপ স্টোর বা প্লেস্টোর থেকে এখনই রকেট অ্যাপটি সার্চ করে ডাউনলোড করে নিন।

রকেট একাউন্টে ক্যাশ আউট চার্জ

রকেট একাউন্টে ক্যাশ আউট চার্জ ১৬.৭০ টাকা। সেন্ট মানি করার ক্ষেত্রে একজন গ্রাহক ২৫ হাজার টাকা পর্যন্ত কোনরকম চার্জ ছাড়াই সেন্ড মানি করতে পারবে।রকেট একাউন্ট থেকে ডিবিএল ব্যাংক একাউন্টে বা কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে ০.৯% সেন্ড মানি ফি প্রযোজ্য।

রকেট মোবাইল ব্যাংকিং এর সেবা সমূহ

রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একজন গ্রাহক বাংলাদেশের যে কোন স্থান থেকে ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবে। বর্তমানে স্মার্টফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই স্মার্টফোনের দৌলতে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবা আরো জনপ্রিয়  হয়ে উঠেছে গ্রাহকের কাছে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর সেবা সমূহ-

*রকেট মোবাইল ব্যাংকিং যেকোনো সময় গ্রাহককে ক্যাশ ইন করার সুবিধা প্রদান করে।

*যে কোন স্থান থেকে রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একজন গ্রাহক তার টাকা ক্যাশ আউট করতে পারে এজেন্ট পয়েন্টে গিয়ে।

* রকেট মোবাইল ব্যাংকিং গ্রাহককে মার্চেন্ট পেমেন্ট করার সুবিধা প্রদান করে।

*রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করা যায়।

*রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চাকুরীজীবীদের বেতন প্রদান করা হয়।

*বিদেশে রেমিটেন্স ট্রান্সফার করার সুবিধা প্রদান করে রকেট মোবাইল ব্যাংকিং।

* রকেট এর মাধ্যমে মোবাইল ব্যালেন্স রিচার্জ করা যায়।

*রকেট এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মোবাইল ব্যাংকিং এর সহায়তায় টাকা ট্রান্সফার করা যায় অন্যজনের একাউন্টে।

*রকেটের মাধ্যমে সরকারি ভাতা প্রদান করা হয়।

*রকেট মোবাইল ব্যাংকিং এটিএম হতে টাকা উত্তোলন করার সুবিধা প্রদান করে গ্রাহককে।

রকেট মোবাইল ব্যাংকিং চেক কোড

সাধারণত একজন গ্রাহকের একাউন্টে কত টাকা রয়েছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা এড হয়েছে ইত্যাদি জানার জন্য নিজের একাউন্ট চেক করতে হয়।

রকেটে গ্রাহকের একাউন্ট চেক করার জন্য ২টি পদ্ধতি রয়েছে। যথা-

১) ম্যানুয়ালি *৩২২# ডায়াল করে একাউন্ট চেক করা যায়।

২) রকেট অ্যাপ ব্যবহার করে একাউন্ট চেক করা যায়।

রকেট একাউন্টে পিন পরিবর্তন

রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজে নিজের পিন নাম্বার নিজেই পরিবর্তন করা যায়। এই প্রসেসটি সহজ হওয়ায় তা গ্রহদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে। যেকোনো সময় গ্রাহকের পিন সংক্রান্ত কোনো সমস্যা হলে এজেন্টের কাছে দৌড়াদৌড়ি না করে ঘরে বসেই নিজের পিন নিজেই পরিবর্তন করতে পারবে। নিম্ম ে রকেট একাউন্টে প্রিন্ট পরিবর্তন করার নিয়ম দেওয়া হল;

*প্রথমে, আপনার মোবাইলের ডাইল অপশনে গিয়ে *৩২২#এই নাম্বারটি ডায়াল করে রকেট মেনুতে চলে যান।

*রকেট মেনুর সেভেন অপশন অর্থাৎ চেঞ্জ পিন অপশনে সিলেক্ট করুন।

*আপনার বর্তমান পিন দিয়ে রিপ্লে দিতে হবে।

*আপনার বর্তমান পিন দিয়ে রিপ্লে করার পর আপনি যার সংখ্যার নতুন পিন লিখে দিন।

*নতুন পিন লেখার পর রিপ্লে দিলে আপনার পিন নাম্বার সেট হয়ে যাবে।

বর্তমানে  রকেট মোবাইল ব্যাংকিং বাংলাদেশের স্বনামধন্য একটি নিরাপদ আর্থিক লেনদেন মাধ্যম। রকেট মোবাইল ব্যাংকিং এ USSD অথবা SMS+IVR ব্যবহার করা হয়ে থাকে। পিন প্রযুক্তিতে লেনদেনের জন্য USSD ও IVR এই দুইটি অত্যন্ত নিরাপদ পদ্ধতি।ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট একাউন্টে গ্রাহকরা টাকা রেখে সন্তুষ্ট থাকার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন।ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমিক গ্রাহকরা দুই ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে।

একটি হলো ব্যাংকিং কার্যক্রম ঘরে বসে সম্পাদন করতে পারে অন্যটি হলো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল রিচার্জ ইউটিলেটিভ বিল ইত্যাদি পরিশোধ করতে পারে। তাই নিরাপদ লেন দিনের জন্য নিশ্চিন্তে আপনি রকেট একাউন্ট তৈরি করতে পারেন।

সচরাচর জিজ্ঞাসা

রকেট মোবাইল ব্যাংকিং এর হেল্পলাইন নাম্বার কত?

উত্তর: রকেট কাস্টমার সার্ভিস হেল্পলাইন নাম্বার হলো ১৬২১৬।

কোন সিম দিয়ে রকেট একাউন্ট খোলা যায়?

উত্তর: রকেট একাউন্ট খোলার জন্য নির্দিষ্ট কোন সিম প্রয়োজন নেই। যে কোন সিম দিয়ে আপনি রকেট একাউন্ট খুলতে পারবেন।

রকেট মোবাইল ব্যাংকিং এর চেক কোড কত?

উত্তর: রকেট একাউন্ট বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর‌ চেক কোড হলো *৩২২#।

শেষ কথা-

প্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আশা করছি আপনারা আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েছেন। যারা রকেট মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বারগুলো সম্পর্কে জানতেন না তারা অবশ্যই আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। আমার আর্টিকেলটি যদি আপনাদের সামান্য উপকারে আসে সেখানেই আমার সার্থকতা।

যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করবেন। যেকোনো প্রয়োজনে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো পোস্ট এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন।

পোস্ট ট্যাগ-

রকেট মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার এবং ঠিকানা সম্পর্কে জানুন,রকেট কাস্টমার কেয়ার লাইভ চ্যাট,রকেট কাস্টমার কেয়ার ঢাকা,রকেট কাস্টমার কেয়ার গাজীপুর,রকেট কাস্টমার কেয়ার নাম্বার,রকেট কাস্টমার কেয়ার খুলনা,রকেট কাস্টমার কেয়ার টাংগাইল,রকেট কাস্টমার কেয়ার নওগাঁ,রকেট কাস্টমার কেয়ার রাজশাহী।

আপনার জন্য আরো –

আপনার জন্য-

নগদের এজেন্টের কমিশন কত?

মোবাইল ব্যাংকিং বলতে কি বুঝ ও মোবাইল ব্যাংকিং এর অসুবিধা

মোবাইল ব্যাংকিং কয়টি ও কি কি

নগদ মোবাইল ব্যাংকিং ডিলার হতে কি লাগে

মোবাইল ব্যাংকিং বলতে কি বুঝ ও মোবাইল ব্যাংকিং এর অসুবিধা

উপায় মোবাইল ব্যাংকিংয়ে কি সুবিধা পাবেন?

উপায় মোবাইল ব্যাংকিং কোড কত

উপায় অ্যাকাউন্ট খোলার সহজ পদ্ধতি

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩

উপায় ক্যাশ আউট ও সেন্ড মানি খরচ কত

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন-

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 506 other subscribers

SS It BARI JOB NEWS

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম