এভাবে কিওয়ার্ড রিসার্চ করুন ৭ দিনে পোস্ট রেংক হবে

শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে আপনি আপনার সাইটকে গুগলের এক নাম্বারের পাতায় নিয়ে যেতে পারবেন।

কি বিশ্বাস হচ্ছে না তো? আপনি আজকের এই পোষ্টটি সম্পূর্ণভাবে পড়ুন । এই নিয়ম অনুসরণ করে কিওয়ার্ড রিসার্চ করে আপনি আপনার সাইটে অর্গানিক মেথডে পোস্ট করুন যদি আপনার পোস্টগুলি ৭ দিনের মধ্যে গুগলে রেংক না করে, তাহলে আপনি যা ইচ্ছে তাই আমাকে কমেন্টে বলবেন।এভাবে কিওয়ার্ড রিসার্চ করুন,

আপনি এই সাতদিন শুধুমাত্র আমার কথা শুনে এই নিয়ম অনুসরণ করে কিওয়ার্ড রিসার্চ করে আপনার সাইটে পোস্ট করে দেখুন,নিজের রেজাল্ট নিজেই দেখতে পাবেন।

কিওয়ার্ড কি

কিওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ড ব্যবহার করে যে কোন ইউজার গুগলে গিয়ে তার প্রয়োজনীয় জিনিস সম্পর্কে খোঁজ করে।

অর্থাৎ বর্তমানে গুগলের কিন্তু এখন সবকিছুই আপনি পেয়ে থাকবেন। এ জন্য সব ধরনের মানুষ সব ইউজার কিন্তু কোন কিছুর প্রয়োজন হলে, কোন কিছু জানার ইচ্ছে হলে, তার কিওয়ার্ডটি দিয়ে কিন্তু গুগলের সার্চ করে এবং সেই তথ্যগুলো সেখান থেকে সংগ্রহ করে এবং জানতে পারে।

Spam Update অনুসারে সঠিক নিয়মে পোস্ট লেখার নিয়ম

অর্থাৎ গুগোল এ যে ওয়ার্ড ব্যবহার করে তার প্রয়োজনীয় তথ্যগুলো সার্চ করা হয় সেই ওয়ার্ড গুলিকে কিওয়ার্ড বলা হয়।

এছাড়াও আরও সহজভাবে বুঝলে আপনি যে পোস্টটি পড়ছেন এই পোষ্টের হেডলাইনে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে মূল কিওয়ার্ড হচ্ছে “কিওয়ার্ড রিসার্চ”

কিওয়ার্ড প্রকৃতপক্ষে কত প্রকার

কিওয়ার্ড এর প্রকারভেদ চিন্তা করলে অনেকগুলি প্রকারের রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দুই প্রকার তা হচ্ছে-

১.লং টেইল কীওয়ার্ড

২.শর্ট টেইল কি ওয়ার্ড।

মোটামুটি আমি আশা করছি কিওয়ার্ড কি এবং কী ওয়ার্ড কত প্রকারে সম্পর্কে সম্পূর্ণ ধারণা না হলেও মোটামুটি একটি বেসিক ধারণা আপনাদের মধ্যে চলে এসেছে।

তার মানে এখন আমরা বলতে পারি,সঠিক নিয়মে একটি পোস্ট রেংক করানোর ক্ষেত্রে বা ওয়েবসাইটকে রেংক করানোর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা এবং সঠিক কিওয়ার্ড দিয়ে আপনি পোস্ট বা কনটেন্ট লিখে আপনার ওয়েবসাইট থেকে যদি পাবলিস্ট করেন। তাহলে আপনার ওয়েবসাইট এবং আপনার পোস্টগুলো হানডেট পারসেন গুগলের প্রথম পাতায় আসতে বাধ্য হবে।

Google adsense ad limit সমস্যা কেন আসে এবং সমাধান করার উপায়

এখন কথা হচ্ছে, কোন কিওয়ার্ডগুলি নিয়ে আমি আমার ওয়েবসাইটে যদি পোস্ট করি আমার পোস্টগুলি হান্ডেট পার্সেন্ট রেঙ্ক করবে এবং কিভাবে কিওয়ার্ড রিচার্জ করতে হবে এই বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই জরুরী।

চলুন তাহলে বিস্তারিত এই গোপন রহস্য সম্পর্কে জেনে নেই, যে রহস্য জানলে আপনি আপনার ওয়েবসাইটের পোস্টগুলি ৭ দিনের মধ্যে গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারবেন।

কিওয়ার্ড রিসার্চ করার সঠিক উপায়

কিওয়ার্ড রিসার্চ করার উপরই কিন্তু বেস করবে আপনার পোস্ট গুলি গুগলের রেংক করা। এজন্য কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম সম্পর্কে সঠিকভাবে ধারণা নিন

কিওয়ার্ড রিসার্চ করার পূর্বে প্রথমে আপনি বাছাই করবেন আপনার ওয়েবসাইটের নিস অর্থাৎ আপনার ওয়েবসাইটটি কি সম্পর্কিত সেটি কিন্তু আপনাকে ফাইনালাইস করতে হবে।

ভিডিও-ফেসবুক পোস্টে ১ মিলিয়ন লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোয়ার নিন 

ধরুন আপনার ওয়েবসাইটের নিস হচ্ছে মেডিকেল রিলেটিভ। কিন্তু আপনি পোস্ট করে যাচ্ছেন বা কি ওয়ার্ড রিসার্চ করে পোস্ট করবেন “টেকনোলজি সম্পর্কিত।তাহলে কিন্তু আপনার পোষ্টগুলো কে আপনি সহজে রেংক করাতে পারবেন না।

  • এখন মেনুয়ালি কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি যে কিওয়ার্ডটি নিয়ে পোস্ট লিখবেন বা কিওয়ার্ড রিসার্চ করবেন সে কিওয়ার্ডটি নিয়ে গুগলে সার্চ করুন।
  • এখন আপনার সামনে এই কিওয়ার্ড রিলেটেড অনেকগুলি সার্চ কিওয়ার্ড কিন্তু নিচের দিকে আপনাকে শো করবে। নিচের ছবি অনুসরণ করুন।এভাবে কিওয়ার্ড রিসার্চ করুন
  • সেখান থেকে আপনি লং কিওয়ার্ড রিসার্চ করে নিবেন।
  • লং কিওয়ার্ড চেনার জন্য নিচের যতগুলি কিওয়ার্ড থাকবে। তার ভিতরে আপনি যে কিওয়ার্ড এর মধ্যে অনেকগুলো ওয়ার্ড বা শব্দ দেখতে পাবেন সেই ওয়ার্ড বা শব্দ কে কিন্তু লং কিওয়ার্ড বলা হয়।

উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটি লং কিওয়ার্ড বের করে দেখাতছি-

  • ধরুন আমার কিওয়ার্ডটির নাম হচ্ছে “কিওয়ার্ড রিসার্চ
  • প্রথমে আমি এই কিওয়ার্ডটিকে নিয়ে গুগলে সার্চ করলাম।
  • এখন আমার সামনে এই কিওয়ার্ড রিলেটিভ পোষ্টের অনেক ওয়েবসাইট চলে এসেছে।
  • এখন আমি ইস্কুল করে নিচের দিকে চলে আসলাম।
  • এখন আমার সামনে এই কিওয়ার্ড রিলেটিভ আরো সার্চ ভলিয়মের কিছু কিওয়ার্ড আমাকে সাজেশন করছে গুগোল নিজে থেকে।
  • সেখান থেকে যতগুলি কিওয়ার্ড রয়েছে। সেই কিওয়ার্ড গুলির মধ্যে থেকে আমি একটি লং কিওয়ার্ড বাছাই করে নিলাম।
  • ধরুন এখানে লং কিওয়ার্ডটির নাম দিচ্ছি আমরা “কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম“।

এখন আমরা এই লং কিওয়ার্ডটিকে গোল্ডেন রেশিও অনুসারে আমরা আরো পরীক্ষা করে নেবো, যে আসলেই এই কিওয়ার্ডটি দিয়ে আমরা পোস্ট করলে আমাদের পোস্টগুলি গুগলের সার্চ এর প্রথম পাতায় আসবে কিনা।

কেজিআর অর্থাৎ গোল্ডেন রেশিও অনুসরণ করে কিওয়ার্ড রিসার্চ করা সম্পর্কে আপনারা না জেনে থাকলে আজকেই জানো

  • এখন আমরা আমাদের প্রথম রিচার্জ করা কিওয়ার্ডটিকে(কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম) কপি করে নিয়ে তার সামনে অল ইন টাইটেলঃএটা লিখে পুনরায় গুগলে সার্চ করব –allintitle:কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম
  • এটা লিখে গুগলে যখন সার্চ করবেন তখন এই কিওয়ার্ড সম্পর্কিত যতগুলি পোস্ট রয়েছে,সবকটি পোস্ট আপনি দেখতে পাবেন লিস্ট আকারে।এভাবে কিওয়ার্ড রিসার্চ করুন
  • অর্থাৎ আপনি নিচের দিকে আসলে গুগলের পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি এভাবে দেখতে পাবেন যে এই কিওয়ার্ড সম্পর্কিত কয়টি পোস্ট গুগোল এ আছে।
  • এখন যদি আপনি লং কি ওয়ার্ডের কম্পিটিশন গুগলে কম দেখেন অর্থাৎ পোস্ট কম দেখেন তাহলে আপনি এই কী-ওয়ার্ডটি নিয়ে আপনার সাইটে পোস্ট করতে পারেন।
  • অর্থাৎ এই নিয়ম অনুসরণ করে কিন্তু আপনি খুব সহজেই একটি কিওয়ার্ডের সকল কিছু আপনি জানতে পারবেন।
  • আপনি আপনার ওয়েবসাইটের পোস্টগুলি কে গুগলের প্রথম পাতায় নিয়ে আসতে এই গোল্ডেন রেশিও আকারে কিওয়ার্ড রিসার্চ করে আপনি আপনার সাইটে পোস্ট করবেন।
  • এবং অবশ্যই খেয়াল রাখবেন এমন লং কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম কম এবং কম্পিটিটর কম।
  • তাহলে আপনার পোষ্টগুলি গুগলের প্রথম পাতায় চলে আসবে।
  • আর এভাবে যদি আপনি আপনার সাইটে 20 থেকে 30 টি পোষ্ট লিখে পোস্ট করেন। তাহলে আপনার সাইট কিন্তু হানডেট পারসেন রেংকে আসবে।

প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে আমার ওয়েবসাইট এর কিছু রেংক করা পোস্টের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি।

আপনারা নিজেরা গুগোলে এ কি কিওয়ার্ড লিখে সার্চ করে দেখবেন আমার ওয়েবসাইটটি আসলে গুগলের এক নাম্বার পাতায় আছে কিনা

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

শেষ কথা -আপনি আপনার ব্লগ ওয়েবসাইটকে রেংক করাতে হলে অবশ্যই প্রথম যেই স্টেপ নেবেন তা হচ্ছে আপনি আপনার সাইটে যে পোস্ট গুলি করবেন সে পোস্টগুলি ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করে 100% করবেন। এছাড়াও খেয়াল রাখবেন আপনি যে কি-ওয়ার্ড নিয়ে পোস্ট করছেন তার কমপিটিশান যাতে লো হয়।কারণ লো কম্পিটিশনের কীওয়ার্ডগুলি খুব দ্রুত আপনার নতুন ওয়েবসাইট রেংক করতে সহযোগিতা করবে।

উদাহরণস্বরূপ আপনাদেরকে একটি লো কম্পেটিশন কিওয়ার্ডের ক্যালকুলেশন করে দেখায়-

ধরুন আপনি কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে দেখলেন এমন একটি কিওয়ার্ড যে কিওয়ার্ডের সার্চ ভলিউম প্রচুর এবং সেই কিওয়ার্ডের কম্পিটিটর অনেক।

তখন কিন্তু শুরুতেই যে কাজটি ভুল করে সবাই ওই কিওয়ার্ডটি নিয়ে কিন্তু পোস্ট লেখা শুরু করে দেয়, এবং সে ভাবে যে এই কী-ওয়ার্ডটি যেহেতু প্রচুর মানুষ গুগলে সার্চ করে থাকে সেক্ষেত্রে আমি কিন্তু আমার ওয়েবসাইটের জন্য প্রচুর ভিজিটর এই কিওয়ার্ড থেকে পাবো। কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা।

কারণ আপনি যখন হাই সার্চ ভলিউম এবং হাই কম্পিটিটর কিওয়ার্ড নিয়ে পোস্ট করবেন। তখন কিন্তু আপনার সেই পোষ্টটি রেংক করাতে অনেক কষ্ট হবে।

ভিডিও*কোন ওষুধের কি কাজ? দাম কত? কেউ ঠকাতে পারবেনা

কারণ এই কিওয়ার্ডটি নিয়ে হাই কম্পিটিটর যাদের ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ভালো এবং লক্ষ লক্ষ ব্যাকলিংক রয়েছে, তারা কিন্তু এই কিওয়ার্ড নিয়ে পোস্ট করেছে অর্থাৎ আপনার নতুন ওয়েবসাইট আপনি হাজার ভালো করে কনটেন্ট লিখে পোস্ট করলেও কিন্তু আপনার পোস্টটি গুগলের রেংক করবে না।

এবং আপনি এই বেশি ভিজিটর এর আশায় যখন এই কিওয়ার্ডটি নিয়ে পোস্ট করলে তখন কিন্তু আপনি জিরো ভিজিটর নিয়ে ঘরে ফিরতে হবে।

ভিডিও-Spam Update এরপর ইমেজ এসইও করা

আর আপনি লো সার্চ ভলিউম এবং লো কম্পিটিটর এই টাইপের কোন কিওয়ার্ড নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার পোস্টটি রেংক করবে।

আপনি সেই কিওয়ার্ড থেকে ভিজিটর প্রতিদিন মিনিমাম 2 টি করে পেলেও। আপনি হিসাব করে দেখুন আপনার সাইটে যখন 1000 পোস্ট হবে তখন কিন্তু আপনি সেখান থেকে 2000 পেজভিউ বা ভিজিটর আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন।

আপনি সেই কিওয়ার্ড থেকে ভিজিটর প্রতিদিন মিনিমাম 2 টি করে পেলেও। আপনি হিসাব করে দেখুন আপনার সাইটে যখন 1000 পোস্ট হবে তখন কিন্তু আপনি সেখান থেকে 2000 পেজভিউ বা ভিজিটর আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন।

আরও পরুন-

গুগল এডসেন্স থেকে টাকা উত্তোলন করার জন্য বাংলাদেশের কোন ব্যাংক ব্যবহার করা দরকার?

আপনার ব্লগে ভিজিটর বাড়ানোর 100% কার্যকরী উপায়।প্রমাণ সহ বিস্তারিত

Blogging Tips । গুগল এডসেন্স অ্যাপ্রুভ না পাওয়ার কারণ-2022

Blogging Tips। এসইও টুলস এর সঠিক ব্যবহার এবং গুগল অ্যাডসেন্স পাওয়ার উপায়-2022

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই ফেসবুক পেজটি লাইক করে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।