নকল দলিল তোলার উপায়-নকল দলিল উত্তোলন খরচ কত?

নকল দলিল তোলার উপায়-নকল দলিল উত্তোলন খরচ কত?-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল বা সার্টিফাইড কপি উঠানোর জন্য এবং পুরাতন দলিল খুঁজে বের করার সরকারি ফি সহজে হিসাব করার জন্য “নকল তাল্লাশ ফিস ক্যালকুলেটর” নামে একটি মোবাইল অ্যাপ রয়েছে। যা জমি দলিল সম্পর্কে অনেক প্রয়োজনীয় আপনাদের কাজে আসতে পারে।

দলিলের নকল উত্তোলন

রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ৫৭ নং ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে যেকোনো ব্যক্তি এক নং ও দুই নং রেজিস্টার বহি ও এক নং রেজিস্টার বহি সম্পর্কিত সচিবাহি পরিদর্শন করতে পারে এবং উক্ত আইনের ৬২ নং ধারার বিধানাবলী সাপেক্ষে উত্তরবহী সমূহে লিপিবদ্ধ বিষয়ের নকল অর্থাৎ দলিলের সার্টিফাইড কপি গ্রহণ করতে পারে।

আপনার জন্যজমির পুরাতন দলিল সম্পর্কে বিস্তারিত তথ্য

একই লাইনের ৫৭ নং ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিজ পড়বে পরিশোধ সাপেক্ষে দলিল সম্পাদনকারী বা তার এজেন্ট এবং সম্পাদনকারীর মৃত্যুর পর যেকোনো আবেদনকারী ৩ নং বহি তে লিপিবদ্ধ বিষয়ের উইল বা অছিয়ত দলিলের নকল বা সার্টিফাইড কপি এবং ৩নং বহি সম্পর্কিত সূচিপত্রের নকল গ্রহণ করতে পারবে।নকল দলিল তোলার উপায়

নকল দলিল প্রাপ্তির আবেদন

রেজিস্ট্রেশন বিধিমালা ২০১৪ এর ১০৮ অনুচ্ছেদে  সূচিবহিত তল্লাশ এবং নকল দলিল আবেদনের নিয়মাবলী লিপিবদ্ধভাবে উল্লেখ করা আছে।

অনুচ্ছেদটিতে বলা আছে যে, যে সকল ক্ষেত্রে তল্লাশ এবং পরিদর্শনের জন্য কোন ফিস পরিশোধযোগ্য নয় সেই সকল ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রে নকলের জন্য আবেদন দাখিল করার পূর্বে তল্লাশ ও পরিদর্শনের জন্য আবেদন করতে হবে।

নকল উত্তোলনের খরচ

দফা জি এ অনুসারে কোন ভক্তি বা দলিলের  নকল প্রস্তুত করার ক্ষেত্রে

(অ) বাংলায় লিখিত প্রতি ১০০ শব্দ বিশিষ্ট বা তার অংশবিশেষের জন্য ১০ টাকা।

(আ) ইংরেজি ভাষায় লিখিত প্রতি ১০০ শব্দের বা তার অংশ বিশেষের জন্য ১৫ টাকা।

দফা জি বি অনুসারে

আবেদনকারী কার্যালয় এর অন্যান্য নকলের কাজ অপেক্ষা তার প্রার্থিত নকলের জন্য অগ্রাধিকার চাইলে তাকে অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে আর যদি নকলটি প্রতি পৃষ্ঠার ৩০০ শব্দ বিশিষ্ট চার পৃষ্ঠার অধিক হয় তাহলে প্রতি পৃষ্ঠার জন্য ১৫ টাকা হারে অতিরিক্ত ফি দিতে হবে।

জমির দলিল সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য

যদি কোন ইতোমধ্য আবেদনকারী নিবন্ধিত কোন দলিলের মুদ্রিত বা টাইপকৃত নকল দাখিল করে সেটিকে “অবিকল নকল” মর্মে প্রত্যয়নযোগ্য রূপে পাওয়ার আবেদন করেন তাহলে রূপ না করলে তুলনা করার জন্য ফিস ও পারিশ্রমিকের দফা জি ও জি জি অনুসারে ধর্মযোগ্য ফিস এবং পারিশ্রমিকের অর্ধেক হইবে।

ফিস প্রদান হতে রেহাই প্রাপ্ত নকল ব্যতীত অন্যান্য সকল নকল আবেদনের কোর্ট ফি আইন ১৮৭০ অনুসারে, ২০ টাকা কোর্ট ফি নিযুক্ত করতে হবে।

দলিলের নকল তল্লাশ নিয়ে কোন অ্যাপটি কাজ করে?

“দলিলের নকল তল্লাশ ফিস ক্যালকুলেটর”মোবাইল অ্যাপটি কাজ করে।

নকল দলিলের স্ট্যাম্প শুল্ক কত?

নকল দলিলের স্টাম্প শুল্ক ৫০ টাকা।

শেষ কথা

-আশা করছি উপরের এই জমির নকল দলিল বের করার সম্পর্কিত পোস্ট থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। এরপরেও আপনাদের যদি জমির দলিল সম্পর্কিত আরো কোন জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আপনারা পোষ্টের কমেন্টসে আমাদের জানিয়ে দিবেন। আমরা আমাদের সাধ্যমত আপনাকে রিপ্লাই করার বা উত্তর দেওয়ার চেষ্টা করব।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

বিশেষ দ্রষ্টব্য -উপরের ইনফরমেশনগুলো সম্পূর্ণভাবে ইন্টারনেট থেকে কালেক্ট করা। এজন্য কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে পরবর্তী পোস্ট পড়ার অনুরোধ রইল।

আরো তথ্য

অনলাইনে জমির খতিয়ান যাচাই করার সঠিক পদ্ধতি

জমির দলিল বের করার নিয়ম

অনলাইন পাসপোর্ট আবেদন করার নতুন নিয়ম

নতুন নিয়মে পাসপোর্ট করতে কত টাকা খরচ লাগে

এক নজরে বাংলাদেশ পাসপোর্ট অফিস সমূহ-নতুন আপডেট

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়-নতুন নিয়মে আপডেট

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 506 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই ফেসবুক পেজটি লাইক করে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।