ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র-নতুন আপডেট

আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন।আজকে আপনাদেরকে জানাবো ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে অর্থাৎ আমার নিজের অভিজ্ঞতা থেকে ই পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কি ধরনের কাগজপত্র প্রয়োজন পড়ে থাকে সেটি আপনাদেরকে বিস্তারিত জানাবো।

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২২

বর্তমানে আপনি পাসপোর্ট করতে গেলেই ই-পাসপোর্টের এ-কথাটি আপনার সামনে চলে আসে তো ই-পাসপোর্ট করার জন্য যদি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানা না থাকে তাহলে আপনি আঞ্চলিক অফিসে গিয়ে আবার আপনাকে ফেরত আসতে হতে পারে।

ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র
ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র

এজন্যই পাসপোর্ট করার আগে অবশ্যইআপনার ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে কি কি প্রয়োজন এই পাসপোর্ট করতে সে বিষয়টি অবশ্যই আপনার জানতে হবে তাহলে আপনি উপকৃত হবেন।

ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র

এখন আমি আপনাদেরকে ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র কি কি প্রয়োজন তার একটি লিস্ট সুন্দরভাবে নিজের অভিজ্ঞতা থেকে দিয়ে দিচ্ছে আপনারা এটি দেখে আপনি ই-পাসপোর্ট করার পূর্বে এ কাগজপত্রগুলো আপনি রেডি করে নিবেন।

ই পাসপোর্ট আবেদনের জন্য নিম্নবর্ণিত কাগজপত্র সাথে আনতে হবে বাংলাদেশ সরকার-

  • প্রথমে আপনাকে যেটি নিয়ে আসতে হবে তা হচ্ছে আবেদনকারীর অনলাইনে আবেদন এর প্রিন্ট কপি নিয়ে আসতে হবে।
  • এরপর আপনাকে যেটি নিয়ে আসতে হবে তা হচ্ছে, আপনি অনলাইনে আবেদন বা আবেদন করার পর যে অ্যাপোয়েন্টমেন্ট শিডিউলের একটি প্রিন্ট কপি আপনাকে সঙ্গে আনতে হবে।
  • আবেদনকারী তার ই পাসপোর্ট এর জন্য যে ফি প্রদান করেছে। তার একটি ফি রশিদ আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে যদি থাকে।
  • মূল জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন অনলাইন কপি আপনার আবেদনের সঙ্গে নিয়ে আসতে হবে।
  • আবেদনকারীর যদি পূর্বে কোন পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্ট এবং সেই ই-পাসপোর্টের পেজ সঙ্গে নিয়ে আসতে হবে।যদি থাকে
  • আবেদনকারীর বয়স যদি 18 বছরের কম হয় তাহলে আবেদনকারীর জন্ম নিবন্ধন অনলাইন কপি এবং সঙ্গে তার পিতামাতার ভোটার আইডি কার্ডের কপি জমা দিতে হবে।
  • আবেদনকারীর বয়স যদি ছয় বৎসরের কম হয়, তাহলে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবির সঙ্গে 3r সাইজ এর ম্যাট পেপারে রঙিন কপি ছবি জমা দিতে হবে।
  • নিজের পিতা মাতার নাম এবং জন্মতারিখ ইত্যাদি ক্ষেত্রে আপনি কোন কিছু পরিবর্তন করতে পারবেন না।

বিশেষ দ্রষ্টব্য- উল্লেখিত ক্ষেত্রে স্থায়ী ঠিকানা বৈবাহিক অবস্থা এবং পেশা তথ্যাদি এগুলো পরিবর্তন করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ প্রমাণস্বরূপ দলিলাদি জমা দিতে হবে।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

উপরের দেওয়া এই সকল কাগজপত্র আপনিই পাসপোর্ট করার সময় আপনি যদি নিয়ে যান তাহলে আপনাকে আর ভোগান্তি বা আপনাকে পাসপোর্ট অফিস থেকে পুনরায় আবার এই সকল কাগজপত্রের জন্য বাসায় ফিরে আসতে হবে না।

ই পাসপোর্টের ফি যেসকল মাধ্যমে পেমেন্ট করা যাবে

ই পাসপোর্টের ফি অনলাইনে সবধরনের মাধ্যমে জমা দেওয়া যাবে -নগদ /বিকাশ/ রকেট এগুলি মাধ্যমে অনলাইনের মাধ্যমেই পাসপোর্টের ফি আপনি জমা দিতে পারবেন।

এছাড়াও আপনিও ওয়ান ব্যাংক প্রিমিয়াম ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমেও আপনি ই পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন।

এছাড়াও সোনালী ব্যাংকের কিছু নির্দিষ্ট শাখায় ই পাসপোর্ট এর টাকা আপনি জমা দিতে পারবেন।

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২২

তবে আমি আজকে আপনাদেরকে একদম সরকারি নিয়মে ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি।

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২২ 1
ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২২
  • আপনি যদি 48 পাতার 5 বছর মেয়াদী ই-পাসপোর্ট নিতে চান তাহলে আপনাকে সরকারি ফি অনুযায়ী 7500 টাকা দিতে হবে।
  • আপনি যদি 10 বছর মেয়াদী 48 পাতার ই-পাসপোর্ট নিতে চান তাহলে আপনাকে 15 দিনের পেতে ফি দিতে হবে পাঁচ হাজার টাকা।
  • এবং এই 10 বছর মেয়াদী 48 পাতার ই-পাসপোর্ট যদি আপনি জরুরী হিসেবে নেন তাহলে সাত দিন সময় লাগবে আপনাকে ফি দিতে হবে 7000 টাকা।
  • এছাড়াও আপনি যদি ই পাসপোর্ট অতি জরুরী হিসেবে নেন। তাহলে আপনাকে ফি প্রদান করতে হবে 9000 টাকা এবং এটি আপনি দুই থেকে তিন কার্যদিবসের মধ্যে পেয়ে যাবেন।
  • অর্থাৎ অতি জরুরী পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন আর জরুরী পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে সাত বা 10 কার্যদিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন আর সাধারণ পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে 15 -21 কার্যদিবসের মধ্যে পেয়ে যাবেন।

আশা করছি ই-পাসপোর্ট কত দিনে পাওয়া যায় সে বিষয়ে আপনি বুঝে গিয়েছেন যদি না বোঝেন। তাহলে আমি নিচে আরো ভালোভাবে আপনাদেরকে পরিস্কার করে দিচ্ছি।

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২২

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২২
ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২২

৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি

ডেলিভারি ৫ বছর মেয়াদি ৪৮ পাতা ই পাসপোর্ট ফি ৫ বছর মেয়াদি ৬৪ পাতা ই পাসপোর্ট ফি
রেগুলার 4,025 টাকা 6,325 টাকা
এক্সপ্রেস/জরুরী 6,325 টাকা 8,625 টাকা
সুপার এক্সপ্রেস 8,625 টাকা 12,075 টাকা

১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি:

ডেলিভারি ১০ বছর মেয়াদি ৪৮ পাতা ই পাসপোর্ট ফি ১০ বছর মেয়াদি ৬৪ পাতা ই পাসপোর্ট ফি
রেগুলার 5,750 টাকা 8,050 টাকা
এক্সপ্রেস/জরুরী 8,050 টাকা 10,350 টাকা
সুপার এক্সপ্রেস 10,350 টাকা 13,800 টাকা

আশা করছি উপরের এই সকল বিষয় থেকে ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় এবং এই পাসপোর্ট করতে কত টাকা লাগে এসকল বিষয় আপনার উপকারে আসবে।

তবে আপনাদেরকে বলে রাখা ভালো যে আমার এই ওয়েবসাইটে পাসপোর্ট এবং ই-পাসপোর্ট সম্পর্কিত সব ধরনের তথ্যই আপনি পাসপোর্টে ক্যাটাগরি থেকে পেয়ে থাকবেন এজন্য অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি মেইল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন এই ধরনের পোস্ট সবার আগে পাওয়ার জন্য।

আপনার জন্য-

পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন করার সঠিক নিয়ম

পাসপোর্ট করতে কি কি লাগে ২০২২

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 506 other subscribers