গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি-গার্মেন্টস লাইন কোয়ালিটির দায়িত্ব ও কর্তব্য

গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ-গার্মেন্টস লাইন কোয়ালিটি কাজ হচ্ছে একটি লাইনে যেসব মালামাল বা পোশাক তৈরি হবে তা চেক করা যা একজন সুপারভাইজার এর পরের পদ।

একজন লাইন কোয়ালিটির কাজ হচ্ছে উৎপাদিত পণ্যের বা গার্মেন্টসের গুণগত মান বজায় রেখে প্রোডাকশন টার্গেট অনুযায়ী পণ্য বা গার্মেন্টস আউটপুট করা বা উৎপাদিত কাজে সাহায্য করাই হচ্ছে একজন লাইন কোয়ালিটির মূল কাজ।

সুইং কোয়ালিটির কাজ কি

অর্থাৎ‌ নতুন কোন স্টাইল লাইনে আসলে স্টাইল অনুযায়ী স্যাম্পল প্রোডাকশন এর ফাইল ও টিম কার্ড বুঝে নিয়ে লাইনে কাজ শুরু করে এবং নিয়মিত অপারেটরের কাজ চেক করে। স্যম্পেল অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে এবং উৎপাদিত পণ্যের গুণগত মান চেক করে।

গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ

আজকে আমাদের এই কনটেন্টি মূলত লাইন কোয়ালিটির কাজ সম্পর্কে। যারা লাইন কোয়ালিটির কাজ সম্পর্কে অবগত নয় তারা আজকের এই পোস্টটি পড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই সম্পর্কে জানতে পারবেন। আশা করি কনটেন্টটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ে আমাদের সাথেই থাকবেন।

গার্মেন্টস লাইন কোয়ালিটি কন্ট্রোলারের কাজ কি

গার্মেন্টস লাইন কোয়ালিটি কন্ট্রোলারের এর কাজগুলো হলো:

১।মেশিনের তেল চেক প্যাটার নেওয়া এবং পাশাপাশি লাইন পরিষ্কার আছে কিনা তা ফলো করতে হবে।

২। oil chick মেশিনের s.s.t.m চেক, ২০ পিচ চেক এবং ৭ পিচ চেক রিপোর্ট করতে হবে।

৩।সকল সাইজের মেজারমেন্ট রিপোর্ট করতে হবে যদি কোন পয়েন্টে সমস্যা থাকে তাহলে ম্যানেজার স্যারের সাথে পরামর্শ নিতে হবে।

৪।প্রত্যেক ঘন্টায় প্রত্যেক সাইজের লেভেল চেক রিপোর্ট করতে হবে। টেবিল যেতে হবে এবং অল্টার নিয়ে রিপেয়ার করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে।

ফিনিশিং কোয়ালিটির কাজ

৫। যদি কোন অপারেটর একই ভুল বারবার করে তাহলে তাকে ট্রেনিং এর আওতায় আনতে হবে।

৬।উক্ত দিনশেষে রিজেক্ট রিপোর্ট করতে হবে এবং সকল রিপোর্ট সংরক্ষণ করতে হবে প্রতিটি নতুন স্টাইলের জন্য প্রতিটি অপারেশন মেকআপ দিতে হবে।

৭।যদি কোন প্রসেসে বড় ধরনের মিসটেক হয় তাহলে ইনলাইন রিপোর্টের মাধ্যমে সকল স্যারদের জানাতে হবে।

৮। ছুটির আগ মুহূর্তে সকল মেশিনে অয়েল প্যাটার্ন দিতে হবে এবং লাইন ঢাকার কথা সুপারভাইজার এবং ইনপুটম্যানকে বলতে হবে।

গার্মেন্টস সেক্টরে একজন লাইন চিফ এর দায়িত্বগুলো

গার্মেন্টস সেক্টরের একজন লাইন চিফ হলেন একটি লাইনের অভিভাবক বা গার্ডিয়ান একজন সফল লাইন চিপ হতে হলে তাকে কিছু নিনজা টেকনিক অবলম্বন করতে হয় একজন সফল লাইন প্রোডাকশন নিয়েই ভাবেন না তাকে তার পাশাপাশি কোয়ালিটি কিউ এম এস পরিবেশ স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক ব্যাপার নিয়েও ভাবতে হয়। একজন লাইন চিপ এর মূল কাজগুলো হলো:

*প্রতিদিনের মোট কর্মীর উপস্থিতি চেক করা।

*লাইনে মেশিন লে আউট করা এবং মেশিনে দক্ষতা অনুযায়ী অপারেটর সেট করা।

*কাজের এবং তাদের দক্ষতার ভিত্তিতে কর্মীকে বিভিন্ন লাইনে বিতরণ ও বরাদ্দ দেওয়া।

*কার্য দিবসের প্রথম মিনিটেই যেন সকল মেশিনে এবং অন্যান্য পজিশনে কাজ শুরু হয় তা নিশ্চিত করা।

*অপারেটর/হেলপারদের সময়মতো উপস্থিতি কাজে দক্ষতা বৃদ্ধি কর্মস্থল পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলা বোধ ইত্যাদি বিষয়ে অনুপ্রাণিত করা।

*শূন্য পদে অপারেট/হেল্পার নিয়োগের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা বা কোটার ভিত্তিতে লাইনের শূন্যতা/প্রয়োজনীয়তা অনুসারে নতুন অপারেটরকেও নিয়োগ ও বরাদ্দ করার তালিকা প্রস্তুত করে প্রোডাকশন ম্যানেজারকে অবহিত করা।

*সুপারভাইজার এর প্রতি ঘন্টার প্রোডাকশন রিপোর্ট চেক করা এবং কোন গ্যাপ থাকলে সে অনুযায়ী পরামর্শ প্রদান করা।

*লাইনের ভারসাম্য বজায় রেখে উৎপাদনশীলতা বাড়িয়ে রাখতে সুপারভাইজার কে সহায়তা করা।

*প্রশাসন ও কমপ্লায়েন্স সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে শ্রমিকের মধ্যে সচেতনতা তৈরি ও তা নিশ্চিত করা।

*কর্মীদের ফেসিলিটি এবং বেনিফিট গুলি ফলোআপ করা।

*অধস্তনকে তদারকি করা এবং আরো ভালো উপায় তাদের কাজ করা নির্দেশনা দেওয়া।

*অলটার পণ্য উৎপাদন না করার বিষয়ে কর্মীদের মধ্যে সচেতনতা তৈরি করা।

*অধিক উৎপাদনকে গুরুত্ব দেওয়া বা উৎপাদন বাড়ানো এবং তদনুসারে অনুসারে পরিকল্পনা করা।

*প্রোডাকশনের টার্গেট এর উপর ভিত্তি করে ম্যানেজারকে প্রতি ঘন্টায় প্রোডাকশন রিপোর্ট প্রদান এবং জমা দেওয়া।

*পণ্যগুলোর সর্বোত্তম গুণগত মানটি নিশ্চিত করা এবং অল তার বন্ধ করা এছাড়াও কাউন্টার স্যাম্পল অনুযায়ী সুইং এর মান ঠিক রেখে সমস্যা সমাধান করা।

*ক্রেতার চাহিদা মোতাবেক পোশাক তৈরি হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করা।

গার্মেন্টস লাইন কোয়ালিটির সুপারভাইজারের ফাস্ট আওয়ার কাজের দায়িত্ব কর্তব্য

একজন গার্মেন্টস লাইন সুপারভাইজার এর কাজের ফাস্ট আওয়ার রিপোর্ট তুলে ধরা হলো:

*কোন মেশিনে তেল লিকেজ হয়েছে কিনা চেক করে ম্যাকানিক্স দিয়ে সার্ভিসিং করে রিপোর্ট করতে হবে।

*প্রতি ইঞ্চিতে প্লেইন মেশিনে/টপ স্টিচ ১১/১২ এবং ওভারলোক মেশিনে ১৩/১৪ সেলাই আছে কিনা চেক করতে হবে।

*মেশিনের নিডেল/ ববিন এর টেনশন টাইট/ লুজ আছে কিনা চেক করতে হবে।

*মেইল/ক্রিটিক্যাল প্রসেসে মেকআপ অথবা প্রসেস স্ট্যান্ডার্ড আছে কিনা চেক করতে হবে।

*কোন অপারেটর পরিবর্তন হয়েছে কিনা চেক করতে হবে কোন অপারেটর পরিবর্তন হলে অবশ্যই তাকে কাজটি বুঝিয়ে দিতে হবে।

*নিডেল চেক করতে হবে নিডেল ড্যামেজ রিজেক্ট এড়াতে নিডেলের মাথা বোথা/বাঁকা আছে কিনা চেক করতে হবে।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

*লাইনে যদি কোন ফিনিশ বোর্ড/প্যাটার্ন মেজারমেন্ট থাকে তাহলে সেটা চেক করতে হবে

*সুতা সেট ঠিক আছে কিনা  সুতার কাউন্ট ঠিক আছে কিনা চেক করতে হবে।

*স্যম্পেল/স্টাইল চেক করতে হবে।

*একজন লাইন কোয়ালিটি ইন্সপেক্টর লাইনের ইন্ট থেকে আউটপুট সব ৭.০ প্রসেসে সিস্টেমে চেক করতে হবে।

লাইন কোয়ালিটির সুপারভাইজারের দৈনন্দিন কাজের দায়িত্ব কর্তব্য গুলো

লাইন কোয়ালিটির সুপারভাইজার এর দৈনন্দিন কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো হলো:

*নতুন কোন স্টাইল ইউনিটে আসলে স্টাইল ওয়াচ স্যাম্পল বুঝে নিয়ে অধীনস্থ কোয়ালিটি ইন্সপেক্টর দের কে কাজ বুঝিয়ে দেওয়া ও নিয়মিত তাদের কাজের তদারকি করা।

*কোয়ালিটি কন্ট্রোলার এবং কোয়ালিটি ম্যানেজার অনুমোদন করা স্যাম্পল অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং উৎপাদিত পণ্যের গুণগত মান চেক করা।

*গার্মেন্টসের ফেব্রিক জিএসএম/ থ্রেড /কেয়ার লেভেল /এসবিআই ঠিক আছে কিনা পর্যবেক্ষণ করা।

*প্রসেস টু প্রসেস চেক করা এবং কাপড়ের মেজারমেন্ট দেখা।

*বড় এবং ছোট ছোট সমস্যা খুঁজে বের করা।

*সেলাই ঠিক মতো হচ্ছে কিনা তা চেক করা।

*ব্রোকেন আনইভেন (অসমান) ডাউন স্টিচ এবং ড্রপ স্টিচ চেক করা।

*তেল এবং অন্যান্য ময়লা চেক করা।

*প্রতিটি অংশের সঠিক মেজারমেন্ট সনাক্ত করা।

*সুইং এলাউন্স ঠিক আছে কিনা তা দেখা।

*অল্টার রিজেক্ট ইত্যাদি শতকরা হার (গণনা) করা এবং গণনা করে বের করে সিনিয়র কর্মকর্তাকে রিপোর্ট করা।

*কোথায় কোন কোয়ালিটি ইন্সপেক্টর কাজ করবে তা নির্ধারণ করে দিতে হবে।

*লাইন কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য নিয়ম-কানুন যেন ভালভাবে মেনে চলা হয়।

অর্থাৎ একজন লাইন কোয়ালিটিরা ‌ গার্মেন্টসের একটি লাইনে যত গার্মেন্টস বা পোশাক উৎপাদন হয় তার গুণগত মান বজায় রেখে প্রোডাকশনের টার্গেট মোতাবেক তাদের পণ্য বা পোশাক আউটপুট করে।

প্রশ্ন-১: কোয়ালিটি ইন্সপেক্টর এর অর্থ কি?

উত্তর:কোয়ালিটি অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর অর্থ পরিদর্শক।সুতরাং কোয়ালিটি ইন্সপেক্টর অর্থ মান পরিদর্শক।

প্রশ্ন-২: গার্মেন্টসে কোয়ালিটির কাজ কি?

উত্তর: গার্মেন্টসে কোয়ালিটির কাজ হলো পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা বা নির্ধারণ করা।

প্রশ্ন-৩: গার্মেন্টসে একটি লাইনের মোট কর্মীর উপস্থিতি চেক করা কার দায়িত্ব?

উত্তর: গার্মেন্টস কোয়ালিটি লাইন চিফ এর দায়িত্ব হল প্রতিদিনের মত কর্মীর উপস্থিতি চেক করা।

শেষ কথা-

আজকে আমরা আলোচনা করেছি গার্মেন্টস লাইন কোয়ালিটি এর কাজ সম্পর্কে। যারা লাইন কোয়ালিটি এর কাজ সম্পর্কে জানতে বিভিন্ন ওয়েবসাইটের সার্চ দিয়ে থাকেন তাদের জন্য আজকের এই লাইন কোয়ালিটি সম্পর্কিত কনটেন্টটি। এ ধরনের তথ্য বহুল কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

পোস্ট ট্যাগ-

গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন,সুইং কোয়ালিটি কাজ কি,কোয়ালিটি কন্ট্রোলার এর ইন্টারভিউ,গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ,কোয়ালিটি কন্ট্রোলারের কাজ কি,কাটিং কোয়ালিটি কাজ কি,গার্মেন্টস কোয়ালিটি রিপোর্ট,গার্মেন্টস কোয়ালিটি সিস্টেম।

 

আরো তথ্য-

গার্মেন্টস বা যে কোন চাকরিতে প্রমোশনাল লেটার বা পদোন্নতির আবেদন পত্র

বাংলাদেশের কয়েকটি শীর্ষ স্থানীয় গার্মেন্টস কোম্পানির নাম

গার্মেন্টস কি কত প্রকার ও কি কি

কোন সেলাই মেশিনের কেমন দাম

রিজাইন লেটার বাংলা ও ইংলিশে

গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার অফিসার

বাংলাদেশে গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ বা ট্রেনিং

গার্মেন্টস পদে যোগ্যতা অনুযায়ী চাকরির বেতন

গার্মেন্টস কোয়ালিটি ভাইবা প্রশ্ন ও উত্তর

গার্মেন্টস কোয়ালিটি বই pdf | সম্পূর্ণ বইটি ফ্রীতে ডাউনলোড করুন

গার্মেন্টস কোয়ালিটি ভাইবা প্রশ্ন ও উত্তর

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :< strong>এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।