গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ কি-গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর দায়িত্ব ও কর্তব্য

গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ গার্মেন্টস পরিচালনা করার জন্য কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ খুবই গুরুত্বপূর্ণ। পোশাক তৈরি করা খুবই সহজ কিন্তু এই কোয়ালিটি মেইনটেইন করা খুবই কঠিন। অনেক সময় দেখা যায় খুব বড় বড় শিপমেন্ট কোয়ালিটির জন্য আটকে যায় এতে করে কোম্পানি অনেক বড় লস গুনতে হয়।

গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ
গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ

আমাদের আজকের কনটেন্ট এর মূল বিষয় হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ কি। গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ সম্পর্কে যাদের ধারণা নেই যারা এই সম্পর্কে জানতে আগ্রহী তারা আজকের এই পোস্টটি পড়ে এই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ধারণা পাবেন। পোস্টটি‌‌ শেষ পর্যন্ত পড়ে আমাদের সাথেই থাকুন।

গার্মেন্টস কোয়ালিটি কি

কোয়ালিটি শব্দের অর্থ গুণগত মান।গার্মেন্টসে কোয়ালিটি বলতে বায়ারের চাহিদার সাথে মিল রেখে পণ্যের মান বজায় রাখাকে বোঝায়। ক্রেতার চাহিদা মোতাবেক পণ্যের গুণগত মান ঠিক রেখে সঠিক সময় সঠিক মূল্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে কোয়ালিটি।

গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর গুনাবলী

একজন ভালো কোয়ালিটি ইন্সপেক্টর হওয়া গার্মেন্টস সেক্টরে অনেক বেশি প্রয়োজন। কারণ একজন গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর উপর অনেক কাজ অর্পিত থাকে যার উপর নির্ভর করে একটি গার্মেন্টস কোম্পানির সুনাম কিংবা বদনাম। গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর কি কি গুণাবলী থাকা উচিত তা আলোচনা করা হলো:

গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ 

*কোয়ালিটি কন্ট্রোল শেখার আগ্রহ থাকতে হবে।

*চোখের দৃষ্টি শক্তি ভালো থাকতে হবে।

*হাতের লিখা ভালো থাকতে হবে।

*গণিত সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যেমন যোগ-বিয়োগ গুন ভাগ বর্গ এবং শতকরা নির্ণয়।

*সবার সাথে একত্রিত হয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

*রং এবং সেড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

*প্রোডাকশন স্টাফদের অজ্ঞতা থাকা সত্ত্বেও ইন্সপেক্টর বিশ্বাস করে তার ওপর অটল থাকা এবং কর্তব্য জ্ঞান ও দক্ষতা প্রদর্শন করা।

*মেজারমেন্ট টেপের ভগ্নাংশ পাঠের ক্ষমতা থাকতে হবে।

*কোম্পানির মান সম্পন্ন পণ্যের সুনাম রক্ষায় আগ্রহ থাকতে হবে।

*নিজের কাজের ব্যক্তিগত উচ্চমান প্রদর্শন করা।

*নতুন কিছু দেখলে বা শুনলে তার সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকতে হবে।

*কার্য পর্যবেক্ষণ দ্বারা সাধারণ কাজ বোঝার ক্ষমতা ও খুব তাড়াতাড়ি কার্যসম্পাদন করার ক্ষমতা থাকতে হবে।

গার্মেন্টস কোয়ালিটি চাকরিতে কাজের সময় এবং বেতন

গার্মেন্টস কোয়ালিটিতে নতুন অবস্থায় বেতন ধরা হয় ৬৪০০ টাকা। ওভারটাইম ৪০ টাকা ঘন্টা। কোয়ালিটিদের জেনারেল ডিউটি দশ ঘন্টা দুপুরে এক ঘন্টা লাঞ্চ এর উপরে ডিউটি করলে ওভারটাইম ধরবে।

গার্মেন্টস কোয়ালিটি তে কাজ পেতে যা যা প্রয়োজন

গার্মেন্টস কোয়ালিটিতে চাকরি পেতে এসএসসি বা এইচএসসি এর যোগ্যতা থাকলেই হবে। তবে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সিলেকশন আছে। নিম্নক্ত কাগজপত্র লাগবে:

১। সার্টিফিকেটের ফটোকপি।

২। নাগরিকত্ব সনদপত্র অথবা এন আই ডি এর ফটোকপি।

৩। ৬ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি।

৪। পূর্বে কোন গার্মেন্টসের চাকরির অর্থ একটি ভুয়া আইডি কার্ড।( বানিয়ে নেওয়া যায় তাছাড়া সব সময় এটি লাগেনা কোন কোন গার্মেন্টসে লাগে)।

গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর দায়িত্ব কর্তব্য

কোয়ালিটি শব্দের অর্থ গুন বা মান এবং ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক। কাজের কোয়ালিটি ইন্সপেক্টর এর শাব্দিক অর্থ মান পরিদর্শক। অতএব পোশাকের মান যাচাই ও নির্ণয় করাকেই কোয়ালিটি ইন্সপেক্টর বলে। কোয়ালিটি ইন্সপেক্টর এর দায়িত্ব ও কর্তব্য গুলো হলো:

সুইং কোয়ালিটির কাজ কি

*ফ্যাক্টরিতে যে কোন বায়ারের নতুন কোন কাজ আসলে কারো সম্পর্কে বিস্তারিত জেনে অর্থাৎ কাপড়ের স্টাইল স্যাম্পল ইন্সপেকশন করে প্রোডাক্টের গুণগত মান অনুযায়ী একটি রিপোর্ট তৈরি করা।

*উৎপাদিত পণ্যের বাল্ক প্রোডাকশন দেওয়ার পূর্বেই কাঙ্ক্ষিত পণ্য সম্পর্কে ভালোভাবে জেনে রিপোর্ট করতে হয়।

*প্রোডাকশনে যাতে কোন ত্রুটি না হয় এই ব্যাপারে লাইন ম্যান অথবা সুপারভাইজার কে আগে থেকেই অবগত করা।

*প্রোডাকশনের মধ্য যেকোনো ধরনের অল্টার খুঁজে পেলে সাথে সাথে রিপোর্ট করতে হয়।

*যেকোনো ধরনের ত্রুটি যাতে আউট না হয় সে ব্যাপারে দৃঢ় খেয়াল রেখে কাজ করার জন্য অধীনস্থদের জানানো বা অবগত করা।

*সুইং লাইনের আউটপুটকে রিপোর্ট করা এবং সাথে সাথে সিনিয়রদের কাছে রিপোর্ট দেওয়া।

*প্রোডাকশন লাইন অথবা সুইং লাইনে অথবা কোয়ালিটি চেক লাইনে কোন ধরনের কোন বাধার সৃষ্টি হলে অবশ্যই কোয়ালিটি কন্ট্রোলার বা সুপারভাইজার কে জানানো।

*প্রোডাক্ট এর মত অল তার বেশি হলে উর্ধতন কর্মকর্তাদের সাথে সাথে অবগত করা।

*প্রতিদিনের কাজ প্রতিদিন রিপোর্ট করা।

*ফ্যাক্টরি নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা।

কোয়ালিটি ইন্সপেক্টর এর বেতন

বর্তমানে কোয়ালিটি ইন্সপেক্টর পদে অভিজ্ঞতা ছাড়া ঢুকলে প্রথম অবস্থায় ৯৩৪৭ টাকা বেতন। ৪০০ থেকে ৫০০ টাকা হাজিরা বোনাস। আর প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি করে মাসে ৯৮৪৭ টাকা পাবেন। এছাড়া যদি পঞ্চাশ ঘন্টা ওভারটাইম করেন তাহলে ১২ হাজার প্লাস বেতন পাবেন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

আর কোয়ালিটি কন্ট্রোলার পদে চাকরি নিলে প্রতি মাসে ২০ হাজার প্লাস টাকা পাবেন কিন্তু কোয়ালিটি কন্ট্রোলার পদে চাকরি নিতে হলে অভিজ্ঞতার প্রয়োজন।

একজন কোয়ালিটি ইন্সপেক্টর এর দায়িত্বে অনেকগুলো কাজ নির্ভর করে তাই একজন কোয়ালিটি ইন্সপেক্টর এর শিক্ষাগত যোগ্যতা ধর্মশীল বিনয়ী সব চরিত্রবান এবং সত্যবাদী হওয়া আবশ্যিক।একজন কোয়ালিটি ইন্সপেক্টর যদি তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উদাসীন থাকে এতে করে কোম্পানি অনেক বড় লসের সম্মুখীন হয়।

প্রশ্ন-১: কোয়ালিটি ইন্সপেক্টর কে সংক্ষেপে কি বলা হয়?

উত্তর: কোয়ালিটি ইন্সপেক্টর কে সংক্ষেপে QI বলা হয়।

প্রশ্ন-২: একজন কোয়ালিটি ইন্সপেক্টর এর শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া উচিত?

উত্তর: একজন গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর শিক্ষাগত যোগ্যতা SSC & HSC সার্টিফিকেটপ্রাপ্ত হতে হয়।

প্রশ্ন-৩: গার্মেন্টস কোয়ালিটি বিভাগের কাজ কি?

উত্তর: ক্রেতার চাহিদা মোতাবেক পণ্যের গুণগত মান ঠিক রেখে সঠিক সময় সঠিক মূল্যে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়াই হচ্ছে কোয়ালিটি বিভাগের প্রধান কাজ।

শেষ কথা-

গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এ বিষয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। যারা আমাদের আজকের এই পোস্টটি পড়েছেন সবাই পোস্টটি শেয়ার করে অন্যদের এই তথ্য গুলো জানার সুযোগ করে দিবেন আশা করছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

পোস্ট ট্যাগ-

গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি,কোয়ালিটি ইন্সপেক্টর এর বেতন কত,গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর প্রশ্ন,কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি কি,কোয়ালিটি এর কাজ,গার্মেন্টস কোয়ালিটি পলিসি,টেক্সটাইল কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ কি,গার্মেন্টস কোয়ালিটি রিপোর্ট

আরো তথ্য-

ফিনিশিং কোয়ালিটির কাজ

গার্মেন্টস বা যে কোন চাকরিতে প্রমোশনাল লেটার বা পদোন্নতির আবেদন পত্র

বাংলাদেশের কয়েকটি শীর্ষ স্থানীয় গার্মেন্টস কোম্পানির নাম

গার্মেন্টস কি কত প্রকার ও কি কি

কোন সেলাই মেশিনের কেমন দাম

রিজাইন লেটার বাংলা ও ইংলিশে

গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার অফিসার

বাংলাদেশে গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ বা ট্রেনিং

গার্মেন্টস পদে যোগ্যতা অনুযায়ী চাকরির বেতন

গার্মেন্টস কোয়ালিটি ভাইবা প্রশ্ন ও উত্তর

গার্মেন্টস কোয়ালিটি বই pdf | সম্পূর্ণ বইটি ফ্রীতে ডাউনলোড করুন

গার্মেন্টস কোয়ালিটি ভাইবা প্রশ্ন ও উত্তর

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :< strong>এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।

SS It BARI JOB NEWS

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম