এনা পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম। ২ মিনিটে

এনা পরিবহন অনলাইন টিকেট-আজকে যে সকল বিষয় জানতে পারবেন তা হচ্ছে এনা পরিবহন অনলাইন টিকিট করার নিয়ম, এনা পরিবহনের টিকিট এর মূল্য, এনা পরিবহন কাউন্টার নাম্বার সহ বিস্তারিত ।

বর্তমানে সবকিছু অনলাইন ভিত্তিক হওয়ার ফলে এখন বাসের টিকেট গুলিও অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করা সম্ভব হয়ে পড়েছে, তাই আপনি যদি অনলাইনে ঘরে বসেই বাসের টিকেট করার নিয়ম সম্পর্কে না জেনে থাকেন তাহলে পুরোপুরি পোস্টটি পড়ুন।

শ্যামলী পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম। ২ মিনিটে

 

এনা পরিবহন অনলাইন টিকেট

এনা পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম

এনা বাস পরিবহন খুবই জনপ্রিয় একটি পরিবহন আপনারা কম বেশি সবাই এনা পরিবহন সম্পর্কে জানেন। তাই আমি এনা পরিবহন সম্পর্কে আরও বিস্তারিত কিছু বলবো না। সরাসরি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি।

প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে সহজ Shohoz লিখে সার্চ করবেন, তাহলে আপনার সামনে সহজের মোবাইল অ্যাপস টি চলে আসবে। অথবা আমাদের দেওয়া এই লিংক থেকে সরাসরি মোবাইল অ্যাপস টি ডাউনলোড করে ফেলতে পারবেন।

জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার সঠিক নিয়ম।২ মিনিটে

এনা পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম,

এরপর মোবাইল অ্যাপস টি আপনার ফোনে ইন্সটল করুন। ইন্সটল করা হয়ে গেলে প্রথমে আপনার সামনে এই অ্যাপসের ল্যাঙ্গুয়েজ ( ভাষাবলে একটা অপশন আসবে,সেখান থেকে আপনি বাংলা চাইলে বাংলা এবং ইংলিশ চাইলে ইংলিশ সিলেক্ট করে দিয়ে অ্যাপসটির হোম পেজে প্রবেশ করুন।এনা পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম,

এরপরে নিচে দেওয়া ছবির মত একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে নিচের দিকে দেখতে পাবেন “চলুন শুরু করি এই অপশনটির উপরে ক্লিক করুন।এনা পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম

এরপরে আপনাকে মোবাইল ভেরিফিকেশন করতে বলা হবে অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বার যাতে একটিভ থাকে। মোবাইল নাম্বার দিন।

মোবাইল নাম্বারটি প্রদান করা হয়ে গেলে, নিচের দিকে পরবর্তীবলে একটি অপশন রয়েছে,সেখানে চাপ দিন । এরপরে আপনার সামনে নতুন একটি উইন্ডো চলে আসবে, যেখানে আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ বলে অপশন আসবে ,সেখানে আপনার নাম কি লিখে পরবর্তী অপশনটিতে ক্লিক করুন।

অনলাইনে ট্রেনের টিকিট করার সহজ নিয়ম 

এনা পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম,

এখন আপনি প্রথমে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি আপনি ওটিপি কোড এর ঘরে বসে পরবর্তী বলে অপশন এর উপরে ক্লিক করুন।

ব্যাস একাউন্ট তৈরি করার কাজ শেষ নিচের ছবির সঙ্গে এরকম একটি হোমপেজ আসবেন মিলিয়ে নিতে পারেন।

?? গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন ??

এখন চলুন দেখে নিই অনলাইনে এনা বাসের বা এনা পরিবহনের টিকিট করার নিয়ম।

অ্যাপসের হোমপেজের মাঝখানে দেখতে পাবেন বাস টিকেট লেখা নামে একটি অপশন রয়েছে, তার উপরে চাপ দিন।

এনা পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম
,

এরপরে আপনার সামনে বাস টিকেট করার জন্য যে ফর্ম সেই ফরমটি চলে আসবে, সেখান থেকে আপনি আপনার এড্রেস, নাম দিয়ে, Search Bus অপশানে ক্লিক করুন।

এরপর আপনার সামনে পুরো বাসের ছিটিং প্যানটি চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের বাসএবং সিট সিলেক্ট করে কন্টিনুয়ে অপশনে চাপ দিলেই, আপনার টিকেট কাটা সম্পন্ন হয়ে যাবে এবং টিকেট কমপ্লিট হয়ে গেলে, আপনি সেখানে পেমেন্ট অপশন দেখতে পাবেন।এনা পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম,

সেখান থেকে চাইলে অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারি তে পেমেন্ট করতে পারবেন, এর পরে আপনি আপনার টিকিট প্রিন্ট আউট করে নিবেন অথবা আপনার মোবাইল ফোন একটি স্ক্রিনশট অথবা ডাউনলোড করে নিয়ে আপনি আপনার কাউন্টারে পৌঁছে গেলে সেই সময়ে আপনার টিকেট দেখে তারা আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দিবেন। আশা করছি পুরোপুরি বুঝতে পেরেছেন।

ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম ২০২২।

এভাবে আপনি অথবা আপনার পরিবারের যে কারো টিকেট অনলাইনে ঘরে বসে খুব সহজে করে নিতে পারবেন এখানে আপনি এনা পরিবহনের সব ধরনের সার্ভিস পেয়ে থাকবেন।

এনা পরিবহন টিকিট মূল্য

এনা বাস কাউন্টারগুলি খুব যুক্তিসঙ্গত মূল্যে এসি এবং নন-এসি বাসের টিকিট বিক্রি করে। আপনি যদি একটি নির্দিষ্ট মূল্যে আপনার গন্তব্যের জন্য টিকিট কিনতে চান। তারপর আপনার নিকটস্থ কাউন্টারে গিয়ে টিকিট কিনুন। আমরা নীচে ENA বাসের সমস্ত গন্তব্যের টিকিটের মূল্য বর্ণনা করেছি। আপনি এখান থেকে আপনার গন্তব্যের টিকিটের মূল্য দেখতে পারেন।

  • ঢাকা থেকে চট্টগ্রাম ভাড়া হিসাবে জনপ্রতি 600 টাকা
  • ঢাকা থেকে কক্সবাজার ভাড়া জনপ্রতি 900 টাকা
  • ঢাকা থেকে টেকনাফ ভাড়া জনপ্রতি 1000 টাকা
  • ঢাকা থেকে বান্দরবান ভাড়া 720 জন প্রতি (AC বাদে)
  • ঢাকা থেকে রাঙামাটি জনপ্রতি ভাড়া ৭২০ টাকা
  • ঢাকা থেকে খাগড়াছড়ি ভাড়া জনপ্রতি 520 টাকা

এনা পরিবহন টিকিট কাউন্টার ঠিকানা এবং মোবাইল নাম্বার

আপনি যদি ENA ট্রান্সপোর্ট কাউন্টারের ঠিকানা, আপনার নিকটতম কাউন্টার নম্বর এবং অনলাইন টিকিট বুকিং পদ্ধতি জানতে চান, তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আমরা এখানে ধারাবাহিকভাবে সমস্ত কাউন্টারের ঠিকানা এবং মোবাইল নম্বর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

  • ENA ট্রান্সপোর্ট হেড অফিস সিএম সার্ভিসিং স্টেশন লিমিটেডের পাশে অবস্থিত।
  • ENA পরিবহনের প্রধান কার্যালয়ের ঠিকানা: 61/1 শহীদ তাজউদ্দীন আহমদ এভিনিউ, ঢাকা 1206।
  • সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিস খোলা থাকে।
  • যোগাযোগের নম্বর: 01932600200।

মহাখালী বাস টার্মিনাল কাউন্টার, ঢাকা

যোগাযোগের নম্বর- 01760-737650, 01619-737650, 01869-802725

বিমানবন্দর কাউন্টার, ঢাকা

যোগাযোগের নম্বর- 01760-737652, 01869-802726, 01872-604498, 01872-695911

উত্তরা বিজিবি মার্কেট, ঢাকা

যোগাযোগের নম্বর- 01760-737651, 01869-802728

টঙ্গী স্টেশন রোড, ঢাকা

যোগাযোগ নম্বর- 01760-737653

ফকিরপুল বাসস্ট্যান্ড, ঢাকা

যোগাযোগের নম্বর- 01869-802736, 01872-604475

ঢাকার মিরপুর সারে এগারো সিটি ক্লাব

যোগাযোগের নম্বর- 01869-802731, 01878-059201

আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড, ঢাকা

যোগাযোগের নম্বর- 01869-802729, 017989-11752, 01610-449903, 01872-625733

মানিক নগর ওয়ার্ল্ড রোড, ঢাকা

যোগাযোগের নম্বর- 01869-802737, 01872-604476, 01872-604477, 01872-695900

ফকিরাপুল, ঢাকা

যোগাযোগের নম্বর- 01869-802736

মধ্য বাড্ডা, ঢাকা

যোগাযোগের নম্বর- 01869-802735, 01872-604495

এনা পরিবহন বাসের সময়সূচী

যারা এনা পরিবহনের সময়সূচী পেতে চান। তাদের জন্য আমরা এই পোস্টে ইএনএ পরিবহনের বাসের সময়সূচী উল্লেখ করেছি। এখান থেকে জানতে পারবেন ইএনএ পরিবহনের বাস কোথা থেকে ছেড়ে যায়। আর গন্তব্যে পৌঁছতে কতক্ষণ লাগে। ইএনএ পরিবহনের বাসগুলো বাংলাদেশের যেকোনো প্রান্তে চলে তাই এখানে সব জেলার বাসের সময়সূচী দেওয়া সম্ভব নয়। আমরা বেশিরভাগ জায়গা নির্ধারণ করার চেষ্টা করেছি।

আরও আপনার জন্য

?ব্যাটারি ছাড়া ল্যাপটপ চালানো

?স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ টিপস জেনে নিন

?দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল

?পাওয়ার ফুল ব্যাটারি, দাম 20 হাজার টাকার কম

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

 

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *