নতুন নিয়মে নগদ একাউন্ট দেখার নিয়ম-2022

নতুন নিয়মে নগদ একাউন্ট দেখার নিয়ম সহকারে নগদ এর সকল খুঁটিনাটি বিষয়ে আজকেই জেনে নিন? হয়তোবা আগামী কাল আপনার কোন প্রয়োজনে আসতে পারে ।নগদ এখন বাংলাদেশের দ্বিতীয়  মোবাইল ব্যাংকিং সেবা হিসাবে আমাদেরকে প্রতিনিয়ত সেবা দিয়ে যাতছে ।

নগদ মোবাইল ব্যাংকিং কি?

নগদ হচ্ছে বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি ডিজিটাল লেনদেন সেবা প্রতিষ্ঠান। ডাক বিভাগ একসময় বাংলাদেশ শুধু তাদের ডকুমেন্টরী আদান-প্রদানের কাজে ব্যবহার হয়ে থাকতো, কিন্তু এই ডিজিটাল যুগে সবকিছু ডিজিটাল নিয়মে হওয়ার ফলে ডাক বিভাগের একটি নতুন উদ্যোগে এই নগদ মোবাইল ব্যাংকিং ডিজিটাল লেনদেন সেবা চালু করা হয়।

নতুন আপডেট নগদ একাউন্টের অবিশ্বাস্য কিছু সুবিধা

এবং তার পরিপ্রেক্ষিতেই নগদ এখন তাদের পরিষেবা বা ডিজিটাল লেনদেন গুলি বাংলাদেশের প্রতিটি ব্যবহারকারীর কাছে সহজেই পৌঁছে দিতে সক্ষম হচ্ছে।

নগদ এর সকল সার্ভিস ভালো হওয়ার ফলে ব্যবহারকারী দিনদিন নগদের বেড়েই চলেছে এবং নগদ কোম্পানিও সব সময় তাদের সর্বোচ্চ অফার প্রদান করে ব্যবহারকারীর কাছে পৌঁছে দিচ্ছে।

আমিও ব্যক্তিগতভাবে নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করি। দেশি নগদে বেশি লাভ ।

নগদ মোবাইল ব্যাংকিং সেবা কবে চালু হয়?

26 শে মার্চ, 2019, বাংলাদেশের 49 তম স্বাধীনতা দিবসে, নগদ তাদের সেবা চালু করেছে।  বর্তমানে নগদ মোবাইল ব্যাংকিং এর সকল ধরনের ডিজিটাল সেবা প্রদান করে।

নগদ মোবাইল ব্যাংকিং সেবা কবে চালু হয়?

আজকের পোষ্ট এর হেডলাইন ছিল নতুন নিয়মে নগদ এর একাউন্ট দেখার নিয়ম সহকারে নগদ এর খুটিনাটি বিষয়। আসলে খুঁটিনাটি বিষয়ে বলতে আমরা কি বুঝিয়েছি আজকের এই প্রতিবেদনে টেবিল অফ কনটেন্ট মানে কোন বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব তা এক নজরে দেখে নেওয়া যাক।

নগদ একাউন্ট দেখার নিয়ম সমূহ, নগদ একাউন্ট দেখার কোড, নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার নিয়ম, নগদ অ্যাপ ব্যবহার করে একাউন্ট দেখার নিয়ম, নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার, নগদ একাউন্ট এর সুবিধা সমূহ, নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয়, এছাড়াও নগদ মোবাইল ব্যাংকিং সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ এর একাউন্ট দুইভাবে আপনি দেখতে পারেন- একটি ডায়াল কোড ব্যবহার করে  এবং ডিজিটাল মাধ্যম মোবাইল অ্যাপসের মাধ্যমে।

ডায়াল কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম

প্রথমে আপনি আপনার মোবাইলে গিয়ে ডায়াল প্যাডে *167# লিখুন এবং ডায়াল করুন।

এরপরে আপনার সামনে একটি প্যাড লিস্ট চলে আসবে, সেখান থেকে 07 নম্বর অপশন মাই নগদ (my Nagad)অপশন টি বাছাই করুন।

নতুন নিয়মে নগদ একাউন্ট দেখার নিয়ম

এখন আপনার সামনে আরেকটি উইন্ডো বক্স আসবে সেখান থেকে আপনি 1 প্রেস করুন ব্যালেন্স লিখা অপশনটি।

নতুন নিয়মে নগদ একাউন্ট দেখার নিয়ম

 

এরপর আপনার সামনে পিন নাম্বার উইনডো আসবে, আপনি সেখান থেকে আপনার 4 সংখ্যার গোপন পিন নাম্বারটি প্রবেশ করান এবং নেক্সট বাটনে ক্লিক করুন।

নতুন নিয়মে নগদ একাউন্ট দেখার নিয়ম

চার সংখ্যার পিন নাম্বারটি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স টাকা আপনার সামনে ভেসে আসবে এবং সেখান থেকে আপনি আপনার ব্যালেন্সটা প্রয়োজনমতো দেখে নিন।

নতুন নিয়মে নগদ একাউন্ট দেখার নিয়ম

আশা করছি আপনি কিভাবে ডায়াল কোড ব্যাবহার করে নগদ এর একাউন্ট দেখবেন বা ব্যালেন্স দেখবেন সে বিষয়টি পুরোপুরি ভাবে বুঝাতে পেরেছি।

এছাড়াও যদি আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনি চাইলে আমাদের পোস্টের কমেন্ট শেষে জিজ্ঞেস করতে পারেন।

অ্যাপস দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম

অ্যাপসের মাধ্যমে নগদ এর একাউন্ট দেখার থেকে শুরু করে প্রয়োজনীয় নগদ এর সব ধরনের সার্ভিস পাওয়া খুবই সহজ, এইজন্য আমি ব্যক্তিগতভাবে বলব আপনি নগদ এর অ্যাপস ব্যবহার করুন।

অ্যাপস দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম

 

অ্যাপস ডাউনলোড করতে এই লিংকটি ভিজিট করুন।

অ্যাপস ডাউনলোড করা হয়ে গেলে, আপনি এই অ্যাপসটি ইন্সটল করে নিন। এবং ইন্সটল করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে আইডিতে আপনার নগদ একাউন্ট লগইন করুন।

অ্যাপস দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম

আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন হয়ে গেলে। আপনার সামনে নগদের অ্যাপসটির মেনু বার ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে গেলেই দেখতে পাবেন “ব্যালেন্স দেখতে ট্যাপ করুন “এই অপশনটিতে আপনি চাপ দিলেই আপনার একাউন্টে কত টাকা আছে বিস্তারিত জানতে পারবেন।

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার

আমরা নগদ মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করার পরে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই সমস্যার সম্মুখীন যাতে খুব দ্রুত সমাধান করা যায় তারই লক্ষ্যে নগদ সেবা বাড়ানোর জন্য, নগদ কোম্পানি তাদের বিভিন্ন রকম হেল্পলাইন নাম্বার এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে। আপনারাও আপনাদের যেকোনো ধরনের নগদ সম্পর্কিত সমস্যা বা জিজ্ঞাসা থাকলে সরাসরি নিচের দেওয়া এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন।

নগদ একাউন্টে পিন ভুলে গেলে যা করবেন?

16167 এবং 09609616167 নগদের এই দুইটি হেল্পলাইন নাম্বারে আপনি কল করে আপনার সমস্যাটি বললে তার সমাধান করে দিবে।

নগদ এর কাস্টমার কেয়ার হেল্পলাইন সেবা দিনে 24 ঘন্টা এবং সপ্তাহের 7 দিন যেকোনো সময় যেকোনো মুহূর্তে আপনি কল করলে পেয়ে থাকবেন।

নগদ একাউন্টের সুবিধা

নগদ মোবাইল ব্যাংকিং এর সুবিধা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর সুবিধা গুলোর মতই তবে নগদ এর অন্যতম সুবিধা হচ্ছে নগদে যদি আপনি টাকা রাখেন, তাহলে সঞ্চয় পাবেন। অর্থাৎ আপনি মুনাফা আকারক আপনার জমাকৃত টাকার উপরে একটি লাভ প্রতিদিন এবং প্রতিমাসে পেয়ে থাকবেন।

তাই আজকে আমি অন্যান্য নগদ এর সুবিধা আলোচনা না করে আপনাদেরকে মুনাফার ওপর একই ধরনের সুবিধা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবো।

নগদ মোবাইল ব্যাংকিং এর মুনাফা দেওয়ার হারঃ

নগদ মোবাইল ব্যাংকিং এর মুনাফা দেওয়ার হার

৫০০০১ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে  আপনাকে ৬.০% হারে মুনাফা প্রদান করবে।

দশ(10) হাজার এক টাকা থেকে শুরু করে ঊর্ধ্বে যদি আপনি যে পরিমাণ টাকা রাখবেন আপনার একাউন্টে, তাহলে প্রতি বছরে আপনাকে ফোর ৪.০% হারে মুনাফা প্রদান করবে।

অতএব উপরের এই নিয়মে যদি আপনি আপনার নগদ একাউন্ট করার পাশাপাশি কিছু টাকা জমা রাখেন তাহলে প্রতি বছরে আপনি একটি ভাল মানের মুনাফা পেয়ে থাকে।

নগদ মোবাইল ব্যাংকিং এর সঞ্চয় এর সুবিধা সমূহ

  • প্রতি মাসের শেষ তারিখে মুনাফার টাকা প্রদান করা হয়।
  • আপনার জমাকৃত টাকার উপরে প্রতিদিনের সংখ্যা হিসাব করে প্রতিদিনের টাকা মাস শেষে প্রদান করা হয়।
  • বাংলাদেশ সরকারের ভ্যাট আইন অনুসারে আপনার মুনাফার অংশ কেটে রেখে মাস শেষে মুনাফার টাকা প্রদান করা হয়।
  • যদি আপনার নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট এ কোন সমস্যা হয়, তাহলে আপনার জমাকৃত টাকার উপরে কোন ধরনের মুনাফা সেই মাসে সেই দিনে প্রদান করা হয় না।
  • নগদ এর মুনাফা শর্ত অনুযায়ী নগদ যেকোনো সময় তাদের এই মুনাফা ক্যাম্পেইন বন্ধ করে দিতে পারে।
  • এছাড়াও কোন গ্রাহক যদি ধার্মিকতা চিন্তা করে, ইসলামিক চিন্তা চেতনা থেকে তার নগদ একাউন্ট এর মুনাফা অপশনটি বাদ দিতে চায়, সেক্ষেত্রেও নগদের এই সুবিধাটি রয়েছে।
  • যে কোনো গ্রাহক যেকোনো মুহূর্তে তার এই সঞ্চয় বামন অপশনটি চাইলে হেল্প লাইনে কল করে বন্ধ করে নিতে পারেন।
  • নগদ এর একটি প্রতিবেদনে দেখা গেছে যে তাদের গ্রাহকদের মধ্যে শতকরা 2 থেকে 3 পারসেন্ট মানুষ শুধু এই অপশনটি অফ করে রেখেছে।

নগদ মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে সাধারণ কিছু প্রশ্ন উত্তর

প্রঃনগদ মোবাইল ব্যাংকিং চেক করার কোড কি?

উঃ আপনি নগদ একাউন্ট চেক করতে ডায়াল করুন #১৬৭#

প্রঃআমি কি বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারি?

উঃ বিকাশ, রকেট এবং শিওরক্যাশের মতো, ‘নগদ’ MFS পর্যায়ে ‘সেন্ড ক্যাশ’ প্রশাসনকে অন্তর্ভুক্ত করে। এটি আপনাকে আপনার ‘Nagad’ অ্যাকাউন্ট থেকে অন্য মালিকের ‘Nagad’ অ্যাকাউন্টে নগদ পাঠাতে বা স্থানান্তর করার অনুমতি দেবে।

একদম নতুন নিয়মে সহজে নগদ একাউন্ট খোলার নিয়ম 

প্রঃনগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে কি নগদ এর কাস্টমার কেয়ারে যেতে হয়?

উঃ জি না নগদ একাউন্ট করার জন্য আপনার কাস্টমার কেয়ারে যেতে হবে না। আপনি চাইলে মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসে সহজে নগদ এর একাউন্ট করে ফেলতে পারবেন।

প্রঃনগদ একাউন্ট করলে লাভ কি?

উঃ নগদ একাউন্ট খুললে দেশি নগতে বেশি লাভ এজন্য। নগদের লাভ বাড়ে অর্ধেক হারে।

?বিকাশ থেকে জামানত ছাড়া লোন নেওয়ার উপায়?

?বিকাশ থেকে 250 টাকায় ইনস্ট্যান্ট বোনাস

?বিকাশ থেকে 250 টাকায় ইনস্ট্যান্ট বোনাস

?বিকাশ অ্যাপ এ আসলেই 150 টাকা পর্যন্ত বোনাস।

?বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

আমদের সাথে থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *