পাসপোর্ট করতে কি লাগে 2023 নতুন নিয়ম

আজকের পোষ্টে আপনাদেরকে সম্পূর্ণভাবে কিলিয়ার করে দেবো আপনারা পাসপোর্ট করতে যাওয়ার আগে পাসপোর্ট করতে কি কি লাগে সেই বিষয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে।

পাসপোর্ট করতে কি লাগে 2023 নতুন নিয়ম

পাসপোর্ট আবেদন করতে যাওয়ার আগে পাসপোর্ট করতে কি লাগে এই বিষয়ে প্রতিটি পাসপোর্ট আবেদনকারী জানা দরকার। কেননা না জেনে আবেদন করতে গেলে বেশ ভালো সম্ভাবনা আছে যে আপনাকে অতিরিক্ত কাগজ সংগ্রহ করার জন্য আবারও ফেরত আসতে হবে।

আবার আপনি যদি অনলাইনের মাধ্যমে পাসপোর্ট আবেদন করতে চান তাহলে অনলাইনে কি কি আসলে কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে সে বিষয়টিও আপনার জানা দরকার।

ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নতুন নিয়ম

আবার অনেকেই পাসপোর্ট আবেদন করার জন্য নিকটস্থ বিভিন্ন অনলাইন পোর্টাল দোকানগুলিতে যায় এবং সেখানেও যদি আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান তাহলে আপনি আবার ফেরত আসতে হবে আপনাকে।

পাসপোর্ট আবেদন সফল করার পথে আপনার সাথে থাকতে আমাদের আজকের আয়োজন তাহলে চলুন নিরবিচ্ছিন্নভাবে পাসপোর্ট আবেদন সম্পন্ন করতে ই পাসপোর্ট এবং পাসপোর্ট করতে কি কি লাগে এই বিষয়ে জেনে নেওয়া যাক।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

পাসপোর্ট করতে কি কি লাগে 2023

  • ই-পাসপোর্ট আবেদন না করে সরাসরি পুরাতন মেনুয়াল সিস্টেম পাসপোর্ট আবেদন করতে কি কি লাগে তা দেখে নিন।
  • পাসপোর্ট আবেদন ফরম বাপ ভিআইপি form-1 ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করুন। এবং অবশ্যই খেয়াল রাখবেন ফ্রম দুটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • ফরমের চতুর্থ পৃষ্ঠায় একজন সরকারি কর্মকর্তা কর্তৃক অবশ্যই সত্যায়িত করতে হবে।
  • পূরণকৃত সমে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগাতে হবে তবে আবেদনকারী 15 বছরের কম অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক হলে বাবা ও মায়ের স্ট্যাম্প সাইজের দুই কপি করে রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখবেন ছবি লাগানোর পর তা আবার সত্যায়িত করতে হবে।
  • জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম সনদ পত্রের 2 কপি সত্যায়িত করে নিতে হবে।
  • আবেদনকারী যদি ইঞ্জিনিয়ার ডাক্তার গাড়িচালক কিংবা অন্যান্য ক্যাটাগরি পেশায় জড়িত থেকে থাকে তাহলে তার পেশা সনদপত্রের সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
  • আবেদনকারী অফিসিয়াল পাসপোর্ট আবেদন করার জন্য সরকারি আদেশ তথা গভমেন্ট অর্ডার বা জিও সংযুক্ত করতে হবে।
  • আবেদনকারী যদি অবসর সরকারি কর্মকর্তা হয়ে থাকে তাহলে পেনশন বুকের ফটোকপি প্রদান করতে হবে।

ই পাসপোর্ট করতে কি কি লাগে

  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম সনদ প্রয়োজন হবে।
  • আবেদনকারী যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে আবেদনকারীর পিতা মাতার জন্ম নিবন্ধন অনলাইন কপি অথবা ভোটার আইডি কার্ড নাম্বার প্রয়োজন হবে।
  • আবেদনকারী যদি কারিগরি পেশার সাথে জড়িত থাকে তাহলে টেকনিক্যাল সনদপত্র আপলোড করতে হবে।
  • আবেদনকারী যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যায়নপত্রের মূলকপি ও ফটোকপি পাসপোর্ট অফিসে যাওয়ার সময় সঙ্গে নিতে হবে।
  • আবেদনকারী যদি অনলাইনে আবেদন করে সেক্ষেত্রে অনলাইনের আবেদনের প্রিন্ট কপি দুই পাশের প্রিন্ট করে নিতে হবে।
  • আবেদনকারীর ব্যাংকে পাসপোর্ট ফি জমা দেওয়ার রশিদ সঙ্গে নিতে হবে।
  • আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হলে স্থায়ী ঠিকানার নাগরিক সনদপত্র থাকতে হবে এবং বর্তমান ঠিকানার কমিশনার নাগরিক পত্র অথবা চাকরির প্রতিষ্ঠানঃ হলে সেখানকার প্রত্যয়ন পত্র আইডি কার্ড প্রয়োজন হবে।
  • পুরাতন পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট রি-ইস্যু ক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি দিতে হবে এবং মূল পাসপোর্ট আঞ্চলিক অফিসে নিয়ে যেতে হবে।
  • আবেদনকারীর যদি পাসপোর্ট হারিয়ে যায় তাহলে জিডি কপি অবশ্যই সঙ্গে নিতে হবে।
  • প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ বাণী কানামা এবং বিবাহ বিচ্ছেদ হলে তার তালাকনামা দাখিল করতে হবে।
  • আঞ্চলিক অফিসে যাওয়ার পূর্বে উপরোক্ত এই কাগজপত্র গুলি আপনি সঙ্গে নিয়ে যাবেন তাহলে আপনাকে আর ফেরত আসতে হবে না।

ই পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে

আমরা যারা ই পাসপোর্ট করতে চাই তারা এবং তাদের মধ্যে অনেকেই জানিনা ই-পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে? অনেকেই গুগোল ই পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে এই সম্পর্কের জানতে চেয়ে সার্চ করে থাকেন এবং বিভিন্ন  ই-পাসপোর্ট আঞ্চলিক অফিসে চাকরিরত কর্মকর্তাদের  ফোন করে এই সম্পর্কে জানতে চাই।

তো আজকে আমি আপনাদেরকে এমন একটি লিংক দিয়ে দিব এই লিংকের মাধ্যমে আপনি সারাজীবন ই-পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে এবং কোন কোন জেলায় কবে চালু হবে এই সম্পর্কে একদম গভমেন্ট থেকে সরকারিভাবে আপনি এই আপডেটটি পেয়ে থাকবেন এই লিঙ্ক থেকে আপনি দেখে নিন ই পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে।

কোন কোন জেলায় চালু হয়েছে

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২২

ই পাসপোর্ট কতদিনে হয়ে থাকে বা ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় এ সম্পর্কে আমরা যখনই গুগলে সার্চ করি বা বিভিন্ন দালাল চক্রের সঙ্গে কথা বলি, তখন বিভিন্ন বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকেন।

তবে আমি আজকে আপনাদেরকে একদম সরকারি নিয়মে ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি।

  • আপনি যদি 48 পাতার 5 বছর মেয়াদী ই-পাসপোর্ট নিতে চান তাহলে আপনাকে সরকারি ফি অনুযায়ী 7500 টাকা দিতে হবে।
  • আপনি যদি 10 বছর মেয়াদী 48 পাতার ই-পাসপোর্ট নিতে চান তাহলে আপনাকে 15 দিনের পেতে ফি দিতে হবে পাঁচ হাজার টাকা।
  • এবং এই 10 বছর মেয়াদী 48 পাতার ই-পাসপোর্ট যদি আপনি জরুরী হিসেবে নেন তাহলে সাত দিন সময় লাগবে আপনাকে ফি দিতে হবে 7000 টাকা।
  • এছাড়াও আপনি যদি ই পাসপোর্ট অতি জরুরী হিসেবে নেন। তাহলে আপনাকে ফি প্রদান করতে হবে 9000 টাকা এবং এটি আপনি দুই থেকে তিন কার্যদিবসের মধ্যে পেয়ে যাবেন।
  • অর্থাৎ অতি জরুরী পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন আর জরুরী পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে সাত বা 10 কার্যদিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন আর সাধারণ পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে 15 -21 কার্যদিবসের মধ্যে পেয়ে যাবেন।

পাসপোর্ট নবায়ন করার নিয়ম

পাসপোর্ট নবায়ন আবেদন করার পূর্বে যদি পাসপোর্ট নবায়ন করার ধাপ গুলি সম্পর্কে আপনি জানেন, তাহলে আপনারই উপকারে আসবে। আমি নিচে পাসপোর্ট নবায়ন করার যে সকল ধাপ পূর্ণ করতে হয় সেই সকল বিষয় লিখে দিচ্ছি –

  • পাসপোর্ট নবায়ন আবেদন করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন পড়ে থাকবে সেগুলো আগে থেকেই রেডি করে নেয়া। কি কি কাগজপত্র প্রয়োজন হবে নিচে আমি তা বিস্তারিত জানিয়ে দিব।
  • পাসপোর্ট নবায়ন ফরম পিডিএফ(pdf) এটি ফিলাপ করা।
  • পাসপোর্ট নবায়ন ফি কত টাকা? এই বিষয়ে আমি নিচে আলোচনা করছি সেটি আপনাকে অবশ্যই প্রদান করতে হবে অর্থাৎ পাসপোর্ট নবায়নের ফি টাকা জমা দিতে হবে।
  • আপনার পাসপোর্ট নবায়নের আবেদন ফরমটি পাসপোর্ট অফিসে জমা দেওয়া ও বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করা।
  • এরপরে সবকিছু ঠিক থাকলে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা এবং পাসপোর্ট সংগ্রহ করা।

বিস্থারিত এখানে দেখুন

পাসপোর্ট সম্পর্কিত আরো তথ্য

অনলাইন পাসপোর্ট আবেদন করার নতুন নিয়ম

নতুন নিয়মে পাসপোর্ট করতে কত টাকা খরচ লাগে

এক নজরে বাংলাদেশ পাসপোর্ট অফিস সমূহ-নতুন আপডেট

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়-নতুন নিয়মে আপডেট

আশা করি যারা ই পাসপোর্ট নিয়ে ভাবছেন এই পোস্টটি থেকে আপনাদের হানডেট পারসেন উপকারে আসতে পারে ই পাসপোর্ট সংক্রান্ত যে কোন তথ্য জানতে আমাদের ই-পাসপোর্ট এই ক্যাটাগরি টি ভিজিট করুন।

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।