বিনিময় একাউন্ট খোলার নিয়ম | How to Open Binimoy Account 2023

বিনিময় একাউন্ট খোলার নিয়ম –আজকে জানতে পারবেন বিনিময় একাউন্ট আসলে কি?বিনিময় একাউন্ট এর সুবিধা এবং অসুবিধা এছাড়াও বিনিময় একাউন্ট সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় এবং সঠিক নিয়মে বিনিময় একাউন্ট খোলার নিয়ম

বিকাশে গেম খেলে ২০০০ টাকা পুরস্কার নিন

বিনিময় এই শব্দটির সঙ্গে কমবেশি আমরা বর্তমানে অনেকেই পরিচিত লাভ করেছি। কারণ বিভিন্ন মিডিয়া এবং পেপার পত্রিকাতে কিন্তু এই বিনিময় সম্পর্কে অনেক লেখালেখি রয়েছে।কিন্তু এই বিনিময় একাউন্ট সম্পর্কে অনেকেই জানেনা তাই আজকের এই পোস্টের সম্পূর্ণভাবে আপনাদেরকে জানিয়ে দিব বিনিময় একাউন্ট আসলে কি? বিনিময় একাউন্টে কিভাবে তৈরি করবেন সঠিক এবং সহজ উপায়ে।বিনিময় একাউন্ট খোলার নিয়ম

বিনিময় কি?

বিনিময় হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ইন্টার্নাল ডিজিটাল লেনদেন প্লাটফর্ম।

এই বিনিময় প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি খুব সহজেই ডিজিটাল নিয়মে যেকোনো মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ /নগদ রকেট/উপায় গুলির মাধ্যমে আপনি ইন্টার্নালি লেনদেন করতে পারবেন এক একাউন্ট থেকে অন্য একাউন্টে।

অর্থাৎ এই বিনিময় একাউন্টের মাধ্যমে আপনি মোবাইল ব্যাংকিং গুলির মধ্যে এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিংয়ে খুব সহজেই ইন্টার্নালি লেনদেন করতে পারবেন।

বিনিময় একাউন্টের মাধ্যমে লেনদেন করার জন্য প্রথমে বিনিময় একাউন্ট আপনাকে বা গ্রাহককে খুলতে হবে।

অর্থাৎ বিনিময় একজন গ্রাহক কে তার একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। একাউন্ট রেজিস্ট্রেশন করলে একটি ইউনিক নেম দিবে বিনিময় থেকে।

যেমন-bari@binimoy এমন একটি ইউনিক আইডি তৈরি হবে।

এই আইডির মাধ্যমে একজন গ্রাহক তার রিসিভার অর্থাৎ যাকে টাকা পাঠাবে তাকে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা খুব সহজেই পাঠাতে পারবে।

বিনিময়’ প্ল্যাটফর্মের জন্য শুরুতে ব্যয় অনুমান করা হয়েছিল প্রায় ৫৫ কোটি টাকা। পরে এ খরচ বেড়ে হয় ৬৫ কোটি টাকা।

ওরিয়ন ইনফরম্যাটিকস লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড, ফিনটেক সল্যুশন লিমিটেড ও সেইন ভেঞ্চারার্স লিমিটেড (জেভি) বিনিময় প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করে। এদের মধ্যে ওরিয়ন ইনফরম্যাটিকস লিমিটেড ও ফিনটেক সল্যুশন রক্ষণাবেক্ষণ সেবা দিয়ে যাবে

বিনিময় একাউন্ট এর সুবিধা সমূহ

বিনিময় একাউন্টের মধ্যে অনেক ধরনের সুবিধা রয়েছে। তবে আমি আপনাদেরকে উন্নত সবচাইতে যে সুবিধাটি সেই বিষয়ে আলোচনা করছি-

বর্তমানে দেশ ডিজিটাল হলেও গ্রামগঞ্জে অনেক মানুষই রয়েছে যারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে না এবং তারা সব সময় ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ, রকেট নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা আদান প্রদান করে থাকে।

যার ফলে সবচাইতে অসুবিধার কারণ যেটি হয় তা হচ্ছে যারা বিকাশ গ্রাহক রয়েছে তারা নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট এ টাকা প্রেরণ করতে পারে না। আবার যারা নগদ গ্রাহক রয়েছে তারা আবার বিকাশ অথবা রকেট মোবাইল ব্যাংকিং গ্রাহকদের কাছে টাকা প্রদান করতে বা রিসিভ করতে পারে না।

তাই এখন থেকে মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণকারী যারা গ্রাহক রয়েছে- নগদ, বিকাশ এবং রকেট এই ব্যবহারকারীরা যেকোনো নগদ, বিকাশ এবং রকেট মোবাইল ব্যাংকিং এ ১ কোম্পানি থেকে আরেক কোম্পানিতে টাকা আদান প্রদান করতে পারবে এই বিনিময় একাউন্টের মাধ্যমে খুব সহজেই।

তাই বাংলাদেশের যারা গ্রামগঞ্জে বসবাস করে এই সকল গ্রাহকদের জন্য খুবই সুবিধাজনক একটি বিষয় হচ্ছে বিনিময় একাউন্ট।

তো চলুন এখন জেনে নিই কিভাবে বিনিময় একাউন্ট আপনি খুলবেন-

বিনিময় একাউন্ট খোলার নিয়ম

বিনিময় একাউন্ট খোলার অনেকগুলি মাধ্যম রয়েছে তো আমি আপনাদেরকে যেহেতু রকেট এবং বিকাশ সম্পর্কে আলোচনা করছি এজন্য আমি রকেট এবং বিকাশ অ্যাপ দিয়ে কিভাবে খুব সহজেই আপনি বিনিময় অপশনে যাওয়ার পর সেখান থেকে আপনি ইউনিক আইডি পাবেন এবং সে আইডির মাধ্যমে টাকা আদান প্রদান করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

তবে আপনি যে মাধ্যম অবলম্বন করেই আপনি বিনিময় একাউন্ট খুলুন না কেন। অবশ্যই সর্তকতা হিসাবে আপনি খেয়াল রাখবেন আপনার একটি এনআইডি কার্ড থেকে শুধুমাত্র একটি বিনিময় একাউন্ট তৈরি করবেন।

বিকাশ অ্যাপস দিয়ে বিনিময় একাউন্ট খোলার উপায়

  • বিকাশ অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলতে প্রথমে আপনি আপনার স্মার্ট মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন করে নিয়ে আপনি বিকাশ অ্যাপ এ প্রবেশ করুন।
  • অ্যাপে লগইন করার পর হোমস্ক্রিনে থাকা অপশন গুলিতে একটু নিচের দিকে আসলে “অন্যান্য সেবাসুমহ” এই অপশনটির মধ্যে আপনি “বিনিময়(Binimoy)” নামে একটি আইকন দেখতে পাবেন।
  • সেই অপশনটির উপরে আপনি আলতো করে প্রেস বা ক্লিক করলে আপনার সামনে Register Now” বলে একটি অপশন চলে আসবে।
  • আপনার ইমেইল আইডি দিন এবং Small Letter দিয়ে একটি ইউনিক আইডি লিখে Confirm করুন। আইডি ইউনিক না হলে সংখ্যা যোগ করতে পারেন।
  • সবশেষে, বিনিময় একাউন্টের জন্য ৬ ডিজিটের একটি গোপন পিন সেট করে Submit করুন।বিনিময় একাউন্ট খোলার নিয়ম

উপরের এই নিয়ম অনুসরণ করে এবং স্ক্রিনশট গুলি দেখে। সঠিক নিয়মে আপনি এই নিয়ম অনুসরণ করে। বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে বিনিময় অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন।

রকেট থেকে বিনিময় একাউন্ট খোলার নিয়ম

রকেটের মাধ্যমে কীভাবে ঘরে বসে আপনি আপনার বিনিময় একাউন্ট তৈরি করবেন সে বিষয়ে জেনে নিন-

  • রকেট দিয়ে বিনিময় একাউন্ট খোলার জন্য প্রথমে আপনি আপনার রকেট একাউন্টে লগইন করে নিন।
  • এরপরে লগইন হওয়ার সঙ্গে সঙ্গে রকেট অ্যাপের হোমস্ক্রিনে আপনি নিচের দিকে আসলে “বিনিময়” বলে একটি অপশন বাটন দেখতে পাবেন।
  • এর উপরে প্রেস বা ক্লিক করলে আপনার সামনে একটি পপআপ উইন্ডো আসবে যেখানে আপনি আপনার “ইউজার ইমেইল আইডি” এবং নিচের দিকে আইডির ঘরে ছোট হাতের অক্ষর দিয়ে ইউনিক আইডি নেম দিয়ে দিবেন।
  • আপনি যদি চান আপনার বিনিময় একাউন্টে কেউ টাকা পাঠালে তা সরাসরি রকেট একাউন্টে জমা হবে, সেক্ষেত্রে Is default credit account? অপশনে Yes দিন এবং Submit বাটনে ট্যাপ করুন।
  • সবশেষে, বিনিময় একাউন্টের জন্য ডিজিটের একটি গোপন পিন সেট করে Submit করুন।বিনিময় একাউন্ট খোলার নিয়ম

উপরের এই নিয়ম অনুসরণ করলে রকেট অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই আপনি বিনিময় একাউন্ট সম্পন্ন করতে পারবেন।

বিনিময় একাউন্ট সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর

একজন ব্যক্তি কত গুলো বিনিময় একাউন্ট খুলতে পারবে?

একজন ব্যক্তি তার এনআইডি কার্ড দিয়ে একটি মাত্র বিনিময় একাউন্ট খুলতে পারবে।

বিনিময় একাউন্ট খুলতে কি টিন নাম্বার লাগে?

বিনিময় একাউন্ট খুলতে বর্তমানে কোন টিন নাম্বার লাগে না। শুরুর দিকের প্রয়োজন পড়লেও এখন আর সেটি প্রয়োজন হচ্ছে না।

কোন কোন ব্যাংকে বিনিময় সেবা পাওয়া যাচ্ছে?

  • সোনালী ব্যাংক
  • ব্র্যাক ব্যাংক
  • ইউসিবি ব্যাংক
  • ইস্টার্ন ব্যাংক
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
  • পূবালী ব্যাংক
  • আল আরাফাহ ইসলামী ব্যাংক
  • ইসলামী ব্যাংক

কোন কোন মোবাইল ব্যাকিং এ বিনিময় সেবা পাওয়া যাচ্ছে?

  • বিকাশ
  • রকেট
  • এমক্যাশ
  • সেলফিন

আরও পড়ুন-

মোবাইল দিয়ে টাকা আয় পেমেন্ট নগদ এবং বিকাশে

মোবাইল দিয়ে টাকা আয় পেমেন্ট নগদ এবং বিকাশে

বিকাশ ইসলামী সেভিংস একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানুন

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 506 other subscribers

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।