ড্রাইভিং লাইসেন্স তৈরিতে যাবতীয় খরচ I ড্রাইভিং লাইসেন্স করার খরচ‌ ২০২৩

ড্রাইভিং লাইসেন্স করার খরচ‌-ড্রাইভিং লাইসেন্স হচ্ছে গাড়ি চালনার ক্ষেত্রে একটি দলিল স্বরূপ। ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে গাড়িটি নিজস্ব বৈধ মালিকানায় থাকে। তাই প্রত্যেক গাড়ি চালকের জন্য ড্রাইভিং লাইসেন্স করা বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি নির্দিষ্ট পরিমাণে টাকা-পয়সা খরচ করতে হয়। তবে ড্রাইভিং লাইসেন্সের খরচ বিচার করে এর গুরুত্ব বিবেচনা করা যাবে না।ড্রাইভিং লাইসেন্স করার খরচ

সুপ্রিয় পাঠক পাটিকা ভাই ও বোনেরা আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে কি পরিমান টাকা খরচ হতে পারে।যারা ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে চাচ্ছেন কিন্তু এটি তৈরিতে কি পরিমান খরচ হতে পারে সে সম্পর্কে অবগত নয় তারা অবশ্যই আজকের কনটেন্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।আশা করছি এটি আপনাদের ড্রাইভিং লাইসেন্স তৈরীর ক্ষেত্রে সাহায্য করবে। চলুন বন্ধুরা আজকের মূল আলোচনায় যাওয়া যাক।

ড্রাইভিং লাইসেন্স কি

ড্রাইভিং লাইসেন্স হচ্ছে একজন পেশাদার অপেশাদার গাড়ি চালকের গাড়ির বৈধ মালিকানার প্রমাণ। এছাড়াও একজন পেশাদার অপেশাদার চালক গাড়ি চালনার ক্ষেত্রে দক্ষ কিনা তা ড্রাইভিং লাইসেন্স এর থাকা না থাকার উপর নির্ভর করে। ড্রাইভিং লাইসেন্স মটর যান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী সড়ক বা সর্বসাধারণের ব্যবহার্য জায়গায় গাড়ি চালানোর অনুমতি পত্র।

লার্নার ড্রাইভিং লাইসেন্স এর জন্য দরকারি কাগজপত্র ২০২৩

যখন কোন চালক গাড়ি চালনা করে তখন রাস্তায় চলাচলরত সাধারন মানুষসহ অন্য গাড়ি ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষে সঠিকভাবে গাড়ি চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকে চিহ্নিত করার জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। সহজ কথায় বলতে গেলে গাড়ি চালানোর দক্ষতা সম্পন্ন ব্যক্তি কে চিহ্নিত করার জন্য ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন।  শুধুমাত্র বাংলাদেশে নয় বিশ্বের সব দেশেই গাড়ি চালানোর ক্ষেত্রে লাইসেন্স থাকা অত্যাবশ্যক।

ড্রাইভিং লাইসেন্স ফি

ড্রাইভিং লাইসেন্স সাধারণত বিভিন্ন ধরনের রয়েছে। এগুলোর মধ্যেও দুটি ভাগ রয়েছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশ সরকার নতুন বছর হতে (২০২৩) যানবাহন রেজিস্ট্রেশন ফি ও ড্রাইভিং লাইসেন্স ফি পুনঃ নির্ধারণ করেছে। সড়ক পরিবহন বিধিমালা ২০২৩ অনুসারে ড্রাইভিং যানবাহন নিবন্ধন সহ বিভিন্ন প্রকার ফি বৃদ্ধি করা হয়েছে। অনলাইন ড্রাইভিং লাইসেন্স ফি পুনঃ নির্ধারণ করে লাইসেন্স ফি প্রায় ৬০% বৃদ্ধি করা হয়েছে।

বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স এর খরচ তুলে ধরা হলো;

লার্নার ড্রাইভিং লাইসেন্স এর খরচ

সাধারণতলার্নার কার্ড দেওয়া হয় মাঠে কিংবা জনশূন্য জায়গায় প্র্যাকটিস করার জন্য এবং এই প্র্যাকটিসের সময়ও একজন লাইসেন্স হোল্ডার সাথে ইন্সট্রাক্টর হিসেবে থাকতে হয়। লার্নার লাইসেন্স দিয়ে কোনভাবেই রাস্তায় গাড়ি চালানো যাবে না। এই নিয়ম ভঙ্গ করলে ট্রাফিক সার্জেন্ট যেকোনো সময় লাইসেন্সের মামলা দিতে পারবে।

লার্নার ফরম পূরণ করে লার্নার কার্ড দিয়ে ড্রাইভিং প্র্যাকটিস করা যাবে। লার্নার কার্ডে সাধারণত দুই মাস পর লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার তারিখ দেওয়া থাকবে।সেই তারিখে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে গিয়ে লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে স্থায়ী লাইসেন্স প্রদান করা হবে।

লার্নার ড্রাইভিং লাইসেন্সের খরচ

১ম ক্যাটাগরিতে ৩৪৫/- টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোন এক ধরনের মোটরযান)

২য় ক্যাটেগরিতে ৫১৮/- টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেল এর সাথে যে কোন এক ধরনের মোটরযান)

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর খরচ

লার্নার কার্ডের দেওয়া তারিখের মধ্য লিখিত,মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় অংশগ্রহণের পর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে একটি নির্ধারিত ফর্ম এ প্রয়োজনীয় কাগজপত্র ও ফি প্রদান করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর জন্য বিআরটিএ এর সংশ্লিষ্ট সার্কেল অফিসের আবেদন করতে হয়।গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের ছাপ)গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়।স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

স্মার্ট কার্ড তৈরীর খরচ

পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফিস ১৬৮০/- টাকা (৫ বছরের নবায়ন ফি সহ)।

অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি ২৫৪২/- টাকা (১০ বছরের নবায়ন ফি সহ)।

ড্রাইভিং লাইসেন্স নবায়ন এর খরচ

ড্রাইভিং লাইসেন্স নবায়ন বলতে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় তৈরি করাকে বোঝায়। মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো আইনত অপরাধ। তাই ড্রাইভিং লাইসেন্সের নির্ধারিত মেয়াদ শেষ হলে পুনরায় ড্রাইভিং লাইসেন্স তৈরি করা অত্যাবশ্যক।

ড্রাইভিং লাইসেন্সের নবায়ন খরচ

  • পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি (মেয়াদ উত্তীর্ণের এর ১৫ দিনের মধ্যে হলে) ২৪২৭/- টাকা।
  • অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি (মেয়াদোত্তিনের ১৫ দিনের মধ্য হলে) ৪১৫২/- টাকা।
  • পেশাদার ও অপেশাদার উভয় ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে (মেয়াদোত্তিনের ১৫ দিন পার হলে)প্রতিবছরের জন্য ৩৪৫ টাকা হারে জরিমানা প্রদান করতে হবে।
  • ড্রাইভিং লাইসেন্স এর প্রতিলিপি ফি হাই সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/- টাকা।

অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নতুন পরীক্ষায় পাশের পর খরচ

নতুন ড্রাইভিং লাইসেন্স করতে ব্যাংকে আপনাকে জমা দিতে হবে ৪১৫২ টাকা ভ্যাট সহ। এর অর্থ প্রথমে আপনাকে ৩৪৫ টাকা ব্যয় করে অনলাইনে আবেদন করতে হবে এবং এরপর ৪১৫২ টাকা ভ্যাট সহ আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। অতএব কোন দালালের শরণাপন্ন না হয়ে যদি আপনার স্কিল ভালো থাকে তবে আপনি সঠিক পন্থায় এবং স্বল্প খরচে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাজ সারতে পারবেন।

প্রত্যয়ন অন্তর্ভুক্তি দক্ষতা যাচাই ফি

১) ড্রাইভিং লাইসেন্স প্রতিলিপি ফি ৯৩২/- টাকা (ভ্যাট সহ)।

২) ড্রাইভিং লাইসেন্স শ্রেণীর সংযোজন ফি ১৩৯২/- টাকা (ভ্যাট সহ)।

৩) ড্রাইভিং লাইসেন্স শ্রেণি পরিবর্তন ফি ১৩৯২ টাকা (ভ্যাট সহ)।

৪) ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন ফি ৮৬০/-টাকা (ভ্যাট সহ)।

৫) ড্রাইভিং লাইসেন্স অন্তর্ভুক্তি ফি ৪৬০/- টাকা (ভ্যাট সহ)।

৬) ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত/ প্রত্যয়ন ফি ২৩০ টাকা (ভ্যাট সহ)।

৭) ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষার ফি প্রতিবার ২৩০ টাকা (ভ্যাট সহ)।

আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোন ব্রাউজার ওপেন করে https://bsp.brta.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের ফি সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অজ্ঞাত থাকেন তাহলে ঘরে বসেই সকল তথ্য বিআরটিএ এর উল্লেখিত এই ওয়েবসাইটটি ওপেন করে সকল তথ্য জেনে নিন।

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন: লার্নার ড্রাইভিং লাইসেন্স ফি ১ম ক্যাটাগরিতে কত টাকা?

উত্তর:লার্ভা ড্রাইভিং লাইসেন্স প্রথম ক্যাটাগরিতে ৩৪৫ টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোন এক ধরনের মোটরযান এর ক্ষেত্রে)।

প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি কত?

উত্তর:পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি (মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে) ১৫৬৫ টাকা।

প্রশ্ন: স্মার্ট কার্ড এর ক্ষেত্রে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি কত?

উত্তর: স্মার্ট কার্ড এর ক্ষেত্রে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি ৪১৫২ টাকা ( ১০ বছরের নবায়ন ফি সহ)।

শেষ কথা-

বন্ধুরা আজকে আলোচনা থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে কোন ক্ষেত্রে কি পরিমান খরচ হবে সে সম্পর্কে নিশ্চয়ই সম্পূর্ণ ধারণা নিতে পেরেছেন। আজকের পোস্টটি পড়ার পর কোথাও কোন সমস্যা থাকলে বা কনফিউশন থাকলে ক্লিয়ার হওয়ার জন্য আমাদের অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মত বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।

পোস্ট ট্যাগ-

ড্রাইভিং লাইসেন্স তৈরিতে যাবতীয় খরচ,ড্রাইভিং লাইসেন্স করার খরচ ২০২৩,ড্রাইভিং লাইসেন্স করার খরচ ২০২২,ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২,ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার নিয়ম ২০২২,ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম,মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি ২০২২,ড্রাইভিং লাইসেন্স করতে কত দিন লাগে,মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি ২০২১।

স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে ভিজিট করুন –  www.usitbari.com

অনলাইনে স্বপ্নপূরণ এবং টাকা আয় করতে ভিজিট করুন –  www.workupplace.com

ব্লগিং থেকে আর্নিং সম্পর্কিত টিপস পেতে ভিজিট করুন  https://www.youtube.com/@ssitbari2832

আরও আপনার জন্য

ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রে BRTA এর লিখিত পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর

লার্নার ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২৩

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

লাল সবুজ পরিবহনের অনলাইন টিকিট কাটার নিয়ম

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করুন ঘরে বসে ২ মিনিটে

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :< strong>এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।

SS It BARI JOB NEWS

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম