উইভিং কাকে বলে-টেক্সটাইল উইভিং সম্পর্কে বিস্তারিত আলোচনা

উইভিং কাকে বলে-কাপড় তৈরির একটি প্রযুক্তি হিসেবে উইভিং এর প্রচলন বহকাল আগে থেকেই ইয়ার্ন থেকে কাপড় তৈরির বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন নিটিং ক্রোচেট ফেল্টিং এবং উইভিং। এগুলোর মধ্যে উইভিং হলো সবচেয়ে প্রাচীনতম এবং জনপ্রিয় হিসেবে পরিচিত।হাজার বছরেও অধিক সময় যাবত কাপড় উৎপাদনে উইভিং ব্যবহৃত হয়ে আসছে কালের পরিক্রমায় উইভিং পদ্ধতিতে প্রযুক্তিগত উন্নতি হয়েছে।

উইভিং কাকে বলে

বন্ধুরা আজকে আপনারা এই কনটেন্টটি থেকে উইভিং সম্পর্কে ধারণা দিব। টেক্সটাইল শিল্পে উইভিং সম্পর্কে অনেকেই জানেন না। কিন্তু টেক্সটাইল জগতে উইভিং একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি প্রাচীনতম বিষয়। যারা উইভিং এর বিস্তারিত তথ্য গুলো সম্পর্কে জানেন না তারা আজকে এই কনটেন্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন আশা করছি এখান থেকে আপনারা উইভিং এর সম্পর্কে একটি ভালো ধারণা নিতে পারবেন। চলুন আজকের কনটেনন্টি শুরু করি।

উইভিং কি

উইভিং এমন একটি প্রক্রিয়া যেখানে সমকূলে দুটি ইয়ার্নের পরস্পর মিশে যাওয়ার মাধ্যমে কাপড় বা ফেব্রিক উৎপাদন হয় আমরা জানি প্রাকৃতিক বা কৃত্রিম কোন ফাইবার কে পেঁচানোর মাধ্যমে ইয়ার্নের তৈরি হয়। এই ইয়ার্ন থেকেই উইভিং প্রক্রিয়ায় ফেব্রিক তৈরি করা হয়।

কাপড় তৈরির আরো অন্যান্য পদ্ধতি রয়েছে যেমন নিটিং ফেল্টিং ব্রাইডিং ইত্যাদি।

উইভিং কাজের জন্য যে দুটি ধরনের ইয়ার্নের প্রয়োজন হয় তার একটি ভার্টিক্যাল বা লম্বালম্বি রেখা বরাবর থাকে এবং অপরটি হরিজন্টালি বা অনুভূমিক রেখা বরাবর থাকে। কাপড় ভার্টিক্যাল ইয়ার কে রেপ বলা হয় এবং হরিজেন্টাল ইয়ার্নকে ওয়েফ্ট বলা হয় যে পদ্ধতি এই দুই সেট একত্রে মেশানো হয় তার ওপরই নির্ভর করে উভেন কাপড়ের গুণগতমান।

উইভিং কাকে বলে

যে মেশিনের সাহায্যে কাপড় ওয়েভিং করা হয় বা কাপড় বোনা হয় তাকে টেক্সটাইল লোম বলে এই লোম হচ্ছে এক প্রকার ডিভাইস এর সাহায্যে wrap ইয়ার্নগুলো উলম্ব রেখা বরাবর যথাস্থানে আটকে রেখে তার ভেতর দিয়ে weft ইয়ার্ন গুলোকে প্রবেশ করিয়ে জালের মতো বোনা হয়।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

বেশিরভাগ ওভেন ফেব্রিক দুই পদ্ধতিতে উৎপাদন করা হয় যেমন প্লেইন উইভ বা সাটিন বা টুইল উইভ। উভেন জাতীয় কাপড় এক রং দিয়ে সাদা সিদে ভাবেও তৈরি করা যায় আবার একাধিক রং দিয়েও জাক-জমকভাবেও তৈরি করা যায়।

উইভিং এর কাজের পদ্ধতি

সাধারণত লোম যন্ত্রের সাহায্যে উইভিং প্রক্রিয়ায় দুই সেটের সুতা পরস্পর সমকোণে একে অপরের সাথে মিশিয়ে কাপড় উৎপাদন করা হয় যেখানে ইয়ার্ন এর wrap সেট ইরার্নের ভেতর দিয়ে নিডল বা যন্ত্রের সাহায্যে এক একটি weft সেটের ইয়ার্ন সেলাই এর মত ওপর নিচ করে মিলিয়ে দেওয়া হয়।

এক একটি Wrap সুতাকে বলা হয় end এবং এক একটি weft সুতাকে বলা হয় pick। wrap সুতা গুলোকে পরস্পর সমান্তরালভাবে লুম এর সাথে শক্ত ভাবে লাগানো হয়। বাজারে বিভিন্ন প্রকারের লুম রয়েছে।

ইন্সপেকশন কত প্রকার ও কি কি

Wrap এবং weft সুতা পরস্পর interlace বা মিলানোর জন্য তিনটি কাজ পর্যায়ক্রমিকভাবে বারবার করা হয় যার ফলে ওভেন ফেব্রিক তৈরি হয়।

লুমের প্রাইমারি মোশন

১. Shedding (শেডিং)

শেডিং এর মাধ্যমে Wrap সুতা গুলিকে কোন কাঠির সাহায্যে একটির পর আরেকটি ওপর-নিচ করে রাখা হয় যার ফলে তার দুটি সমতলে বিভক্ত হয়ে যায়।

২. Picking (পিকিং)

Weft ইয়ার্নকে হাত বা shuttle এর সাহায্যে শেডের খোলা অঞ্চলের ভেতর দিয়ে প্রবেশ করানোর প্রক্রিয়াকে পিকিং বলে।

৩.Beating-up or battening(বিটিং-আপ বা বেটিং)

পিকিং প্রক্রিয়ায় যে weft ইয়ার্ন প্রবেশ করানো হয় তা পেছনে চাপ দেওয়ার ইতোমধ্য তৈরি হওয়া ওপেন কাপড়ের সাথে লাগিয়ে দেওয়া এর ফলে শেডের ভেতর দিয়ে প্রবেশকৃত নতুন নতুন প্রত্যেকটি weft ইয়ার্ন কাপড়ের সাথে আঁটশাঁট হয়ে লেগে যায়।

পলিস্টার ফিলামেন্ট সুতা কি?

Wrap ইয়ার্নযে দুই ভাগে বিভক্ত হয় তা দুই সমতলে চলে একটি উপরে আরেকটি নিচে এই দুইভাগের ভেতরে একটি খোলা অঞ্চলের তৈরি হয় যাকে বলা হয় শেড এই শেডের ভেতর দিয়ে weft ইয়ার্ন shuttle এর সাহায্যে আড়াআড়ি ভাবে সোজা গতিতে প্রবেশ করানো হয়। তারপর লুম প্রযুক্তির মাধ্যমে শেড এর উপরের ইয়ার্ন গুলি নিচে নামানো হয় এবং নিচের ইয়ার্ন ওপরে তোলা হয় যার ফলে সোজা গতিতে shuttle বিপরীত মুখ বরাবর অতিক্রম করার সুযোগ পায়। এই প্রক্রিয়া পুনরাবৃত্তির ফলে কাপড়ের জাল তৈরি হয়ে যা beating এর মাধ্যমে compact করা হয়।

লুমের দ্বিতীয় পর্যায় (secondary motion)

লোমের দ্বিতীয় পর্যায়ে আবার দুই ধরনের

১. Let of motion

২.Take of motion

Stop motion

এছাড়াও রুমে রয়েছে তৃতীয় পর্যায়ের গতি যাকে stop motion বলা হয় যার।কাজ হল সুতা ছিড়ে গেলে লুমকে থামিয়ে দেয়।

Stop motion দুই প্রকার

১.wrap stop motion

২ weft stop motion

উইভিং মেশিনে কাপড় জড়ানোর গতি (Take up motion)

উইভিং মেশিন বা তাতে নির্দিষ্ট কিছু গতি রয়েছে যার সাহায্যে উক্ত মেশিনে কাপড় বুনন সম্পন্ন হয়ে থাকে। Take up motion মূলত secondary motion এর অন্তর্ভুক্ত।

যে গতির মাধ্যমে উৎপন্ন কাপড় বা সর্বশেষ পিককে নিয়মিত ভাবে ক্লথ রোলারে জড়ানো হয় সে ক্ষতিকে কাপড় জড়ানো গতি বা take up motion বলে।অর্থাৎ উইভিং মেশিন এ প্রাথমিক গতিসমূহ অর্থাৎ শেডিং পিকিং ও বিটিং সম্পূর্ণ হওয়ার পর প্রাথমিক গতির সাথে সামঞ্জস্য রেখে উৎপন্ন কাপড় নিয়মিতভাবে ক্লথ রুলারে জড়ানো টেক আপ মোশন এর মাধ্যমে হয়ে থাকে।

এই গতি কাপড়ের প্রতি একক দৈর্ঘ্য অর্থাৎ ইঞ্চি প্রতি পিকস বা ওয়েফট এর সংখ্যা কাপড়ে নির্ধারিত গঠন অনুযায়ী সঠিক রাখে এবং সু সম টেক্সচার-অনয়ন করে ইঞ্চি প্রতি টানা ও পড়েন সুতার সঠিক সংখ্যার সঠিকতার ওপর কাপড়ের টেক্সচারের গুণগত মান নির্ভর করে।

Take up motion এর উদ্দেশ্য

টেক আপ মোশনের কিছু নির্দিষ্ট উদ্দেশ্য বিদ্যমান। যেমন;

*বুনুনকৃত কাপড়কে টেনে ক্লোথ রোলারে নির্দিষ্ট হারে জড়ানো।

*কাপড়ের প্রতি একক দৈর্ঘ্য অর্থাৎ ইঞ্চি পড়েন সুতার সংখ্যা ঠিক রাখা।

*কাপড়ের সর্বত্র পড়েন সুতার একক দৈর্ঘ্যের ওজন সমান রাখা।

*সম পিক স্পেসিং বা সম পিক ডেনসিটি নিশ্চিত করা।

*কাপড়ের বুনন দক্ষতা ও গুণগত মান বৃদ্ধি করা।

Take up motion এর প্রকারভেদ

কাপড় বুনন হবার পর যে গতিতে উৎপন্ন কাপড় ক্লথ রোলারে জড়ানো হয় তাকে টেক আপ মোশন বলে। উইভিং মেশিন বা তাঁতের পেছনে একটি ক্লথ বিম থাকে যাতে মূলত কাপড় জড়ানো হয়।

Take up motion প্রধানত্ব দুই প্রকার। যথা;

১. Positive take up motion

২. Negative take up motion

১. Positive take up motion

যে টেক আপ মোশন কতগুলো হুইল পিনিয়নেরমাধ্যমে কাপড় জড়ানোর প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে পজেটিভ টেক আপ মোশন বলে।যেমন পাঁচ চাকা ৬ চাকা ও ৭ চাকা বিশিষ্ট পজিটিভ টেক আপ মোশন।

২. Negative take up motion

যে টেক অফ মোশন মূলত ওজন বা date weight স্প্রিং ও লিভারের সাহায্যে কাপড় জড়ানোর প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে নেগেটিভ টেক-আপ মোশন বলে।

প্রশ্ন: তাঁতের গতি কত প্রকার?

উত্তর: তাঁতের গতি প্রধানত তিন প্রকার। যথা;

১. প্রাথমিক গতি

২.মাধ্যমিক গতি

৩.তৃতীয় পর্যায়ের গতি

প্রশ্ন: লুমের তৃতীয় পর্যায়ের গতি কে কি বলা হয়?

উত্তর: লুমের তৃতীয় পর্যায়ের গতি কে tertiary motion বা stop motion বলা হয়।

প্রশ্ন: প্রাথমিক গতি বা primary motion এর অন্তর্ভুক্ত বিষয় গুলো কি?

উত্তর: প্রাথমিক গতির অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে shedding, picking, beating-up or battening।

শেষ কথা-

বন্ধুরা আজকে আমাদের কনটেন্টটিতে উইভিং কাকে বলে এবং উইভিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উইভিং এর খুঁটিনাটি বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সবাই উইভিং সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আমরা সব সময় চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার। এছাড়াও গার্মেন্টস সম্পর্কিত অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে আপনারা অবশ্যই ভিজিট করে দেখবেন আশা করছি। যেকোনো তথ্যবহুল কনটেন্ট আমরা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি সব সময়। তাই নিয়মিত আমাদের পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

পোস্ট ট্যাগ-

উইভিং কাকে বলে,নিটিং কাকে বলে,নীট কাপড় কাকে বলে,ওয়ারপিং কাকে বলে,নন ওভেন কাপড় কাকে বলে,পিকিং কাকে বলে,বুনন কাকে বলে,নিটিং কোয়ালিটির কাজ কি।

আরো তথ্য-

গার্মেন্টস কোয়ালিটি পলিসি বা নীতিমালা

ফিনিশিং কোয়ালিটির কাজ

গার্মেন্টস বা যে কোন চাকরিতে প্রমোশনাল লেটার বা পদোন্নতির আবেদন পত্র

বাংলাদেশের কয়েকটি শীর্ষ স্থানীয় গার্মেন্টস কোম্পানির নাম

গার্মেন্টস কি কত প্রকার ও কি কি

কোন সেলাই মেশিনের কেমন দাম

রিজাইন লেটার বাংলা ও ইংলিশে

গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার অফিসার

গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ 

সুইং কোয়ালিটির কাজ কি

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 505 other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :< strong>এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।