কম্পিউটার প্রোগ্রামিং কি/প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি/কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে শিখবেন (A-Z তথ্য)

কম্পিউটার প্রোগ্রামিং-কম্পিউটার হলো এমন একটি ডিভাইস বা যন্ত্র যা দ্বারা অসংখ্য কাজ সম্পাদন করা হয়।কম্পিউটার প্রোগ্রামিং হলো কম্পিউটারে কার্য উপদেশ বা কার্জন নির্দেশনার লেখার প্রক্রিয়া।কোন নির্দেশনা বলি বা কোট কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর দ্বারা লিখা হয় যা কম্পিউটার সহজেই বুঝতে পারে এবং সেই অনুযায়ী তথ্যের প্রক্রিয়াকরণ করতে পারে।

মূলত কম্পিউটারের কাজ করার জন্য বিশেষ কিছু নির্দেশনা কম্পিউটারকে প্রদান করা হয় যার ভিত্তিতে কম্পিউটার যেকোনো কাজ সম্পাদন করে আর কম্পিউটার দিয়ে কাজ করানোর উদ্দেশ্যে প্রদান করা নির্দেশনার প্রক্রিয়া দিকে বলা হয় কম্পিউটার প্রোগ্রামিং। অর্থাৎ কম্পিউটারকে কাজ করানোর জন্য যেসব ইন্সট্রাকশনস দেওয়া হয়ে থাকে সেগুলোকে কম্পিউটার প্রোগ্রাম বলে।

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো কম্পিউটার প্রোগ্রামিং কি/ কম্পিউটার প্রোগ্রামিং ভাষা গুলো কি কি এবং কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে শিখব। কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটার ডিভাইসের গুরুত্বপূর্ণ পার্ট। তাই কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে জানা সকল কম্পিউটার ব্যবহারকারীর জন্য অপরিহার্য। কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে জানতে আজকের আর্টিকেলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন।কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

কম্পিউটার প্রোগ্রামিং কি

কম্পিউটার প্রোগ্রামিং হলো কোন নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য এক্সিকিউটএবল কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন ও বিল্ডিং এর প্রক্রিয়া করা। কম্পিউটার প্রোগ্রামের লিখিত রূপকে বলা হয় সোর্স কোড।কম্পিউটার প্রোগ্রামিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিশেষ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটারের নির্দেশ তৈরি করা হয় এবং এই তৈরিকৃত নির্দেশ দ্বারা কম্পিউটার তার সকল কাজ সম্পাদন করে।আরো সহজ করে বলতে গেলে বিশেষ কাজ করার উদ্দেশ্যে কম্পিউটারের জন্য নির্দেশ বা প্রোগ্রাম গুলো তৈরি করাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং।

কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

কোন একটি সমস্যা সমাধান করার জন্য তার অসংখ্য পথ বা প্রক্রিয়া থাকতে পারে। একজন দক্ষ কম্পিউটার প্রোগ্রামারের কাজ হল এমন ভাবে সমস্যার সমাধানের ডিজাইন এবং কোট করা যা সবচেয়ে বেশি কার্যকারী হবে। প্রোগ্রামারের কাজ গুলির মধ্য অন্যতম হলো প্রয়োজনীয়তা বোঝা, ব্যবহার করার জন্য সঠিক প্রোগ্রামিং ভাষা নির্ধারণ করা, সমাধান ডিজাইন করা বা আর্কিটেকচার নির্ধারণ করা কোডিং টেস্টিং ডাবিং এবং ডকুমেন্টেশন লেখা যাতে এই সমাধান অন্য প্রোগ্রামাররা সহজেই বুঝতে পারে।

কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

কম্পিউটারে কোন প্রোগ্রামিং তৈরি করার জন্য সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা আদেশ নির্দেশ গুলোই বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দুই প্রকার। যথা:

১) হাই লেভেল ল্যাঙ্গুয়েজ।

২) লো লেভেল ল্যাঙ্গুয়েজ।

কম্পিউটারের বৈশিষ্ট্য অনুযায়ী কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে পাঁচটি স্তরে ভাগ করা হয়। যেমন:

১) প্রথম প্রজন্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (১৯৪৫) মেশিন ভাষা।

২) দ্বিতীয় প্রজন্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (১৯৫০) এসেম্বলি ভাষা।

৩) তৃতীয় প্রজন্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (১৯৬০) উচ্চতর বা হাই লেভেল ভাষা।

৪) চতুর্থ প্রজন্ম প্রোগ্রামিং ল্যাংগুয়েজ (১৯৭০) অতি উচ্চতর বা ভেরি হাই লেবেল ল্যাঙ্গুয়েজ।

৫) পঞ্চম প্রজন্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (১৯৮০) স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা।

কম্পিউটারের অসংখ্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ রয়েছে। যার মধ্য থেকে ‌কম্পিউটারের প্রোগ্রামের কিছু ল্যাঙ্গুয়েজ উপস্থাপন করা হলো। যেমন:

১) সিস্টেম ল্যাঙ্গুয়েজ।

২)স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজ।

৩)ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ।

৪)ডোমেইন স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজ।

৫)ইস্যুটারিক ল্যাঙ্গুয়েজ।

কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে শিখবেন

কম্পিউটার প্রোগ্রামিং শিখতে হলে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলো  আপনাকে শিখতে হবে। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে নিম্নের ধাপ গুলো অনুসরণ করুন।

ধাপ-১: কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্রকার। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখতে হলে প্রথমে আপনাকে মনস্থির করতে হবে কোন ল্যাঙ্গুয়েজটি আপনি শিখতে চাচ্ছেন।

ধাপ-২:তবে প্রথমে আপনাকে সহজ কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েই শুরু করা উচিত।

ধাপ-৩:আপনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গুলো সম্পর্কে জানতে প্রথমে youtube অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে সার্চ করে আপনার দক্ষতাকে বৃদ্ধি করুন।

ধাপ-৪:প্র্যাকটিস করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ইন্সটল করে রাখুন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

ধাপ-৫: প্রতিদিন নিয়ম মেনে প্র্যাকটিস করুন।

ধাপ-৬: প্রথমে নিজের কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করুন।

ধাপ-৭: কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কাজ করার জন্য আপনাকে কোন ভালো ইনস্টিটিউট থেকে কোর্স করতে হবে।

ধাপ-৮: যেহেতু এটি সময় সাপেক্ষ ব্যাপার তাই অনেক সময় দেখা যায় শিখতে অনীহা আসতে পারে এমন  অবস্থায় মনোবল ধরে রাখুন।

এই পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সহজেই শিখতে পারেন।

কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখবেন

আপনি যদি কোন কোম্পানিতে জব করতে যান সে ক্ষেত্রে আপনাকে কম্পিউটার ব্যবহার করতে হবে।ধরুন আপনি কোন আইটি কোম্পানিতে জব করতে চাচ্ছেন সে কারণে অবশ্যই আপনাকে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রোগ্রাম তৈরি করতে হবে যার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আপনাকে অবশ্যই জানতে হবে। এছাড়াও আপনি একজন প্রোগ্রামিং মাস্টার হয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিং কোর্স করিয়ে অর্থ উপার্জন করতে পারবেন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখার পর।

সচরাচর জিজ্ঞাসা

কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়?

উত্তর: কম্পিউটার সংক্রান্ত ত্রুটি গুলোকে বাগস বলা হয়।

কম্পিউটার প্রোগ্রামিং এর জনক কে?

উত্তর: অগাস্টা এডা বা লাভ লেসের কাউন্টেজকে প্রোগ্রামিং ধারণের একজন প্রবর্তক বলে মনে করা হয়। তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন এর একটি বর্ণনা লিখেন।

কত সালে সি প্রোগ্রামিং ভাষা তৈরি হয়?

উত্তর: 1978 সালে ব্রায়ান কার্নিঘান এবং ড্যানিস রিচি দ্যা সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের প্রথম সংস্করণ প্রকাশ করেন।

আমাদের শেষ কথা

আমাদের আজকের আর্টিকেলটিতে আলোচনা করা হলো কম্পিউটার প্রোগ্রামিং কি/প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি/কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে শিখবেন এই বিষয়গুলো  নিয়ে। ইতোমধ্যেই আপনারা আজকের আর্টিকেলটি পড়ে বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে কারো কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

আপনাদের যদি আমাদের ওয়েবসাইটের আর্টিকেল গুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের ওয়েবসাইটের কথা। আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Post Tags-

কম্পিউটার প্রোগ্রামিং বই pdf free download, কম্পিউটার প্রোগ্রাম কত প্রকার, কম্পিউটার প্রোগ্রামিং-প্রথম খণ্ড pdf, কম্পিউটার প্রোগ্রামিং এর জনক কে, কম্পিউটার প্রোগ্রামিং তামিম শাহরিয়ার সুবিন pdf, কম্পিউটার প্রোগ্রামিং ২য় খন্ড তামিম শাহরিয়ার সুবিন pdf download, কম্পিউটার প্রোগ্রামিং ২য় খণ্ড, কম্পিউটার প্রোগ্রামিং তামিম শাহরিয়ার সুবিন

আপনার জন্য আরো 

আরও পড়ুন-

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলর (বিসিসি) প্রতিষ্ঠার ইতিহাস

কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি?

কম্পিউটারের হার্ডওয়ার পরিচিতি

কম্পিউটার কিবোর্ড পরিচিতি- কোন বাটনের কি কাজ 

কম্পিউটারের বেসিক নলেজ গুলো জেনে নিন

কম্পিউটার অনুচ্ছেদ বাংলা ১০ম শ্রেণি

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

 

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।