ন দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের নতুন তালিকা দেখুন

ন দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের নতুন তালিকা দেখুন-একটি নবজাতক শিশুর পিতা-মাতার বিশেষ দায়িত্ব হল জন্মের সপ্তম দিবসে শ্রুতিমধুর ও সুন্দর অর্থসহ নাম রাখা। সারা বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের মুসলমানদের মধ্যেও ইসলামী সংস্কৃতি সঙ্গে মিল রেখে শিশুর নাম নির্বাচন করার আগ্রহ পরিলক্ষিত হয়।ন দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের নতুন তালিকা

হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে,”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের পিতাদের নামে তাই তোমাদের নামগুলি সুন্দর রাখো।” (আবু দাউদ)

শিশুদের ইসলামিক নামকরণ

একটি শিশুর জন্মের পর তার নাম রাখা নিয়ে তার পরিবার পরিজন আত্মীয়-স্বজনদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা দেয়। বিভিন্ন আত্মীয়-স্বজন শিশুর বিভিন্ন নাম রাখে এবং ডাকে। এক্ষেত্রে শিশুর একটি নির্দিষ্ট নাম নির্বাচন করতে আনন্দঘন পরিবেশে সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে সুন্দর অর্থবহ একটি ইসলামিক নাম রাখাই উত্তম।যদি এক্ষেত্রে মতের ভিন্নতা দেখা দেয় তাহলে শিশুর পিতারি নাম রাখার অগ্রাধিকার পাওয়া উচিত।

আ দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা

আল্লাহ তায়ালা বলেছেন,”তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয় ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায় সঙ্গত।”(সূরা আহযাব আয়াত:৫)

একজন শিশু জন্মগ্রহণ করার পর তার যে নাম রাখা হয় সবাই তাকে সেই নামেই ডাকে এবং চেনে। এমনকি দুধ পানরত অবস্থায় শিশুকে সেই নামে ডাকলেও সে বুঝতে পারে তাকে ডাকা হচ্ছে। আর বড় হবার পর এই নামেই সে পরিচিতি লাভ করে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।SS IT BARI-ভালোবাসার ব্লগ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আজকের আর্টিকেলে স্বাগতম। সুপ্রিয় ভিজিটর বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন।বরাবরের মতো আমি আজকেও নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।

আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে ন দিয়ে ছেলেদের ইসলামিক সার্চ করে থাকি। কিন্তু সঠিক নাম বা অর্থ সংক্রান্ত বিভিন্ন ত্রুটির কারণে নাম বাছাই করতে পারি না। কিন্তু বন্ধুরা এ নিয়ে চিন্তার কোন কারণ নেই আপনাদের সুবিধার জন্য ন‌ দিয়ে মেয়েদের ইসলামিক নাম নিয়ে আমি আজকের আর্টিকেলটি লিখছি। তাই ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম বাছাই করতে শেষ পর্যন্ত আর্টিকেলটি আপনাকে পড়তে হবে।

ছেলেদের ইসলামিক নাম

হযরত সাঈদ ইবন মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহুর দাদা হাজন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলে তিনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তিনি বললেন আমার নাম হাজন (শক্ত)।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বরং তোমার নাম হওয়া উচিত সাহল (সহজ সরল) তিনি বলেন আমার পিতা যে নাম রেখেছেন তা আমি পরিবর্তন করব না। সৈয়দ ইবনে মুসাইয়া বলেন এরপর আমাদের পরিবারে পরবর্তীকালে কঠিন অবস্থা ও পেরেশানি লেগে থাকত (বুখারী মিশকাত) ।তাই অর্থ জেনে নাম রাখা জরুরী।

ন দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নাম

নিজাম নামের ইসলামিক অর্থ- নীতি ব্যবস্থা

নওয়াব নামের ইসলামিক অর্থ- উপাধি বিশেষ।

নিজাম উদ্দিন নামের ইসলামিক অর্থ- দীনের চোখ।

নাজির নামের ইসলামিক অর্থ- ভীতি প্রদর্শক।

নাজিম নামের ইসলামিক অর্থ- ব্যবস্থাপক।

নাযারী নামের ইসলামিক অর্থ- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপাধি।

নাঈম উদ্দিন নামের ইসলামিক অর্থ- দীনের আত্মসমর্পণকারী।

নাসির নামের ইসলামিক অর্থ সাহায্যকারী।

নছীব নামের ইসলামিক অর্থ- আগন্তক।

নায়ীব নামের ইসলামিক অর্থ- প্রতিনিধি।

নয়ন নামের ইসলামিক অর্থ- চোখ।

নাতিক নামের ইসলামিক অর্থ- বাকশক্তি সম্পন্ন।

নাসের ইসলামিক নামের অর্থ- সাহায্যকারী।

নাজিব ইসলামিক নামের অর্থ- ভদ্র।

নাহি ইসলামিক নামের অর্থ- নিষেধ কারী।

নাফিস ইসলামিক নামের অর্থ- উত্তম।

ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম এবং নামের অর্থ

নাদিম ইসলামিক নামের অর্থ- বন্ধু; সাথী।

নবী ইসলামিক নামের অর্থ- সংবাদদাতা।

নাবে ইসলামিক নামের অর্থ- উৎসারিত।

নাবেল ইসলামিক নামের অর্থ- তীরন্দাজ সাহাবীর নাম।

নাজেম ইসলামিক নামের অর্থ- উদীয়মান আবির্ভূত।

নাদির ইসলামিক নামের অর্থ- একক; নতুন বস্তু;মুসাফির।

নাসেখ ইসলামিক নামের অর্থ- রোহিতকারী; রচয়িত।

নাসেক ইসলামিক নামের অর্থ- উপাসনাকারী।

নাশের ইসলামিক নামের অর্থ- প্রকাশক।

নাসেহ ইসলামিক নামের অর্থ- পরামর্শদাতা।

নাত্বেক ইসলামিক নামের অর্থ- বক্তা; বুদ্ধিমান।

নিব্রাস ইসলামিক নামের অর্থ- প্রদীপ।

নাবিল ইসলামিক নামের অর্থ- অভিজাত; ভদ্র; মহান।

নায়েল ইসলামিক নামের অর্থ- অর্জনকারী; লাভবান।

ন দিয়ে ছেলে শিশুর অর্থসহ ইসলামিক নাম

নাবিহ নামের অর্থ সম্ভ্রান্ত; বিখ্যাত।

নেছার নামের অর্থ উৎসর্গ; বিসর্জন।

নাজাত নামের অর্থ মুক্তি; রক্ষা।

নিহাল নামের অর্থ সন্তুষ্ট।

নজম নামের অর্থ নক্ষত্র।

নাজওয়া নামের অর্থ গোপন আলোচনা।

নাজাবাত নামের অর্থ সম্মান; অভিজাত্য।

নাজিউন নামের অর্থ পুষ্টিকর খাদ্য।

নাজিম নামের অর্থ ছোট তারকা।

নাহিফ নামের অর্থ হালকা-পাতলা; ক্রশ।

নাজিহুন নামের অর্থ ধৈর্যশীল; দ্রুতগামী।

নাদিদ নামের অর্থ অনুরূপ; সমপর্যায়ে।

নাসিত্ব নামের অর্থ উৎসাহী।

নাসিব নামের অর্থ অংশ; ভাগ।

নাজির নামের অর্থ লাবণ্যময়; সজীব।

নতুক নামের অর্থ বাক্য; কথা।

নাজিফ নামের অর্থ পরিচ্ছন্ন।

নাযযার নামের অর্থ উৎসুক; দর্শক।

নিয়ামত নামের অর্থ অনুগ্রহ; দান।

প দিয়ে মেয়েদের ইসলামিক নামের অর্থসহ তালিকা ২০২৩

নোমান নামের অর্থ সাহাবীদের নাম; বক্ত।

নাঈম নামের অর্থ একটি বেহেস্তের নাম; দান।

নাকী নামের অর্থ খাঁটি।

নূহ নামের অর্থ একজন বিখ্যাত নবীর নাম।

নূর নামের অর্থ আলো; জ্যোতি।

নিয়ায নামের অর্থ উৎসর্গ; প্রার্থনা।

নাসরুল্লাহ নামের অর্থ-আল্লাহর সাহায্য।

নায়ীব নামের অর্থ প্রতিনিধি।

নাসিম নামের অর্থ বিশুদ্ধ বাতাস।

নাফি নামের অর্থ উপকারী।

নিরাস নামের অর্থ প্রদীপ।

ন (N) দিয়ে সুন্দর অর্থসহ ছেলেদের ইসলামিক নাম

নিয়াজ নামের বাংলা অর্থ প্রার্থনা।

নওয়াস নামের বাংলা অর্থ আন্দোলিত।

নাইব নামের বাংলা অর্থ প্রতিনিধি।

নাবহান নামের বাংলা অর্থ খ্যাতিমান।

নাবিল নামের বাংলা অর্থ- আদর্শ লোক।

নায়েল নামের বাংলা অর্থ লাভবান।

নাহিহুন নামের বাংলা অর্থ ধৈর্যশীল।

নাজবুল্লাহ নামের বাংলা অর্থ আল্লাহ কর্তৃক প্রদত্ত ভদ্রতা।

নাজাবাত নামের বাংলা অর্থ সম্মান; আভিজাত্য।

নুবাই নামের বাংলা অর্থ ব্যক্তি নাম।

নাসী নামের বাংলা অর্থ উদীয়মান।

নাজ্জার নামের বাংলা অর্থ সুতা।

নাওয়াক নামের বাংলা অর্থ বুদ্ধিমত্তা; ব্যবস্থাপক।

নবীর নামের বাংলা অর্থ উচ্চস্বর।

নাদির নামের বাংলা অর্থ সজীব।

নাহিফ নামের বাংলা অর্থ কি ক্ষীন।

নজর নামের বাংলা অর্থ দৃষ্টি।

নায়ার নামের বাংলা অর্থ ফাগুন।

নাভিম নামের বাংলা অর্থ নিদ্রাল।

নাজিল নামের বাংলা অর্থ অবতরণ।

নজম নামের বাংলা অর্থ কবিতা।

ন দিয়ে ছেলেদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম

নাসিফ ইয়াকিন নামের অর্থ বিশ্বাসী সেবক।

নুরুল ইসলাম নামের অর্থ ইসলামের আলো।

নাদিম মোস্তফা নামের অর্থ নির্বাচিত সঙ্গী।

নাসিরুল হক নামের অর্থ দীনের জন্য উৎসর্গ।

নাকিব মুনসিফ নামের অর্থ দলনেতা।

নাফিস হোসাইন নামের অর্থ অপরিচিত।

নাজিব হোসাইন নামের অর্থ সৎচরিত্র; সুদর্শন।

নিজামুল হক নামের অর্থ শৃঙ্খলা।

নাফিস ইকবাল নামের অর্থ মূল্যবান।

নুর আলী নামের অর্থ উৎকৃষ্ট আলো।

নূর মোহাম্মদ নামের অর্থ মোহাম্মদের নূর।

নাবিল মুদির নামের অর্থ অভিজাত প্রশাসক।

নাহিন মুনকার নামের অর্থ অন্যায়ের প্রতিবাদকারী।

নিয়াজ মোরশেদ নামের অর্থ সৎপথ প্রদর্শনকারী।

নুরুল হুদা নামের অর্থ সত্যের আলো।

নাদিমুল হক নামের অর্থ সুন্দর সহচর।

নাঈমুর রহমান নামের অর্থ করুনাময়ের দান।

নাইফ ওয়াসিত্ব নামের অর্থ মহান ব্যক্তি।

নাভেদ লতিফ নামের অর্থ সূক্ষ্ম আনন্দ বার্তা।

নাহিদ হাসান নামের অর্থ সুন্দর।

নোমান সিদ্দিক নামের অর্থ অত্যন্ত বিশ্বাসী ও সত্যনিষ্ঠ।

নাসির হোসাইন নামের অর্থ সুন্দর সাহায্যকারী।

নাকিব মুসলিম নামের অর্থ কামিয়াব নেতা।

নায়েবা আলি নামের অর্থ উন্নতত উৎকৃষ্ট প্রতিনিধি।

আল- মাউসুআ আলফিকহিয়া কুয়েতিয়া”অর্থাৎ কুয়েতস্থ ফিকহ বিষয়ক বিশ্বকোষ গ্রন্থে বলা হয়েছে-“নাম রাখার মূলনীতি হচ্ছে-

নবজাতকের যেকোনো নাম রাখা জায়েজ যদি না তা শরীয়তের কোন নিষেধাজ্ঞা না থাকে।কিন্তু অনন্ত চিরঞ্জীব মৃত্যু জয় এই অর্থবোধক নাম কোন ভাষাতেই রাখা কোন অবস্থায় জায়েজ নয়। কারণ নশ্বর সৃষ্টি কে অবিনশ্বর সৃষ্টিকর্তা আল্লাহর গুণাবলীতে ভূষিত করা জায়েজ নেই।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

শিশু জন্মগ্রহণ করার পর নিজের নাম নিজে রাখতে পারে না। এটা পিতা-মাতা বা অন্যান্য আত্মীয় স্বজনের দায়িত্ব পিতা-মাতা বা যারাই নাম রাখবে তাদের উচিত সুন্দর নাম রাখা। এই প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস ও আবু সাঈদ থেকে বর্ণিত আছে যে,” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সন্তান জন্মগ্রহণ করে সে যেন তার সুন্দর নাম রাখে ও সুশিক্ষা দেয় এবং সাবালক হলে তার বিবাহ দেবে।

প্রাপ্তবয়স্ক হলে বিবাহর না দেবার কারণে গুনাহ হলে সেই গুনা তার পিতার উপর বর্তাবে।” (বায়হাকি, হাদীসটি  যঈফ)

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন: নোমান সিদ্দিক নামের অর্থ কি?

উত্তর: নোমান সিদ্দিক নামের অর্থ নিয়ামতের ঘর।

প্রশ্ন: নাবেদ লতিফ নামের অর্থ কি?

উত্তর: নাবেদ লতিফ নামের অর্থ সূক্ষ্ম আনন্দ বার্তা।

প্রশ্ন: নিয়াজ নামের অর্থ কি?

উত্তর: নিয়াজ নামের অর্থ উৎসর্গ।

শেষ কথা-

প্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আপনি যদি ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম‌ খুঁজতে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই এতক্ষণে আপনি আর্টিকেল থেকে ছেলেদের ন দিয়ে ইসলামিক নামটি বাছাই করতে পেরেছেন। আজকের আর্টিকেলের ন দিয়ে ছেলেদের যে নামগুলো প্রকাশ করা হয়েছে তার সবগুলোই ইসলামিক নাম এবং এর অর্থ গুলো সুন্দর। তাই আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ অনুযায়ী আজকের আর্টিকেল থেকে আপনার শিশুর নাম বাছাই করতে পারেন।

[বিশেষ দ্রষ্টব্য, উল্লেখিত নাম গুলো সম্পূর্ণ ইন্টারনেট থেকে সংগৃহীত তাই কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করবেন]

আজকের আর্টিকেলটি যদি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ওয়েবসাইটটির কথা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।

পোস্ট ট্যাগ-

ন দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের নতুন তালিকা,ন দিয়ে সাহাবীদের নাম,ন দিয়ে মেয়েদের ইসলামিক নাম ২০২১,ন দিয়ে আনকমন নাম,ন দিয়ে সাহাবীদের নাম অর্থসহ,ন দিয়ে ইসলামিক নাম অর্থসহ,N দিয়ে ছেলেদের ইসলামিক নাম,নুর দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,ন দিয়ে ছেলেদের নামের তালিকা।

আরও পড়ুন –

দুই অক্ষরের ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা দেখুন

আ দিয়ে মেয়েদের অর্থসহ ইসলামিক নামের তালিকা দেখুন

ক দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

ল দিয়ে মেয়েদের সুন্দর অর্থসহ ইসলামিক নাম ২০২৩

ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম এবং অর্থ

স দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা ২০২৩

র দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম অর্থসহ ২০২৩

ম অক্ষর দিয়ে মেয়ে শিশুর ইসলামিক সুন্দর নাম

হ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা (ইসলামিক অর্থসহ)

স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

মেয়েদের ইসলামিক নাম অর্থসহ (আরবি নাম সুন্দর অর্থসহ)

দুই অক্ষরে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ (বিভিন্ন বর্ণ দিয়ে)

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইলটি সাবস্ক্রাইব করে রাখুন.

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

SS It BARI JOB NEWS

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম