যে সকল মোবাইল অ্যাপস আপনার ব্যাটারির আয়ু কমিয়ে দিচ্ছে

বর্তমানে আমরা কমবেশি অনেকেই স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে থাকি,কিন্তু ডে বাই ডে আমাদের স্মার্ট মোবাইল ফোনের ব্যাটারির আয়ু অনায়াসেই কমে যাচ্ছে।

IMO তে কথা বলার আগে অবশ্য এই সেটিংসটি অন করে নিন

পরবর্তীতে একটা সময় দেখা যায় 1 থেকে 2 বছরের মধ্যেই মোবাইল ফোনটি সম্পূর্ণ ঠিক থাকে। কিন্তু ব্যাটারির কারণে মোবাইল ফোনটি চেন্জ করে ফেলতে হতে হয়।মোবাইল অ্যাপস আপনার ব্যাটারির আয়ু কমিয়ে দিচ্ছে

এজন্য আজকে যে সকল অ্যাপস ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারির আয়ু কমে যায় সে সকল অ্যাপ সম্পর্কে জানাবো।

বর্তমানে গুগল প্লে স্টোরে অসংখ্য মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। যে অ্যাপ্লিকেশনগুলি একদমই ভাইরাস প্রটেক্ট না অর্থাৎ এই অ্যাপসটির মাধ্যমে বিভিন্ন হ্যাকাররা আপনার তথ্য বা ডাটা পাওয়ার বা অসৎ উদ্দেশ্য পূরণ করার জন্য আপনার এই অ্যাপসগুলি গুগল প্লে স্টোরে পাবলিশ করে রেখেছে।

যে অ্যাপ্লিকেশন গুলোর জন্য আপনার মোবাইল ফোনের ব্যাটারির আয়ু  কমে যাচ্ছে।

ব্যাটারির আয়ু কমে যাওয়া অ্যাপ্লিকেশন গুলোর নাম

বর্তমানে এমন কিছু অ্যাপস গুগল প্লে স্টোর থেকে গুগল সরিয়ে নিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে 20 হাজারেরও বেশি এই অ্যাপগুলি ডাউনলোড হয়ে গিয়েছে অর্থাৎ আপনার গুগল প্লে স্টোরে না থাকলেও আপনার ফোনে হয়তো এই অ্যাপ গুলো থেকে গিয়েছে। এজন্য এই অ্যাপস গুলো দেখে আপনার মোবাইল ফোন থেকে এগুলো আপনি রিমুভ করে দিবেন।

দেখে নিন এই তালিকায় রয়েছে এমন কিছু অ্যাপের নাম-

>> ফ্লাসলাইট (টর্চ)

>> কিউআর রিডার্স

>> ক্যামেরা

>> ইউনিত কোনভার্টস

>> টাস্ক ম্যানেজারস

গুগল এমন ১৬টি অ্যাপ চিহ্নিত করেছে।  যেখানে ক্লিকার নামের ম্যালওয়্যার দেখা গেছে।  এই অ্যাপগুলো খোলার পর সেগুলো রিমোট কনফিগারেশনের মাধ্যমে ডাউনলোড করা হয়।  ফলস্বরূপ তারা HTTP অনুরোধ পাঠায়। মোবাইল অ্যাপস আপনার ব্যাটারির আয়ু কমিয়ে দিচ্ছে

কনফিগারেশন ডাউনলোড করার পরে, এটি Firebase ক্লাউড মেসেজিং সিস্টেমে নিবন্ধিত হয়।  এরপর সেখান থেকে গ্রাহকদের কাছে পুশ মেসেজ পাঠানো হয়।  এর মাধ্যমে গ্রাহকদের নানা ধরনের ক্ষতি সাধনের চেষ্টা করা হচ্ছে।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

আশা করছি উপরের এই পোস্ট করলে অর্থাৎ এই পোস্টটি আপনাদের উপকারে আসবে। আপনারা যারা স্মার্ট মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছেন তারা অবশ্যই উপরের দেওয়া অ্যাপস গুলি যদি আপনার মোবাইল ফোনে থেকে থাকে। তাহলে মোবাইল ফোন থেকে সেগুলি সরিয়ে ফেলবেন।

আরও পড়ুন-

মোবাইল দিয়ে টাকা আয় পেমেন্ট নগদ এবং বিকাশে

ফ্রিল্যান্সার ডটকম থেকে আয়ের উপায়

ফ্রিল্যান্সিং কাকে বলে?

কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো?

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

ফোন ব্যবহার করে ঘরে বসেই ইনকাম করুন

অনলাইনে টাকা আয় করার অ্যাপ

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 506 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই ফেসবুক পেজটি লাইক করে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।